তৃতীয় অধ্যায়, বিভিন্ন ক্ষেত্রে মাঠকর্ম অনুশীলন

ক-বিভাগ

সমাজসেবা কাকে বলে?
উত্তর : সাধারণভাবে বলা যায় অসহায় বা
অসুবিধাগ্রস্তদের কল্যাণে স্বেচ্ছাপ্রণোদিতভাবে গৃহীত সব ধরনের কার্যাবলিকে সমাজসেবা বলা হয় ।
কত সালে জাতিসংঘ সর্বপ্রথম এনজিও (NGO)
শব্দটি ব্যবহার করে?
উত্তর : ১৯৪৫ সালে।
কোন সংস্থা সর্বপ্রথম NGO শব্দটি ব্যবহার করে?
উত্তর : জাতিসংঘ।
NGO এর পূর্ণরূপ কী?
উত্তর : Non-Government Organization.
NGO এর বাংলা অর্থ কী?
উত্তর : বেসরকারি সংস্থা।
কত শতকে এনজিও কর্মতৎপরতা শুরু হয়?
উত্তর : ঊনিশ শতকের মাঝামাঝি সময়ে।
ব্রাহ্মসমাজ কত সালে তাদের কার্যক্রম শুরু করে?
উত্তর : ১৮২৮ সালে।
রামকৃষ্ণ মিশন কত সালে কার্যক্রম শুরু করে?
উত্তর : ১৮৯৬ সালে।
বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত এনজিও কোনটি?
উত্তর : পরিবার পরিকল্পনা সমিতি।
পরিবার পরিকল্পনা সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৫৩ সালে।
বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত এনজিও কোনটি?
উত্তর : পরিবার পরিকল্পনা সমিতি।
পরিবার পরিকল্পনা সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৫৩ সালে।
সোসাইটি রেজিস্ট্রি আইন কত সালে প্রণীত হয়?
উত্তর : ১৮৬০ সালের ২১ মে।
ট্রাস্ট আইন কত সালে প্রণীত হয়?
উত্তর : ১৮৮২ সালে।
ট্রাস্ট আইনের আওতায় নিবন্ধিত একটি প্রতিষ্ঠানের নাম লিখ।
উত্তর : গণস্বাস্থ্য কেন্দ্র।
কত সালে কোম্পানি আইন প্রণীত হয়?
উত্তর : ১৯১৩ সালে।
কোম্পানি আইন কত সালে সংশোধিত হয়? কি তার
উত্তর : ১৯৯৪ সালে।
কোম্পানি আইনের অধীনে প্রতিষ্ঠিত তিনটি প্রতিষ্ঠানের নাম লিখ।
উত্তর : i. উবিবীগ, ii. পিকেএসএফ (PKSF), iii. হরটেক্স।
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ কত সালে প্রণীত হয়?
উত্তর : ১৯৬১ সালে।
DAM এর পূর্ণরূপ লিখ।
উত্তর : Dhaka Ahsania Misson.
বিদেশি অনুদান নিয়ন্ত্রণ অধ্যাদেশ কত সালে প্রণীত হয়?
উত্তর : ১৯৭৮ সালে।
NAB এর পূর্ণরূপ লিখ।
উত্তর : NGO AFFAIRS BUREAU.
এনজিও এফেয়ার্স ব্যুরো (NAB) কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৯০ সালে।
বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত এনজিওর সংখ্যা কতটি?
উত্তর : প্রায় ৫৭,০০০ (সাতান্ন হাজার)।
JSC এর পূর্ণরূপ লিখ।
উত্তর : Joint Stock Company.
Joint Stock Company কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর : বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে।
রেজিস্ট্রেশন অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে
PKSF কী?
উত্তর : সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি ঋণ প্রদানকারী সংস্থা। noussfungime
ওয়াকফকৃত সম্পত্তি পরিচালনা করেন কে?
উত্তর : মোতাওয়ালি ।
দেবোত্তর প্রথার উপর গড়ে উঠা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকেন কে?
উত্তর : সেবায়েত।
চ্যারিটি কী?
উত্তর : খ্রিস্টানদের দ্বারা পরিচালিত দানকার্যকে চ্যারিটি বলা হয়।
FNB এর পূর্ণরূপ কী?
উত্তর : Federation of NGO’s Bangladesh.
কারিতাস কী?
উত্তর : একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা।
কারিতাসে কয় ধরনের সাংগঠনিক কাঠামো বিদ্যমান?
উত্তর : ৫ ধরনের।
CDF এর পূর্ণরূপ লিখ।
উত্তর : Credit and Development Forum.
আশা কত সালে সর্বপ্রথম ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করে?
উত্তর : ১৯৯১ সালে।
VHSS এর পূর্ণরূপ লিখ।
উত্তর : Voluntary Health Service Society.
WDP এর পূর্ণরূপ লিখ।
উত্তর : Woman Development Project.
ব্র্যাক কত সালে সর্বপ্রথম উপআনুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি চালু করে?
উত্তর : ১৯৮৫ সালে ২২টি স্কুল পরিচালনার মাধ্যমে।
বর্তমানে বাংলাদেশে ব্র্যাক পরিচালিত স্কুলের সংখ্যা কতটি?
উত্তর : ৩৪,০০০টি।
CAAP এর পূর্ণরূপ লিখ।
উত্তর : Confidential Approach to Aids Prevention.
PC এর পূর্ণরূপ কী?
উত্তর : Population Control.
TGA এর পূর্ণরূপ লিখ।
উত্তর : Target Group Approach.
বাংলাদেশে কত সালের মধ্যে সমন্বিত সমষ্টি উন্নয়ন কর্মসূচি চালু হয়?
উত্তর : ১৯৭৩ সাল থেকে ১৯৭৫ সালের মধ্যে।
te vstúp bugso lo to al
ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি কী?
উত্তর : একটি পুরনো এনজিও।
ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৭৯৪ সালে।
রামকৃষ্ণ মিশন কত সালে কার্যক্রম শুরু করে? stebol boodinst bennsl Ishoitsem
উত্তর : ১৮৯৬ সালে।
দেশবিভাগের সময় এদেশে কয়টি এনজিওর পরিচয় পাওয়া যায়? ভাগির লাক
উত্তর : দেশি ৭টি এবং বিদেশি ২টি।
CLP এর পূর্ণরূপ কী?
উত্তর : Continous Learning Process.
কত সালে সর্বপ্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭৫ সালে।
বিশ্বের কোন দেশে সর্বপ্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর : মেক্সিকোতে।
দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ১৯৮০ সালে।
তৃতীয় বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : নাইরোবিতে অনুষ্ঠিত হয়।
GBDA এর পূর্ণরূপ লিখ।
উত্তর : Gender Based Development Approach
GEP এর পূর্ণরূপ লিখ।
উত্তর : General Education Project.
PHP এর পূর্ণরূপ লিখ।
উত্তর : People and Health Project.
Sayee]
PKSF এর পূর্ণরূপ কী?
উত্তর : Palli Karma Sahayok Foundation.
ADAB এর পূর্ণ নাম লিখ।
Innaisub3 ensublin bagoliving
YES valsts po
পরিবার পরিকল্পনার পথিকৃৎ বলা হয় কাকে?
উত্তর : মার্গারেট সেংগার।
মার্গারেট সেংগার কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর : আমেরিকার।
grisg to noitebs tanoiss
vyolomons lo soitsioneeA site
উত্তর : Association of Development Agencies in Bangladesh.
FDRO এর পূর্ণরূপ লিখ।
উত্তর : Foreign Donations Regulation Ordinance.

খ-বিভাগ

প্রশ্ন॥১॥এনজিও কী?
প্ৰশ্ন৷৷২ বাংলাদেশে কর্মরত এনজিওর শ্রেণিবিভাগ লিখ।
প্রশ্ন॥৩॥ ব্র্যাকের লক্ষ্য ও উদ্দেশ্য লিখ ।
প্ৰশ্ন৷॥৪॥ ব্র্যাকের মাঠকর্ম অনুশীলনের ৪টি ক্ষেত্র লিখ।
প্রশ্ন।৫।গ্রামীণ ব্যাংক কী?
প্রশ্ন॥৬॥গ্রামীণ ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য লিখ।
প্ৰশ্ন॥৭॥গ্রামীণ ব্যাংকের ৪টি ভূমিকা ও কার্যাবলি লিখ।
প্ৰশ্ন৷৮৷৷গ্রামীণ ব্যাংকে মাঠকর্ম অনুশীলনের ৪টি ক্ষেত্র বর্ণনা কর।
প্রশ্ন॥৯॥জাতীয় উন্নয়নে প্রশিকার ভূমিকা ও অবদান আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷১০৷৷প্রশিকাতে মাঠকর্ম অনুশীলনের ৪টি ক্ষেত্র লিখ ।
প্ৰশ্ন৷১১৷৷৷বাংলাদেশ বহুমূত্র সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য কী?
প্ৰশ্ন৷৷১২৷৷৷বাংলাদেশ বহুমূত্র সমিতিতে মাঠকর্ম অনুশীলনের ক্ষেত্রগুলো উল্লেখ কর।
প্রশ্ন ১৩৷৷বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের লক্ষ্য ও উদ্দেশ্য লিখ ।
প্ৰশ্ন৷১৪৷৷বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের ৪টি কার্যাবলি আলোচনা কর।
প্রশ্ন৷৷১৫৷৷বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘে মাঠকর্ম অনুশীলন/ ব্যবহারিক প্রশিক্ষণের ৪টি ক্ষেত্র লিখ ।
প্ৰশ্ন৷১৬৷বাংলাদেশে পরিবার পরিকল্পনা সমিতির পটভূমি লিখ ।
প্ৰশ্ন৷৷১৭৷৷৷বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির লক্ষ্য ও উদ্দেশ্যসমুহ লিখ ।
প্ৰশ্ন৷১৮৷৷ বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৪টি ভূমিকা ও কার্যাবলি বর্ণনা কর ।
প্ৰশ্ন৷১৯৷৷বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতিতে মাঠকর্ম অনুশীলন/ ব্যবহারিক প্রশিক্ষণের ক্ষেত্র বর্ণনা কর।
প্ৰশ্ন৷৷২০৷৷জাতীয় উন্নয়নে ইউসেপ বাংলাদেশ এর ভূমিকাগুলো লিখ ।
প্ৰশ্ন৷৷২১৷৷ইউসেপ বাংলাদেশে মাঠকর্ম অনুশীলনকারীর ভূমিকাসমূহ বর্ণনা কর ।
প্ৰশ্ন৷৷২২‘আশা’য় মাঠকর্ম অনুশীলনের ক্ষেত্রগুলো বর্ণনা কর।
প্ৰশ্ন৷২৩৷কেয়ার এর ভিশন লিখ ।
প্ৰশ্ন৷৷২৪৷৷ কেয়ার বাংলাদেশের নীতিমালা ও প্রধান মূল্যবোধগুলো লিখ।
প্ৰশ্ন৷২৫৷ কেয়ার বাংলাদেশ কর্মসূচি পরিচালনায় কী কী প্রক্রিয়া ও কৌশল অবলম্বন করে?।
প্ৰশ্ন৷৷২৬৷ কেয়ার বাংলাদেশের ৪টি কার্যাবলি আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৭৷৷৷ কেয়ার বাংলাদেশে মাঠকর্ম অনুশীলন/ ব্যবহারিক প্রশিক্ষণ/ব্যবহারিক প্রশিক্ষণার্থীর ৪টি ভূমিকা লিখ।
প্ৰশ্ন৷৷২৮৷৷ওয়ার্ল্ড ভিশনের ঐতিহাসিক প্রেক্ষাপট লিখ।
প্ৰশ্ন৷৷২৯৷৷ ওয়ার্ল্ড ভিশন এর গঠন কাঠামো লিখ ।
প্ৰশ্ন৷৷৩০৷৷ওয়ার্ল্ড ভিশন এর মুখ্য মূল্যবোধগুলো কী?
প্ৰশ্ন৷৷৩১৷৷ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে সমাজকর্ম অনুশীলন/ ব্যবহারিক প্রশিক্ষণ এর ৪টি ক্ষেত্র লিখ।
প্ৰশ্ন৷৷৩২৷৷অক্সফাম এর উদ্দেশ্য লিখ ।
প্ৰশ্ন৷৷৩৩৷৷ বাংলাদেশে অক্সফামের মাঠকর্ম অনুশীলন/ ব্যবহারিক প্রশিক্ষণের ৪টি ক্ষেত্র লিখ ।
প্রশ্ন।৩৪। অ্যাকশন এইডের লক্ষ্য ও উদ্দেশ্য কী?
প্ৰশ্ন৷৩৫৷অ্যাকশন এইডে মাঠকর্ম অনুশীলন/ ব্যবহারিক প্রশিক্ষণের ৪টি ক্ষেত্র লিখ।
প্ৰশ্ন৷৩৬৷৷ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নীতি বা আদর্শগুলো লিখ।
প্ৰশ্ন৷৷৩৭৷৷ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির লক্ষ্যগুলো লিখ।
প্ৰশ্ন৷৷৩৮৷৷ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির গঠন কাঠামো উল্লেখ কর।
প্ৰশ্ন৷৷৩৯৷৷মাঠকর্ম অনুশীলনকারী বা ব্যবহারিক প্রশিক্ষণার্থীরা বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটিতে যেসব কার্যাবলিতে ভূমিকা রাখতে পারে তার মধ্যে ৪টি ক্ষেত্র আলোচনা কর।
প্রশ্ন।৪০।শহর সমাজসেবা কর্মসূচির ধারণা দাও।
প্রশ্ন৷৪১৷শহর সমাজসেবা কর্মসূচিতে মাঠকর্ম অনুশীলনের ৪টি ক্ষেত্র আলোচনা কর।
প্রশ্ন ৪২৷৷পল্লি সমাজসেবার ধারণা দাও।
প্ৰশ্ন৷৪৩৷৷ গ্রামীণ সমাজসেবা /পল্লি সমাজসেবায় মাঠকর্ম অনুশীলনকারীর ৪টি ভূমিকা আলোচনা কর ।
প্ৰশ্ন৷৪৪৷ প্ৰশিকা কী?
প্রশ্ন।৪৫। হাসপাতাল/ চিকিৎসা সমাজকর্মের সংজ্ঞা দাও।
প্ৰশ্ন৷৪৬৷৷ হাসপাতাল সমাজসেবায় শিক্ষানবিস সমাজকর্মী/ ব্যবহারিক প্রশিক্ষণার্থীর ৪টি ভূমিকা লিখ।
প্ৰশ্ন৷৷৪৭৷ চিকিৎসা সমাজকর্ম অনুশীলনের ৪টি ক্ষেত্র বর্ণনা কর।
প্ৰশ্ন৷৷৪৮৷ চিকিৎসা ক্ষেত্রে মাঠকর্ম অনুশীলনের ৪টি সমস্যা বর্ণনা কর।
প্ৰশ্ন৷৪৯৷৷ চিকিৎসা ব্যবস্থায় মাঠকর্ম অনুশীলনে সমস্যা দূরীকরণের ৪টি উপায় বর্ণনা কর।
প্ৰশ্ন৷৫০৷মনোচিকিৎসা সমাজকর্ম কী?
প্রশ্ন।৫১।মনোচিকিৎসা সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য লিখ ।
প্ৰশ্ন৷৫২৷৷মনোচিকিৎসা সমাজকর্মীর ৪টি ভূমিকা বর্ণনা কর।
প্ৰশ্ন৷৫৩৷৷মনোচিকিৎসা সমাজকর্মে সমাজকর্ম অনুশীলনের ৪টি ক্ষেত্রসমূহ বর্ণনা কর।
প্ৰশ্ন৷৫৪৷৷প্রতিবন্ধিতা বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৫৫৷যে কোনো ৪ প্রকারের/ ধরনের প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র সম্পর্কে বর্ণনা কর।
প্ৰশ্ন৷৫৬৷প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কর্মসূচির গুরুত্ব/ সমাজকর্মীর ৪টি ভূমিকা আলোচনা কর।
প্ৰশ্ন৷৫৭৷৷সংশোধনমূলক কার্যক্রম বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৫৮৷৷সংশোধনমূলক কার্যক্রমের শ্রেণিবিভাগ উল্লেখ কর।
প্রশ্ন।৫৯।প্রবেশনের সংজ্ঞা দাও।
প্ৰশ্ন৷৬০৷প্রবেশনের শর্তসমূহ লিখ।
প্ৰশ্ন৷৬১৷৷প্রবেশন ব্যবস্থার ৪টি কর্মকৌশল সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৬২৷৷প্রবেশন কর্মকর্তার ২টি কর্মকৌশল সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৬৩৷৷প্রবেশনের উদ্দেশ্যাবলি লিখ।
প্ৰশ্ন৷৷৬৪৷৷প্রবেশন ব্যবস্থায় ত্রুটি/সীমাবদ্ধতাসমূহ লিখ।
প্ৰশ্ন৷৬৫৷ প্রবেশন ব্যবস্থার সুবিধা লিখ ।
প্রশ্ন৷৬৬। প্রবেশন ও প্যারোলের মধ্যে পার্থক্য লিখ।
প্ৰশ্ন৷৬৭৷৷ সংশোধন ক্ষেত্রে ব্যবহারিক প্রশিক্ষণের সমস্যা উল্লেখ কর।
প্ৰশ্ন৷৬৮৷৷ প্যারোলের শর্তগুলো লিখ ।
প্ৰশ্ন৷৬৯৷৷ প্যারোল কী?
প্রশ্ন।৭০৷বাংলাদেশের কিশোর আদালত সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৭১৷৷বাংলাদেশে সংশোধনমূলক ব্যবস্থার গুরুত্ব/সমাজকর্মীর ৪টি ভূমিকা আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷৭২৷৷প্রবীণ সমস্যা সমাধানের উপায়/প্রবীণদের কল্যাণে সমাজকর্মীর ৪টি ভূমিকা বর্ণনা কর।
প্ৰশ্ন৷৷৭৩৷৷সংশোধনমূলক কার্যক্রমে ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্ম পদ্ধতির ৪টি প্রয়োগ সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৭৪৷৷সংশোধন কার্যক্রমের সহায়ক ৪টি কর্মসূচি বর্ণনা কর।
প্ৰশ্ন৷ ৭৫৷৷৷চিকিৎসা সমাজকর্মের উদ্দেশ্য কী?
প্রশ্ন।৭৬।প্ৰবীণ কল্যাণের ধারণা দাও।
প্ৰশ্ন৷৭৭৷৷বাংলাদেশে সংশোধনমূলক কার্যক্রমগুলোর বিবরণ দাও।

প্ৰশ্ন৷৭৮৷৷বাংলাদেশে বয়স্ক ব্যক্তিদের ৪টি সমস্যা বর্ণনা কর।
প্রশ্ন।৭৯।প্রবীণ সমস্যা সমাধানের উপায়/প্রবীণদের কল্যাণে সমাজকর্মীর ৪টি ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন৷৮০৷ প্রবীণদের কল্যাণে সমাজকর্ম অনুশীলন / প্রবীণকল্যাণে নিয়োজিত সমাজকর্মীদের পেশাগত দায়িত্ব বর্ণনা কর।
প্ৰশ্ন৷৮১৷৷ভবঘুরে বলতে কী বুঝ?
প্রশ্ন৷৮২৷ ভবঘুরে নিয়ন্ত্রণ সমস্যা মোকাবিলার উপায়সমূহ লিখ।
প্ৰশ্ন৷৮৩৷৷ সংশোধন ক্ষেত্রে মাঠকর্ম অনুশীলনের সমস্যা দূরীকরণের উপায়সমূহ বর্ণনা কর।
প্ৰশ্ন৷৮৪৷৷ শিশুকল্যাণ কী?
প্রশ্ন॥৮৫ বাংলাদেশে দুঃস্থ/অসহায় শিশুকল্যাণমূলক পদক্ষেপসমূহ লিখ ।
প্ৰশ্ন॥৮৬॥যুব কল্যাণ কী?
প্রশ্ন৷৮৭।বাংলাদেশে প্রবীণ ব্যক্তিদের সমস্যাসমূহ চিহ্নিত কর।
প্রশ্ন ৮৮৷৷৷সংশোধন ক্ষেত্রে মাঠকর্ম/ব্যবহারিক প্রশিক্ষণের সমস্যাগুলো আলোচনা কর।
প্ৰশ্ন৷৮৯৷প্রবীণ কে?
প্রশ্ন॥৯০৷৷বাংলাদেশে যুব কল্যাণ কর্মসূচিসমূহ উল্লেখ কর।

গ-বিভাগ

প্রশ্ন৷০১। গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্যগুলো লিখ। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের ভূমিকা পর্যালোচনা কর ।
প্রশ্ন৷০২৷এনজিও কী? বাংলাদেশে কর্মরত এনজিওর শ্রেণিবিভাগ লিখ।
প্রশ্ন।০৩। ব্র্যাক কী? ব্র্যাকের ঐতিহাসিক পটভূমি লিখ।
প্রশ্ন॥০৪।ব্র্যাকের লক্ষ্য ও উদ্দেশ্য কী? ব্র্যাকের কার্যাবলি আলোচনা কর।
প্রশ্ন॥০৫৷ ব্র্যাকে মাঠকর্ম অনুশীলনের ক্ষেত্রসমূহ বর্ণনা কর।
প্ৰশ্ন৷০৬৷৷ গ্রামীণ ব্যাংক কী? গ্রামীণ ব্যাংকের ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা কর। গ্রামীণ ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য লিখ ।
প্ৰশ্ন৷০৭৷ গ্রামীণ ব্যাংক কী? গ্রামীণ ব্যাংকের গঠন কাঠামো উল্লেখ কর।
প্ৰশ্ন৷০৮৷ জাতীয় উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা ও অবদানসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥০৯৷ গ্রামীণ ব্যাংকে মাঠকর্ম অনুশীলনের ক্ষেত্রগুলো আলোচনা কর।
প্রশ্ন॥১০৷৷ প্রশিকার লক্ষ্য ও উদ্দেশ্য কী? প্রশিকার গঠন কাঠামো ও ব্যবস্থাপনা লিখ ।
প্রশ্ন॥১১৷ জাতীয় উন্নয়নে প্রশিকার অবদান বর্ণনা কর।
প্ৰশ্ন৷৷১২৷৷ প্ৰশিকাতে মাঠকর্ম অনুশীলনের ক্ষেত্র সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥১৩৷৷ বাংলাদেশ বহুমূত্র সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য কী? বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকা ও কার্যাবলি বর্ণনা কর।
প্ৰশ্ন৷১৪৷৷ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক এর কার্যাবলি বর্ণনা কর।
প্রশ্ন॥১৫৷৷বাংলাদেশ বহুমূত্র সমিতিতে মাঠকর্ম অনুশীলনের ক্ষেত্রগুলো সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥১৬।বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের লক্ষ্য ও উদ্দেশ্য লিখ। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের কার্যাবলি আলোচনা কর।
প্রশ্ন॥১৭৷৷ বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘে মাঠকর্ম অনুশীলনের ক্ষেত্রগুলো আলোচনা কর।
প্রশ্ন॥১৮৷৷ বাংলাদেশে পরিবার পরিকল্পনা সমিতির পটভূমি লিখ। বাংলাদেশে পরিবার পরিকল্পনা সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য কী?
প্রশ্ন৷১৯৷ বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির কর্মকৌশলসমূহ লিখ।
প্ৰশ্ন৷৷২০৷৷ বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির কাঠামো কী? বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ভূমিকা ও কার্যাবলি আলোচনা কর।
প্রশ্ন॥২১৷ বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতিতে মাঠকর্ম অনুশীলন ক্ষেত্রগুলো আলোচনা কর ।
প্রশ্ন৷২২।ইউসেপ মিশন বা লক্ষ্য ও উদ্দেশ্য কী? ইউসেপ বাংলাদেশের কার্যাবলি আলোচনা কর।
প্ৰশ্ন৷২৩৷৷ জাতীয় উন্নয়নে ইউসেপ বাংলাদেশ এর ভূমিকার বিবরণ দাও।

প্রশ্ন৷২৪৷ ইউসেপ বাংলাদেশে মাঠকর্ম অনুশীলনকারীর ভূমিকা বর্ণনা কর।
প্ৰশ্ন৷২৫৷ আশার উদ্ভব ও বিকাশ আলোচনা কর। আশার লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ লিখ |
প্ৰশ্ন৷২৬৷ আশার গঠন কাঠামো লিখ । আশা কার্যক্রমের বিবর্তন সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৭৷৷৷আশার বর্তমান ভূমিকা ও কর্মসূচি আলোচনা কর।
প্রশ্ন৷২৮৷৷আশায় মাঠকর্ম অনুশীলনের বর্ণনা দাও।
প্ৰশ্ন৷২৯৷কেয়ার বাংলাদেশ এর ঐতিহাসিক ক্রমবিকাশ লিখ।
প্ৰশ্ন৷৩০৷৷কেয়ার বাংলাদেশ এর কর্মপ্রক্রিয়া ও কৌশল আলোচনা কর।
প্ৰশ্ন৷৩১৷৷কেয়ার বাংলাদেশের কার্যাবলি আলোচনা কর।
প্ৰশ্ন৷৩২৷কেয়ার বাংলাদেশে মাঠকর্ম অনুশীলন/ ব্যবহারিক প্রশিক্ষণ/ব্যবহারিক প্রশিক্ষণার্থীর ভূমিকা লিখ।
প্রশ্ন।৩৩।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট লিখ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কার্যাবলি আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৪৷৷ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে সমাজকর্ম অনুশীলন/ ব্যবহারিক প্রশিক্ষণের ক্ষেত্রগুলো লিখ।
প্ৰশ্ন৷৩৫৷অক্সফাম এর উদ্দেশ্য লিখ। বাংলাদেশে অক্সফামের কার্যক্রম বর্ণনা কর।
প্রশ্ন।৩৬।বাংলাদেশ অক্সফামে মাঠকর্ম অনুশীলন/ ব্যবহারিক প্রশিক্ষণের ক্ষেত্র গুলো লিখ।
প্ৰশ্ন৷৩৭৷৷ অ্যাকশন এইডের লক্ষ্য ও উদ্দেশ্য কী? বাংলাদেশে অ্যাকশন এইডের কার্যাবলি বর্ণনা কর।
প্ৰশ্ন৷৩৮৷ অ্যাকশন এইডে মাঠকর্ম অনুশীলন/ ব্যবহারিক প্রশিক্ষণের ক্ষেত্র লিখ।
প্রশ্ন৷৩৯৷ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির গঠন কাঠামো উল্লেখ কর। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কার্যাবলি বর্ণনা কর।
প্ৰশ্ন৷৪০৷ মাঠকর্ম অনুশীলনকারী বা ব্যবহারিক প্রশিক্ষণার্থীরা বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটিতে যেসব কার্যাবলিতে ভূমিকা রাখতে পারে তা আলোচনা কর ।
প্রশ্ন৷৪১।শহর সমাজসেবা কর্মসূচির ধারণা দাও। বাংলাদেশে শহর সমাজসেবা কর্মসূচির বর্ণনা দাও।
প্রশ্ন৷৪২৷৷শহর সমাজসেবা কর্মসূচিতে মাঠকর্ম অনুশীলনের ক্ষেত্রসমূহ আলোচনা কর।
প্রশ্ন ৪৩৷৷পল্লি সমাজসেবার ধারণা দাও। পল্লি সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন প্রক্রিয়া/পল্লি সমাজসেবা কর্মসূচির বর্ণনা কর।
প্ৰশ্ন৷৪৪৷৷গ্রামীণ সমাজসেবা /পল্লি সমাজসেবায় মাঠকর্ম অনুশীলনকারীর ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন॥৪৫৷হাসপাতাল সমাজকর্মের সংজ্ঞা দাও। হাসপাতাল সমাজসেবার ঐতিহাসিক প্রেক্ষাপট লিখ ।
প্রশ্ন॥৪৬৷৷ বাংলাদেশে হাসপাতাল সমাজসেবার গুরুত্ব বর্ণনা কর।
প্রশ্ন ৪৭৷৷হাসপাতাল সমাজসেবা কর্মসূচির বর্ণনা কর।
প্রশ্ন॥৪৮৷ হাসপাতাল সমাজসেবায় শিক্ষানবিস সমাজকর্মী/ ব্যবহারিক প্রশিক্ষণার্থীর ভূমিকা লিখ
প্ৰশ্ন৷৪৯৷ চিকিৎসা সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রসমূহ বর্ণনা কর।
প্ৰশ্ন৷৫০৷৷ চিকিৎসা ক্ষেত্রে মাঠকর্ম অনুশীলনের সমস্যাসমূহ বর্ণনা কর।
প্রশ্ন৷৫১৷ চিকিৎসা ব্যবস্থায় মাঠকর্ম অনুশীলনে সমস্যা দূরীকরণের উপায়গুলো বর্ণনা কর।
প্ৰশ্ন৷৫২৷ মনোচিকিৎসা সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ লিখ। মনোচিকিৎসা সমাজকর্মের গুরুত্ব বর্ণনা কর।
প্রশ্ন।৫৩। মনোচিকিৎসা সমাজকর্মীর ভূমিকা বর্ণনা কর।
প্ৰশ্ন।৫৪৷ মনোচিকিৎসা সমাজকর্মে সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রসমূহ বর্ণনা কর।
প্রশ্ন৷৫৫৷ প্রতিবন্ধী বলতে কী বুঝ? শারীরিক প্রতিবন্ধীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥৫৬৷৷ বিভিন্ন ধরনের প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র সম্পর্কে বর্ণনা কর।
প্ৰশ্ন৷৫৭৷ বাংলাদেশে প্রতিবন্ধী কল্যাণের গুরুত্ব বর্ণনা কর।
প্ৰশ্ন৷৫৮৷ প্রতিবন্ধী কল্যাণ ও পুনর্বাসন কর্মসূচির সীমাবদ্ধতা দূরীকরণের উপায় বর্ণনা কর।
প্ৰশ্ন৷৫৯৷ প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কর্মসূচির গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন।৬০ প্রবেশন ব্যবস্থার কর্মকৌশল সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন৷৬১৷৷ প্রবেশনের শর্তগুলো কি কি? প্রবেশন কর্মকর্তার কর্মকৌশল সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন।৬২।প্রবেশনের উদ্দেশ্যাবলি লিখ। প্রবেশন ব্যবস্থায় সুবিধা সীমাবদ্ধতা লিখ ।
প্রশ্ন॥৬৩৷ প্যারোল কী? প্যারোলের শর্তগুলো লিখ । প্রবেশন ও প্যারোলের মধ্যে পার্থক্য লিখ।
প্ৰশ্ন৷ ৬৪৷৷সংশোধনমূলক কার্যক্রমের শ্রেণিবিভাগ উল্লেখ কর। বাংলাদেশে সংশোধনমূলক ব্যবস্থার গুরুত্ব আলোচনা কর।
প্ৰশ্ন৷৬৫৷ প্ৰবীণ সমস্যা সমাধানের উপায়/প্রবীণদের কল্যাণে সমাজকর্মীর ভূমিকা বর্ণনা কর।
প্রশ্ন৷৬৬৷ কিশোরদের বিচারব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।

প্ৰশ্ন৷৬৭৷৷ সংশোধনমূলক কার্যক্রমে ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৬৮৷৷ সংশোধন কার্যক্রমের সহায়ক কর্মসূচিসমূহ বর্ণনা কর।
প্ৰশ্ন৷৬৯৷ প্ৰবীণ কল্যাণের ধারণা দাও। বাংলাদেশে বয়স্ক ব্যক্তিদের সমস্যাসমূহ বর্ণনা কর।
প্রশ্ন॥৭০৷ প্ৰবীণ সমস্যা সমাধানের উপায়/প্রবীণদের কল্যাণে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
প্ৰশ্ন৷৭১৷৷সংশোধন ক্ষেত্রে মাঠকর্ম অনুশীলনের সমস্যাসমূহু বর্ণনা কর।

প্ৰশ্ন৷৷ ৭২৷৷৷ সংশোধন ক্ষেত্রে মাঠকর্ম অনুশীলনের সমস্যা দূরীকরণের উপায়সমূহ বর্ণনা কর।
প্রশ্ন।৭৩।বাংলাদেশে সংশোধনমূলক কার্যাবলিসমূহ লিখ।
প্রশ্ন।৭৪।ICDDRB -এর কার্যক্রম আলোচনা কর।
প্রশ্ন।৭৫। সংশোধন কী? সংশোধনমূলক কার্যক্রমে ব্যবহারিক প্রশিক্ষণার্থীর ভূমিকা আলোচনা কর।
প্ৰশ্ন৷ ৭৬॥সমাধান ব্যবস্থা পদ্ধতি (চিকিৎসা) আলোচনা কর।
প্ৰশ্ন॥৭৭৷ প্ৰবীণ হিতৈষী সংঘ কী? প্রবীণদের কল্যাণে এ সংস্থা কর্তৃক প্রবর্তিত কার্যক্রমসমূহ সংক্ষেপে বর্ণনা কর।
প্ৰশ্ন৷ ৭৮৷৷বাংলাদেশ বহুমূত্র সমিতি কী? এ সমিতির বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা কর।