কেয়ার বাংলাদেশের নীতিমালা ও প্রধান মূল্যবোধগুলো লিখ।

অথবা, কেয়ার বাংলাদেশের প্রধান মূল্যবোধ ও নীতিসমূহ আলোচনা কর।
অথবা, কেয়ার বাংলাদেশের নীতিমালা ও প্রধান মূল্যবোধসমূহ বিশ্লেষণ কর।
উত্তর।৷ ভূমিকা :
কেয়ার (CARE) এর পূর্ণ অর্থ Co-operation of American Relief Everywhere (কো-অপারেশন অব আমেরিকান রিলিফ এভরিহোয়ার)। এটি একটি অন্যতম আন্তর্জাতিক সমাজকল্যাণ সংস্থা। গোটা বিশ্বে এর কর্মকাণ্ড বিস্তৃত। বর্তমানে ৭০টি দেশে বিশ্ব দারিদ্র্য মোকাবিলায় সংস্থাটি কাজ করছে। ১৯৪৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯৪৯ সালে সাবেক পাকিস্তান আমলে এদেশে কেয়ারের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশে কেয়ার বাংলাদেশ নামে তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
কেয়ার বাংলাদেশের নীতিমালা : কেয়ার বাংলাদেথের নীতিমালাগুলো নিম্নরূপ :
১. ক্ষমতায়ন বৃদ্ধি ।
২. অংশীদারদের সাথে কাজ করা।
৩. জবাবদিহিতা নিশ্চিতকরণ ও দায়িত্ববোধ জাগ্রতকরণ।
৪. বৈষম্য দূরীকরণ।
৫. দ্বন্দ্ব নিরসন।
৬. স্থায়িত্বশীল ফলাফল প্রাপ্তি ।
প্রধান মূল্যবোধ : কেয়ার বাংলাদেমের প্রধান মূল্যবোধগুলো হলো :
সম্মান : অংশীদার, সেবাগ্রহীতা, দাতা সংস্থা ও কর্মচারীদের মর্যাদা ও অবদানকে সম্মান করা।
সমন্বয় : সামষ্টিক ও ব্যক্তিগত প্রচেষ্টায় কেয়ারের মিশনকে সততা ও স্বচ্ছতার সাথে এগিয়ে নেয়া।
সেবার প্রতি প্রতিশ্রুত হওয়া : বৃহত্তর জনগোষ্ঠীর সেবায় একযোগে যথাযথভাবে কাজ করা।
শ্রেষ্ঠত্ব : সর্বোচ্চ পর্যায়ের শিক্ষণ এবং সর্বোচ্চ অবদান রাখতে ভূমিকা পালন।
বৈচিত্র্যতা :কেয়ার ভিশন ও মিশনকে শক্তিশালীকরণ ও পরিপূর্ণতার উদ্দেশ্যে প্রত্যেক ব্যক্তির একক গুণাবলি ও ক্ষমতার মূল্যায়ন, সম্মান ও পূর্ণ সুবিধা প্রদান ।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, কেয়ার বাংলাদেশ স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রাকৃতিক সম্পদ,ক্ষুদ্রঋণ, অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকারের সামর্থ্য বৃদ্ধির বিষয়ে অধিক গুরুত্বারোপ করে থাকে। কেয়ার বাংলাদেশের প্রকল্পসমূহ ২০০ এর অধিক সরকারি প্রতিষ্ঠান, সমষ্টি ভিত্তিক সংস্থা এবং বেসরকারি সংস্থার সাথে অংশীদারিত্বের মাধ্যমে পরিচালিত হয়।

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95/