প্যারোল কী?

অথবা, প্যারোল কাকে বলে?
অথবা, প্যারোল বলতে কী বুঝ?
অথবা, প্যারোলের সংজ্ঞা দাও।
অথবা, প্যারোল ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর।৷ ভূমিকা :
প্যারোল মূলত একটি সংশোধনমূলক কার্যক্রম। প্রবেশনের মতোই প্যারোল ব্যবস্থাতেও অপরাধীদের মুক্তি দিয়ে সংশোধনের সুযোগ করে দেয়া হয়। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে বিভিন্ন দেশে প্যারোল ব্যবস্থা গৃহীত হয়। তবে ১৯২১ সালে আমেরিকার ৪৪টি রাজ্যে প্যারোল আইন কার্যকর হয় যা প্যারোল ব্যবস্থাকে অধিকতর যুগোপযোগী করে তুলতে সহায়তা করে।
প্যারোলের ধারণা : প্যারোল অপরাধ সংশোধনের এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে দণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তি কিছুদিন দণ্ডভোগের পর কতিপয় শর্ত সাপেক্ষে প্যারোল অফিসারের তত্ত্বাবধানে সাময়িকভাবে মুক্তিপ্রাপ্ত হন।অন্যভাবে বলা যায়, বিচারে দোষী সাব্যস্ত ব্যক্তি কিছুদিন সাজাভোগের পর তার সাজার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই বিশেষ শর্তাধীনে মুক্তিদানের ব্যবস্থাকে প্যারোল বলা হয়।
ড্রেসলার (Dressler) তার ‘Practice and Theory of Probation and Parole’ গ্রন্থে বলেন “প্যারোল অপরাধ সংশোধনের এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কিছুদিন শাস্তিভোগের পর অপারাধীকে একজন প্যারোল কর্মকর্তার তত্ত্বাবধানে সংশোধনের জন্য শর্ত সাপেক্ষে যুক্তি প্রদান করা হয়।”
W.A.Friedlander -এর মতে “প্যারোল হলো শাস্তির মেয়াদ শেষ হবার পূর্বে অপরাধীকে শর্ত সাপেক্ষে মুক্তি দেবার প্রক্রিয়া।”
সমাজকর্ম অভিধানের (১৯৯৫) ব্যাখ্যানুযায়ী “প্যারোল হলো অপরাধীকে কারাগার হতে মুক্তিদানের এমন একটি আইনগত ব্যবস্থা যাতে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে, দণ্ডের মেয়াদ পূর্ণ হবার পূর্বেই কারাগারের মধ্যে তার সদাচরণ, অপরাধ না করার প্রতিশ্রুতি এবং ধারাবাহিক তত্ত্বাবধানের প্রেক্ষিতে শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হয়।”
উপসংহার : পৃথিবীর প্রায় সবদেশেই প্যারোল ব্যবস্থা রয়েছে। সপ্তদশ শতকে বিচ্ছিন্নভাবে আমেরিকায় ব্রিটিশ কর্তৃপক্ষ এর ভিত্তিভূমি রচনা করে। এরপর ১৭৯০ সালে অস্ট্রেলিয়ায়, ১৮৫৩ সালে আয়ারল্যান্ডে, ১৮১৭ সালে আমেরিকার নিউইয়র্কে এবং ১৯২১ সালে আমেরিকায় প্রায় সবগুলো রাজ্যে এই ব্যবস্থা চালু হয়। বাংলাদেশেও বর্তমানে প্যারোল ব্যবস্থা চালু রয়েছে।

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95/