মনোচিকিৎসা সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য লিখ।

অথবা, সংক্ষেপে মনোচিকিৎসা সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ তুলে ধর।
অথবা, মনোচিকিৎসা সমাজকর্মের ১০টি লক্ষ্য ও উদ্দেশ্য লিখ।
অথবা, মনোচিকিৎসা সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ সংক্ষেপে লিখ।
উত্তর।। ভূমিকা।।
মনোচিকিৎসা সমাজকর্ম সমাজকর্মের একটি অনুশীলন শাখা। এটি মানসিক সমস্যাগ্রস্ত অথবা মানসিক অসুস্থদের সমস্যা সম্পর্কে জানা ও চিকিৎসা প্রদানের ব্যবস্থা করে। যিনি সাইকিয়াট্রিক সমাজকর্ম অনুশীলন বা বাস্তবে প্রয়োগ করেন তাকে সাইকিয়াট্রিক সমাজকর্মী বলা হয়। এটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে সমাজকর্ম অনুশীলনের সহায়ত পদ্ধতি হিসেবে বিবেচিত। মূলত মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়োজিত চিকিৎসক, নার্স, মনোচিকিৎসক ও রোগীর পারিবারের সদস্যদের সহযোগিতায় সমাজকর্মী এর মাধ্যমে সেবা প্রদান করে থাকে।
মনোচিকিৎসা সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য : সাইকিয়াট্রিক মনোচিকিৎসা সমাজকর্ম মানসিক স্বাস্থ্যকেন্দ্রে অনুশীলন করা হয়। এটি সহায়ক প্রক্রিয়া হিসেবে কাজ করে থাকে। নিম্নে সাইকিয়াট্রিক সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হলো।
১. সাইকিয়াট্রিক সমাজকর্মের অন্যতম লক্ষ্য হলো মানসিক ও অন্যান্য সামাজিক সেবা প্রদান করা।
২. সাইকিয়াট্রিক সমাজকর্মের আরেকটি লক্ষ্য হলো রোগীকে সুস্থতা দান করার ব্যবস্থা করা।
৩. পারিবারিক ও দলীয় খেয়াপি প্রদান করা হয়।
৪. সাহায্যার্থীকে পরামর্শ দান করা এর বিশেষ লক্ষ্য।
৫. সমস্যার কারণ ও এর চিকিৎসা প্রদান করা।
৬. সমাজকর্মের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগানো হয়।
৭. সাহায্যাথীর মানসিক ও সামাজিক দিক বিবেচনা করে তাকে সাহায্য করা এর অন্যতম লক্ষ্য।
৮. সাহায্যার্থীকে তার পরিবেশের সাথে খাপ খাওয়ানোর লক্ষ্যে কাজ করেন।
৯. সাহায্যার্থীর কারণ অনুসন্ধান করে প্রত্যক্ষভাবে তাকে সাহায্য করে থাকে।
১০. সাইকিয়াট্রিক সমাজকর্মের আরেকটি লক্ষ্য হলো সাহায্যার্থী ও সমাজকর্মীর মধ্যে পেশাদার সম্পর্ক গড়ে তোলা।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, সাইকিয়াট্রিক সমাজকর্ম সাহায্যার্থীর মানসিক, সামাজিক ও অন্যান্য দিকের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এজন্য সমাজকর্মের পদ্ধতি প্রয়োগ করা হয়।সমাজকর্মের জ্ঞানকে কাজে লাগিয়ে সাইকিয়াট্রিক সমাজকর্মী তার দক্ষতা ও অভিজ্ঞতাকে এক্ষেত্রে কাজে লাগিয়ে থাকে।

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95/