ভবঘুরে নিয়ন্ত্রণ সমস্যা মোকাবিলার উপায়সমূহ লিখ।

অথবা, ভবঘুরে নিয়ন্ত্রণ সমস্যা দূরীকরণের উপায়সমূহ তুলে ধর।
উত্তর।। ভূমিকা :
সাধারণভাবে যারা কোন কাজকর্ম না করে উদ্দেশ্যহীনভাবে ঘুরেফিরে বেড়ায় তাদেরকে ভবঘুরে বলা হয়। পথ শিশু, রাস্তাঘাটে ঘুরে বেড়ানো নারী-পুরুষ যারা ভিক্ষাবৃত্তি করে জীবনধারণ করে অথবা অন্যের কাছে হাত পেতে চলে তারাই মূলত ভবঘুরে শ্রেণির অন্তর্ভুক্ত। ভবঘুরের ইংরেজি প্রতিশব্দ Vagrant বা Vagabond.Vagrant শব্দটি প্যাটিন শব্দ Varagi ‘Wander থেকে উৎপত্তি লাভ করেছে যার অর্থ উদ্দেশ্যহীনভাবে ঘুরেফিরে
বেড়ানো। অন্যদিকে Vagabond শব্দটিও ল্যাটিন শব্দ “Vagabundus” থেকে উৎপত্তি লাভ করেছে যার অর্থ
উদ্দেশ্যহীনভাবে ঘুরেফিরে বেড়ানো অপরাধী। সুতরাং উৎপত্তিগতভাবে বলা যায় উদ্দেশ্যহীনভাবে যারা ঘুরে বেড়ায়, বাড়ির বাইরে থাকে এবং অপরাধ কর্মে লিপ্ত থাকে তাদেরকে ভবঘুরে বলা হয়।

ভবঘুরে নিয়ন্ত্রণ সমস্যা মোকাবিলার উপায়

ভবঘুরে নিয়ন্ত্রণ কর্মসূচির পথে বাধাসমূহ দূর করার জন্য নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে :
১. ভবঘুরে পুনর্বাসন কেন্দ্রগুলোর জনবল আরো বৃদ্ধি করা।
২. প্রতিটি আশ্রয় কেন্দ্রের জন্য বরাদ্দকৃত আর্থিক বাজেট বৃদ্ধি করা।
৩. ভবঘুরে পুনর্বাসন কেন্দ্রের সংখ্যা আরো বাড়ানো।
৪. ভবঘুরে ও ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমকে আরো জোরদার ও অর্থবহ করে তোলা।
৫. আশ্রয় কেন্দ্রগুলোর ব্যবস্থাপনা ত্রুটি দূর করার ব্যবস্থা গ্রহণ করা।
৬. শহরের ভবঘুরেদের পাশাপাশি গ্রামের ভবঘুরে ও ভিক্ষুকদের পুনর্বাসনের ব্যাপারে গুরুত্ব প্রদান করা
৭. ভবঘুরে নিয়ন্ত্রণে কেন্দ্রীয়ভাবে যথাযথ ও ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণ করা।
৮. পুনর্বাসন কেন্দ্রগুলোর পরিবেশ স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন রাখা।
৯. ভবঘুরেদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা।
১০. ১৯৪৩ সালের বঙ্গীয় ভবঘুরে আইনকে আরো কার্যকর ও বাস্তবসম্মত করা।
১১.নিবাসীদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহ করা এবং নিয়মিত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা।
১২. ভবঘুরে সমস্যা নিয়ন্ত্রণের জন্য গবেষণা ও এর কর্মসূচির সময়মতো মূল্যায়নের ব্যবস্থা করা।
১৩. ভবঘুরেদেরকে কেন্দ্র থেকে প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, ভবঘুরে সমস্যা এদেশের জন্য একটি জাতীয় সমস্যা। এ সমস্যা প্রতিরোধে গৃহীত কর্মসূচির পথে অন্তরায় দূর করার জন্য উপরে আলোচিত পদক্ষেপসমূহ যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে এদেশ থেকে ভবঘুরে বা ভিক্ষাবৃত্তি বহুলাংশেই দূর করা সম্ভব।

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95/