বাংলাদেশ বহুমূত্র সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য কী?

অথবা, বাংলাদেশ বহুমূত্র সমিতির ৪টি লক্ষ্য ও উদ্দেশ্য লিখ।
অথবা, বাংলাদেশ বহুমুত্র সমিতির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ উল্লেখ কর।
অথবা, বাংলাদেশ বহুমূত্র সমিতির উদ্দেশ্যসমূহ তুলে ধর।
উত্তর।। ভূমিকা :
বহুমূত্র এক ধরনের জটিল রোগ। এ রোগ পুরোপুরি নিরাময়যোগ্য নয়। তবে ডায়াবেটিক রোগীরা স্বাস্থ্যবিধি মেনে চললে অনেকটাই সুস্থ থাকতে পারে। ডায়াবেটিস রোগ সাধারণত বংশগত, পরিবেশগত কিংবা অভ্যাসগত কারণে হতে পারে। এ রোগ হলে প্রস্রাবের নালী দিয়ে সুগার যায়, মানুষ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং অকালেই সামাজিক পঙ্গুত্ব বরণ করে। সুষ্ঠু চিকিৎসার অভাবে অনেক ডায়াবেটিস রোগী মারাও যায়।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য :
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য নিম্নরূপ :
১. বহুমূত্র রোগীর চিকিৎসা, প্রশিক্ষণ, সেবার ব্যবস্থা ও পুনর্বাসন।
২. বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং থানা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহের ডাক্তার, প্যারা মেডিক্যাল সেবিকাদের মাতৃসূত্র ও তৎসংক্রান্ত রোগ সম্পর্কে প্রশিক্ষণ।
৩. বহুমূত্র ও তৎসংশ্লিষ্ট রোগ সম্পর্কে গবেষণা।
৪. বহুমূত্র ও তৎসংক্রান্ত রোগ বিষয়ে জনসংযোগ ও প্রকাশনার মাধ্যমে সচেতনতা সৃষ্টি।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে মানুষকে বহুমূত্র ও তৎসংশ্লিষ্ট রোগ থেকে মুক্তিদান।

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95/