অক্সফাম এর উদ্দেশ্য লিখ।

অথবা, অক্সফামের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ তুলে ধর।
অথবা, অক্সফামের উদ্দেশ্যগুলো উল্লেখ কর।
উত্তর।৷ ভূমিকা :
অক্সফাম (Oxfam) লন্ডনভিত্তিক একটি বেসরকারি আন্তর্জাতিক সংগঠন। ১৯৪২ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি ইংল্যান্ড ও ওয়েলস এ নিবন্ধিত যার রেজিস্ট্রেশন নং ২০২৯১৮ এবং স্কটল্যান্ডেও দাতব্য সংস্থা হিসেবে রেজিস্ট্রিভুক্ত, যার রেজি নং SCO-039042। বিশ্বের লক্ষ জনতার খাদ্য ও পুষ্টির মানোন্নয়নে জরুরি ভিত্তিতে সাহায্য প্রদানের লক্ষ্যেই অক্সফাম (Oxfam) প্রতিষ্ঠিত হয়।
অক্সফাম এর উদ্দেশ্য : বাংলাদেশে অক্সফাম মূলত কয়েকটি বিশেষ উদ্দেশ্য নিয়ে তার কার্যক্রম পরিচালনা করে।
যেমন-
১. মহিলাদের জীবনধারায় গুণগত পরিবর্তন আনয়ন;
২. বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নারীদের অংশীদারিত্ব নিশ্চিত করা;
৩. নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা;
৪. নারী-পুরুষের সমঅধিকার প্রাপ্তিতে সহায়তা করা;
৫. জমির মালিকানা, কর্মসংস্থান ইত্যাদিতে নারীর অধিকার নিশ্চিত করা;
৬. নারীর নিজ দেহের উপর অধিকার প্রতিষ্ঠা ও নির্যাতন নিপীড়ন থেকে তাদের প্রতিরক্ষার কার্যকর ভূমিকা পালনে সহায়তা করা;
৭. দারিদ্র্য বিমোচনে সহায়তা;
৮. বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এর কবল থেকে মানুষকে রক্ষা;
৯. বিবিধ।
উপসংহার : অক্সফামের সহযোগী সংস্থার সংখ্যা ৬৪ এবং এগুলোর মোট সুবিধাভোগী বর্তমানে ৩,৩৮,৫০০ জন। সহযোগী সংস্থাসমূহের মধ্যে আছে নদী অববাহিকা প্রোগ্রামের ১০টি (যেগুলোর প্রত্যক্ষ সুবিধাভোগী ১,২৫,০০০ জন) সমুদ্র উপকূল প্রোগ্রামে ৫টি (২৫,০০০ জন), আদিবাসী জনগণ বিষয়ক প্রোগ্রামে ৮টি (২০,০০০ জন), ক্ষমতায়ন প্রোগ্রামে ১টি (২,৫০০ জন), শিক্ষা প্রোগ্রামে ৮টি (৪০,০০০ জন) এবং দুর্যোগ মোকাবিলা প্রোগ্রামে ২০টি ও পুনর্বাসন
প্রোগ্রামে ৯টি (দুটি প্রোগ্রামে ১,০৬,০০০ জন)। বাংলাদেশ অক্সফামের বাৎসরিক বাজেট ২০০০-০১ সালে ছিল ৭,৩৫,১৩৪ এবং ২০০১-২০০২ সালে ৫,৯৮,১১১ ব্রিটিশ পাউন্ড। জরুরি কার্যক্রমের জন্য ব্যয় এ বাজেটের অন্তর্ভুক্ত নয়।
[বাংলাপিডিয়া-শামসুল হুদা]

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95/