গ্রামীণ ব্যাংকে মাঠকর্ম অনুশীলনের ৪টি ক্ষেত্র বর্ণনা কর।

অথবা, গ্রামীণ ব্যাংকে মাঠকর্ম অনুশীলনের ৪টি পরিধি আলোচনা কর।
অথবা, গ্রামীণ ব্যাংকে মাঠকর্ম অনুশীলনের কয়েকটি ক্ষেত্র আলোচনা কর।
অথবা, গ্রামীণ ব্যাংকে মাঠকর্ম অনুশীলনের কয়েকটি ক্ষেত্র আলোচনা কর।
উত্তর৷। ভূমিকা :
গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি বিশেষায়িত ব্যাংক। এটি কোনো এনজিও নয়। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ড. মুহাম্মদ ইউনূস ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে জোবরা গ্রামে সর্বপ্রথম ক্ষুদ্রঋণদান কর্মসূচির সূচনা করেন। ব্যক্তিগতভাবে ঋণদানের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে প্রাতিষ্ঠানিকভাবে ঋণদান কর্মসূচির মাধ্যমে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়।
প্রামীণ ব্যাংকে মাঠকর্ম অনুশীলনের ৪টি ক্ষেত্র : নিম্নে গ্রামীণ ব্যাংকে মাঠকর্ম অনুশীলনের ৪টি ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হলো :
১. জনগণকে সংগঠিতকরণ : জাতীয় অগ্রগতির প্রধান শর্ত হচ্ছে সংগঠিত জনশক্তি। গ্রামীণ ব্যাংক তার কার্যক্রমে কেন্দ্র গঠনকে বাধ্যতামূলক করায় দরিদ্র জনগণ সহজেই বিভিন্ন আয়-উপার্জনকারী কার্যক্রমে অংশগ্রহণ করতে সক্ষম হচ্ছে।শিক্ষানবিস সমাজকর্মী/ ব্যবহারিক প্রশিক্ষণার্থীরা এক্ষেত্রে মানুষকে সংগঠিতকরণের তোলার চেষ্টা করতে পারে।
২. শহরমুখী প্রবণতা হ্রাস : গ্রামের মানুষের নানা কারণে শহরমুখী প্রবণতা থাকে। গ্রামীণ ব্যাংক অকৃষি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে গ্রামীণ জনগণের শহরমুখী প্রবণতা থেকে দূরে আনার চেষ্টা করছে। শিক্ষানবি সমাজকর্মী/ ব্যবহারিক প্রশিক্ষণার্থীরা এক্ষেত্রে মানুষকে সচেতন করে তোলার চেষ্টা করতে পারে যাতে শহরের উপর জনসংখ্যার চাপ কমে।
৩. স্থানীয় নেতৃত্বের বিকাশ : গ্রামীণ এলাকার উন্নয়নে স্থানীয় নেতৃত্ব অত্যাবশ্যক।গ্রামীণ ব্যাংকে মাঠকর্নকাসে শিক্ষানবিস সমাজকর্মী/ ব্যবহারিক প্রশিক্ষণার্থীরা দলীয় পর্যায়ের কাজে অংশগ্রহণ, কেন্দ্র গঠন এবং সদস্যদের মধ্য থেকে স্থানীয় নেতৃত্বের তৈরিতে সাহায্য করতে পারেন।
৪. আত্মকর্মসংস্থান : গ্রামীণ ব্যাংক বিভিন্ন ধরনের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণে সহায়তা করছে।এক্ষেত্রে শিক্ষানবিস সমাজকর্মী/ ব্যবহারিক প্রশিক্ষণার্থীরা গ্রামীণ ব্যাংকের সদস্যদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সহায়তা করতে পারে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, এছাড়া শিক্ষানবিস সমাজকর্মী/ ব্যবহারিক প্রশিক্ষণার্থীরা গ্রামীণ ব্যাংক সম্পর্কে মানুষকে একটি স্বচ্ছ ধারণা দিতে পারে। তারা মানুষকে গ্রামীণ ব্যাংকের সুবিধা নিতে উদ্বুদ্ধ করতে পারে।

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95/