অষ্টম অধ্যায়, অপরাধ ও বিচ্যুতি

ক-বিভাগ

অপরাধ কাকে বলে?
উত্তর : সরকার বা আইনসভা কর্তৃক অনুমোদিত নয় এমন কাজই অপরাধ।
Crime against person কাকে বলে?
উত্তর : ব্যক্তিবিশেষ বা ব্যক্তি সমষ্টির বিরুদ্ধে সরাসরি যে Crime সংঘটিত হয়, তাই Crime against persons.
Crimes against properly কাকে বলে?
উত্তর : সাধারণত যে সমস্ত অপরাধ সম্পদ বা সম্পত্তির সাথে সম্পৃক্ত সেগুলো হলো Crimes against properly.
Crimes against morality কাকে বলে?
উত্তর : যেসব অপরাধ ব্যক্তি বা সমষ্টির নৈতিকতাকে নিয়ে আবর্তিত তা Crimes against morality.
Professional crime কাকে বলে?
উত্তর : মানুষ যখন কোনো অপরাধমূলক কাজকে তার জীবনের একমাত্র অবলম্বন বা পেশা হিসেবে নেয় তখন তাকে Professional crime বলে।
Organized crime কাকে বলে?
উত্তর : কোনো প্রতিষ্ঠিত, শক্তিশালী সংগঠনের উদ্যোগে ও পরিচালনায় ‘গ্যাংগ’ ভিত্তিক যে crime হয়ে থাকে তাকে বলা হয় Organized crime.
শাস্তি কী?
উত্তর : সাধারণঅর্থে নীতিগর্হিত কোনো কাজ বা আইনভঙ্গের জন্য অপরাধীর উপর কষ্টদায়ক কোনো ব্যবস্থা আরোপই হচ্ছে শাস্তি।
সরকারি শাস্তি কাকে বলে?
উত্তর : রাষ্ট্রের রীতিনীতি তথা রাষ্ট্রকর্তৃক প্রচলিত অপরাধ আইনভঙ্গ করলে রাষ্ট্রীয় আদালত কর্তৃক যে শাস্তির ব্যবস্থা
করা হয় তাকে সরকারি শাস্তি বলে ।
বেসরকারি শাস্তি কাকে বলে?
উত্তর : আইনের আওতায় পড়ে না এমন ধরনের শাস্তিকে বেসরকারি শাস্তি বলে ।
সর্বোচ্চ এবং চরম শাস্তি কোনটি?
উত্তর : মৃত্যুদণ্ড হচ্ছে সর্বোচ্চ এবং চরমতম শাস্তি।
বাংলাদেশের দণ্ডবিধিতে কতটি ধারা রয়েছে?
উত্তর : বাংলাদেশের দণ্ডবিধিতে ৫১১টি ধারা রয়েছে।
বাংলাদেশ দণ্ডবিধির ১২০ ধারায় কী উল্লেখ রয়েছে?
উত্তর : বাংলাদেশ দণ্ডবিধির ১২০ ধারায় উল্লেখ রয়েছে, যদি কেউ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তবে তার শাস্তি মৃত্যুদণ্ড।
নির্বাসন আইন কোথায় প্রথম পাস হয়?
উত্তর : নির্বাসন আইন প্রথম পাস হয় ইংল্যান্ডে।
নির্বাসন আইন কত সালে পাস হয়?
উত্তর : নির্বাসন আইন প্রথম পাস হয় ১৫৯৭ সালে।
বাংলাদেশের কতটি ধারায় নির্বাসন দেয়ার বিধান রয়েছে?
উত্তর : বাংলাদেশের ৫০টি ধারায় নির্বাসন দেয়ার বিধান রয়েছে।
কারাবাস কাকে বলে?
উত্তর : অপরাধের দায়ে পুলিশ অপরাধীকে গ্রেফতার করে যে স্থানে বা যে জায়গায় আটক করে রাখে তাকে বলা হয় কারাগার বা কারাবাস।
বিনাশ্রম কারাদণ্ড কী?
উত্তর : অপরাধীকে গ্রেফতারের পর আদালতের বিচার ব্যতীত অর্থাৎ বিচারক কর্তৃক অপরাধী কারাবাসের নির্ধারিত
সময় পর্যন্ত যে সময়কাল অপরাধী কারাবাস করে একে বলে বিনাশ্রম কারাবাস।
সশ্রম কারাবাস কাকে বলে?
উত্তর : আদালত অর্থাৎ বিচারক অপরাধীর অপরাধের মাত্রার উপর বিবেচনা করে আইনের বিধান মোতাবেক অপরাধীকে কারাবাসের যে সময় নির্ধারণ করেন তাকে সশ্রম কারাদণ্ড বলে।
কিশোর অপরাধ কাকে বলে?
উত্তর : অপ্রাপ্তবয়স্কদের দ্বারা সংঘটিত সবধরনের অপরাধই আইনভঙ্গমূলক এবং খাপছাড়া বা অসংগতিপূর্ণ এমন আচরণ, যা সমাজ কর্তৃক স্বীকৃত নয়। এসবই কিশোর অপরাধ।
কিশোর কারা?
উত্তর : বাংলাদেশে ৭ বছর থেকে ১৬ বছরের ছেলেমেয়েদেরকে কিশোর বলা হয়।
কিশোর আদালত কী?
উত্তর : কিশোর আদালত হচ্ছে কিশোর অপরাধীদের জন্য স্থাপিত এক বিশেষ ধরনের আদালত।
বাংলাদেশে কিশোর সংশোধন কেন্দ্র কোথায়?
উত্তর : বাংলাদেশের গাজীপুর জেলার অন্তর্গত টঙ্গীতে কিশোর সংশোধন কেন্দ্র রয়েছে
সুশীল সমাজ সংক্রান্ত আলোচনার সূত্রপাত হয় কখন?
উত্তর : ফ্রান্সের বিখ্যাত দার্শনিক রুশো তার ‘Social Contract’ গ্রন্থের মাধ্যমে সুশীল সমাজ সম্পর্কিত আলোচনার সূত্রপাত করেন ১৭৬২ সালে।
বাংলাদেশের পারিবারিক সহিংসতার সবচেয়ে বেশি শিকার কারা?
উত্তর : বাংলাদেশের পারিবারিক সহিংসতার সবচেয়ে বেশি শিকার নারী ও শিশুরা।
বিচ্যুতি কী?
উত্তর : প্রত্যাশিত আচরণের বাইরে ব্যক্তির সরে যাওয়ার অবস্থানটিই বিচ্যুতি।

খ-বিভাগ

প্ৰশ্ন৷১৷৷ অপরাধ কাকে বলে?
প্ৰশ্ন৷৷২৷৷অপরাধের প্রকৃতি ও বৈশিষ্ট্য লিখ ।
প্ৰশ্ন৷৷৩৷৷ অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য লিখ।
প্রশ্ন॥৪॥ বিচ্যুতিমূলক আচরণ কী?
প্রশ্ন॥৫॥ বিচ্যুতিমূলক আচরণের বৈশিষ্ট্য লিখ।
প্ৰশ্ন৷৷৬৷৷অপরাধ দমনে শিক্ষার ভূমিকা আলোচনা কর।
প্ৰশ্ন৷॥৭॥অপরাধ দমনে ধর্মের ভূমিকা আলোচনা কর।
প্ৰশ্ন৷॥৮॥ অপরাধ ও কিশোর অপরাধের মধ্যে পার্থক্য লিখ।

প্রশ্ন॥৯॥ আদালত ও বিচারব্যবস্থা সম্পর্কে লিখ ।
প্রশ্ন৷১০৷৷ কিশোর অপরাধ কাকে বলে?
প্রশ্ন৷১১৷ কিশোর অপরাধের বৈশিষ্ট্য লিখ ।
প্ৰশ্ন৷৷১২৷৷ বাংলাদেশে কিশোর অপরাধের জৈবিক কারণসমূহ লিখ।
প্ৰশ্ন৷৷১৩৷৷বাংলাদেশে কিশে অপরাধের মানসিক ও অর্থনৈতিক কারণসমূহ লিখ।
প্রশ্ন৷১৪৷৷শাস্তির সংজ্ঞা দাও।
প্রশ্ন৷৷১৫৷ শাস্তির প্রকৃতি বা স্বরূপ সংক্ষেপে লিখ ।
প্রশ্ন৷৷১৬৷৷ শাস্তির উদ্দেশ্য কী?
প্রশ্ন॥১৭৷ শাস্তির বৈশিষ্ট্য লিখ ।
প্রশ্ন৷১৮৷ কিশোর আদালত কী?
প্রশ্ন৷১৯৷ কিশোর আদালতের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লিখ।
প্ৰশ্ন৷৷২০৷৷কারাবাস সম্পর্কে লিখ।
প্ৰশ্ন৷২১৷ নির্বাসন বলতে কী বুঝ?
প্রশ্ন৷৷২২৷৷ | সংশোধনমূলক কার্যাবলির সংজ্ঞা দাও।
প্রশ্ন৷২৩৷৷ | বিচ্যুতির ফলে যে উপসংস্কৃতির উদ্ভব ঘটে সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷২৪৷ | সামাজিক নিয়ন্ত্রণ কী?
প্ৰশ্ন৷৷২৫৷ সামাজিক নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা লিখ।
প্ৰশ্ন৷৷২৬৷৷ প্যারোল ব্যবস্থা বলতে কী বুঝ?
প্রশ্ন৷৷২৭৷ প্ৰবেশন বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৷২৮৷৷ প্রবেশন ও প্যারোল এর মধ্যে পার্থক্য নির্দেশ কর।
প্রশ্ন৷২৯৷ প্যারোল ও প্রবেশন কী?
প্ৰশ্ন৷৷৩০৷ ইভটিজিং কাকে বলে? ইভটিজিং প্রতিরোধের উপায়সমূহ কী?
প্ৰশ্ন৷৷৩১৷৷ সুশীল সমাজ বলতে কী বুঝায়?
প্ৰশ্ন৷৩২৷৷ | সুশীল সমাজ প্রত্যয়টি ব্যাখ্যা কর।
প্ৰশ্ন৷৩৩৷ | সুশীল সমাজের বৈশিষ্ট্য কী?
প্ৰশ্ন৷৷৩৪৷৷ সুশীল সমাজের লক্ষ্য কী?
প্ৰশ্ন৷৩৫৷৷ সুশীল সমাজের ২টি ভূমিকা আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৬৷ বাংলাদেশে সুশীল সমাজের ভূমিকা লিখ ।
প্রশ্ন৷৩৭৷ | বাংলাদেশে অপরাধ দমনে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর।

গ-বিভাগ

প্রশ্ন॥১॥ অপরাধের ধরন সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৷ ৷ সাম্প্রতিককালে বাংলাদেশের অপরাধের কারণ আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৷৷ অপরাধ দমনের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রশ্ন॥৪॥ বাংলাদেশের অপরাধ দমনে পরিবারের ভূমিকা আলোচনা কর ।
প্রশ্ন॥৫॥ অপরাধ বিস্তারের পিছনে ভৌগোলিক প্রভাব সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৬৷ অপরাধ ও বিচ্যুতির পার্থক্য আলোচনা কর ।
প্রশ্ন৷৷ ৭৷ বিচ্যুতির সংজ্ঞা দাও। বিচ্যুতি ও অপরাধের মধ্যে পার্থক্য আলোচনা কর ।
প্রশ্ন॥৮॥ বিচ্যুতিমূলক আচরণের ধরনসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৯॥বিচ্যুতির জৈবিক কারণ আলোচনা কর ।
প্ৰশ্ন৷১০৷ বিচ্যুতিমূলক আচরণের মনস্তাত্ত্বিক কারণ আলোচনা কর।
প্রশ্ন॥১১৷ সামাজিক কারণ হিসেবে Sutherland কি মতামত প্রদান করেছে? আলোচনা কর ।
প্রশ্ন৷১২৷ কিশোর অপরাধ কী? কিশোর অপরাধের কারণ কী কী?
প্ৰশ্ন৷৷১৩৷৷ | বাংলাদেশে কিশোর অপরাধ প্রবণতার প্রভাব আলোচনা কর।
প্রশ্ন৷১৪৷বাংলাদেশে কিশোর অপরাধ সংশোধনের বা মোকাবিলার উপায়গুলো আলোচনা কর।
প্রশ্ন৷১৫৷বাংলাদেশে কিশোর অপরাধ সংশোধনের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা লিখ।
প্ৰশ্ন৷১৬৷ বাংলাদেশে অপরাধের সাম্প্রতিক ধারা বিশ্লেষণ কর।
প্ৰশ্ন৷১৭৷৷ বাংলাদেশে কিশোর অপরাধের সামাজিক কারণসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥১৮৷৷ | কিশোর আদালতে শুনানীর পর কিশোরদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হয়?
প্ৰশ্ন৷১৯৷ সংশোধনমূলক কার্যাবলির সংজ্ঞা দাও। সংশোধনমূলক কার্যাবলির বৈশিষ্ট্য এবং এর যৌক্তিকতা আলোচনা কর।
প্রশ্ন৷৷২০৷ | শাস্তির সীমাবদ্ধতা লিখ ।
প্ৰশ্ন৷২১৷৷ শাস্তির ধরনসমূহ আলোচনা কর ।
প্রশ্ন৷৷২২৷৷ | শাস্তি প্রদানের পদ্ধতি হিসেবে মৃত্যুদণ্ড সম্পর্কে বিস্তারিত লিখ ।
প্ৰশ্ন৷২৩৷৷ | শাস্তি প্রদানের পদ্ধতি হিসেবে দৈহিক শাস্তি সম্পর্কে লিখ ।
প্রশ্ন৷২৪৷৷ | জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্ত সম্পর্কে লিখ ।
প্ৰশ্ন৷৷২৫৷শাস্তি প্রতিরোধাত্মক মতবাদ লিখ ।
প্ৰশ্ন৷৷২৬৷৷ শাস্তির সংশোধনাত্মক মতবাদটি লিখ ।
প্রশ্ন৷২৭৷ | শাস্তির প্রতিশোধাত্মক মতবাদ সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷২৮৷৷ | পুলিশ শিষ্টাচার ও নীতিমালাসমূহ আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷২৯৷৷ পুলিশ বাহিনীর উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা আলোচনা কর।

প্রশ্ন৷৩০৷৷ | পুলিশ ও জনসাধারণের মধ্যকার সম্পর্ক আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৩১৷৷ জনগণের সাথে পুলিশের সম্পর্ক ভাল করতে হলে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে?
প্রশ্ন৷৷৩২৷ বাংলাদেশে অপরাধ দমনে পুলিশ বাহিনীর ভূমিকা আলোচনা কর ।
প্রশ্ন৷৩৩৷৷ | সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৪৷৷ | সুশীল সমাজ প্রত্যয়টি ব্যাখ্যা কর। সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৫৷ | সামাজিক সচেতনতা আনয়নে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন৷৩৬৷৷ | একটি গণতান্ত্রিক দেশের উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা বিশ্লেষণ কর।
প্ৰশ্ন৷৷৩৭৷৷ | বাংলাদেশে অপরাধ দমনে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর।