সপ্তম অধ্যায়, গ্রামীণ সমাজ ও নগরায়ণ

ক-বিভাগ

কৃষি কী?
উত্তর : কৃষি হচ্ছে এক ধরনের সৃষ্টি সম্বন্ধীয় কাজ যা ভূমি কর্ষণ, বীজবপন, শস্য উদ্ভিদ পরিচর্যা, ফসল কর্তন ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণ
পর্যন্ত বিস্তৃত ।
সালিশ শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
উত্তর : সালিশ শব্দের উৎপত্তি ফারসি ভাষা থেকে।
সালিশ শব্দের অর্থ কী?
উত্তর : সালিশ শব্দের অর্থ মধ্যস্থতার দ্বারা নিষ্পত্তি।
সালিশের নেতৃত্ব দেন কে?
উত্তর : সাধারণত গ্রামের প্রভাবশালী এবং বংশীয় নেতৃবর্গ সালিশ পরিচালনা বা সালিশে নেতৃত্ব দিয়ে থাকে ।
গ্রাম সমাজ কাকে বলে?
উত্তর : গ্রাম সমাজ বলতে এমন এক জনসমষ্টিকে বুঝায় যারা একটি সাধারণ ঐতিহ্য, প্রথা, জীবনপ্রণালী বা একটি
সাধারণ সংস্কৃতির দ্বারা অনুপ্রাণিত হয়ে একই সাথে বসবাস করে, যেখানে সামাজিক গতিশীলতা বা পরিবর্তনের হার কম এবং ঐ জনসমষ্টির প্রধান পেশা কৃষিকাজ।
কৃষিভিত্তিক সমাজ কাকে বলে?
উত্তর : প্রধানত কৃষিকে কেন্দ্র করেই যে সমাজে মানুষের মূল অর্থনৈতিক কর্মপ্রচেষ্টা পরিচালিত হয় তাকে বলা হয় কৃষিভিত্তিক সমাজ ।
কৃষি বিপ্লব কী?
উত্তর : মানুষের সমাজজীবনের ঐতিহাসিক বিভাজন রেখার অন্যতম প্রযুক্তিগত ভিত্তি হলো চারাগাছের আবিষ্কার, যা সমাজবিজ্ঞানীরা কৃষি বিপ্লব বলে আখ্যায়িত করেন।
গ্রামীণ ক্ষমতা কাঠামো কাকে বলে?
উত্তর : গ্রামীণ ক্ষমতা কাঠামো হচ্ছে গ্রামীণ জীবনের দৈনন্দিন জীবনযাত্রার ক্রিয়াপ্রতিক্রিয়া ও ঘাতপ্রতিঘাতের
ফলশ্রুতি, যা সামাজিক কার্যবিধির দ্বারা নিয়ন্ত্রিত বিশেষ একটি ব্যবস্থা।
গ্রামীণ ক্ষমতা কাঠামোর সাথে কতটি বিষয় জড়িত?
উত্তর : গ্রামীণ ক্ষমতা কাঠামোর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ১৯টি উপাদান জড়িত থাকে।
ভূমি মালিকানা কী?
উত্তর : ভূমি মালিকানা হচ্ছে গ্রামীণ সমাজে ক্ষমতা কাঠামোর একটি অন্যতম মৌলিক উপাদান।
অর্থনৈতিক শক্তি গড়ে উঠে কিভাবে?
উত্তর : অর্থনৈতিক শক্তি গড়ে উঠে কৃষি ও অকৃষিখাতের সমন্বয়ে।
গ্রামের অর্থনীতি কিরূপ?
উত্তর : গ্রামের অর্থনীতি হচ্ছে কৃষি এবং সম্পদ হচ্ছে ভূমি।
গ্রামের প্রধান উৎপাদক শ্রেণি কারা?
উত্তর : কৃষকরা হচ্ছে গ্রামের প্রধান উৎপাদক শ্রেণি।
বর্গাদারি চাষি বলতে কাদের বুঝায়?
উত্তর : বর্গাদারি কৃষক/চাষি বলতে বুঝায় তাদের, যাদের নিজস্ব কৃষি উপযোগী ভূমি রয়েছে। কিন্তু তার উপর নির্ভর করে আর্থিক স্বচ্ছলতা লাভ করা যায় না।
গ্রামীণ সম্প্রদায় কাকে বলে?
উত্তর : গ্রামীণ সম্প্রদায় বলতে বুঝায় গ্রামে বসবাসকারী এমন এক জনগোষ্ঠী, যাদের মধ্যে সম্প্রদায়গত মনমানসিকতা রয়েছে, রয়েছে পারস্পরিক সহযোগিতা, সংহতি ও প্রতিবেশীসুলভ মন, রয়েছে ঐ গ্রামীণ পরিবার
এলাকাভিত্তিক এমন এক চেতনা, যে চেতনায় তারা মনে করে যে, তারা একই গ্রামের৷ অধিবাসী।
ভূমিস্বত্ব ব্যবস্থা কী?
উত্তর : যেসব আইনকানুন ও রীতিনীতি দ্বারা জমির মালিকানা এবং তার উপর কৃষকদের অধিকার ও ভোগদখল সংক্রান্ত স্বত্ব এবং খাজনা আদায় পদ্ধতি প্রভৃতি নির্ধারিত হয় সেগুলোর সম্পর্ককে বলা হয় ভূমিস্বত্ব ব্যবস্থা।
বাংলাদেশের কৃষির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী?
উত্তর : বাংলাদেশের কৃষির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বর্গা প্রথা বা ভাগা চাষ পদ্ধতি ।
বর্গাচাষি কতটুকু উৎপাদন করতে রাজি থাকবে?
উত্তর : বর্গা পদ্ধতিতে বা ভাগ চাষ পদ্ধতিতে একজন ভাগচাষি ঐ পর্যন্ত উৎপাদন করতে রাজি থাকবে, যেখানে সে যে পরিমাণ শস্য মালিককে প্রদান করবে ঐ পরিমাণে প্রান্তিক ব্যয় প্রান্তিক উৎপাদন অপেক্ষা কম হবে।
পৃথিবীর সবচেয়ে প্রাচীন অর্থনৈতিক ক্ষেত্র কী?
উত্তর : পৃথিবীর সবচেয়ে প্রাচীন অর্থনৈতিক ক্ষেত্র হচ্ছে ভূমি।
Permanent land settlement অধ্যাদেশ জারি হয় কত সালে?
উত্তর : ১৭৯৩ সালে Permanent land settlement অধ্যাদেশ জারি হয়।
কৃষি কাঠামো কী?
উত্তর : কৃষি উৎপাদন কেন্দ্রিক সামাজিক সম্পর্কের বিন্যাসই হচ্ছে কৃষি কাঠামো।
Patron মেরুব্বী কে?
উত্তর : ক্ষমতাবান, মর্যাদাসম্পন্ন কর্তৃত্বপরায়ণ ও প্রভাবশালী ব্যক্তিই দাতা বা মুরুব্বী।
সালিশের রায় নির্ভর করে কার উপর?
উত্তর : সালিশের রায়ের প্রকৃতি অর্ধাংশ নির্ভর করে এর নেতৃত্বের প্রকৃতির উপর।
প্রাচীন যাযাবর জীবনের অবসান ঘটে কেন?
উত্তর : কৃষি সমাজব্যবস্থা গড়ে উঠার পর মানবজীবনের যাযাবর অবস্থার পুরোপুরি অবসান ঘটে।
উৎপাদন প্রক্রিয়া ত্বরান্বিত হয় কেন?
উত্তর : ফলাযুক্ত লাঙল ও পণ্ডশ্রমের ব্যবস্থার কৌশল আবিষ্কার কৃষিকাজের উদ্ভব ঘটাতে সাহায্য করে, যার ফলে উৎপাদন প্রক্রিয়া ত্বরান্বিত হয়।
Patron- client সম্পর্ক কোথায় বিরাজ করে বেশি?
উত্তর : দাতা-গ্রহীতা সম্পর্ক সে জাতীয় সমাজগুলোতেই বিকাশ লাভ করে বেশি, যেখানে সামাজিক বৈষম্য বেশ ব্যাপক।
পবস্তি কী?
উত্তর : কোনো শহরের একাংশে কিংবা বিক্ষিপ্তভাবে অবস্থিত গ্রাম থেকে আসা সহায় সম্বলহীন, দরিদ্র ও দুস্থ লোকেরা যে নোংরা ঘিঞ্জি এবং ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস করে তাকে বস্তি বলে ।

খ-বিভাগ

প্ৰশ্ন৷১৷কৃষি কাঠামো বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৷২৷বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্য লিখ ।
প্ৰশ্ন৷৩৷৷বাংলাদেশের কৃষি কাঠামোর প্রভাব লিখ ।
প্ৰশ্ন৷॥৪॥উন্নত ও অনুন্নত দেশের কৃষি কাঠামোর মধ্যে পার্থক্য লিখ।
প্ৰশ্ন৷॥৫॥বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর আনুষ্ঠানিক ধরনগুলো আলোচনার কর।
প্ৰশ্ন৷৬৷ভূমিস্বত্ব ব্যবস্থার প্রকারভেদ লিখ।
প্ৰশ্ন৷॥৭॥বাংলাদেশে ভূমিব্যবস্থা ও শ্রেণি কাঠামোর সম্পর্ক লিখ ।
প্ৰশ্ন৷৮৷৷বাংলাদেশে প্রচলিত ভূমিস্বত্ব ব্যবস্থা সম্পর্কে লিখ।
প্ৰশ্ন॥৯॥ভূমিস্বত্ব ব্যবস্থার গুরুত্ব লিখ।
প্ৰশ্ন৷৷১০৷৷ বাংলাদেশের ভূমিস্বত্ব ব্যবস্থার ত্রুটিসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷১১৷৷ সামাজিক শ্রেণির সংজ্ঞা দাও।
প্ৰশ্ন৷১২৷৷ গ্রামীণ ক্ষমতা কাঠামো বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৷১৩৷৷গ্রামীণ সম্প্রদায় বলতে কি বুঝ?
প্ৰশ্ন৷৷১৪৷গ্রামীণ নেতৃত্ব বলতে কী বুঝায়?
প্ৰশ্ন৷৷১৫৷গ্রামীণ অর্থনীতি কাকে বলে?
প্রশ্ন৷৷১৬৷৷ গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১৭৷৷ বাংলাদেশের গ্রাম-সমাজের প্রকৃতি নির্ণয় কর।
প্ৰশ্ন৷৷১৮৷৷ গ্রামীণ বাংলাদেশে অকৃষি কার্যক্রমের ধরন আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷১৯৷৷ বাংলাদেশে নগরায়ণের কারণসমূহ আলোচনা কর।
প্রশ্ন৷২০৷ | সম্পর্কের উপর ভিত্তি করে নগর সমাজের ক্ষমতা কাঠামোর বর্ণনা দাও।
প্ৰশ্ন৷৷২১৷৷ সম্পদের উপর ভিত্তি করে নগর সমাজের ক্ষমতা কাঠামোর বর্ণনা দাও।
প্ৰশ্ন৷৷২২৷৷ বাংলাদেশের গ্রামীণ নেতৃত্বের প্রকৃতি সংক্ষেপে লিখ ।
প্ৰশ্ন৷৷২৩৷৷সালিশ কী?
প্ৰশ্ন৷৷২৪৷৷ নগরায়ণ বলতে কী বুঝায়?
প্ৰশ্ন৷৷২৫৷৷ কৃষি বা কৃষিকাজ কাকে বলে?
প্ৰশ্ন৷২৬৷৷ সমাজ পরিবর্তনের সংজ্ঞা দাও ।
প্ৰশ্ন৷৷২৭৷৷ গ্রামীণ কোন্দল কী?
প্ৰশ্ন৷২৮৷৷ | গ্রামীণ সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও ।
প্ৰশ্ন৷৷২৯৷৷ | সৰুজ বিপ্লব কি?
প্ৰশ্ন৷৷৩০৷৷ কৃষি সমাজ বলতে কি বুঝ?
প্ৰশ্ন৷৷৩১।পল্লিউন্নয়ন কী?
প্ৰশ্ন৷৷৩২৷৷ বাংলাদেশের পল্লিউন্নয়নে পল্লি পূর্ত কর্মসূচীর ভূমিকা মূল্যায়ন কর।
প্ৰশ্ন৷৩৩৷৷ গ্ৰাম সমাজ বলতে কি বুঝ?
প্ৰশ্ন৷৷৩৪৷৷ ট্রাইবাল সমাজের বৈশিষ্ট্য লিখ ।
প্ৰশ্ন৷৷৩৫৷৷ গ্রাম সমাজের রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে লিখ।
প্রশ্ন৷৷৩৬৷ গ্রাম সমাজের অর্থনৈতিক পরিবর্তন সম্পর্কে সংক্ষেপে লিখ ।
প্রশ্ন৷৩৭৷ নগর সংস্কৃতি বলতে কী বুঝ?
প্রশ্ন৷৩৮৷ নগর অর্থনীতি কী?

গ-বিভাগ

প্রশ্ন॥১॥ কৃষিভিত্তিক সমাজের সমাজ কাঠামো ও বৈশিষ্ট্য লিখ।
প্রশ্ন৷॥২॥কৃষি সমাজ কাঠামোর প্রকৃতি আলোচনা কর।
প্রশ্ন॥৩॥বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ধারণগুলো আলোচনা কর।
প্ৰশ্ন৷॥৪॥ বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব বা ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন॥৫॥কৃষি সমাজের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
প্রশ্ন॥৬॥ কৃষক সমাজ সম্পর্কে বর্ণনা দাও।
প্ৰশ্ন৷৭৷ | গ্রামীণ সমাজবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু আলোচনা কর ।
প্ৰশ্ন৷॥৮॥ গ্রামীণ সামাজিক পরিবর্তনে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা কর।
প্ৰশ্ন৷॥৯॥ গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রকৃতি বা স্বরূপ বিশ্লেষণ কর।
প্ৰশ্ন৷১০৷ গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদান বা উৎস হিসেবে স্বাধীন চলক সমূহের বর্ণনা দাও।
প্ৰশ্ন৷১১৷ | গ্রামীণ ক্ষমতা কাঠামোর নির্ভরশীল চলকসমূহের বর্ণনা দাও।
প্ৰশ্ন৷৷১২৷ | গ্রামীণ বাংলাদেশের শ্রেণি কাঠামো আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১৩৷৷ | গ্রামীণ শ্রেণি কাঠামো সম্পর্কিত মাকর্সীয় তত্ত্ব বিশ্লেষণ কর।
প্ৰশ্ন৷১৪৷৷ ক্ষমতা কাঠামো কী? বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১৫৷৷ | গ্রামীণ ক্ষমতা কাঠামোয় সালিশের স্বরূপ বা প্রকৃতি সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷ ১৬৷৷ গ্রামীণ সম্প্রদায়ের স্বরূপ বিশ্লেষণ কর।
প্ৰশ্ন৷৷১৭৷৷ সমাজের সামাজিক পরিবর্তন সম্পর্কে লিখ।
প্ৰশ্ন৷১৮৷ | গ্রামীণ সালিশে নেতৃত্বের ধরন সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন৷১৯৷৷ বাংলাদেশের গ্রামীণ সমাজের সাম্প্রতিক কালের পরিবর্তন আলোচনা কর ।
প্রশ্ন৷২০৷৷ নগরায়ণ কাকে বলে? বাংলাদেশের নগরায়ণের কারণসমূহ আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷২১৷৷ | বাংলাদেশে নগরায়নের সাথে সম্পৃক্ত সমস্যাসমূহ বিশ্লেষণ কর।
প্ৰশ্ন৷২২৷ | সবুজ বিপ্লবের স্বরূপ বা প্রকৃতি আলোচনা কর।
প্ৰশ্ন৷২৩৷৷ | সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা কর।
প্রশ্ন৷৷২৪৷৷ | বাংলাদেশের গ্রামীণ কোন্দলের কারণ আলোচনা কর ।
প্রশ্ন৷২৫৷ পল্লিউন্নয়নের ক্ষেত্রে প্রধান অন্তরায়গুলো কী কী?
প্ৰশ্ন৷২৬৷৷ বাংলাদেশের পল্লি উন্নয়নে পল্লি উন্নয়নবোর্ডের ভূমিকা আলোচনা কর।