সমাজের সামাজিক পরিবর্তন সম্পর্কে লিখ।

অথবা, সমাজের সামগ্রিক সামাজিক পরিবর্তন সম্পর্কে যা জান লিখ।
অথবা, সমাজের সামাজিক পরিবর্তন সম্পর্কে বিস্তারিত লিখ।
অথবা, সমাজের সামাজিক পরিবর্তন তুলে ধরো।
উত্তর৷ ভূমিকা :
সমাজ পরিবর্তনশীল। এ পরিবর্তনশীলতার হার, সময় ও সমাজভেদে ভিন্নতর হতে পারে। অর্থাৎ, কোন সমাজই স্থবির নয়। মানুষের ক্রিয়াকর্ম, ব্যক্তিগত জীবনধারা ও আচরণ পদ্ধতি প্রভৃতি কারণে সমাজ অনিবার্যভাবে পরিবর্তনের ছোঁয়া লাগে। অনুরূপভাবে বাংলাদেশের বৃহত্তর গ্রামীণ সমাজে রদবদল বা পরিবর্তন বিশেষভাবে লক্ষণীয়। সমাজের এ আবশ্যিক পরিবর্তনে মানুষ ক্রমশ উন্নততর পর্যায় বা সভ্য অবস্থায় উপনীত হয়েছে। পাশাপাশি মানুষ তার নিজস্ব সমাজ সংস্কৃতির অনেকটাই পরিবর্তনের ধাক্কায় হারিয়ে ফেলছে। MO সামাজিক পরিবর্তন (Social change in rural) : সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠান হিসেবে আমাদের গ্রামীণ পরিবার কাঠামোয় তেমন কোনো পরিবর্তন দেখা যায় না। তবে পরিবারের কিছু কিছু ক্ষেত্রে (বিবাহ ও বিবাহবিচ্ছেদ) পরিবর্তন তাৎপর্যপূর্ণ। বলা যায়, গ্রামীণ পরিবারের মূল্যবোধ ও বংশ মর্যাদার পরিবর্তন এসেছে এবং গ্রামের মেয়েদের ক্ষমতায়ন সহজতর হয়েছে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে পরিবর্তন সাধিত হয়েছে। যেমন-
১. যৌথ পরিবারে ভাঙ্গন (Breach in joint family) : গ্রামের নারী পুরুষ পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন হওয়ার ফলে বৈবাহিক জীবনে তারা অধিক সন্তান নিতে আগ্রহী হচ্ছে না। এছাড়া কাজের সন্ধানে গ্রামের লোকজন শহরের আবাস গড়ার ফলে গ্রামীণ যৌথ পরিবারগুলোতে ভাঙ্গন অনিবার্য হয়ে উঠছে।
২. পারিবারিক আদালত (Family court) : পারিবারিক আদালত স্থাপিত হওয়ার ফলে গ্রামের নারীরা তাদের অধিকার ও মর্যাদা সম্পর্কে সচেতন হয়ে উঠছে।
৩. বিবাহের ক্ষেত্রে পরিবর্তন (Change in marriage system) : গ্রামের বাবা মা তাদের সন্তানদের বিবাহের পাত্রপাত্রী নিজেরাই ঠিক করছেন। তবে কিছু ক্ষেত্রে গ্রামের শিক্ষিত যুবকেরা (প্রেম প্রণয় বা নিজেদের পছন্দের মাধ্যমে পাত্রী নির্বাচন করছেন। এছাড়া গ্রাম এলাকায় বহুস্ত্রী গ্রহণ প্রথা (Polygamy) অনেকটা কমে এসেছে। বলা প্রয়োজন, গ্রামের ছেলেমেয়েদের বিয়ের বয়সও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগের দিনে বিয়ে না হওয়া পর্যন্ত পাত্রপক্ষের দেওয়া কাপড় গহনা পাত্রী পরত না। কিন্তু এখন পাত্রীরা গায়ে হলুদের অনুষ্ঠানেই তা ব্যবহার করছে। বিয়ের
আলোকচিত্র (video) ধারণ একটি উল্লেখযোগ্য পরিবর্তন!
৪. যৌতুক প্রথা ও বিবাহবিচ্ছেদ (Dowry & divorce) : গ্রামাঞ্চলে যৌতুক একটি সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। গ্রামের দরিদ্র পরিবারগুলো পাত্রপক্ষের বরপণ বা যৌতুকের দাবি মিটাতে না পেরে তাদের কন্যাদের বিবাহ দিতে পারছে না। আবার কিছু ক্ষেত্রে বিবাহের পরেও পাত্রপক্ষের অতিরিক্ত দাবি না মিটাতে পারার ফলে তালাক বা বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটছে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পরিবর্তন এমন একটি ইস্যু যার পরশে সমাজের প্রতিটি পরতে পরতে নতুনত্বের আবির্ভাব ঘটে। সামাজিক ধ্যান-ধারণা, মূল্যবোধ, আদর্শ সবকিছুতেই পরিবর্তনের হাওয়া লাগে। তখন
সমাজব্যবস্থা নতুনরূপে আবির্ভূত হয়।

https://topsuggestionbd.com/%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%ae/