সৰুজ বিপ্লব কি?

অথবা, সবুজ বিপ্লব বলতে কি বুঝ?
অথবা, সবুজ বিপ্লবের সংজ্ঞা দাও।
অথবা, সবুজ বিপ্লব কাকে বলে?
অথবা, সুবজ বিপ্লব স্পর্কে সংক্ষেপে লিখ।
উত্তর৷ ভূমিকা :
মেক্সিকোর সমস্যা জর্জরিত কৃষি কর্মসূচির ক্ষেত্রে সহায়তা প্রদানের উদ্দেশ্যে ড. নরম্যান, ই. বোরলগ (Dr. Norman E. Borlaug) সহ তিনজন তরুণ মার্কিন উদ্ভিদবিজ্ঞানী মেক্সিকো যান ১৯৪৪ সালে। মূলত এ সময় থেকেই সবুজ বিপ্লবের সূচনা হয়। ১৯৬০ এর দশকে সবুজ বিপ্লব কথাটি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। তখন থেকে পৃথিবীর নানা দেশের মত বাংলাদেশের খাদ্যশস্যের উৎপাদন বাড়তে থাকে। ক্রমবর্ধমান জনসংখ্যার বর্ধিত চাহিদা পূরণের উপায় হিসেবে সবুজ বিপ্লবকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থা (FAO) অত্যন্ত গুরুত্বের সাথে সম্প্রচার করে আসছে
সবুজ বিপ্লব (Green revolution) : কৃষিক্ষেত্রে উৎপাদনের গতিশীলতা সঞ্চার করা এবং উৎপাদন কাঠামো ও কৌশলের ব্যাপক পরিবর্তন সাধন করাই হচ্ছে সবুজ বিপ্লব। এ পরিবর্তন হয় উন্নতমানের বীজ, সার ও উৎপাদন কৌশল দ্বারা। এজন্যই উচ্চ ফলনশীল বীজ অর্থাৎ, ধান, গম ও ভুট্টার বীজ প্রবর্তন কৃষিক্ষেত্রে এক উৎপাদনমুখী বৈপ্লবিক পরিবর্তন এনেছে যা সবুজ বিপ্লব নামে পরিচিত। সবুজ বিপ্লবের ঐতিহাসিক প্রেক্ষাপটে বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য ঘাটতি দেখা দিতে থাকে। এ পরিস্থিতিতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (Food & Agriculture Organization বা FAO) উচ্চ ফলনশীল বীজ ও উন্নত প্রযুক্তিবিদ্যার দ্বারা কৃষিক্ষেত্রে খাদ্য উৎপাদন দ্বিগুণ হতে পাঁচগুণ বৃদ্ধি সম্ভব বলে উন্নয়নশীল দেশগুলোর মনোযোগ আকর্ষণ করে এবং এসব দেশগুলোর কৃষিক্ষেত্রে এক বিপ্লব সাধিত হয়। কৃষিক্ষেত্রের এ বিপ্লবই হচ্ছে সবুজ বিপ্লব।
সবুজ বিপ্লব সম্পর্কে Dr. A. Alim তাঁর ‘An Introduction to Bangladesh Agriculture’ শীর্ষক গ্রন্থে বলেছেন, “This rapid high-yield increase which has been achieved due to varieties in case of wheat, rice & maize coupled with the use of various inputs which has resulted almost in the doubling of production in these crops is krown as green revolution.” খ্যাতনামা অর্থনীতিবিদ ড. এস.এস. স্বামীনাথন সবুজ বিপ্লব ধারণাটিকে কৃষি পণ্যের সবুজ প্রকৃতির বিচিত্র সবুজ রঙের পরিবর্তনশীল ধারাকে লক্ষ্য করে উৎপাদন বৃদ্ধির দ্বারা জনসাধারণের মৌলিক চাহিদা পূরণের অপূর্ব কৌশল বলে অভিহিত করেন। জাতীয় পরিকল্পনার দিক থেকে সবুজ বিপ্লব অর্থ বস্তুগত উৎপাদন কাঠামোতে কৃতকার্যতা অর্জন করা। অর্থাৎ, সবুজ বিপ্লব মানেই হচ্ছে কৃষি বিপ্লব আর কৃষি বিপ্লব হচ্ছে কৃষিক্ষেত্রে উন্নতমানের বীজ, সার ও প্রযুক্তির সমন্বয়ে অধিক উৎপাদন সংঘটিত করা। এ অর্থে বলা যায়, “Green revolution must mean positive growth of production & productive capacity per unit of resource employed.”
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সবুজবিপ্লবের অর্থ দু’ভাবে দাঁড় করানো যায়। যথা : সংকীর্ণ অর্থে সবুজ বিপ্লব হচ্ছে উচ্চ ফলনশীল বীজ প্রবর্তনের মাধ্যমে জমির একরপ্রতি ফলন বৃদ্ধির কর্মসূচি। অন্যদিকে, ব্যাপক অর্থে সবুজ বিপ্লব বলতে খাদ্য ঘাটতি সমস্যা দূর করে দেশের সার্বিক উন্নয়নের জন্য কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের
লক্ষ্যে গৃহীত কর্মসূচিকে বুঝায় ।

https://topsuggestionbd.com/%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%ae/