বিচ্যুতিমূলক আচরণের ধরনসমূহ আলোচনা কর।

অথবা, বিচ্যুতিমূলক আচরণের ধরনসমূহ বর্ণনা কর।
অথবা, বিচ্যুতিমূলক আচরণের ধরনসমূহ উল্লেখ কর।
অথবা, বিচ্যুতিমূলক আচরণের ধরনসমূহ সম্পর্কে যা জান তা সবিস্তারে লিখ।
উত্তর৷ ভূমিকা :
সামাজিক জীব হিসেবে মানুষকে স্ব-স্ব সমাজের প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ এবং আইন মেনে চলতে হয়। আবার মানুষ তার স্বীয় অস্তিত্বের বাইরে অতি প্রাকৃত একটি শক্তির অস্তিত্বকে বিশ্বাস করে যার ভিত্তি হলো কতকগুলো Rule, অনুশাসন ও বিধিনিষেধ মেনে নেওয়া। সে ধর্মীয় বিধিনিষেধ পরিপন্থী কাজই হলো পাপ, যা থেকে বিচ্যুতি ও অপরাধকে পার্থক্য করা যায় না। মূলত সমাজে প্রচলিত যাবতীয় সামাজিক ও ধর্মীয় বিধিভঙ্গ করাই হলো বিচ্যুতি ও অপরাধ ।
বিচ্যুতিমূলক আচরণের ধরন : পৃথিবীর প্রত্যেক সমাজব্যবস্থার কিছু মানুষ এ বিচ্যুতিমূলক আচরণ করে। তবে বিচ্যুতিমূলক আচরণের কতিপয় ধরন পরিলক্ষিত হয়। নিম্নে বিচ্যুতিমূলক আচরণের ধরনগুলো তুলে ধরা হলো :
১. Stigma, Self-image and Deviance : বিভিন্ন প্রকার নিন্দা ও অপবাদ হতে Deviance ঘটতে পারে। সামাজিক অপবাদ ও অবহেলা ব্যক্তিকে বিচ্যুতি এমন কি মারাত্মক অপরাধের দিকে ঠেলে দিতে পারে। অর্থাৎ ব্যক্তি কোনো কাজে Failure হলে নিজের সম্পর্কে খারাপ ধারণা জন্মে। আবার, সামাজিক অপরাধ ও কলংকসূচক বাণী
(যেমন- তোমার এ কাজ করা ঠিক হয় নি) দ্বারা প্রভাবিত হয়ে ব্যক্তি নিজ সম্পর্কে খারাপ ধারণা করে ও আত্মহননের পথ বেছে নেয়। ফলে বিচ্যুতি ঘটে।

  1. Devian0t Sub-culture: Sub-culture হলো সংস্কৃতির একটি অংশ যা কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে গড়ে তোলে। Sub-0 এর অন্তর্ভুক্ত প্রত্যেকের আচরণই একই রকমের। ‘Dictionary of Sociology’ তে বলা হয়েছে, “A Sub-culture is part of the total culture of the society but it is differ from the larger culture in certain respects for example in language, customs, values, social norms etc.” (by- W.P.00
    Scott, P- 424) সুতরাং, ব্যক্তি বা দল নিজেদের মত করে ভিন্ন একটি সাংস্কৃতিক আচরণ গড়ে তোলে। নিজেদের খারাপ
    ধারণার সাথে সমপর্যায়ের লোক খুঁজে পায় এবং তাদের সংস্পর্শে এসে তাদের মত আচরণ করতে থাকে। আর এভাবে তাদের এ ভিন্নধর্মী Sub-culture বিচ্যুতি ঘটায়, যা বিচ্যুতির একটি ধরন।
  2. Differential Association : Sutherland এর মতে, Differential Association এর সাথে যুক্ত হয়ে ব্যক্তি বিচ্যুতিমূলক আচরণ করে। যেমন : পেশাজীবী বিভিন্ন Association এর সাথে যুক্ত হয়ে ব্যক্তি সামাজিক আইনকানুন নিয়মবিধি সবকিছুই ভঙ্গ করে। চাকরিজীবী তাদের চাকরির ক্ষেত্রে যখন অন্যদেরকে অসৎ উপায় অবলম্বন
    করে অর্থ আয় করতে দেখে তখন নিজেও তাদের সংস্পর্শে এসে সেই অবৈধ উপায় বেছে নেয়। ফলে এমনিভাবে Differential Association এর ফলে Deviance সৃষ্টি হয়।
  3. Illegimate Means : সামাজিক Expectation এর অভাব বা দরিদ্রতা থেকে বিচ্যুতি ঘটতে পারে। Illigitimacy Means এ যুবক বিভিন্ন Gang, Group ও Underworld এর সংস্পর্শে এসে তাদের মত করে নিজেকে
    গড়ে তোলে এবং আইনকানুন ভঙ্গ করে অসামাজিক কার্যকলাপ, যেমন: চুরি, ডাকাতি ও অন্যায় আচরণে লিপ্ত হয়। তাদের অভাব যত পূরণ হয় ততই Poverty বেড়ে যায় অর্থাৎ Expectation পূরণ হয় না। অসৎ কাজ, যেমন— Drug Addiction, Smoking ইত্যাদি নানা কাজের মাধ্যমে সে অন্যায় পথে পা বাড়ায়। আর এসব অসৎ উপায় অবলদার
    ফলে Deviance ঘটে, যা পরবর্তীতে মারাত্মক অপরাধের সৃষ্টি করে ।
    উপসংহার : উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায় যে, সামাজিক মূল্যবোধকে ও Folkways কে নস্যাৎ করে ব্যক্তি সমাজে যে Deviant Behaviour করে তার জন্য সমাজতাত্ত্বিকগণ জৈবিক, অর্থনৈতিক, ভৌগোলিক, মনস্তাত্ত্বিক ও সামাজিক বিভিন্ন কারণকে দায়ী করলেও একথা ঠিক যে অন্য যে কোনো কারণের চেয়ে সামাজিক কারণেই মানুষ সবচেয়ে বেশি বিচ্যুতিমূলক আচরণ করে থাকে।