শাস্তির বৈশিষ্ট্য লিখ ।

অথবা, শাস্তির বৈশিষ্ট্য সংক্ষেপে উল্লেখ কর।
অথবা, শাস্তির বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর।
অথবা, শাস্তির বৈশিষ্ট্য সংক্ষেণে বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা :
সাধারণ অর্থে নীতি গর্হিত- কোনো কাজ বা আইন ভঙ্গের জন্য অপরাধীর উপর কষ্টদায়ক কোনো ব্যবস্থা আরোপই শাস্তি। তবে এ ধরনের দৃষ্টিভঙ্গি আংশিক সত্য। কেননা কোন অবস্থার প্রেক্ষাপটে শাস্তি প্রদান করা হচ্ছে তা এখানে স্পষ্টত উল্লেখ নেই। তাই আইনের দৃষ্টিতে বলা যায়, যখন কোনো একটি রাষ্ট্র বা উপজাতি কোনো ব্যক্তির বিরুদ্ধে আইন ভঙ্গের কারণে বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করে যা ব্যক্তিটির জন্য বেদনাদায়ক হবে তা হবে শাস্তি।
শাস্তির বৈশিষ্ট্য : Jerome Hall (The Aims of the Criminal Law, 1958) বলেন, শাস্তিকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের আলোকে বর্ণনা করা যেতে পারে।
১. শাস্তি প্রদানযোগ্য বেদনা,
২. শাস্তি দমনমূলক,
৩. রাষ্ট্রের নামে এটি প্রদান করা হয়। যেমন- এটি কর্তৃত্বমূলক ।
৪. পূর্বে গৃহীত আইন ভঙ্গের কারণে বিচারের মাধ্যমে এটি প্রকাশিত হয়।
৫.যে ব্যক্তি অপরাধ করে তার উপর এটি প্রদান করা যায়।
৬. ক্ষতি বা অপরাধের মাত্রার উপর ভিত্তি করে এটি কম বা বেশি হতে পারে।
Benn এবং Flew শাস্তির কতকগুলো উপাদানের কথা বলেছেন। এগুলো হলো-
১. এটি অবশ্যই বেদনাদায়ক ও স্বাভাবিকভাবে অস্বস্তিকর |
২. শাস্তি অবশ্যই বৈধ নিয়মের বিরুদ্ধে কার্যকলাপের বিরুদ্ধে প্রদান করা হয়।
৩. সাধারণত সত্যিকার অপরাধীকেই শাস্তি প্রদান করা হয়।
৪. বৈধ ব্যবস্থার মাধ্যমে কোনো কর্তৃত্বের মাধ্যমে এটি প্রদান করা হয়।
উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, শাস্তি বলতে শুধু রাষ্ট্র বা বিচারালয় কর্তৃক ঘোষিত দণ্ডাদেশ বুঝায় না। শাস্তি বলতে কোনো সুসংগঠিত প্রতিষ্ঠান কর্তৃক অপরাধীর বিরুদ্ধে ঘোষিত ক্ষতিপূরণ বা প্রতিকারমূলক ব্যবস্থাকেও বুঝায় ।