নবম অধ্যায়, সংস্কৃতি

ক-বিভাগ

কে সর্বপ্রথম ‘Culture’ শব্দটি ব্যবহার করেন?
উত্তর : ‘Culture’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন W.F. Ogburn.
Rites and Ritual শব্দটি কোথা থেকে এসেছে?
উত্তর : Rites and Ritual শব্দ দুটি ল্যাটিন শব্দ Ritus থেকে এসেছে।
আচার-অনুষ্ঠান কাকে বলে?
উত্তর : আচার-অনুষ্ঠান বলতে বর্ণিত উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ নয় এমন কঠোর প্রতীকী মানবিক আচরণ বুঝায়।
Regulars ritual কোনটি?
উত্তর : Periodic Ritual হচ্ছে Regulars ritual.
সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও।
উত্তর : সাংগঠনিক কাঠামোর মধ্যে পারস্পরিক সম্পর্কযুক্ত মানবগোষ্ঠীই হলো সামাজিক গোষ্ঠী।
গোষ্ঠী কত প্রকার ও কী কী?
উত্তর : গোষ্ঠী প্রধানত ২ প্রকার। যথা : ১. মুখ্য গোষ্ঠী ও ২. গৌণ গোষ্ঠী।
কোন গোষ্ঠীর সদস্যের মধ্যে গভীর মায়া ও সম্পর্ক নিবিড় থাকে?
উত্তর : অন্তগোষ্ঠীর সদস্যদের মধ্যে গভীর মায়া ও সম্পর্ক নিবিড় থাকে।
বহিগোষ্ঠী কী?
উত্তর : যেসব গোষ্ঠীর প্রতি আমাদের মনোভাব ঔদাসীন্যের বা শত্রুতা সে সব গোষ্ঠীই হলো বৰ্হিগোষ্ঠী ।
মুখ্য গোষ্ঠীর সদস্যদের সম্পর্ক কিরূপ?
উত্তর : মুখ্য গোষ্ঠীর সদস্যদের সম্পর্ক মুখোমুখি, পারস্পরিক ও ঘনিষ্ঠ।
ভৌগোলিক সীমা দ্বারা নির্ধারিত কোন গোষ্ঠী?
উত্তর : প্রাথমিক বা মুখ্য গোষ্ঠী একটা ভৌগোলিক সীমা দ্বারা নির্ধারিত।
আধুনিকীকরণের সংজ্ঞা দাও।
উত্তর : আধুনিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার মধ্যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিকসমূহের সম্পৃক্ততা রয়েে
বিশ্বায়নের প্রবক্তা কে?
উত্তর : বিশ্বায়নের প্রবক্তা মার্শাল ম্যাকলুহান।
বিশ্বায়ন কী?
উত্তর : বিশ্বায়ন এমন একটি প্রক্রিয়া যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এক বিস্ময়কর বিকাশ।
সাম্রাজ্যবাদ কাকে বলে?
উত্তর : স্বদেশী ছাড়া বিদেশি শক্তি কর্তৃক কোন দেশে বা রাজ্যে সাম্রাজ্য স্থাপন করলেই তাকে সাম্রাজ্যবাদ বলা হয় ।
সংস্কৃতি কী?
উত্তর : মানবসৃষ্ট সব কিছুই সংস্কৃতি।
উপ-সংস্কৃতি কী?
উত্তর : একটি সংস্কৃতি থেকে যে নতুন সংস্কৃতি সৃষ্টি হয় তা উপ-সংস্কৃতি।
আধুনিকায়নের মৌলিক উপাদান কী?
উত্তর : উচ্চতর শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা আধুনিকায়নের মৌলিক উপাদান।
সংস্কৃতির অসম অগ্রগতি কাকে বলে?
উত্তর : মানুষের বস্তুগত সংস্কৃতি যে গতি যে হারে বৃদ্ধি পায় অবস্তুগত সংস্কৃতি সে তুলনায় অনেক ধীরে এগিলে চলে । উভয় ধরনের সংস্কৃতির অসম গতিকেই সংস্কৃতির অগ্রগতি বলে।
বস্তুগত সংস্কৃতির উপাদান কী?
উত্তর : বস্তুগত সংস্কৃতির উপাদান হচ্ছে উৎপাদিত বৈষয়িক যন্ত্রপাতি, ঘরবাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র ইত্যাদি।
অবস্তুগত সংস্কৃতির উপাদান কী?
উত্তর : দক্ষতা, জ্ঞান, আচার-বিশ্বাস, ধ্যানধারণা, সংগীত, নৃত্য ইত্যাদি হচ্ছে অবস্তুগত সংস্কৃতির উপাদান।
Ogburn ও Nimkoff সংস্কৃতির অসম অগ্রগতি শব্দটি ব্যবহার করেন কত সালে?
উত্তর : ১৯৫৩ সালে Ogburn ও Nimkoff সংস্কৃতির অসম অগ্রগতি শব্দটি ব্যবহার করে
সভ্যতা কী?
উত্তর : সংস্কৃতির একটি বিশেষ স্তর ।
Civilization শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর : ল্যাটিন শব্দ Civilis থেকে।
“Civilization is what we have, culture is what we are” উক্তিটি কার?
উত্তর : উক্তিটি MacIver এর.
‘Ancient Society’ কার লেখা?
উত্তর : ‘Ancient Society’ L. H. Morgan.
সভ্যতা হচ্ছে “কুসংস্কার বর্জিত সমাজের চূড়ান্ত রূপ”- কার উক্তি?
উত্তর : উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর এর ।
Cultural lag তত্ত্ব কে প্রদান করেন?
উত্তর : W. F. Ogburn.
‘Social Order’ গ্রন্থটি কার লেখা?.
উত্তর : R. Bierstedt.
‘Culture is the sum of mains creations’ কার উক্তি?
উত্তর : উক্তিটি Jones এর।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥ধর্মের সংজ্ঞা দাও ।
প্রশ্ন॥২॥হিন্দু সম্প্রদায় সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও।
প্ৰশ্ন৷৩৷৷হিন্দু সম্প্রদায়ের প্রধান প্রধান ধর্মীয় উৎসবের বর্ণনা দাও।
প্রশ্ন॥৪॥বৌদ্ধধর্ম সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও।
প্ৰশ্ন৷॥৫॥খ্রিস্টধর্ম সম্পর্ক বর্ণনা দাও।
প্ৰশ্ন৷৬৷সামাজিক নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ধর্মের ভূমিকা আলোচনা কর।
প্ৰশ্ন৷॥৭॥ বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক জীবনের উপর হিন্দু, বৌদ্ধ, ইসলাম ও খ্রিস্টধর্মের প্রভাব লিখ ।
প্ৰশ্ন৷৮৷৷আচার অনুষ্ঠান কী?
প্রশ্ন॥৯॥সংস্কৃতির সংজ্ঞা দাও।
প্রশ্ন৷১০৷ | সংস্কৃতির বিভিন্ন উপাদানসমূহ আলোচনা কর ।
প্রশ্ন॥১১৷ সংস্কৃতি কত প্রকার ও কী কী?
প্ৰশ্ন৷৷১২৷৷৷ বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির মধ্যকার সম্পর্ক লিখ।
প্ৰশ্ন৷১৩৷৷ বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির পার্থক্য লিখ।
প্রশ্ন৷১৪৷৷ সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য লিখ।
প্ৰশ্ন৷১৫৷৷ সাংস্কৃতিক ব্যবধান কী?
প্রশ্ন৷৷১৬৷ রাজনৈতিক ক্ষেত্রে আধুনিকায়ন প্রভাব লিখ।
প্ৰশ্ন৷১৭৷৷লোকসংস্কৃতি বলতে কী বুঝ।
প্রশ্ন।১৮৷ সংস্কৃতির অসম অগ্রগতি বলতে কী বুঝ?
প্রশ্ন৷১৯৷৷ সাংস্কৃতিক ক্ষেত্রে আধুনিকায়নের প্রভাব লিখ।
প্ৰশ্ন৷২০৷৷ কিভাবে সংস্কৃতির পরিবর্তন ঘটে? আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২১৷৷ আধুনিক সংস্কৃতি ও লোক সংস্কৃতির মধ্যে পার্থক্য লিখ।
প্ৰশ্ন৷২২৷৷বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৷২৩৷৷ গোষ্ঠী বা দলের বৈশিষ্ট্য লিখ।
প্রশ্ন৷২৪৷৷ সামাজিক গোষ্ঠী/দল কী?
প্রশ্ন৷৷২৫৷প্রাথমিক গোষ্ঠী বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷২৬৷৷ প্ৰাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য লিখ।
প্রশ্ন৷২৭৷ গৌণ গোষ্ঠী বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷২৮৷৷ গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য লিখ।
প্রশ্ন৷২৯৷ আধুনিকীকরণ কী?
প্রশ্ন৷৩০৷ রাজনৈতিক ও অর্থনৈতিক অর্থে আধুনিকীকরণ কীরূপ?
প্রশ্ন৷৩১৷৷ আধুনিকায়নের বৈশিষ্ট্যসমূহ লিখ।
প্ৰশ্ন৷৩২৷ । সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে ধর্মের ভূমিকা লোচনা কর।
প্রশ্ন।৩৩৷৷ অর্থনৈতিক ক্ষেত্রে আধুনিকায়নের প্রভাব আলোচনা কর ।
প্রশ্ন৷৩৪৷ সাম্রাজ্যবাদ বলতে কী বুঝ?
প্রশ্ন॥৩৫॥ বিশ্বায়নর কী?
প্রশ্ন॥৩৬৷ বিশ্বায়নের উদ্ভব ঘটেছে কীভাবে?
প্রশ্ন॥৩৭॥ বিশ্বায়নের প্রেক্ষাপট সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷৩৮৷৷ তৃতীয় বিশ্বের উপর বিশ্বায়নের প্রভাব লিখ ।
প্রশ্ন৷৩৯৷ নির্ভরশীল তত্ত্বের মতবাদ গোষ্ঠীর উৎপত্তি সম্পর্কে আলোচনা কর ।
প্ৰশ্ন৷৪০৷সামাজিক গতিশীলতার ৫টি কারণ আলোচনা কর।

গ-বিভাগ

প্রশ্ন॥১॥ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে ধর্মের ভূমিকা ও গুরুত্ব আলোচনা কর ।
প্রশ্ন৷৷২৷৷ Emile Durkheim এর ধর্মের ক্রিয়াবাদী মতবাদটি সমালোচনাসহ ব্যাখ্যা কর।
প্ৰশ্ন৷৩৷৷ ধর্মের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলো আলোচনা কর ।
প্রশ্ন॥৪॥ধর্ম সম্পর্কে মার্কসীয় দৃষ্টিভঙ্গি সমালোচনাপূর্বক ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৫॥ মুসলমান সম্প্রদায়ের প্রধান প্রধান ধর্মীয় উৎসবের বর্ণনা দাও।
প্রশ্ন॥৬॥বিভিন্ন প্রকার আচার-অনুষ্ঠান আলোচনা কর।
প্রশ্ন॥৭॥ “জ্ঞানবিজ্ঞান, আচার-বিশ্বাস, শিল্পকলা, নীতিবোধ, আইনকানুন সে সমাজের Culture বা সংস্কৃতি” ই.বি. টেইলর (E. B. Tylor)- উক্তিটি আলোচনা কর।
প্রশ্ন৷৷৮৷৷ সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৯॥ সংস্কৃতির উপাদানগুলো কী কী? আলোচনা কর ।
প্রশ্ন৷১০৷সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য আলোচনা কর ।
প্রশ্ন॥১১৷সংস্কৃতির সংজ্ঞা দাও। সংস্কৃতির উপাদগুলো কী কী?
প্ৰশ্ন৷৷১২৷৷বাংলাদেশের মানুষের জীবনে লোকসংস্কৃতির যে চি ত্র প্রতিফলিত হয় তা আলোচনা কর ।
প্রশ্ন॥১৩৷৷বাংলাদেশের সমাজ জীবনে লোকসংস্কৃতির প্রভাব আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১৪৷৷লোকসংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিক আলোচনা কর ।
প্রশ্ন॥১৫৷বাংলাদেশের গ্রামীণ সমাজের সংস্কৃতি তুমি কিভাবে বিশ্লেষণ করবে?
প্ৰশ্ন৷১৬৷ বাংলাদেশের শহুরে সমাজের সংস্কৃতি তুমি কিভাবে বিশ্লেষণ করবে?
প্রশ্ন৷১৭৷ মানবজীবনের উপর সংস্কৃতির প্রভাব আলোচনা কর ।
প্ৰশ্ন৷।১৮৷৷বাংলাদেশের সমাজে সংস্কৃতির সংঘাতের কারণ আলোচনা কর ।
প্রশ্ন৷১৯৷সাংস্কৃতিক ব্যবধান সৃষ্টির কারণ আলোচনা কর।
প্রশ্ন৷২০৷৷ বাংলাদেশের সমাজের প্রেক্ষিতে সাংস্কৃতির অসম অগ্রগতিজনিত সমস্যাটি আলোচনা কর ।
প্রশ্ন৷২১৷ | বাংলাদেশে সাংস্কৃতিক পরিবর্তনের ধারা আলোচনা কর।
প্রশ্ন৷৷২২৷ | বাংলাদেশে মধ্যবৃত্ত শ্রেণির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৩৷৷ | সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৪৷ | সামাজিক গোষ্ঠীর শ্রেণিবিভাগসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৫৷ | প্ৰাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য নির্ণয় কর।
প্রশ্ন৷২৬৷ | আধুনিকায়নের উপাদানগুলো ব্যাখ্যা কর।

প্রশ্ন৷৷২৭৷ | আধুনিকায়নের কুফল বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা কর।
প্রশ্ন৷২৮৷ | আধুনিকীকরণের বিভিন্ন তত্ত্বসমূহ আলোচনা কর ।
প্রশ্ন৷৷২৯৷ আধুনিকীকরণ তত্ত্বের পটভূমি আলোচনা কর।
প্রশ্ন৷৩০৷ বিশ্বায়নের জন্য দায়ী কারণসমূহ আলোচনা কর ।
প্রশ্ন৷৩১৷ বিশ্বায়নের ফলাফল ব্যাখ্যা কর।
প্ৰশ্ন৷৷৩২৷ “বিশ্বায়ন হলো নব্য সাম্রাজ্যবাদ” উক্তিটির পক্ষে যুক্তি দেখাও ।
প্রশ্ন৷৩৩৷ বিশ্বায়নের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা কর ।
প্রশ্ন৷৩৪৷ নির্ভরশীল তত্ত্বের মতবাদ গোষ্ঠীর ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন৷৩৫৷ বাংলাদেশের সমাজ কাঠামোর উপর বিশ্বায়নের বহুমাত্রিক প্রভাব আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷৩৬৷ উন্নয়শীল দেশে বিশ্বায়নের বহুমাত্রিক প্রভাব সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন৷৩৭৷ স্বাধীনোত্তর বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণির বিকাশ সম্পর্কে আলোচনা কর ।
প্রশ্ন৷৷৩৮৷ | জীবনের ধাপ বা স্তরগুলো আলোচনা কর।