নির্ভরশীল তত্ত্বের মতবাদ গোষ্ঠীর উৎপত্তি সম্পর্কে আলোচনা কর।

অথবা, নির্ভরশীলতা মতবাদগুলোর উৎপত্তির পর্যায় বিবরণ দাও।
অথবা, নির্ভরশীলতা মতবাদ গোষ্ঠীর উৎপত্তি সম্পর্কে ধারণা দাও।
অথবা, নির্ভরশীলতা মতবাদ গোষ্ঠীর উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
অথবা, নির্ভরশীলতা মতবাদ গোষ্ঠীর উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা :
সমাজবিজ্ঞানীদের প্রধান আলোচ্য বিষয় হলো সমাজ। সমাজ নিয়ে যে কোনো ধরনের আলোচনা সমাজবিজ্ঞানীদের মধ্যে চিরন্তন। তারা সমাজকে একদিকে যেমন খণ্ড খণ্ড অংশে ভাগ করে আলোচনা করেন তেমনি আবার সামগ্রিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা করেন। সমাজের উন্নয়ন সম্পর্কিত সমাজবিজ্ঞানীদের যে তত্ত্ব তা আধুনিকায়ন তত্ত্ব। আধুনিকায়ন তত্ত্ব যখন অনুন্নত দেশগুলোর ক্ষেত্রে প্রয়োগ করা হয় তখন এর সফলতার চেয়ে ব্যর্থতা বেশি প্রকাশিত হয়। তাই এদে পল ব্যারন, স্টিভেন হেগেন, আন্দ্রে গুন্ডার ফ্রাংক এবং কার্ডোসো ও ফ্যালিটো নামক সমাজবিজ্ঞানীগণ আধুনিকায়নের সমালোচনা করে একটি নতুন তাত্ত্বিক মতবাদের বিকাশ ঘটান। এ তাত্ত্বিক মতবাদই নির্ভরশীলতা তত্ত্ব নামে পরিচিত। |
নির্ভরশীলতা মতবাদ গোষ্ঠীর উৎপত্তি : সমাজবিজ্ঞানীদের কাছে ষাটের দশকের পূর্ব পর্যন্ত আধুনিকায়ন একটি গুরুত্বপূর্ণ মতবাদ ছিল। কিন্তু ষাটের দশকের পরবর্তী পর্যায়ে আধুনিকায়ন তত্ত্ব ব্যাপকভাবে সমালোচনার সম্মুখীন দিন হয়। এ সময় সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে আধুনিকায়নের তাত্ত্বিকদের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠতে থাকে। আধুনিকায়নের সমালোচনা করা একটি নতুন ধারণার বিকাশ সাধনের জন্য চেষ্টা করেন। এ নতুন ধারণা হলো নির্ভরশীলতা তত্ত্ব। নির্ভরশীলতা তত্ত্বের সঠিক মান নির্ণয়ের জন্য ১৯৪৮ খ্রিস্টাব্দে ল্যাটিন আমেরিকায় জাতিসংঘের উদ্যোগে একটি কমিশন গঠন করা হয়। এ কমিশনের নাম দেওয়া হয় ECLA (Economic Commission of Latin American) । Raul Prebish নামক একজন সমাজ গবেষককে এ কমিশনের প্রধান করা হয়। Raul Prebish এ কমিশনের দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন অনুন্নত দেশের বাণিজ্যিক সম্পর্ক আলোচনা করেন। এতে তিনি তুলে ধরার চেষ্টা করেন, উন্নত দেশগুলোর সাথে বাণিজ্যের মাধ্যমে অনুন্নত দেশগুলো উন্নতি লাভ করবে এ ধারণা সঠিক নয়। কারণ, অনুন্নত দেশগুলো রপ্তানি করে কৃষিপণ্য আর আমদানি করে শিল্পজাত দ্রব্য। এছাড়া বাণিজ্যের শর্ত ক্রমাগত অনুন্নত দেশগুলোর প্রতিকূলে চলে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অনুন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য অনুন্নত দেশগুলোকে আমদানি বিকল্প শিল্পায়নের সুপারিশ করেন। এছাড়া ঔপনিবেশিকতাকে তিনি অনুন্নত দেশগুলোর উন্নয়নের প্রতিবন্ধকতা বলে চিহ্নিত করেন। এর দৃষ্টান্তস্বরূপ তিনি দেখান যে, ল্যাটিন আমেরিকা যখনই উপনিবেশে পরিণত হয়েছে তখনই এর উন্নয়ন ব্যাহত হয়েছে। তাই অনুন্নত দেশগুলোর উন্নয়নের জন্য তাঁর তত্ত্বের উপরই ভিত্তি করে বিকাশ লাভ করে নির্ভরশীলতা তত্ত্ব/মতবাদ। ১৮৭০ খ্রিস্টাব্দে Development and Under Development Literature-টি প্রকাশিত হয়। যা Dependency Approach এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক বলে বিবেচিত হয়। অনেকের মতে, ল্যাটিন আমেরিকান অনুন্নয়নের সমস্যা ও বিতর্কের মধ্য দিয়ে এর উৎপত্তি বলে মন্তব্য করা হয়। এ দৃষ্টিভঙ্গি কেবল ইউরোপ কেন্দ্রিক Modernization Paradigm-কে সমালোচনা করেননি বরং এর মাধ্যমে তৃতীয় বিশ্বের বিকল্প বুদ্ধিদীপ্ত ধারাও সৃষ্টি হয়েছে। .
উপসংহার : পরিশেষে বলা যায়, নির্ভরশীলতা তত্ত্বের উৎপত্তি মূলত আধুনিকায়ন তত্ত্বের সমালোচনার মাধ্যম। নির্ভরশীলতা তত্ত্বে অনুন্নত বা উন্নয়নশীল দেশের স্বার্থে কাজ করার জন্য বিভিন্ন কৌশলের অবতারণা করা হয়। ফলে দেশের স্বার্থ কিছুটা রক্ষা পায়। তবে অ

নেকক্ষেত্রে এর কুফল প্রমাণিত হয়েছে।