আধুনিক সংস্কৃতি ও লোক সংস্কৃতির মধ্যে পার্থক্য লিখ।

অথবা, আধুনিক সংস্কৃতি ও লোক সংস্কৃতির মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, আধুনিক সংস্কৃতি ও লোক সংস্কৃতির পার্থক্য উল্লেখ কর।
অথবা, আধুনিক সংস্কৃতি ও লোক সংস্কৃতির মধ্যে কী কী পার্থক্য বিদ্যমান?
উত্তর৷ ভূমিকা :
সংস্কৃতি সমাজ কাঠামোর সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। সামাজিক অবস্থা ও সামাজিক অগ্রগতির মাপকাঠি হলো সংস্কৃতি সংক্ষেপে লিখ।

আধুনিক সংস্কৃতি ও লোক সংস্কৃতির মধ্যে পার্থক্য : আধুনিক সংস্কৃতি ও লোক সংস্কৃতি উভয়ই সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রকরণ। আধুনিক সংস্কৃতি আধুনিক সমাজব্যবস্থার মানুষের সংস্কৃতিক কর্মকাণ্ডের গতি প্রবাহকেই নির্দেশ করে। লোকসংস্কৃতি কোনো সমাজের আবহমান ধারার সংস্কৃতিক বৈশিষ্ট্যের প্রতিরূপ। লোক সংস্কৃতি সকল সমাজেরই এক কাঙ্ক্ষিত চর্চা। লোক সংস্কৃতির চর্চা মানুষের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণাকে পরিস্ফুটিত করে। আধুনিক সংস্কৃতি যেমন বর্তমান সময়কালে সৃষ্ট তেমনি লোক সংস্কৃতি প্রাচীন কোনো কালের সৃজন। আধুনিক সংস্কৃতি শিল্পায়ন, নগরায়ণ কিংবা আধুনিকায়নের বৈশিষ্ট্যকেই প্রতিনিধিত্ব করে। লোক সংস্কৃতি সমাজের প্রচলিত রীতিনীতি, সামাজিক প্রথা-প্রকরণ প্রভৃতিকে প্রতিনিধিত্ব করে। আধুনিক সংস্কৃতি আধুনিক জীবন ব্যবস্থার বিভিন্ন অনুষঙ্গকে লক্ষ্য রেখে নির্মিত হয়। লোক সংস্কৃতিতে সংগীত, নৃত্যশিল্প, সাহিত্য, আধ্যাত্মিকতা ও ধর্মের প্রভাব দেখা যায় । লোক সংস্কৃতি আমাদের পরিচয়ের ধারক ও বাহক। আধুনিক সংস্কৃতিতে অপসংস্কৃতির প্রভাব লক্ষণীয় এবং এতে যত্নশীলতার অভাবও অনেক সময় দেখা যায় ।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আধুনিক সংস্কৃতি ও লোক সংস্কৃতি উভয়ই সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। আধুনিক সংস্কৃতি আধুনিক সময়কালের শিল্প সাহিত্যের ধারাকে প্রতিনিধিত্ব করে অপরদিকে লোক সংস্কৃতি ঐতিহ্যগত ধারাকে প্রতিনিধিত্ব করে।