চতুর্থ অধ্যায়, মাঠকর্ম অনুশীলনের নৈতিক মানদণ্ড

ক-বিভাগ

সমাজকর্মের অনুশীলন বাংলাদেশে কবে থেকে শুরু হয়?
উত্তর : ষাটের দশকে।
সমাজকর্ম কি বাংলাদেশে পেশার মর্যাদা অর্জন করেছে?
উত্তর : না।
মাঠকর্ম অনুশীলনকারীদের কী বলা হয়?
উত্তর : শিক্ষানবিশ সমাজকর্মী ।
সমাজকর্মীদের একটি আন্তর্জাতিক সংগঠনের
নাম লিখ।
উত্তর : National Association of Social
Worker.
NASW এর পূর্ণরূপ লিখ।
উত্তর : NASW = National Association of Social Worker.
সমাজকর্মের সর্বজনীন সিলেবাস কোথায় প্রণীত হয়?
উত্তর : আমেরিকা।
NASW কর্তৃক প্রণীত সমাজকর্মীর Code of Ethics এর উদ্দেশ্য কয়টি?
উত্তর : ৬টি।
সমাজকর্মীর ২টি মানদণ্ড লিখ।
উত্তর : সেবাদান এবং সামাজিক ন্যায়বিচার ।
সমাজকর্মীদের কী মেনে চলতে হয়?
উত্তর : সমাজকর্মের নৈতিক মানদণ্ড ।
NASW কত সালে স্টাডি গ্রুপ তৈরি করে?
উত্তর : ১৯৫৭ সালে ।
সর্বজনীন নীতি কবে অনুমোদন লাভ করে?
উত্তর : ১৯৬০ সালে ।
সমাজকর্মের code of Ethics কখন সংশোধিত হয়?
উত্তর : ১৯৬৭ ও ১৯৭০ সালে ।
সমাজকর্মীর নৈতিক মানদণ্ডের প্রথম নীতি কী?
উত্তর : সেবাদান ।
সহকর্মীর প্রতি মাঠকর্মীর ২টি দায়িত্ব লিখ।
উত্তর : গোপনীয়তা ও শিক্ষা ।
মাঠকর্মের সমার্থক শব্দ কী?
উত্তর : Internship.
অনুশীলন পর্যায়ে সমাজকর্মীর ২টি নৈতিক দায়িত্ব লিখ।
উত্তর : (১) শিক্ষা ও প্রশিক্ষণ এবং (২) তত্ত্বাবধান ও পরামর্শ।
সমাজকর্মের যোগ্যতা ও বৈষম্য কী?
উত্তর : সমাজকর্মের ২টি নৈতিক মানদণ্ড।
বাংলাদেশে সমাজকর্মের নৈতিক ও আইনগত সংশ্লিষ্টতা কতটুকু?
উত্তর : পুরোপুরি নেই।
সমাজকর্ম অনুশীলন করে কারা?
উত্তর : সমাজকর্মীরা।
সমাজকর্মীর মূল্যবোধ বা নৈতিক মানদণ্ড কয়টি?
উত্তর : ৬টি ।
সমাজকর্মীর নৈতিক মানদণ্ডের আলোকে কয় ধরনের দায়িত্ব রয়েছে?
উত্তর : ৬ ধরনের ।
আত্মনিয়ন্ত্রণাধিকার কী?
উত্তর : আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে সাহায্যার্থীর আত্মনিয়ন্ত্রণের অধিকারকে বুঝায় ।
FLSA এর পূর্ণরূপ লিখ।
উত্তর : FLSA = The Fair Labour Standard Act.
NACE এর পূর্ণরূপ লিখ।
উত্তর : NACE = National Association of Colleges and Employers.
NASW কর্তৃক কত সালে Code of Ethics কার্যকর হয়েছিল?
উত্তর : ১৯৯৭ সালে।
প্রথম মাঠকর্মের সূচনা হয় কোথায়?
উত্তর : সমাজকল্যাণ কলেজ ও গবেষণা কেন্দ্রে ।
সমাজকর্মের নৈতিক মানদণ্ড বলতে কী বুঝ?
উত্তর : সমাজকর্মের নৈতিক মানদণ্ড হলো কতিপয় নির্দেশনা, যা পেশাদার সমাজকর্মীর আচার-আচরণ নিয়ন্ত্রণ করে।
বাংলাদেশে মাঠকর্মের সাথে কোন কোন দিকের সংশ্লিষ্টতা রয়েছে?
উত্তর : আইনগত ও নৈতিক সংশ্লিষ্টতা ।

খ-বিভাগ

প্রশ্ন।০১।সমাজকর্মের নৈতিক ভিত্তিসমূহ কী কী?
প্ৰশ্ন৷০২৷৷সমাজকর্মের পেশাগত মূল্যবোধ চর্চার পরস্পর সম্পর্কযুক্ত কয়টি ধারা রয়েছে ও কী কী?
প্রশ্ন।০৩।সমাজকর্মের ৪টি সাধারণ মূল্যবোধ আলোচনা কর ।
প্ৰশ্ন৷০৪৷সমাজকর্মে আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি ও মূল্যবোধ সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷০৫৷৷ব্যক্তি মর্যাদার স্বীকৃতি’ কী? আলোচনা কর ।
প্ৰশ্ন৷০৬৷সকলের সমান সুযোগ বলতে কী বুঝ?
প্ৰশ্ন।০৭৷৷স্বনির্ভরতা অর্জন বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷০৮ ৷৷গণতান্ত্রিক অধিকার বলতে কী বুঝ?
প্রশ্ন।০৯।সহকর্মীদের প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্বগুলো কী কী?
প্ৰশ্ন৷১০৷শ্রমের মর্যাদা বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷১১৷৷সম্পদের সদ্ব্যবহার বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷১২৷৷সমাজকর্মের নৈতিক মানদণ্ডের নীতিগুলো বর্ণনা কর ।
প্রশ্ন॥১৩৷পারস্পরিক শ্রদ্ধাবোধ বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৷১৪৷৷সমাজকর্ম পেশার নৈতিক মানদণ্ডসমূহ কী কী? উল্লেখ কর ।
প্ৰশ্ন৷১৫৷ পেশাদার ব্যক্তি হিসেবে সমাজকর্মীর আচরণের ক্ষেত্রে মানদণ্ড বা নীতিমালাসমূহ উল্লেখ কর।
প্রশ্ন।১৬৷ সাহায্যার্থীর প্রতি সমাজকর্মীর দায়িত্ব পালনের ক্ষেত্রে মানদণ্ডসমূহ কী কী? উল্লেখ কর ।
প্রশ্ন॥১৭।সহকর্মীদের প্রতি নিয়োগকারী এবং নিয়োগকৃত এজেন্সির প্রতি সমাজকর্মীদের জন্য মানদণ্ড বা নীতিমালাগুলো লিখ।
প্রশ্ন॥১৮৷ সমাজকর্ম পেশার প্রতি এবং সমাজের প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে সমাজকর্মীদের জন্য মানদণ্ড বা নীতিমালাসমূহ উল্লেখ কর ।
প্রশ্ন।১৯৷ এনএএসডব্লিউ (NASW) প্রদত্ত নৈতিক মানদণ্ড প্রণয়নের ঐতিহাসিক পটভূমি লিখ ।
প্ৰশ্ন৷২০৷৷ এনএএসডব্লিউ (NASW) প্রদত্ত নৈতিক মানদণ্ড প্রণয়নের উদ্দেশ্য লিখ ।
প্রশ্ন।২১।সমাজকর্মের মুখ্য মূল্যবোধ ও নীতিমালাগুলো কী কী?
প্রশ্ন।২২৷সমাজকর্মের নৈতিক মানদণ্ড কী কী?
প্রশ্ন।২৩।সাহায্যার্থীর প্রতি সমাজকর্মীর যে কোনো ৪টি নৈতিক মানদণ্ড লিখ ।
প্ৰশ্ন৷৷২৪ ৷৷ আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি কর্তৃক প্রণীত সাহায্যার্থীর প্রতি সমাজকর্মীর জানিত বা অবহিত সম্মতি (Informed Consent) সম্পর্কিত দায়িত্বগুলো উল্লেখ কর ।
প্রশ্ন।২৫॥ সহকর্মীর প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্বগুলো কী কী?
প্ৰশ্ন৷২৬॥ সমাজকর্ম অনুশীলনে সমাজকর্মীর নৈতিক দায়িত্বগুলো কী কী?
প্ৰশ্ন৷২৭৷৷৷ পেশাগত সমাজকর্মী হিসেবে সমাজকর্মীর নৈতিক দায়িত্বসমূহ আলোচনা কর।
প্রশ্না২৮৷ পেশার প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব সম্পর্কে আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷২৯৷৷ বৃহত্তর সমাজের প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব কী কী?
প্রশ্ন॥৩০৷৷ যোগাযোগের নীতিমালা উল্লেখ কর।
প্ৰশ্ন৷৩১ ৷৷মাঠকর্মের নৈতিক মানদণ্ডের উদ্দেশ্যসমূহ লিখ।
প্ৰশ্ন৷৷৩২৷৷বাংলাদেশে মাঠকর্ম অনুশীলনে যে কোনো ৫ টি নৈতিক সংশ্লিষ্টতা বিষয় নিয়ে আলোচনা কর ।
প্ৰশ্ন।৩৩॥বাংলাদেশে ব্যবহারিক প্রশিক্ষণের আইনগত দিক সম্পর্কে আলোচনা কর ।

গ-বিভাগ

প্রশ্ন৷০১৷ সমাজকর্মের নৈতিক ভিত্তিসমূহ কী কী? সমাজকর্মের নৈতিক দিক আলোচনা কর।
প্রশ্ন৷০২৷ সমাজকর্মের সাধারণ মূল্যবোধসমূহ আলোচনা কর ।
প্রশ্ন৷০৩৷ সমাজকর্ম পেশার নৈতিক মানদণ্ডসমূহ কী কী? উল্লেখ কর ।
প্রশ্ন৷৷০৪৷৷ সমাজকর্মের নৈতিক মানদণ্ড প্রণয়নের ঐতিহাসিক পটভূমি লিখ। সাহায্যার্থীর প্রতি সমাজকর্মীর দায়িত্ব পালনের ক্ষেত্রে মানদণ্ডসমূহ কী কী? উল্লেখ কর ।
প্রশ্ন৷০৫৷সমাজকর্মের মুখ্য মূল্যবোধ ও নীতিমালাগুলো কী কী বর্ণনা কর ।
প্রশ্ন।০৬৷ সমাজকর্মের নৈতিক মানদণ্ড কয়টি ও কী কী? আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি কর্তৃক প্রণীত সাহায্যার্থীর প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্বগুলো উল্লেখ কর।
প্রশ্ন।০৭।সহকর্মীর প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্বগুলো কী কী?
প্রশ্ন।০৮। সমাজকর্ম অনুশীলনে সমাজকর্মীর নৈতিক দায়িত্বগুলো কী কী?
প্রশ্ন৷৷০৯৷৷ বাংলাদেশে মাঠকর্ম অনুশীলনে নৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে আলোচনা কর ।
প্রশ্ন৷১০৷ বাংলাদেশে ব্যবহারিক প্রশিক্ষণের আইনগত দিক সম্পর্কে আলোচনা কর ।