সমাজকর্মের মুখ্য মূল্যবোধ ও নীতিমালাগুলো কী কী?

অথবা, সমাজকর্মের মুখ্য মূল্যবোধ ও নীতিমালা আলোচনা কর।
অথবা, সমাজকর্মের মুখ্য মূল্যবোধ ও নীতিমালাসমূহ লিখ।
অথবা, সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালাগুলো বর্ণনা কর।
উত্তর।। ভূমিকা :
বিভিন্ন সংস্থা সমাজকর্মের বিভিন্ন মূল্যবোধ ও নীতিমালার কথা বলেছেন । Canadian Association Social Worker (CASW) সমাজকর্মের ৬টি মুখ্য মূল্যবোধ ও নীতিমালা নির্ধারণ করেছে। ৬টি মুখ্য মূল্যবোধ ও নীতিমালা National Association Social Worker (NASW) প্রায় অনুরূপ ।
সমাজকর্মের মুখ্য মূল্যবোধ ও নীতিমালা : Canadian Association Social Worker (CASW) সমাজকর্মের ৬টি মুখ্য মূল্যবোধ ও নীতিমালা নির্ধারণ করেছে। নিম্নে এগুলো উল্লেখ করা হলো :
মূল্যবোধ-১ : ব্যক্তির সহজাত মূল্য ও মর্যাদার সম্মান করা ।
মূল্যবোধ-২ : সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা।
মূল্যবোধ-৩ : মানবতার সেবা।
মূল্যবোধ-৪ : পেশাগত অনুশীলনে সততা।
মূল্যবোধ-৫ : পেশাগত অনুশীলনে বিশ্বস্ততা ।
মূল্যবোধ-৬ : পেশাগত অনুশীলনে যোগ্যতা।
[ Source : Code of Ethics 2005, Canadian Association Social Worker (CASW)]
উল্লেখ্য প্রতিটি মূল্যবোধ কতিপয় নীতি নির্ভর । প্রত্যেক মূল্যবোধেরই একাধিক নীতিমালা রয়েছে। অন্যদিকে National Association Social Worker (NASW) প্রায় অনুরূপ সমাজকর্মের ৬টি মুখ্য মূল্যবোধ ও নীতিমালা নির্ধারণ করেছে। নিম্নে এগুলো উল্লেখ করা হলো :
১. সেবা (Service)
২. সামাজিক ন্যায়বিচার ( Social Justice)
৩. ব্যক্তির মূল্য ও মর্যাদা (Dignity & worth of person)
৪. মানবীয় সম্পর্কের উপর গুরুত্বারোপ (Importance of human relation)
৫. সততা (Integrity) ও
৬. যোগ্যতা (Competence)
(Source : NASW Delegate Assembly. : 1999)
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সমাজকর্ম অনুশীলনে সমাজকর্মীগণ উপরিউক্ত মূল্যবোধ ও নীতিমালা অনুসরণ করে তাদের দায়িত্ব পালন করবেন। এতে সমাজকর্মের পেশাগত মর্যাদা আরো বৃদ্ধিতে সহায়তা করবে।সমাজকর্মীগণ সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রে এসব মূলবোধ মেনে চলার পাশাপাশি সমাজকর্মের সাধারণ মূল্যবোধগুলোও মেনে চলবেন।