ক বিভাগ
সমাজকর্মের অনুশীলন বাংলাদেশে কবে থেকে
শুরু হয়?
উত্তর : ষাটের দশকে।
সমাজকর্ম কি বাংলাদেশে পেশার মর্যাদা অর্জন করেছে?
উত্তর : না।
মাঠকর্ম অনুশীলনকারীদের কী বলা হয়?
উত্তর : শিক্ষানবিশ সমাজকর্মী ।
সমাজকর্মীদের একটি আন্তর্জাতিক সংগঠনের নাম লিখ।
উত্তর : National Association of Social Worker.
NASW এর পূর্ণরূপ লিখ।
উত্তর : NASW = National Association of Social Worker.
সমাজকর্মের সর্বজনীন সিলেবাস কোথায় প্রণীত হয়?
উত্তর : আমেরিকা ।
NASW কর্তৃক প্রণীত সমাজকর্মীর Code of Ethics এর উদ্দেশ্য কয়টি?
উত্তর : ৬টি ।
সমাজকর্মীর ২টি মানদণ্ড লিখ।
উত্তর : সেবাদান এবং সামাজিক ন্যায়বিচার ।
সমাজকর্মীদের কী মেনে চলতে হয়?
উত্তর : সমাজকর্মের নৈতিক মানদণ্ড ।
NASW কত সালে স্টাডি গ্রুপ তৈরি করে?
উত্তর : ১৯৫৭ সালে ।
সর্বজনীন নীতি কবে অনুমোদন লাভ করে?
উত্তর : ১৯৬০ সালে ।
সমাজকর্মের code of Ethics কখন সংশোধিত হয়?
উত্তর : ১৯৬৭ ও ১৯৭০ সালে ।
সমাজকর্মীর নৈতিক মানদণ্ডের প্রথম নীতি কী?
উত্তর : সেবাদান।
সহকর্মীর প্রতি মাঠকর্মীর ২টি দায়িত্ব লিখ
উত্তর : গোপনীয়তা ও শিক্ষা ।
মাঠকর্মের সমার্থক শব্দ কী?
উত্তর : Internship.
অনুশীলন পর্যায়ে সমাজকর্মীর ২টি নৈতিক দায়িত্ব লিখ।
উত্তর : (১) শিক্ষা ও প্রশিক্ষণ এবং (২) তত্ত্বাবধান ও পরামর্শ।
সমাজকর্মের যোগ্যতা ও বৈষম্য কী?
উত্তর : সমাজকর্মের ২টি নৈতিক মানদণ্ড।
বাংলাদেশে সমাজকর্মের নৈতিক ও আইনগত সংশ্লিষ্টতা কতটুকু?
উত্তর : পুরোপুরি নেই ।
সমাজকর্ম অনুশীলন করে কারা?
উত্তর : সমাজকর্মীরা।
সমাজকর্মীর মূল্যবোধ বা নৈতিক মানদণ্ড কয়টি?
উত্তর : ৬টি।
সমাজকর্মীর নৈতিক মানদণ্ডের আলোকে কয় ধরনের দায়িত্ব রয়েছে?
উত্তর : ৬ ধরনের ।
আত্মনিয়ন্ত্রণাধিকার কী?
উত্তর : আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে সাহায্যার্থীর আত্মনিয়ন্ত্রণের অধিকারকে বুঝায়।
FLSA এর পূর্ণরূপ লিখ।
উত্তর : FLSA = The Fair Labour Standard Act.
NACE এর পূর্ণরূপ লিখ।
উত্তর : NACE = National Association of Colleges and Employers.
NASW কর্তৃক কত সালে Code of Ethics কার্যকর হয়েছিল?
উত্তর : ১৯৯৭ সালে।
প্রথম মাঠকর্মের সূচনা হয় কোথায়?
উত্তর : সমাজকল্যাণ কলেজ ও গবেষণা কেন্দ্রে
সমাজকর্মের নৈতিক মানদণ্ড বলতে কী বুঝ?
উত্তর : সমাজকর্মের নৈতিক মানদণ্ড হলো কতিপয় নির্দেশনা, যা পেশাদার সমাজকর্মীর আচার-আচরণ নিয়ন্ত্রণ করে।
বাংলাদেশে মাঠকর্মের সাথে কোন কোন দিকের সংশ্লিষ্টতা রয়েছে?
উত্তর : আইনগত ও নৈতিক সংশ্লিষ্টতা।
খ বিভাগ
প্রশ্ন।।১।। সমাজকর্মের নৈতিক ভিত্তিসমূহ কী কী?
প্রশ্ন॥২।৷ সমাজকর্মের পেশাগত মূল্যবোধ চর্চার পরস্পর সম্পর্কযুক্ত কয়টি ধারা রয়েছে ও কী কী?
প্রশ্ন।।৩।৷ সমাজকর্মের ৪টি সাধারণ মূল্যবোধ আলোচনা কর ।
প্ৰশ্ন৷।৪।৷ সমাজকর্মে আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি ও মূল্যবোধ সম্পর্কে আলোচনা কর ।
প্ৰশ্ন৷।৫৷৷ ‘ব্যক্তি মর্যাদার স্বীকৃতি’ কী? আলোচনা কর ।
প্ৰশ্ন৷।৬।৷ সকলের সমান সুযোগ বলতে কী বুঝ?
প্ৰশ্ন।৷৭৷৷ স্বনির্ভরতা অর্জন বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷।৮৷৷ গণতান্ত্রিক অধিকার বলতে কী বুঝ?
প্রশ্ন।।৯।। সহকর্মীদের প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্বগুলো কী কী?
প্রশ্ন॥১০।৷ শ্রমের মর্যাদা বলতে কী বুঝ?
প্রশ্ন॥১১।৷ সম্পদের সদ্ব্যবহার বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷।১২৷৷ সমাজকর্মের নৈতিক মানদণ্ডের নীতিগ
ুলো বর্ণনা কর।
প্রশ্ন॥১৩।৷ পারস্পরিক শ্রদ্ধাবোধ বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৷১৪৷৷ সমাজকর্ম পেশার নৈতিক মানদণ্ডসমূহ কী কী? উল্লেখ কর।
প্রশ্ন॥১৫।৷ পেশাদার ব্যক্তি হিসেবে সমাজকর্মীর আচরণের ক্ষেত্রে মানদণ্ড বা নীতিমালাসমূহ উল্লেখ কর।
প্রশ্না।।১৬।৷ সাহায্যার্থীর প্রতি সমাজকর্মীর দায়িত্ব পালনের ক্ষেত্রে মানদণ্ডসমূহ কী কী? উল্লেখ কর।
প্রশ্ন॥১৭।। সহকর্মীদের প্রতি নিয়োগকারী এবং নিয়োগকৃত এজেন্সির প্রতি সমাজকর্মীদের জন্য মানদণ্ড বা নীতিমালাগুলো লিখ।
প্রশ্ন॥১৮।। সমাজকর্ম পেশার প্রতি এবং সমাজের প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে সমাজকর্মীদের জন্য মানদণ্ড বা নীতিমালাসমূহ উল্লেখ কর।
প্রশ্ন।।১৯।৷ এনএএসডব্লিউ (NASW) প্রদত্ত নৈতিক মানদণ্ড প্রণয়নের ঐতিহাসিক পটভূমি লিখ।
প্ৰশ্ন।৷২০।৷ এনএএসডব্লিউ (NASW) প্রদত্ত নৈতিক মানদণ্ড প্রণয়নের উদ্দেশ্য লিখ ।
প্রশ্ন।।২১।। সমাজকর্মের মুখ্য মূল্যবোধ ও নীতিমালাগুলো কী কী?
প্রশ্ন।।২২।৷ সমাজকর্মের নৈতিক মানদণ্ড কী কী?
প্ৰশ্ন।।
২৩৷৷ সাহায্যার্থীর প্রতি সমাজকর্মীর যে কোনো ৪টি নৈতিক মানদণ্ড লিখ।
প্ৰশ্ন৷৷২৪৷৷ আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি কর্তৃক প্রণীত সাহায্যার্থীর প্রতি সমাজকর্মীর জানিত বা অবহিত সম্মতি (Informed Consent) সম্পর্কিত দায়িত্বগুলো উল্লেখ কর।
প্রশ্না।।২৫॥ সহকর্মীর প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্বগুলো কী কী?
প্ৰশ্ন৷।২৬।৷ সমাজকর্ম অনুশীলনে সমাজকর্মীর নৈতিক দায়িত্বগুলো কী কী?
প্ৰশ্ন৷।২৭।৷ পেশাগত সমাজকর্মী হিসেবে সমাজকর্মীর নৈতিক দায়িত্বসমূহ আলোচনা কর।
প্রশ্ন৷।২৮৷৷ পেশার প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷।২৯।৷ বৃহত্তর সমাজের প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব কী কী?
প্রশ্ন॥৩০৷৷ যোগাযোগের নীতিমালা উল্লেখ কর।
প্ৰশ্ন৷৷৩১৷৷ মাঠকর্মের নৈতিক মানদণ্ডের উদ্দেশ্যসমূহ লিখ।
প্ৰশ্ন৷৷৩২৷৷ বাংলাদেশে মাঠকর্ম অনুশীলনে যে কোনো ৫ টি নৈতিক সংশ্লিষ্টতা বিষয় নিয়ে আলোচনা কর।
প্ৰশ্ন।।৩৩৷৷ বাংলাদেশে ব্যবহারিক প্রশিক্ষণের আইনগত দিক সম্পর্কে আলোচনা কর।
গ বিভাগ
প্রশ্ন৷৷০১।৷ সমাজকর্মের নৈতিক ভিত্তিসমূহ কী কী? সমাজকর্মের নৈতিক দিক আলোচনা কর।
প্রশ্ন॥০২।৷ সমাজকর্মের সাধারণ মূল্যবোধসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন।৷০৩।৷ সমাজকর্ম পেশার নৈতিক মানদণ্ডসমূহ কী? উল্লেখ কর।
প্রশ্ন৷৷০৪৷৷ সমাজকর্মের নৈতিক মানদণ্ড প্রণয়নের ঐতিহাসিক পটভূমি লিখ।সাহায্যার্থীর প্রতি সমাজকর্মীর দায়িত্ব পালনের ক্ষেত্রে মানদণ্ডসমূহ কী কী? উল্লেখ কর।
প্রশ্ন৷৷০৫।৷ সমাজকর্মের মুখ্য মূল্যবোধ ও নীতিমালাগুলো কী কী বর্ণনা কর।
প্রশ্ন।।০৬।। সমাজকর্মের নৈতিক মানদণ্ড কয়টি ও কী কী? আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি কর্তৃক প্রণীত সাহায্যার্থীর প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্বগুলো উল্লেখ কর।
প্রশ্ন।।০৭।। সহকর্মীর প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্বগুলো কী কী?
প্রশ্ন।।০৮।। সমাজকর্ম অনুশীলনে সমাজকর্মীর নৈতিক দায়িত্বগুলো কী কী?
প্রশ্ন॥০৯।৷ বাংলাদেশে মাঠকর্ম অনুশীলনে নৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন।৷১০।৷ বাংলাদেশে ব্যবহারিক প্রশিক্ষণের আইনগত দিক সম্পর্কে আলোচনা কর।