ক-বিভাগ
স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা কত প্রকার ও কি কি?
উত্তর ঃ ৪ প্রকার। যথা: ১. স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা, ২. জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থা, ৩. আঞ্চলিক স্বেচ্ছাসেবী
সংস্থা, ৫. আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা।
বাংলাদেশে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থার দুইটি সমস্যা উলেখ কর।
উত্তর ঃ (১) রাজনীতি ও শক্তির প্রভাব। (খ) দক্ষ্য ও যোগ্য কর্মীর অভাব।
স্বেচ্ছাসেবী সংস্থাকে বৈদেশিক অনুদান পেতে হলে কোন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়?
উত্তর ঃ স্বেচ্ছাসেবী সংখ্যাকে বৈদেশিক অনুদান পেতে হলে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অনুমোদন নিতে হবে।
বর্তমান বাংলাদেশে এনজিওর সংখ্যা কত?
উত্তর : প্রায় ৫৬০০০টি।
গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক কার্যক্রম প্রথম কোথায় চালু করা হয়।
উত্তর ঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী জোবরা গ্রামে ।
বাংলাদেশের শ্রমশক্তির কত ভাগ বৃদ্ধিতে নিয়োজিত?
উত্তর ঃ ৪৮.১%।
ADAB -এর পূর্ণরূপ লিখ।
ottimmo IncmasoneybA la resbalgand= DAN
উত্তর ঃ ADAB -এর পূর্ণরূপ হল- Assocoiation of Development Agencies in Bangladesh. mx
‘ADB’ এর পূর্ণরূপ কি?
উত্তর ঃ Asian Development Bank.
CIDA এর পূর্ণরূপ কি?
উত্তর : Canadian International Development Agency.
‘WFP’ এর পূর্ণরূপ কি?
উত্তর : ‘World Food Programme’.
‘UNHCR’ এর পূর্ণরূপ কি?
উত্তর ঃ United Nations High Commission for Refugees.
SIDA এর পূর্ণরূপ কি?
উত্তর : Swedish International Development Authority.
OECF এর পূর্ণরূপ কি?
উত্তর : ‘Overseas Economic Commission Fund.
দরিদ্রদের নিয়ে কাজ করছে এমন দুটি এনজিওর নাম লিখ।
উত্তর ঃ ব্রাক ও প্রশিকা ।
দানকার্য পরিচালনাকারী এনজিও কাকে বলে?
উত্তর ঃ যেসব এনজিও দানশীলতার দর্শন নিয়ে কাজ করে সেসব এনজিওকে দানকার্য পরিচালনাকারী এনজিও বলে।
বাংলাদেশে কে, কখন পরিবার পরিকল্পনা সমিতি প্রতিষ্ঠা করেন?
উত্তর ঃ ডা. হুমায়রা সাঈদ ১৯৫৩ সালে।
সোসাইটি রেজিষ্ট্রি আইন কত সালে প্রণীত হয়?
উত্তর ঃ ১৮৬০ সালের ২১ মে।
‘PKSF’ কি?
উত্তর ঃ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি ঋণ প্রদানকারী সংস্থা।
গ্রামীণ ব্যাংক কি?
উত্তর ঃ গ্রামের দরিদ্র ও ভূমিহীন জনগোষ্ঠীকে বিনা জামানতে ঋণদানের একটি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান হচ্ছে
গ্রামীণ ব্যাংক।
গ্রামীণ ব্যাংক কে প্রতিষ্ঠা করেন?
উত্তর ঃ ড. মুহাম্মদ ইউনুস।
গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর ঃ ১৯৭৬ সালে।
কার নেতৃত্বে পরিবার পরিকল্পনা সমিতি গড়ে ওঠে?
উত্তর ঃ ডা. হুমায়রা সাঈদ।
কত সালে ব্রাক প্রতিষ্ঠিত হয়?
উত্তর ঃ ১৯৭৬ সালে।
ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর ঃ ফজলে হাসান আবেদ।
ব্রাক এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর ঃ ঢাকার মহাখালীতে।
BRAC এর পূর্ণরূপ কি?
উত্তর ঃ BRAC = Bangladesh Rural Advanecement Committe.
ব্র্যাক দেশের বাইরে সর্বপ্রথম কোন দেশে কার্যক্রম শুরু কর?
উত্তর ঃ ব্র্যাক দেশের বাহিরে সর্বপ্রথম কার্যক্রম শুরু করে আফগানিস্তানে।
দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহ।
‘DAM’ এর পূর্ণরূপ কি?
উত্তর : ‘Dhaka Ahsania Misson.
‘FNB’ এর পূর্ণরূপ কি?
উত্তর ঃ ‘FNB’-Federation of NGO’S Bangladesh.
করিতাস কি?
উত্তর ঃ একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা।
আশা কত সালে সর্বপ্রথম ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করে?
উত্তর ঃ ১৯৯১ সালে।
‘WDP’ এর পূর্ণরূপ কি?
উত্তর ঃ Woman Development Project.
ব্যাপটিস্ট মিশনারী সোসাইটি কি?
উত্তর ঃ একটি এনজিও।
প্রবীণ হিতৈষী সংঘের প্রধান লক্ষ্য কি?
উত্তর ঃ প্রবীণরা যাতে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও স্বস্তিতে জীবনযাপন করতে পারে।
বিশ্বের সর্বপ্রথম নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর ঃ মেক্সিকোতে।
‘PHP’ এর পূর্ণরূপ কি?
উত্তর ঃ ‘PHP’-People and Health Project.
জন্ম নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী ক্লিনিকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর ঃ মার্গারেট সেংগার।
‘ILO’ এর পূর্ণরূপ কি?
উত্তর ঃ ‘ILO’-International Laboure Organization.’
জায়সাগর কোথায় অবস্থিত?
উত্তর ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি গ্রামে।
কত সালে আশা প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর
ঃ ১৯৭৮ সালে।
আশার প্রতিষ্ঠাতা কে?
উত্তর ঃ মোঃ শফিকুল হক চৌধুরী।
বন্ধন কোন দেশের ঋণদানকারী সংস্থা?
উত্তর ঃ ভারতের পশ্চিম বঙ্গের।
ডায়বেটিস সমিতির প্রতিষ্ঠাতা কে?
উত্তর ঃ অধ্যাপক ডাঃ মোঃ ইব্রাহীম।
‘IDF’ এর পূর্ণরূপ কি?
উত্তর : ‘IDF’-International Diabetic Federation..
বহুমূত্র রোগ কী?
উত্তর ঃ বহুমূত্র রোগ হচ্ছে এমন একটি রোগ যা ব্যক্তির দেহে শর্করা বা ইনস্যুলিনের অভাবজনিত কারণে সৃষ্টি হয়।
ডায়াবেটিস সচেতনতা দিবস কোনটি?
উত্তর ঃ ডায়াবেটিস সচেতনতা দিবস হল ১মার্চ ।
ব্র্যাক কত সাল থেকে বাংলাদেশের বাইরে কার্যক্রম শুরু করে?
উত্তর ঃ ২০০২ সাল থেকে।
ডায়াবেটিস রোগের জন্য দায়ী কোন ব্যবস্থা?
উত্তর ঃ দুশ্চিন্তা, বংশগতি, খাদ্যনভ্যাস, পরিবেশ প্রভৃতি।
বারডেমের প্রতিষ্ঠাকাল কত?
উত্তর : ১৯৮৯ সালে।
বাংলাদেশে বহুমূত্র সমিতি কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর : জাতীয় অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম।
বাংলাদেশ বহুমূত্র সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৫৬ সালে।
কত সালে ডায়াবেটিক সমিতি গড়ে ওঠে।
উত্তর : ১৯৫৬ সালে।
কার নেতৃত্বে ও কত সালে বহুমুত্র সমিতির কার্যক্রম চালু হয়।
উত্তর : ডা. মোহাম্মদ ইব্রাহিম ১৯৫৬ সালে।
BIRDEM এর পূর্ণরূপ কি?
উত্তর ঃ BIRDEM=Bangladesh Institute of Research and Rehabilitation in Diabetics, Endocrine and Metabolic Disorders.
কত সালে প্রবীণ হিতৈষী সংঘ প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৬০ সালে।
রেড ক্রিসেন্ট সোসাইটির প্রবক্তা কে?
উত্তর : স্যার হেনরি ডুনান্ট।
প্রশিকা-এর মূল্য লক্ষ্য কি?
উত্তর : প্রশিকার মূল লক্ষ্য হলো দারিদ্র্যদের ক্ষমতায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন গড়ে তোলা /
ওয়াল্ড ভিশন এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর ঃ বিভারেন্ট বব পিয়ার্সন ।
‘CARE’ এর পূর্ণরূপ কি?
উত্তর : Co-operation for American Relife Everywhere.
আন্তর্জাতিক প্রবীণ দিবস কোন তারিখে পালিত হয়?
উত্তর ঃ ১ অক্টোবর।
বর্তমান কত জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাকে সরকার ভাতা প্রদান করছেন?
উত্তর ঃ ১.৫ লক্ষ জন।
রোগী কল্যাণ সমিতিকে কয় শ্রেণীতে ভাগ করা যায়?
উত্তর ঃ ৪ শ্রেণীতে।
রোগীকল্যাণ সমিতি বলতে কি বুঝ?
উত্তর ঃ রোগীদের কল্যাণের জন্য গঠিত সমিতিকে রোগীকল্যাণ সমিতি বলে ।
কত সালে ড. মুহম্মদ ইউনূস ক্ষুদ্রঋণ কর্মসূচির সূচনা করেন।
উত্তর ঃ ১৯৬১ সালে।
জাতীয় সমাজকল্যাণ পরিষদ ২০১১-১২ অর্থবছরে প্রতিবন্ধীদের জন্য কত টাকা বিশেষ অনুদান প্রদান করে?
উত্তর ঃ ১,৭৩,০৮,০০০ টাকা।
খ-বিভাগ
৬.০১।স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার সংজ্ঞা দাও।
৬.০২।স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য লিখ ।
৬.০৩।বাংলাদেশের ডায়াবেটিক সমিতি কি?
৬.০৪।বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সাংগঠনিক কাঠামো তুলে ধর?
৬.০৫।বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আয়ের উৎস, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধর।
৬.০৬।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষ্য কি?
৬.০৭।রেড ক্রিসেন্টের মূলনীতিগুলো তুলে ধর।
৬.০৮।গ্রামীণ ব্যাংক কী?
৬.০৯।আশা কি?
৬.১০।আশার লক্ষ্যসমূহ তুলে ধর।
৬,১১।ব্র্যাক কি?
৬.১২।ব্র্যাকের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি কি ?
৬.১৩।ব্র্যাকের কর্মসূচিগুলোর সংক্ষিপ্ত বিবরণ দাও?
৬.১৪।ব্র্যাকের পরিচিতি উল্লেখপূর্বক এর রূপকল্প বা দর্শন কি?
৬.১৫।প্রশিকা কি?
৬.১৬।প্রশিকার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো তুলে ধর।
৬.১৭।বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের পরিচিতি লিখ।
৬.১৮।বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের ভবিষ্যৎ পরিকল্পনা কি?
৬.১৯।বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের লক্ষ্য ও উদ্দেশ্য লেখ।
৬.২০।বাংলাদেশে প্রবীণ হিতৈষী সংঘের সীমাবদ্ধতাগুলো কি কি?
৬.২১।বাংলাদেশে প্রবীণ হিতৈষী সংঘের সীমাবদ্ধতা কাটিয়ে উঠার সুপারিশ নির্দেশ কর।
৬.২২।বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ কি? এর কার্যাবলিগুলো লেখ।
৬.২৩।শিশু অধিকার ফোরাম বলতে কি বুঝ?
৬.২৪।বাংলাদেশে শিশু অধিকার ফোরামের কার্যাবলি লিখ।
৬.২৫।ঢাকা আহছানীয়া মিশন কি?
৬.২৬।বাংলাদেশে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কি?
৬.২৭।বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য লেখ ।
৬.২৮।জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে সংস্থার স্বীকৃতির নীতিমালা লেখ।
৬.২৯।জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সম্ভাবনাসমূহ লেখ।
৬.৩০।জেলা সমাজকল্যাণ পরিষদের গঠন লিখ ।
৬.৩১।জাতীয় সমাজকল্যাণ পরিষদের প্রতিবন্ধকতা বা অন্তরায় বা সীমাবদ্ধতাগুলো তুলে ধর।
গ-বিভাগ
৬.৩২।স্বেচ্ছাসেবী/বেসরকারি সমাজকল্যাণ সংস্থার ঐতিহাসিক পটভূমি বর্ণনা কর।
৬.৩৩।স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার বিকাশ বর্ণনা কর ।
৬.৩৪।স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার কি? বাংলাদেশে সমাজকল্যাণের ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংস্থার ভূমিকা তুলে ধর।
৬.৩৫।স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা কাকে বলে? সমাজকল্যাণে এর গুরুত্ব বর্ণনা কর।
৬.৩৬।স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা কি? বাংলাদেশের প্রেক্ষাপটে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার সমস্যাসমূহ আলোচনা কর।
৬.৩৭।ব্র্যাক কি? ব্র্যাক পরিচালিত কার্যক্রমের বিবরণ দাও।
৬.৩৮।জাতীয় উন্নয়নে ব্র্যাকের অবদান ও ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা কর।
৬.৩৯।বাংলাদেশে দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্র্যাকের ভূমিকা বর্ণনা কর ।
৬.৪০।বাংলাদেশে ব্র্যাক এর অর্থনৈতিক উন্নয়নমূলক কাজ ব্যাখ্যা কর।
৬.৪১।একটি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে ব্র্যাকের ভূমিকা আলোচনা কর।
৬.৪২।বাংলাদেশের আশার কার্যক্রম বা অবদানসমূহ তুলে ধর?
৬.৪৩।সমাজকল্যাণ ক্ষেত্রে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কার্যক্রমের বিবরণ দাও ।
৬.৪৪।বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ঐতিহাসিক প্রেক্ষাপট, লক্ষ্য, উদ্দেশ্য ও গঠন প্রণালি আলোচনা কর।
৬.৪৫।রেডক্রিসেন্ট সোসাইটির কার্যাবলি উল্লেখসহ রেডক্রিসেন্ট সোসাইটির নাম রেডক্রিসেন্ট সোসাইটি রাখার প্রতিক্রিয়া সম্পর্কে লেখ।
৬.৪৬।বাংলাদেশে রেডক্রস সোসাইটির কর্মসূচিগুলো ও কার্যক্রমগুলো লেখ।
৬.৪৭।বাংলাদেশের প্রবীণ হিতৈষী সংঘের কার্যক্রমগুলো লেখ।
৬.৪৮।বাংলাদেশে প্রবীণদের সমস্যা কি কি? এ সমস্যা সমাধানে প্রবীণ হিতৈষী সংঘের অবদান আলোচনা কর।
৬.৪৯।বাংলাদেশে প্রশিকার- কার্যক্রম তুলে ধর।
৬.৫০।বাংলাদেশে ডায়াবেটিক সমিতির কার্যক্রমগুলো লেখ।
৬.৫১।বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কি ? এ সমিতির বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা কর ।
৬.৫২।ঢাকা আহছানীয়া মিশনের কার্যক্রম বা অবদান তুলে ধর।
৬.৫৩।বাংলাদেশে জাতীয় সমাজকল্যাণ পরিষদের ঐতিহাসিক পটভূমিতে উল্লেখপূর্বক এর গঠন কাঠামো লেখ ।
৬.৫৪।জাতীয় সমাজকল্যাণ পরিষদের সমস্যা উল্লেখ্যপূর্বক তা সমাধানের উপায় লেখ।
৬.৫৫।বাংলাদেশে জাতীয় সমাজকল্যাণ পরিষদের কার্যাবলি বা অবদানসমূহ লেখ।
৬.৫৬।জেলা সমাজকল্যাণ পরিষদের কার্যাবলি আলোচনা কর ।
৬.৫৭।থানা বা উপজেলা সমাজকল্যাণ পরিষদের গঠন ও কার্যাবলি লিখ।