পঞ্চম অধ্যায়, বাংলাদেশে সরকারের সমাজসেবা

ক-বিভাগ

পরিবার পরিকল্পনার নতুন নাম কী রাখা হয়?
উত্তর ঃ বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি।
এনজিও ধারণাটি সর্বপ্রথম কত সালে ব্যবহার হয়?
উত্তর : ১৯৪৫ সালে।
বাংলাদেশের এনজিওসমূহ সরকারের কোন দপ্তরে অধীনে রেজিস্ট্রিনভুক্ত?
উত্তর : এনজিও বিষয়ক ব্যুরো।
‘NEC’ এর পূর্ণরূপ কি?
উত্তর ঃ NEC-National Executive Committee.
ফরম এফডি-৭ কি?
উত্তর ঃ ফরম এফডি-৭ এনজিও বিষয়ক ব্যুরোর একটি ফরম যা দুর্যোগে ক্ষতিগ্রস্থদের জন্য জরুরি ত্রাণ কার্যক্রম বা প্রকল্পের ক্ষেত্রে প্রযোজ্য ।
কত সালে সর্বপ্রথম সমাজকল্যাণ পরিষদ গঠিত হয়?
উত্তর ঃ ১৯৫৬ সালে।
বর্তমান বাংলাদেশে জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য সংখ্যা কত?
উত্তর ঃ ৮২ জন।
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য সংখ্যা কত?
উত্তর ঃ ৮২ জন।
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সভাপতি কে?
উত্তর : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীমহোদয় ।
জেলা সমাজকল্যাণ পরিষদ কত সদস্য বিশিষ্ট?
উত্তর ঃ ১৬ সদস্য বিশিষ্ট।
জেলা সমাজকল্যাণ পরিষদের সদস্য সচিব কে? Ansol
উত্তর ঃ জেলা সমাজসেবা উপ পরিচালক।
GO-এর পূর্ণরূপ কি?
উত্তর ঃ ‘Government Organization’.
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কত সালে গঠিত?
উত্তর : ১৯৭২ সালে ।
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ২০১১-১২ অর্থবছরে বিভিন্ন ক্ষেত্রে কত টাকা অনুদান প্রদান করে?
উত্তর ঃ ১০ কোটি টাকা।
বৈদেশিক দান(স্বেচ্ছাসেবী কার্যক্রম) নিয়মবিধি কত সালে প্রণয়ন করা হয়?
উত্তর : ১৯৭৮ সালে।
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কত সালে চালু করা হয়?
উত্তর : ১৯৫৪ সালে।
উপজেলা পর্যায়ে কতটি রোগী কল্যাণ সমিতি রয়েছে?
উত্তর ঃ ৪১৯টি।
বিশেষ অনুদান কার পক্ষ থেকে প্রদান করা হয়?
উত্তর ঃ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে।
কার অনুমতি ছাড়া কোন সংগঠন বিদেশি অনুদান গ্রহণ করতে পারবে না।
উত্তর ঃ রাষ্ট্রের অনুমতি ছাড়া ।
বিদেশি অনুদান (বিধি) অধ্যাদেশ অনুসারে কি ধরনের শাস্তির বিধান রাখা হয়?
উত্তর ঃ ছয় মাসের জেল অথবা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। সরকারি অনুদান কি?
উত্তর ঃ সরকারি কোন প্রতিষ্ঠান কর্তৃক অন্য কোন দেশ বা দেশের অভ্যন্তরে বিভিন্ন সংস্থা বা বিশেষ ব্যক্তি পর্যায়ে যে আর্থিক সাহায্য প্রদান করা হয় তাকে সরকারি অনুদান বলা হয় ।
গেজেট প্রজ্ঞাপন জারি করেন কে?
উত্তর ঃ দেশের সরকার।
বর্তমানে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কোন আন্তর্জাতিক সংগঠনের সদস্য?
উত্তর ঃ আন্তর্জাতিক সমাজকল্যাণ পরিষদ (ISWC) এর সদস্য।
শহর সমাজসেবা উন্নয়ন প্রকল্প পরিষদে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত অনুদান প্রদান করা যায়?
উত্তর ঃ ২ লক্ষ টাকা।
সাধারণ নিবন্ধীকৃত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে সর্বনিম্ন কত টাকা অনুদান প্রদানের নিয়ম রয়েছে?
উত্তর ঃ ১০,০০০ টাকা ।
অনুদান কি?
উত্তর ঃ সরকারি বেসরকারি যে কোন প্রতিষ্ঠান কিংবা যে কোন ব্যক্তি কর্তৃক অন্য কোন প্রতিষ্ঠান, দেশ, বা অন্য কোন ব্যক্তি অনুকূলে বিনিময়হীনভাবে আর্থিক উৎপাদন প্রদান করাকে অনুদান বলে।
স্যার হেনরি ডুনান্ট কত সালে শান্তিতে নোবেল পুরুস্কার পান?
উত্তর ঃ ১৯০১ সালে ।

খ-বিভাগ

১। শহর সমাজসেবা কর্মসূচি বলতে কি বুঝ ।
২। শহর সমাজসেবা কর্মসূচির বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে তুলে ধর ।
৩। বাংলাদেশের শহর সমাজসেবা কর্মসূচির সীমাবদ্ধতাগুলো আলোচনা কর ।
৪। শহর সমাজসেবার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো সংক্ষেপে আলোচনা কর ।
৫। গ্রামীণ সমাজসেবা কী?
৬। গ্রামীণ সমাজসেবার প্রশাসনিক কাঠামো বর্ণনা কর।
৭। বাংলাদেশে গ্রামীণ সমাজসেবার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো সংক্ষেপে বর্ণনা কর।
৮। গ্রামীণ সমাজসেবা কর্মকর্তার ভূমিকা সংক্ষেপে তুলে ধর বা বর্ণনা কর ।
৯। হাসপাতাল সমাজসেবা বলতে কি বুঝ?
১০। বাংলাদেশে হাসপাতাল সমাজসেবার ঐতিহাসিক প্রেক্ষাপট লিখ ।
১১। বাংলাদেশে হাসপাতালে সমাজসেবা কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্যগুলো লেখ।
১২। অপরাধ কী?
১৩। কিশোর অপরাধ বলতে কী বুঝ?
১৪। অপরাধ ও কিশোর অপরাধের পার্থক্যসমূহ লিখ।
১৫। সংশোধনমূলক কার্যক্রম কাকে বলে?
১৬। আফটার কেয়ার সার্ভিসের উদ্দেশ্যসমূহ লেখ।
১৭। প্রবেশন ও প্যারোলের মধ্যকার পার্থক্য লেখ?
১৮। প্যারোল ও প্রবেশনের শর্তসমূহ লেখ?
১৯। প্রবেশন কী?
২০। প্যারোল ধারণা তুলে ধর।
২১। ভবঘুরে প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রমের গুরুত্ব কি?
২২। কিশোর আদালত বলতে কী বুঝ?
২৩। নারী কল্যাণ কী?
২৪। নারী কল্যাণের লক্ষ্য ও নীতিমালা উল্লেখ কর।
২৫। বাংলাদেশে নারী সমাজের সমস্যাসমূহ তুলে ধর।
২৬। বাংলাদেশে নারী কল্যাণ কার্যক্রমের সীমাবদ্ধতাগুলো লিখ।
২৭। শিশু কল্যাণ কী?
২৮। শিশুকল্যাণের বৈশিষ্ট্যগুলো লিখ।
২৯। শিশুদের মৌল চাহিদাসমূহ তুলে ধর ।
৩০। শ্রম কল্যাণ কী?
৩১। শ্রম কল্যাণের ধরন/ শ্রেণি বিন্যাস তুলে ধর।
৩২। যুব কল্যাণ কী?
৩৩। যুবকল্যাণের বৈশিষ্ট্য ও লক্ষ্যগুলো কি কি?
৩৪। বাংলাদেশে যুবকদের সমস্যাসমূহ কি কি? লেখ।
৩৫। পরিবার পরিকল্পনা কী?
৩৬। বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচির
সমস্যাগুলো/ অন্তরায়গুলো কি কি?

৩৭। পল্লি উন্নয়ন বলতে কী বুঝ?
৩৮। বাংলাদেশে পল্লি উন্নয়ন বোর্ডের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো তুলে ধর।
৩৯। সমবায় বলকে কী বুঝ?
৪০। সমবায়ের প্রকারভেদ ও সংক্ষিপ্ত কার্যক্রম লিখ?
৪১। প্রতিবন্ধী কাকে বলে?
৪২। প্রতিবন্ধী ব্যক্তির শ্রেণিবিন্যাস কর।
৪৩। প্রতিবন্ধী কল্যাণ কার্যক্রমের গুরুত্ব লিখ।

গ-বিভাগ

৪৪। শহর সমাজসেবা কর্মসূচি কী? শহর সমাজসেবা প্রকল্পের কর্মসূচিগুলোর বর্ণনা দাও।
৪৫। শহর সমাজসেবা কর্মসূচির সমস্যাগুলো আলোচনা কর।
৪৬। বাংলাদেশে শহর সমাজসেবা কর্মসূচির সমস্যা সমাধানের উপায় আলোচনা কর ।
৪৭। বাংলাদেশে শহর সমাজসেবা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর?
৪৮। গ্রামীণ সমাজসেবা কী? বাংলাদেশে গ্রামীণ সমাজসেবা কার্যক্রমগুলোর বর্ণনা দাও।
৪৯। গ্রামীণ সমাজসেবার বৈশিষ্ট্যগুলো তুলে ধর।
৫০। গ্রামীণ সমাজসেবার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধর।
৫১। গ্রামীণ সমাজসেবা কি? গ্রামীণ সমাজসেবার ঐতিহাসিক প্রেক্ষাপটের আলোকে এর সফলতার স্বরূপ চিত্র তুলে ধর।
৫২। বাংলাদেশে পরিচালিত হাসপাতাল সমাজসেবা কার্যক্রম সম্পর্কে তুমি কি জান?
৫৩। হাসপাতাল সমাজসেবার সমস্যা ও সীমাবদ্ধতাগুলো আলোচনা কর।
৫৪। বাংলাদেশে হাসপাতাল সমাজসেবা কর্মসূচির গুরুত্ব আলোচনা কর ।
৫৫।চিকিৎসা সমাজসেবা কী? হাসপাতাল সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
৫৬। সংশোধনমূলক সেবা কি? বাংলাদেশে সংশোধনমূলক কার্যক্রমসমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
৫৭। বাংলাদেশে সংশোধনমূলক কার্যক্রমের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধর।
৫৮। প্রবেশন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা কর।
৫৯। প্রবেশন অফিসারের ভূমিকা ও দায়িত্বসমূহ আলোচনা কর ।
৬০। অপরাধ সংশোধনে আধুনিক পদ্ধতি হিসেবে প্রবেশনের গুরুত্ব বর্ণনা কর।
৬১। প্যারোলে সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা কর।
৬২। নারী কল্যাণের সংজ্ঞা দাও। বাংলাদেশে নারী কল্যাণ ও নারী উন্নয়ন কার্যক্রমের বিবরণ দাও।
৬৩। বাংলাদেশে নারী কল্যাণের তাৎপর্য আলোচনা কর।
৬৪। শিশু কল্যাণ কী? বাংলাদেশ সরকারের শিশুকল্যাণ কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ দাও।
৬৫। বাংলাদেশে শিশুকল্যাণ কর্মসূচির সমস্যা ও সীমাবদ্ধতার পাশাপাশি এ কর্মসূচিটি অধিকতর কার্যকর করার উপায় নির্দেশ কর?
৬৬। বাংলাদেশে শিশু কল্যাণের তাৎপর্যগুলো বর্ণনা কর।
৬৭। বাংলাদেশে শ্রমকল্যাণের কার্যক্রমগুলো তুলে ধর।
৬৮। বাংলাদেশে শ্রম কল্যাণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা লিখ ।
৬৯। যুব কল্যাণ কী? বাংলাদেশ সরকারের যুবকল্যাণ কর্মসূচির বর্ণনা দাও।
৭০। বাংলাদেশে পরিবার পরিকল্পনা বাস্তবায়নে সরকারি পদক্ষেপসমূহ লেখ।
৭১। পরিবার পরিকল্পনা সংক্রান্ত কার্যাবলি বা কর্মসূচিগুলোর বর্ণনা দাও।
৭২। বাংলাদেশে পরিবার পরিকল্পনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা লেখ ।
৭৩। বাংলাদেশে পল্লি উন্নয়ন বোর্ডের কর্মসূচিসমূহ তুলে ধর।
৭৪। প্রতিবন্ধী বলতে কি বুঝ? বাংলাদেশে প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কর্মসূচির বিবরণ দাও ।