বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচির সমস্যাগুলো/ অন্তরায়গুলো কি কি?

উত্তর ঃ ভূমিকা ঃ পরিবার পরিকল্পনা কর্মসূচি উন্নয়নশীল দেশগুলোর জন্য সরকারের পক্ষ থেকে একপ্রকার আশীর্বাদ হিসেবে গণ্য । বাংলাদেশে জনসংখ্যার হার অত্যন্ত বেশি। বাড়তি জনসংখ্যার সাথে তাল মিলিয়ে এদেশের সব সুযোগ- সুবিধা বাড়ানো হয়েছে বেশ সাধ্যাতীত। এহেন অবস্থায় এদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ সময়ের বড় দাবি। বাংলাদেশে ১৯৭০ এর দশকে এর অগ্রযাত্রা হলেও নানা সমস্যার কারণে পরিবার পরিকল্পনা শতভাগ সফলতার
মুখ দেখতে আজও পারেনি। তাই সমস্যাগুলো অতিসত্বর দূর করতে হবে।
→ বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচির সমস্যাসমূহ : বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচির বিদ্যমান সমস্যাসমূহের বর্ণনা নিম্নে দেওয়া হলো ঃ
১. গ্রহণকারীর ভীতি ঃ পরিবার পরিকল্পনা গ্রহণকারী দম্পতি এটা গ্রহণে ভয় পায়। তারা ভাবে যে, কোনো কারণে তাদের সন্তানের মৃত্যু হলে তারা তখন কি নিয়ে বাঁচবে। যেজন্য তারা এটা গ্রহণে অনেকটাই অনিচ্ছুক। ফলশ্রুতিতে
তারা দু’য়ের অধিক সন্তানের জন্মদানে তৎপরতা দেখায়। যা জনসংখ্যার হার বৃদ্ধি করে দেয়।
২. ধর্মীয় কুসংস্কার : বাংলাদেশে হাজার হাজার মানুষ ধর্মীয় কুসংস্কারাচ্ছন্ন। তারা সব সময় ভাগ্যের ওপর নির্ভরশীল। তাদের ধারণা স্রষ্টীয় সন্তানের সকল প্রয়োজন পূরণ করে দেবে। এই ধর্মান্ধতার কারণে গ্রামের অনেক
পরিবারে পরিবার পরিকল্পনাকে গ্রহণ করা হয় না।
৩. সহজলভ্য চিকিৎসার অনুপস্থিতি : পরিবার পরিকল্পনার কার্যক্রম ও সুবিধাদি শহরাঞ্চলে সহজলভ্য হলেও গ্রামে তা এখনও সহজলভ্য হয়ে উঠেনি। অথচ গ্রামে শহরের চেয়ে বেশি মানুষ বাস করে। যার কারণে পরিবার পরকল্পনা মুখ, থুবড়ে পড়ছে ।
৪. বাস্তবায়নকারী কর্তৃপক্ষের ত্রুটি : দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে পরিবার পরিকল্পনা বাস্তবায়নকারী কর্তৃপক্ষের যথেষ্ট ত্রুটি রয়েছে। যা যথার্থভাবে দূরীকরণের অভাবে পরিবার পরিকল্পনা কর্মসূচি আজও সফলতার মুখ দেখতে পারছে না।
৫. জনসচেতনতার অভাব ঃ বাংলাদেশে পরিবার পরিকল্পনা বিষয়ে ব্যাপক জনসচেতনতার অভাব রয়েছে। গণমাধ্যমের সহায়তায় যদি দেশের শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের মানুষের মাঝে পরিবার পরিকল্পনার ত্রুটি ও সুবিধাদির মাঝের সমস্ত বিবরণ তুলে ধরা সম্ভব হয় তাহলেই এটি সফল হতে বাধ্য।
৬. প্রশিক্ষণের অভাব ঃ বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচিতে নিযুক্ত কর্মকর্তাদের যথার্থ প্রশিক্ষণের ব্যবস্থা নেই বললেই চলে। তাছাড়াও তারা যথাসময়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। আবার গ্রহণ করলেও যথোপযুক্তভাবে ব্যবহার করতে পারে না। যা এ কর্মসূচিকে পিছিয়ে দিচ্ছে।
৭. পদ্ধতিগত ত্রুটি ঃ বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচির আরো একটি বড় সমস্যা হচ্ছে এর পদ্ধতিগত ত্রুটি। বিভিন্ন পদ্ধতিতে এটি সম্পন্ন হলেও পদ্ধতিগুলো ত্রুটিমুক্ত নয়। যার দরুণ দ্রুত পরিবার পরিকল্পনা সমস্যামুক্ত হতে পারছে না। যা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে নিঃসন্দেহে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বাংলাদেশে পরিবার পরিকল্পনার কিছু সমস্যা রয়েছে। যা এই কর্মসূচিকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। দ্রুত জনসংখ্যার হার হ্রাস সম্ভব না হলে দেশের সকল উন্নয়নই ব্যর্থ হয়ে যাবে। তাই পরিবার পরিকল্পনা সমস্যাগুলো দূরকরণের মাধ্যমে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারকে প্রয়োজনীয়
পদক্ষেপ গ্রহণ করতে হবে।