সপ্তম অধ্যায়, বিচ্যুতি এবং সামাজিক নিয়ন্ত্রণ

ক-বিভাগ

বিচ্যুতি কী?
উত্তর : সমাজে প্রচলিত রীতিনীতি, আদর্শ ও মূল্যবোধের পরিপন্থি আচরণই বিচ্যুতি।
অপরাধ কী?
উত্তর : নির্দিষ্ট সময়ে বিধিবদ্ধ প্রথা বা জনমতকে লঙ্ঘন করাকে সমাজে অপরাধ বলা হয়।
অপরাধ তত্ত্বের জনক কে?
উত্তর : অপরাধ তত্ত্বের জনক সিজারে ল্যামব্রোসো।
ল্যামব্রোসোর মতে অপরাধের কারণ কী?
উত্তর : ল্যামব্রোসোর মতে, অপরাধের কারণ মানবদেহ থেকে উৎপত্তি হয়ে থাকে।
অপরাধকে বংশগত বলে মনে করেন কারা?
উত্তর : সমাজবিজ্ঞানী ও মনোবিজ্ঞানিগণ অপরাধকে বংশগত বলে মনে করেন।
অপরাধের কারণ কী?
উত্তর : দারিদ্র্য অপরাধের প্রধান কারণ।
রাজনৈতিক অপরাধ কী?
উত্তর : সমাজে প্রভাব-প্রতিপত্তি স্থাপনের জন্য আর্থিকভাবে শক্তিশালী হওয়ার সাথে সাথে রাজনৈতিকভাবেও
সমাজের কিছুসংখ্যক ব্যক্তি যখন আইনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় তাই রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচিত।
শাস্তি কী?
উত্তর : রাষ্ট্র কর্তৃক অপরাধীর বিরুদ্ধে প্রতিকারমূলক ব্যবস্থাই হলো শাস্তি ।
সামাজিক নিয়ন্ত্রণ কী?
উত্তর : সামাজিক নিয়ন্ত্রণ কতকগুলো পদ্ধতি, প্রক্রিয়া, প্রস্তাবনা ও অনুকরণ নীতি যার মাধ্যমে সমাজস্থ মানুষের সমাজ
স্বীকৃত আচরণ পদ্ধতিতে সামঞ্জস্য বজায় থাকে ।
প্রত্যক্ষ সামাজিক নিয়ন্ত্রণ কার দ্বারা নিয়ন্ত্রিত হয়?
উত্তর : প্রত্যক্ষ সামাজিক নিয়ন্ত্রণ কোন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে।
পরোক্ষ সামাজিক নিয়ন্ত্রণ কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়?
উত্তর : প্রধানত পরোক্ষ সামাজিক নিয়ন্ত্রণ ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে ।
লোকাচার কোন সমাজের সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম?
উত্তর : লোকাচার ঐতিহ্যবাহী সমাজের সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম।
লোকাচার কখন লোকনীতির পর্যায়ে পড়ে?
উত্তর : যখন সমাজে লোকাচারাগুলো অবশ্য পালনীয় মনে করা হয় তখন এটি লোকনীতির পর্যায়ে পড়ে
সমাজে ব্যক্তিগত আদর্শকে গড়ে তুলতে কি প্রয়োজন?
উত্তর : সমাজে ব্যক্তিগত আদর্শকে গড়ে তুলতে শিক্ষা প্রয়োজন ।
Sub-Culture Theory কাকে বলে?
উত্তর : সামাজিক বিচ্যুতির জন্য উপসংস্কৃতিকে দায়ী মনে করে বিচ্যুতি সংক্রান্ত যে তত্ত্ব প্রদান করা হয় তাকে
Sub-Culture Theory বলে। 15
আবু
বিচ্যুতির কারণ হিসেবে সামাজিক বিশৃঙ্খলাকে দায়ী করেন কে?
উত্তর : R. K. Merton বিচ্যুতির কারণ হিসেবে সামাজিক বিশৃঙ্খলাকে দায়ী করেন।
সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে কে সর্বপ্রথম গবেষণামূলক গ্রন্থ রচনা করেন?
উত্তর : সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে সমাজবিজ্ঞানী E. A. Ross সর্বপ্রথম গবেষণামূলক গ্রন্থ রচনা করেন।
PTOC
সামাজিক নিয়ন্ত্রণ দক্ষ ও কার্যকর এজেন্সি কী?
উত্তর : জনমত সামাজিক নিয়ন্ত্রণের দক্ষ ও কার্যকর এজেন্সি।
রাষ্ট্র কী কী উপায়ে সামাজিক নিয়ন্ত্রণের কাজ করে?
উত্তর : রাষ্ট্র পুলিশ, আদালত ও কারাগার এই তিনটি উপায়ে সামাজিক নিয়ন্ত্রণের কাজ করে।
আত্মবাদী আত্মহত্যা কখন সংঘটিত হয়?
উত্তর : যখন ব্যক্তির উপর গোষ্ঠীর নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে তখন এ ধরনের আত্মহত্যা সংঘটিত হয়
পরার্থবাদী আত্মহত্যা কখন সংঘটিত হয়?
উত্তর : ব্যক্তির স্বার্থের চেয়ে সমাজের স্বার্থকে বেশি করে দেখলে এ ধরনের আত্মহত্যা সংঘটিত হয়।
Anomic Suicide কখন সংঘটিত হয়?
উত্তর : সমাজের চলমান ধারার সাথে তাল মিলিয়ে চলতে না পারা এবং তাকে মেনে নিতে না পারার ফলে এ ধরনের আত্মহত্যা সংঘটিত হয়।
প্যারোল ব্যবস্থা কী?
উত্তর : প্যারোল হচ্ছে সংশোধনের সে পদ্ধতি যা দণ্ডপ্রাপ্ত অপরাধীদের আংশিক দন্ডভোগ করার পর শর্তসাপেক্ষে মুক্তিপ্রদানের ব্যবস্থা করা হয়।
প্রবেশন কী?
উত্তর : প্রবেশন হচ্ছে অভিযুক্ত অপরাধীদের জন্য অপরাধ সংশোধনের একটি নতুন ও কার্যকর পদ্ধতি।
ইতিবাচক সামাজিক নিয়ন্ত্রণ কী?
উত্তর : সামাজিক নিয়ন্ত্রণের দিক থেকে সঠিক মনে করে স্বতঃস্ফূর্তভাবে যে সকল রীতিনীতি, আচার অনুষ্ঠান মাধ্যম হিসেবে ব্যক্তি বা গোষ্ঠী মেনে চলে সেগুলো হচ্ছে ইতিবাচক সামাজিক নিয়ন্ত্রণ।
নেতিবাচক সামাজিক নিয়ন্ত্রণ কী?
উত্তর : ইতিবাচক সামাজিক নিয়ন্ত্রণের প্রতি যখন ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে অনীহা দেখা দেয় তখন নেতিবাচকসামাজিক নিয়ন্ত্রণগুলো পরিলক্ষিত হয়।
অ-বিধিবদ্ধ বা আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ কী?
উত্তর : সামাজিক জীবনের মূল্যবোধের পরিপ্রেক্ষিতে গড়ে উঠা লোকনীতি, প্রথা, আচার, লোকাচার ইত্যাদি যা সমাজবাদী সকলে স্বতঃস্ফূর্তভাবে সচরাচর মেনে চলে তাকে বলা হয় অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ ।
বিধিবদ্ধ বা আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ কী?
উত্তর : সমাজস্থ মানুষের পারস্পরিক সংহতি এবং শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার পরিপ্রেক্ষিতে সৃষ্ট আইনকানুন, রীতিনীতি, সরকার ইত্যাদি হচ্ছে বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ।
শাসনধর্মী সামাজিক নিয়ন্ত্রণ কী?
উত্তর : অসামাজিক কার্য থেকে নিবৃত্ত করার জন্য যখন বলপ্রয়োগ ও ভীতি সৃষ্টির সাহায্যে সমাজে নিয়ন্ত্রণ
পরিচালিত হয় তখন একে শাসনধর্মী সামাজিক নিয়ন্ত্রণ বলে।
আবেদনধর্মী সামাজিক নিয়ন্ত্রণ কী?
উত্তর : সমাজে ব্যক্তি যখন বৃহত্তর স্বার্থে সংগতি রেখে চলে তখন একে আবেদনধর্মী সামাজিক নিয়ন্ত্রণ বলে।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥অপরাধ কী?
প্রশ্ন॥২॥শাস্তির সংজ্ঞা দাও।
প্রশ্ন॥৩॥প্যারোল ব্যবস্থা বলতে কী বুঝ?
প্রশ্ন॥৪॥প্রবেশন বলতে কী বুঝ?
প্রশ্ন॥৫॥সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বুঝায়?
প্ৰশ্ন৷৬৷বিচ্যুতির সংজ্ঞা দাও।
প্রশ্ন॥৭॥সামাজিক বিচ্যুতির কারণ আলোচনা কর।
প্ৰশ্ন৷৮৷৷বিচ্যুতির আচরণের প্রভাব আলোচনা কর।
প্রশ্ন॥৯॥বিচ্যুতির ফলে যে উপসংস্কৃতির উদ্ভব ঘটে সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥১০৷সুনির্দিষ্ট সংজ্ঞার আলোকে বিচ্যুতি ও অপরাধ বলতে কী বুঝায় তা তুলে ধর।
প্রশ্ন৷১১৷৷অপরাধ বিজ্ঞানের গবেষণা পদ্ধতিসমূহে অপরাধ ও বিচ্যুতিকে কিভাবে বর্ণনা করা হয়েছে।
প্ৰশ্ন৷১২৷৷ব্যক্তিগত ঘটনা জরিপ পদ্ধতির উল্লেখযোগ্য কিছু সুবিধা ও অসুবিধা তুলে ধর।
প্রশ্ন॥১৩৷৷ঘটনাবলির নিরিখে যে জরিপ পদ্ধতি চালানো হয় সংক্ষেপে তার সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
প্রশ্ন॥১৪৷নিবিড় পর্যবেক্ষণের ক্ষেত্রে দৃশ্যমান সুবিধা এবং অসুবিধা কী?
প্রশ্ন৷১৫৷৷অপরাধ সংক্রান্ত গবেষণা পদ্ধতির ক্ষেত্রে ঐতিহাসিক পদ্ধতির সুবিধা ও অসুবিধা বর্ণনা কর।
প্রশ্ন৷১৬৷অপরাধবিজ্ঞানে প্রচলিত গবেষণা পদ্ধতির আলোকে সংক্ষেপে তুলনামূলক পদ্ধতির সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা কর।
প্রশ্ন॥১৭৷৷সংক্ষেপে পরীক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধা লিখ ।
প্রশ্ন৷১৮।অপরাধ সম্পর্কে সংখ্যাতাত্ত্বিক জরিপ পদ্ধতির সুবিধা ও অসুবিধা উল্লেখ কর।
প্রশ্ন৷১৯৷মতামত জরিপ পদ্ধতির সুবিধা ও অসুবিধা বর্ণনা কর।
প্ৰশ্ন৷২০।অপরাধ শনাক্তকরণে প্রাপ্ত তথ্যের বিশেষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধা বর্ণনা কর।
প্রশ্ন৷২১৷অপরাধ, অপরাধী নির্ণয়ে তৃণমূল পর্যায়ে গবেষণা পদ্ধতির সুবিধা ও অসুবিধা বর্ণনা কর।
প্রশ্ন৷২২।ঘটনার পরবর্তী চিত্র গঠন পদ্ধতির সুবিধা ও অসুবিধা বর্ণনা কর।
প্ৰশ্ন৷২৩৷অপরাধী সম্পর্কে সংখ্যাতাত্ত্বিক জরিপ পদ্ধতির সুবিধা ও অসুবিধা সংক্ষেপে বর্ণনা কর।
প্ৰশ্ন৷২৪৷প্রবেশন ব্যবস্থার অসুবিধাসমূহ কী কী?
প্ৰশ্ন৷২৫৷সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও।
প্রশ্ন৷২৬৷সামাজিক বিচ্যুতির প্রকৃতি আলোচনা কর।
প্ৰশ্ন৷২৭৷সামাজিক নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা উল্লেখ কর।
প্ৰশ্ন৷২৮৷অপরাধ বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷২৯৷অপরাধের শর্ত বা বৈশিষ্ট্যসমূহ কী কী?
প্ৰশ্ন৷৩০৷শাস্তির সীমাবদ্ধতা তুলে ধর।
প্ৰশ্ন৷৩১৷সামাজিক নিয়ন্ত্রণে ধর্মের ভূমিকা আলোচনা কর।
প্ৰশ্ন৷৩২৷অপরাধের কারণতত্ত্বে উল্লেখযোগ্য তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিসমূহ উল্লেখ কর।
প্ৰশ্ন৷৩৩৷৷প্যারোল ব্যবস্থার অসুবিধাসমূহ লিখ।

গ-বিভাগ

প্রশ্ন॥১॥কী কী কারণে বিচ্যুতি ঘটে? আলোচনা কর।
প্রশ্ন॥২॥বিচ্যুতি ব্যবহারের প্রকৃতি সম্পর্কে কী জান?
প্রশ্ন॥৩॥বিচ্যুতি ব্যবহারের ধরনসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৪॥বিচ্যুতির কারণসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৫॥সামাজিক বিচ্যুতির কারণসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৬॥বিচ্যুত আচরণের প্রভাব আলোচনা কর।
প্রশ্ন॥৭।বিচ্যুতি ও অপরাধ সংক্রান্ত সাদারল্যান্ডের বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৮॥সাদারল্যান্ডের বিভিন্নমুখী মেলামেশা মতবাদের সমালোচনা কর।
প্রশ্ন॥৯॥বিচ্যুতি ও অপরাধ সংক্রান্ত অধ্যাপক গিলিনের সামাজিক মিথস্ক্রিয়া তত্ত্বটি আলোচনা কর।
প্ৰশ্ন৷১০৷ বিচ্যুতিমূলক আচরণ ব্যাখ্যায় লেবেলিং তত্ত্ব (Labelling theory) বলতে কী বুঝ?
প্রশ্ন৷১১৷হাওয়ার্ড বেকারের অপরাধ বিচ্যুতির চিহ্নিতকরণ তত্ত্ব আলোচনা কর।
প্রশ্ন॥১২৷বিচ্যুতিমূলক উপসংস্কৃতি তত্ত্ব সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন।১৩।ডুরখেইম এবং রবার্ট কে. মার্টনের বিচ্যুতি ও অপরাধ সংক্রান্ত মতবাদ দু’টি আলোচনা কর।
প্রশ্ন।১৪।বিচ্যুতি ও অপরাধ সংক্রান্ত ডুরখেইম এর তত্ত্বটি আলোচনা কর।
প্রশ্ন॥১৫৷সামাজিক বিচ্যুতি ও অপরাধের প্রকৃতি আলোচনা কর।
প্রশ্ন।১৬।অপরাধ ও বিচ্যুতির পার্থক্য আলোচনা কর ।
প্রশ্ন॥১৭৷অপরাধ প্রবণতার কারণ আলোচনা কর।
প্রশ্ন৷১৮৷ অপরাধের শর্ত বা বৈশিষ্ট্যসমূহ কী কী?
প্রশ্ন॥১৯৷অপরাধের কারণসমূহ বা দৃষ্টিভঙ্গি আলোচনা কর।
প্রশ্ন৷২০৷৷অপরাধের ধরন সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন৷২১৷৷শাস্তির উদ্দেশ্য সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন৷২২৷শাস্তির বিভিন্ন ধরন বা প্রকৃতি সম্পর্কে লেখ ।
প্ৰশ্ন৷২৩৷৷শাস্তি সম্পৰ্কীয় বিভিন্ন মতবাদগুলো আলোচনা কর। তুমি কি মৃত্যুদণ্ড সমর্থন কর?
প্ৰশ্ন৷২৪৷মৃত্যুদণ্ড সম্পর্কে মতামত দাও।
প্ৰশ্ন৷২৫৷একটি আদর্শ প্যারোল পদ্ধতির নীতি এবং কার্যপ্রণালি ব্যাখ্যা কর।
প্রশ্ন৷২৬৷প্যারোল ব্যবস্থার সুবিধা লিখ।
প্ৰশ্ন৷২৭৷প্যারোল ব্যবস্থার অসুবিধাসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷২৮৷৷প্রবেশনের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন।২৯।সংশোধনমূলক ব্যবস্থা হিসেবে প্রবেশনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।
প্ৰশ্ন৷৩০৷প্রবেশন ব্যবস্থার সুবিধা আলোচনা কর।
প্ৰশ্ন৷৩১৷৷প্রবেশন ব্যবস্থার অসুবিধা আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৩২৷৷সামাজিক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা ও বিশ্লেষণ কর।
প্ৰশ্ন৷৩৩৷৷সামাজিক নিয়ন্ত্রণের আধুনিক বাহনগুলো কী?
প্ৰশ্ন৷৩৪৷আধুনিক সমাজের সামাজিক নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকা আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৫৷সামাজিক নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৬৷৷সামাজিক নিয়ন্ত্রণে শিক্ষার ভূমিকা আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৭৷৷সামাজিক নিয়ন্ত্রণে ধর্মের ভূমিকা আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৮।সংক্ষেপে সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন বাহন সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন৷৩৯৷সামাজিক নিয়ন্ত্রণের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক বাহনগুলো আলোচনা কর।