অপরাধ কী?

অথবা, অপরাধের সংজ্ঞা দাও।
অথবা, অপরাধ বলতে কী বুঝায়?
উত্তরা৷ ভূমিকা :
মানুষের জীবন জটিল থেকে জটিলতর হচ্ছে। ফলে অপরাধ ও বিচ্যুতিমূলক আচরণের পরিবর্তনের সাথে সাথে এর প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। বিচ্যুতি ও অপরাধ সংক্রান্ত আলোচনা এখন সামাজিক বিজ্ঞানের অন্যতম আলোচিত বিষয়। বিচ্যুতি ও অপরাধের বিজ্ঞানসম্মত আলোচনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সামাজিক বিজ্ঞানের নতুন একটি শাখা, যার নাম অপরাধবিজ্ঞান। অপরাধবিজ্ঞানের সাথে বিচ্যুতি ও অপরাধ ওতপ্রোতভাবে জড়িত। মূলত সমাজে সংগঠিত বিচ্যুতি বা অপরাধমূলক আচরণের ধারাবাহিক প্রক্রিয়ার অনুশীলনই হচ্ছে অপরাধবিজ্ঞান। বলা যায় যে, বিচ্যুতি ও অপরাধ সংক্রান্ত সমাজবিজ্ঞানের অপর নামই হচ্ছে অপরাধবিজ্ঞান।
অপরাধ (Crime) : Crime বা অপরাধ বলতে এমন কাজকে বুঝায়, যার জন্য রাষ্ট্রীয় বা প্রশাসনিক শাস্তি নির্ধারিত রয়েছে। সাধারণভাবে বলা যায় যে, সমাজের যে রীতিগুলো বিশেষ করে লোকনীতিগুলো ভাঙলে বা না মানলে আইন কর্তৃক যে নির্ধারিত শাস্তি ভোগ করতে হয়, তা হলো Crime বা অপরাধ । অর্থাৎ দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধিতে উল্লিখিত সব ধরনের কার্যক্রমই অপরাধ বলে গণ্য ।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী ও অপরাধবিজ্ঞানী বিভিন্নভাবে অপরাধের সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাঁদের কয়েকটি সংজ্ঞা আলোচনা করা হলো : চা সমাজবিজ্ঞানী কোনিগ (Koenig) তাঁর ‘Sociology’ গ্রন্থে বলেছেন, “সমাজ বা গোষ্ঠী দ্বারা দৃঢ়ভাবে অসমর্থিত বা নিষিদ্ধ, এমন সব আচরণই অপরাধ।” হ্যাত চীভী কল্পাচার। অপরাধবিজ্ঞানী স্টিফেন (Stifen) বলেছেন, “অপরাধ হচ্ছে সেসব কাজ বা আচরণ না করা, যার জন্য আইন শাস্তি বিধান করে।” জনাব হামজা হোসেন (Hamja Hossain) তাঁর ‘অপরাধবিজ্ঞান’ নামক গ্রন্থে বলেছেন, “A crime is an act of ommission or commission prohibite by law and for which violation the law avoides some penalty or sanction.” অপরাধবিজ্ঞানী গ্যারোফালো (Garofalo) অপরাধের সমাজতাত্ত্বিক সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, “মানুষের আবেগ অনুভূতিকে আহত করে এবং সমাজের জন্য যা ক্ষতিকর তাই অপরাধ।” পল ডব্লিউ. টপোন (Paul W. Tappan) এর মতে, “Crime is an intentional act or ommission is violation of criminal law (Statutory of case law) committed without defence or justification and sanctioned by the law as felony or misdemeanours ( crime, justice and corruption).” “অপরাধ চউ অপরাধবিজ্ঞানী ব্লাকস্টোন (Blackstone) অপরাধের আইনগত সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেছেন, হলো এমন একটি সম্পাদিত বা অগ্রাহ্যকৃত কর্ম, যা সাধারণ আইনকে লঙ্ঘন করে। এটা করতে হয় কারণ বা নির্দেশ দানের মাধ্যমে।” আব্রাম (Abram) এর মতে, “Crime is an act or default which tends to the prejudice of the
community and forbidden by the law or pain of punishment inflicted at the suit of the state.”
উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞাসমূহের আলোকে অপরাধের আইনগত সংজ্ঞায় আমরা বলতে পারি যে, অপরাধ হলো আইনের বরখেলাপ কাজ, যার বিনিময়ে রাষ্ট্র অপরাধীর জন্য শাস্তি প্রদান করে। অতএব বলা যায়, যেসব কাজ আইনের দৃষ্টিতে অগ্রহণযোগ্য বা শাস্তিযোগ্য তাকে অপরাধ বলে।