তৃতীয় অধ্যায়, বিবাহ, পরিবার ও সামাজিকীকরণ

ক-বিভাগ

বিবাহের সংজ্ঞা দাও।
উত্তর : বিবাহ হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে একজন নারী ও একজন পুরুষের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় যা সন্তান জন্মদানের পরও কিছুদিন স্থায়ী হয়।
বাংলাদেশের ছেলেদের বিবাহের বয়স কত?
উত্তর : বাংলাদেশের ছেলেদের বিবাহের বয়স ২১ বছর।
বাংলাদেশে মেয়েদের বিবাহের বয়স কত?
উত্তর : বাংলাদেশে মেয়েদের বিবাহের বয়স ১৮ বছর।
কারা যৌতুক প্রথার সৃষ্টি করে?
উত্তর : হিন্দু সমাজ যৌতুক প্রথার সৃষ্টি করে। চার্ল্ড
হিন্দু সমাজে কেন যৌতুক প্রথার প্রচলন হয়?
উত্তর : হিন্দু আইনে কন্যা সন্তান পৈত্রিক সম্পত্তির উত্তরাধিকারী হয় না। বিধায় পাত্রস্থ করার সময় নগদ অর্থ ও দ্রব্যসামগ্রী দেয়ার প্রথা তথা যৌতুক প্রথার প্রচলন হয়।
যৌতুক কী?
উত্তর : যৌতুক হলো এমন একটি সামাজিক কুপ্রথা বা ঘৃণ্য প্রথা যাতে কন্যা পাত্রস্থ করার সময় কনে ও বর পক্ষের মধ্যে দরকষাকষির মাধ্যমে বরপক্ষকে নগদ অর্থ, দ্রব্যসামগ্রী বা অন্য কোনো আর্থিক সুবিধাদানে কন্যাপক্ষকে বাধ্য করা হয়।
যৌতুক বিরোধী আইন প্রণীত হয় কত সালে?
উত্তর : যৌতুক বিরোধী আইন প্রণীত হয় ১৯৮০ সালে।
যৌতুক বিরোধী আইনের মূল কথা কী?
উত্তর : যৌতুক বিরোধী আইনের মূল কথা হচ্ছে যৌতুক দেয়া ও নেয়া সামাজিক অপরাধ।
পরিবারকে কী বলা হয়?
উত্তর : পরিবারকে সমাজের ক্ষুদ্রতম সামাজিক একক বলা হয় ।
পরিবারের সংজ্ঞা দাও ।
উত্তর : পরিবার হলো এমন একটি জ্ঞাতিভিত্তিক গোষ্ঠী যার সদস্যরা একত্রে বসবাস করে। অর্থনৈতিক এবং অন্যান্য
উদ্দেশ্য অর্জনের একক হিসেবে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গিতে কাজ করে।
অনুপরিবার কাকে বলে?
উত্তর : স্বামী-স্ত্রীর দুইজনের পরিবার অথবা তাদের সঙ্গে তাদের অবিবাহিত সন্তানদের নিয়ে গঠিত পরিবারকে অনুপরিবার বলা হয়।
যৌথ পরিবার কাকে বলে?
উত্তর : কোন পরিবারের বার্তার সঙ্গে যদি তার বাবা-মা একাধিক ভাই ও তাদের সন্তান-সন্ততি বা নিকট আত্মীয় স্বজন বসবাস করে তবে তাকে যৌথ পরিবার বলা হয়।
শহরের পরিবারসমূহ কিরূপ?
উত্তর : শহরের পরিবার মূলত অনুপরিবার।
যৌথ পরিবার কোথায় দেখা যায়?
উত্তর : যৌথ পরিবার মূলত গ্রামে বেশি দেখা যায়।
যৌথ পরিবারের নেতৃত্ব দেন কে?
উত্তর : বয়স্ক পুরুষ ব্যক্তি যৌথ পরিবারের নেতৃত্ব দেন। agaiyasM প্রাচীন কালে যৌথ পরিবার কিরূপ ছিল?
উত্তর : প্রাচীন কালে যৌথ পরিবার ছিল উৎপাদন ও ভোগের এক একটি ইউনিট বা একক।
বাংলাদেশের পরিবারসমূহের ধরন কিরূপ?
উত্তর : বাংলাদেশের পরিবারসমূহ মূলত এক বিবাহভিত্তিক পিতৃপ্রধান পরিবার।
এক বিবাহভিত্তিক পরিবার কাকে বলে?
উত্তর : একজন পুরুষ এবং একজন স্ত্রীলোকের মধ্যে বিবাহের ভিত্তিতে যে পরিবার গড়ে উঠে তার নাম এক৷ বিবাহভিত্তিক পরিবার ।
বহু স্ত্রী বিবাহভিত্তিক পরিবার কাকে বলে?
উত্তর : একজন পুরুষের সাথে একাধিক স্ত্রীলোকের বিয়ের ভিত্তিতে গঠিত পরিবারকে বহু-স্ত্রী বিবাহভিত্তিক পরিবার বলে।
তিন পুরুষের পরিবারকে কী বলে?
উত্তর : তিন পুরুষের পরিবারকে বর্ধিত পরিবার বলে।
পিতৃপ্রধান পরিবার কাকে বলে?
উত্তর : পরিবারের সামগ্রিক ব্যবস্থাপনা ও বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেয়ার ক্ষমতা যখন পরিবারের বয়স্ক পুরুষের উপর ন্যস্ত করা হয় তখন তাকে পিতৃপ্রধান পরিবার বলে।
মাতৃপ্রধান পরিবার কাকে বলে?
উত্তর : যে পরিবারে নেতৃত্বদানের ক্ষমতা বয়স্ক মেয়েদের উপর ন্যস্ত থাকে তাকে মাতৃপ্রধান পরিবার বলে।
বাংলাদেশের কোন সমাজে মাতৃপ্রধান পরিবারের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?
উত্তর : বাংলাদেশের গারো সমাজে মাতৃপ্রধান পরিবারের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
পিতৃবাস পরিবার কাকে বলে?
উত্তর : বিবাহের পর নবদম্পত্তি প্রথা অনুযায়ী স্বামীর পিতৃবাসে বসবাস করলে তাকে পিতৃবাস পরিবার বলে।
মাতৃবাস পরিবার কাকে বলে?
উত্তর : বিবাহের পর নবদম্পতি যদি স্ত্রীর পিতৃগৃহে বা মাতৃগৃহে বসবাস করে তবে তাকে মাতৃবাস পরিবার বলে।
নয়াবাস পরিবার কাকে বলে?
উত্তর : বিবাহের পর নবদম্পত্তি যদি স্বামীর পিতৃগৃহে বা স্ত্রীর মাতৃগৃহে বাস না করে সম্পূর্ণভাবে তাদের নতুন বাড়িতে বসবাস করে তবে তাকে নয়াবাস পরিবার বলে।
মাতৃসূত্রীয় পরিবার কাকে বলে?
উত্তর : মাতৃকুলের পরিচয়ে যে পরিবারের সন্তানের পরিচয় নির্ধারিত হয় এবং সন্তান মাতৃকুলের বংশধর হিসেবে বিবেচিত হয় সে পরিবারকে বলা হয় মাতৃসূত্রীয় পরিবার।
পিতৃসূত্রীয় পরিবার কাকে বলে?
উত্তর : যে পরিবারে সন্তান পিতৃপুরুষের বংশধর হিসেবে গণ্য হয় এবং সন্তানের পরিচয় পিতৃকুলের পরিচয়ের পরিপ্রেক্ষিতে নির্ধারিত হয়। সে পরিবারকে বলা হয় পিতৃসূত্রীয় পরিবার।
পরিবারের মনস্তাত্ত্বিক কাজ কী?
উত্তর : সন্তান-সন্তুটির আবেগীয় চাহিদা মিটানো পরিবারের মনস্তাত্ত্বিক কাজ।
পরিবারের অর্থনৈতিক কাজ কী?
উত্তর : পরিবারের সকল সদস্যের ভরণপোষণ তথা তাদের আর্থিক চাহিদা মিটানো পরিবারের অর্থনৈতিক কাজ।
বৈবাহিক লেনদেন প্রত্যয়টি ব্যবহার হয় কখন?
উত্তর : বিবাহকে কেন্দ্র করে বা বিবাহ উপলক্ষে পাত্র-পাত্রী এবং তাদের বাবা-মা এবং নিকট জ্ঞাতির মধ্যে দান, উপাহার-উপঢৌকন এবং অন্যান্য সামাজিক বা ধর্মীয় প্রথানুযায়ী প্রদেয় দেনা-পাওনাকে বুঝানোর জন্য বৈবাহিক লেনদেন প্রত্যয়টি ব্যবহৃত হয়।
মোহর বা দেন-মোহর কী?
উত্তর : ধর্মীয় বিধান অনুযায়ী মুসলিম সমাজে বৈবাহিক সম্পর্ক স্থাপনের সময় বর কর্তৃক কন্যাকে প্রদেয় নগদ অর্থ, অলংকার বা অন্য কোন বিষয়বস্তু বা সম্পত্তিকে মোহর বা দেন-মোহর হিসেবে আখ্যায়িত করা হয়।
জ্ঞাতি সম্পর্কের সংজ্ঞা দাও।
উত্তর : আত্মীয়-স্বজন, জ্ঞাতি গোষ্ঠীর সদস্য এবং ঘনিষ্ঠ নিকট জনের মধ্যে পারস্পরিক সম্পর্কই হলো জ্ঞাতি সম্পর্ক।
Family শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর : Family শব্দের উৎপত্তি হয়েছে রোমান শব্দ Famielus হতে।
Famielus শব্দটি রোমানরা ব্যবহার করে কেন?
উত্তর : রোমান আইনব্যবস্থায় উৎপাদক ও কৃতদাস গোষ্ঠী অন্যান্য ভৃত্য ও অভিন্ন বংশ যা বিবাহ সূত্রে সম্পর্কিত অন্যান্য সদস্যদের বুঝাতে Famielus শব্দটি ব্যবহার করা হয়।
সামাজিকীকরণের সংজ্ঞা দাও।
উত্তর : সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানব শিশু ক্রমে সামাজিক মানুষে পরিণত হয়।
বহুপতি বিবাহ কাকে বলে?
উত্তর : একজন নারী যখন বহু স্বামী গ্রহণ করে, তখন তাকে বহুপতি বিবাহ বলে।
গোষ্ঠী বিবাহ কাকে বলে?
উত্তর : যখন একাধিক পুরুষের স্ত্রী লোকের একই কালে বিবাহ হয়, তখন এ বিবাহকে গোষ্ঠী বিবাহ বলে।
স্বগোত্র বা অম্ভবিবাহ কাকে বলে?
উত্তর : যখন একই গোত্র হতে পাত্রপাত্রী উভয়ের নির্বাচন সঙ্গত বিধি বলে গণ্য হয় তখন তাকে স্বগোত্র বা অন্ত বিবাহ বলে।
অনুলোম বিবাহ কী?
উত্তর : উচ্চ বংশের পাত্রের সাথে অপেক্ষাকৃত নিম্ন শ্রেণির কন্যার বিবাহকে অনুলোম বিবাহ বলে।
প্রতিলোম বিবাহ কী?
বহিঃগোত্র বিবাহ কাকে বলে?
উত্তর : যখন একই গোষ্ঠীর অন্তর্ভুক্ত কাউকে বিবাহ করা হয় এবং দুটি ভিন্ন গোষ্ঠী হতে পাত্রপাত্রী নির্বাচন সঙ্গত বলে বিবেচিত হয় তখন এ প্রকার বিবাহকে বহিঃগোত্র বিবাহ বলে।
উত্তর : চাচাতো, খালাতো ভাইবোনের মধ্যে অনুষ্ঠিত বিবাহকে সমান্তরাল কাজিন বিবাহ বলে।
সংযোজিত বিবাহ কাকে বলে?
উত্তর : নিম্ন বংশগত পাত্রের সাথে অপেক্ষাকৃত উচ্চ শ্রেণির বিবাহকে প্রতিলোম বিবাহ বলা হয় ।
বিষম কাজিন বিবাহ কী?
উত্তর : মায়ের ভাইয়ের ছেলেমেয়ের সাথে বাবার ছেলেমেয়ের মধ্যে অনুষ্ঠিত বিবাহ রীতিকে বিষম কাজিন বিবাহ বলে।
সমান্তরাল কাজিন বিবাহ কাকে বলে?
উত্তর : যাত অভিভাবক বা আত্মীয়স্বজন দ্বারা পাত্র-পাত্রী মনোয়ন করে বিবাহের ব্যবস্থা করা হয়। তখন এ ধরনের বিবাহকে সংযোজিত বিবাহ বলে।
স্বনির্বাচিত বিবাহ কী?
উত্তর : পাত্র-পাত্রী যখন নিজে নিজে জীবন সাথীকে নির্বাচন করে বিবাহ সম্পন্ন করে, তখন তাকে স্বনির্বাচিত বিবাহ বলে।
বৈধ সন্তান জন্মদানের উপায় কী?
উত্তর : বৈধ সন্তান জন্মদানের উপায় বিবাহ।
লেভিরেট কী?
উত্তর : কোন বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর যে কোন ভাইয়ের বিবাহকে লেভিরেট বিবাহ বলা হয়।
জ্ঞাতি সম্পর্ক কত প্রকার?
উত্তর : জ্ঞাতি সম্পর্ক ৪ প্রকার। যথা : ১. জৈবিক বা রক্ত সম্পর্কিত বন্ধন, ২. বৈবাহিক বন্ধন, ৩. কাল্পনিক বন্ধন, ৪. কৃত্রিম বা প্রথাগত বন্ধন।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥বিবাহের সংজ্ঞা দাও।
প্ৰশ্ন৷২৷৷বিবাহের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৷৷উদাহরণসহ বহুবিবাহের ধরনগুলো উল্লেখ কর।
প্রশ্ন॥৪॥একাধিক স্ত্রী গ্রহণ হ্রাস পাবার কারণ কী?
প্রশ্ন॥৫॥একাধিক স্ত্রী গ্রহণ করার কারণ কী?
প্রশ্ন॥৬॥নয়াবাস রীতি জনপ্রিয় হয়ে উঠার কারণ কী?
প্রশ্ন॥৭॥বিবাহের সামাজিক গুরুত্ব লিখ।
প্রশ্ন॥৮॥বিবাহের শর্তসমূহ উল্লেখ কর।
প্রশ্ন॥৯॥ বিবাহবিচ্ছেদ কী?
প্ৰশ্ন৷৷১০৷৷ বিবাহবিচ্ছেদের সামাজিক কারণ কী?
প্রশ্ন৷১১৷৷ দেনমোহর কী?
প্ৰশ্ন৷৷১২৷৷ যৌতুক কী?
প্রশ্ন৷১৩৷৷ বাংলাদেশে যৌতুক প্রথার কারণগুলো আলোচনা কর।
প্ৰশ্ন৷১৪৷৷ পণপ্রথা বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷১৫৷ সামাজিক প্রতিষ্ঠান বলতে কী বুঝ?
প্রশ্ন॥১৬৷৷পরিবার বলতে কি বুঝ?
প্রশ্ন৷১৭৷ পরিবারের বৈশিষ্ট্য উল্লেখ কর।
প্রশ্ন॥১৮৷ পরিবার সম্পর্কে মর্গানের তত্ত্বটি ব্যাখ্যা কর।
প্রশ্ন॥১৯৷ পরিবারের বিনোদনমূলক কাজ কী?
প্রশ্ন৷২০৷পরিবারের বিভিন্ন ধরন কী কী?
প্রশ্ন॥২১৷ পরিবারের চারটি কার্যাবলি আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২২৷৷ পরিবারের অর্থনৈতিক কার্যাবলি উল্লেখ কর।
প্রশ্ন৷২৩৷ | পরিবারের রাজনৈতিক কার্যাবলি উল্লেখ কর।
প্রশ্ন৷ ২৪৷৷ পরিবারের মনস্তাত্ত্বিক কাজ বলতে কী বুঝায়?
প্রশ্ন॥২৫॥ পরিবারের চিত্ত বিনোদনমূলক কাজের তাৎপর্য ব্যাখ্যা কর।
প্রশ্ন৷২৬৷গ্রামীণ পরিবার বলতে কী বুঝ?
প্রশ্ন৷ ২৭৷ | গ্রামীণ ও নগর সমাজের পরিবারের মধ্যে মৌলিক পার্থক্য কী?
প্রশ্ন৷৷২৮৷ পরিবার পরিকল্পনা বলতে কী বুঝ?
প্রশ্ন৷২৯৷ | যৌথ পরিবার ভেঙে যাবার কারণগুলো চিহ্নিত কর।
প্রশ্ন৷৩০৷ | পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবারের মধ্যেকার ৫টি পার্থক্য নির্দেশ কর।
প্রশ্ন৷৷৩১৷ যৌথ পরিবারের বৈশিষ্ট্য আলোচনা কর।
প্রশ্ন৷৷৩২৷ | বাংলাদেশের পরিবারের উপর শিল্পায়ন ও নগরায়ণের প্রভাব লিখ ।
প্রশ্ন॥৩৩। জ্ঞাতি সম্পর্ক কী?
প্রশ্ন৷৩৪৷ বাংলাদেশের গ্রামীণ সমাজের অর্থনীতিতে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন৷৩৫॥ | বাংলাদেশের গ্রামীণ সমাজের রাজনীতিতে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা কী?
প্ৰশ্ন৷৩৬৷ বাংলাদেশের গ্রামীণ সমাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷৩৭৷৷ | জ্ঞাতি সম্পর্কের সামাজিক ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন৷৷৩৮৷ | বংশধারা কী?
প্ৰশ্ন৷৩৯৷ সামাজিকীকরণ কী?
প্রশ্ন॥৪০॥ | সামাজিকীকরণের মাধ্যম হিসেবে Peer Group বা সঙ্গী-সাথীর ভূমিকা আলোচনা কর ।
প্রশ্ন৷৪১৷ | সামাজিকীকরণের চারটি উপাদান লিখ?
প্রশ্ন৷৪২৷৷ | সামাজিকীকরণের বাহনসমূহ উল্লেখ কর।
প্রশ্ন॥৪৩৷৷ শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা উল্লেখ কর।

গ-বিভাগ

প্রশ্ন॥১॥বিবাহের সংজ্ঞা দাও । বিবাহের বিভিন্ন ধরনগুলো আলোচনা কর।
প্রশ্ন॥২॥ বিবাহের সংজ্ঞা দাও। বিবাহের গুরুত্ব আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৷ বাংলাদেশের সমাজে বিবাহের ধরন সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥৪॥উদাহরণসহ বাংলাদেশের সমাজের প্রেক্ষিতে বিবাহের বিভিন্ন ধরন সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥৫॥সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবাহের ভূমিকা আলোচনা কর ।
প্রশ্ন৷৬৷গ্রামীণ সমাজে বিবাহের ধারা কিভাবে পরিবর্তিত হচ্ছে? বর্ণনা কর।
প্ৰশ্ন॥৭॥গ্রামীণ সমাজে বিবাহের গুরুত্ব কতখানি, আলোচনা কর।
প্রশ্ন॥৮॥পরিবার ও বিবাহের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
প্রশ্ন॥৯॥ পরিবার ও বিবাহের সাম্প্রতিক প্রবণতা ব্যাখ্যা কর।
প্রশ্ন৷১০৷ বাংলাদেশে বিবাহবিচ্ছেদের কারণ কী? আলোচনা কর ।
প্রশ্ন৷১১৷ বাংলাদেশে কিভাবে বিবাহবিচ্ছেদ দূর করা যায়?
প্রশ্ন৷১২৷ যৌতুকের কারণসমূহ কী?
প্ৰশ্ন৷১৩৷৷ | যৌতুক প্রথার প্রতিকার আলোচনা কর।
প্রশ্ন৷১৪৷ | গ্রামীণ সমাজে বিবাহ নামক প্রতিষ্ঠানে যৌতুকের প্রভাব কতখানি আলোচনা কর।
প্ৰশ্ন৷১৫৷ | জ্ঞাতি সম্পর্ক কী? জ্ঞাতি সম্পর্কের বিভিন্ন ধরনসমূহ লিখ।
প্রশ্ন।১৬। বাংলাদেশের পরিবারের সাম্প্রতিক পরিবর্তনের ধারা আলোচনা কর।
প্রশ্ন৷১৭৷ গ্রামীণ পরিবারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
প্রশ্ন৷১৮৷ | গ্রামীণ পরিবারের প্রকারভেদ আলোচনা কর।
প্রশ্ন৷১৯৷৷ গ্রামীণ পরিবারে কী ধরনের পরিবর্তন আসছে? বর্ণনা কর।
প্ৰশ্ন৷২০৷৷ সম্প্রতি বাংলাদেশে পরিবারের কার্যাবলিতে কী ধরনের পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে? আলোচনা কর।
প্রশ্ন।২১।পরিবারের আধুনিক কার্যাবলি আলোচনা কর।
প্রশ্ন৷২২৷ আধুনিক পরিবারের পরিবর্তনশীল কার্যাবলি বিশ্লেষণ কর। বাংলাদেশ সমাজ থেকে উদাহরণ দাও।
প্ৰশ্ন৷২৩৷ সম্প্রতি বাংলাদেশে পরিবারের ধরন, কাঠামো পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে? আলোচনা কর।
প্ৰশ্ন৷২৪৷ পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবারের মধ্যে কোনটি প্রাচীন? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
প্রশ্ন৷২৫৷ গ্রামীণ সমাজে পরিবারের গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন৷২৬৷ বাংলাদেশের পরিবার কাঠামো বর্ণনা কর।
প্রশ্ন৷২৭৷ | বাংলাদেশের গ্রামীণ পরিবারে পরিবার পরিকল্পনায় সামাজিক বাধা কী?
প্রশ্ন৷২৮৷৷ | গ্রামীণ বাংলাদেশের পরিবার ও জ্ঞাতি সম্পর্কের পরিবর্তনের কারণ ও প্রকৃতি বর্ণনা কর ।
প্রশ্ন ২৯৷ সামাজিকীকরণের উপাদানসমূহ কী কী? আলোচনা কর ।
প্রশ্ন৷৩০৷ | সামাজিকীকরণের মাধ্যম হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ মাধ্যমের ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন৷৩১৷ সামাজিকীকরণের বাহন হিসেবে পরিবারের ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন৷৩২।সামাজিকীকরণে ধর্মের ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন।৩৩৷ | ব্যক্তির সামাজিকীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা কর ।