প্রথম অধ্যায়, মাঠকর্ম

ক-বিভাগ

মাঠকর্ম কী?
উত্তর : মাঠকর্ম অনুশীলন এমন একটি প্রক্রিয়া যা কোনো বিষয়ের তাত্ত্বিক জ্ঞান ও কলাকৌশল মানবকল্যাণার্থে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা হয় ।
শব্দগত অর্থে মাঠকর্ম বলতে কী বুঝ?
উত্তর : শব্দগত অর্থে মাঠকর্ম বলতে এমন ধরনের কাজকে বুঝায় যা সরাসরি কর্মক্ষেত্রে বা মাঠে সম্পাদন করা হয় ।
মাঠকর্মের সাথে সংশ্লিষ্ট প্রত্যয়গুলো কী কী?
উত্তর : অনুশীলন, শিক্ষা, গবেষণা, প্রয়োগ, প্রতিবেদন প্রভৃতি ।
মাঠকর্ম কখন শুরু হয়?
উত্তর : শিল্পবিপ্লবোত্তর ইংল্যান্ডের সমাজব্যবস্থায় দরিদ্রদের সরাসরি প্রত্যক্ষণ ও সংস্কারের মাধ্যমে মাঠকর্মের অনুশীলন শুরু হয় ।
“মাঠকর্ম অনুশীলন হলো সমাজকর্ম শিক্ষার অবিচ্ছেদ্য অংশ”-এটি কার উক্তি?
উত্তর : Hollis and Taylor.
মাঠকর্ম সম্পর্কে এম.এ মোমেন কী বলেন?
উত্তর : মাঠকর্ম কর্মসূচি হলো একজন ছাত্রকে স্বতন্ত্র পেশাগত কর্ম সম্পাদন এবং তার দক্ষতা ও যোগ্যতার উন্নয়নের জন্য সাহায্য ও দিকনির্দেশনা প্রদান ।
“মাঠকর্ম একটি অনুধ্যান বা গবেষণা যা শ্রেণিকক্ষ বা পরীক্ষাগারের পরিবর্তে বাস্তব জগতে সম্পাদন করা হয়”-
উক্তিটি কোত্থেকে নেয়া হয়েছে?
উত্তর : ‘Oxford Advanced Learners Dictionary.
‘Field Work Manual’- কার লেখা?
উত্তর : M.A. Momen.
মাঠকর্মকে কী কী নামে আখ্যায়িত করা যায়?
উত্তর : Field Practicum, Field Work, Field Practice, Field Education প্রভৃতি।
মাঠকর্মকে কী ধরনের প্রক্রিয়া?
উত্তর : শিক্ষা প্রক্রিয়া।
“Field work is a research or study”- উক্তিটি কোত্থেকে নেয়া হয়েছে?
উত্তর : Oxford Advanced Leaners Dictionary.
মাঠকর্মের মূল লক্ষ্য কী?
উত্তর : সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা ।
মাঠকর্মের ছাত্রছাত্রী বা শিক্ষার্থীকে কী বলা হয়?
উত্তর : শিক্ষানবিস সমাজকর্মী।
‘The View committee on social work education India’ তে মাঠকর্মের লক্ষ্য কয়টি?
উত্তর : ৫টি।
‘Field Work in Social Work Education’- গ্রন্থটি কার?
উত্তর : R. R. Singh.
R. R. Singh মাঠকর্মের কয়টি উদ্দেশ্যের কথা বলেছেন?
উত্তর : ৪টি।
মাঠকর্মের ধরন কয়টি ও কী কী?
উত্তর : ২টি । যথা- নির্দিষ্ট মাঠকর্ম এবং চলমান মাঠকর্ম ।
নির্দিষ্ট (Block) মাঠকর্ম কী?
উত্তর : শিক্ষার্থীরা যখন একটি নির্ধারিত সংস্থায় দু’জন তত্ত্বাবধায়কের অধীনে মাঠকর্ম সম্পন্ন করার জন্য সংস্থাপিত হয় তখন তাকে নির্দিষ্ট মাঠকর্ম বলে ।
সহগামী/ চলমান (Concurrent) মাঠকর্ম কাকে বলে?
উত্তর : ছাত্রছাত্রীরা যখন তাদের শ্রেণিকক্ষের কোর্সের সাথে মিল রেখে কোনো সংস্থায় প্রেরিত হয় তখন তাকে সহগামী/ চলমান মাঠকর্ম বলে ।
বাংলাদেশে কোন ধরনের মাঠকর্মের প্রচলন রয়েছে?
উত্তর : নির্দিষ্ট (Block) মাঠকর্ম।
নির্দিষ্ট ও চলমান মাঠকর্মের একটি পার্থক্য লিখ।
উত্তর : নির্দিষ্ট মাঠকর্মে শিক্ষার্থীদের এজেন্সি পছন্দ করার কোনো ক্ষমতা থাকে না। অন্যদিকে, চলমান মাঠকর্মে শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী এজেন্সিতে যেতে পারে।
মাঠকর্মের ২টি পরিধি লিখ।
উত্তর : শিক্ষামূলক প্রতিষ্ঠান ও সংশোধনমূলক প্রতিষ্ঠান ।
কোন ব্যবস্থার মাধ্যমে সমাজকর্মের সূত্রপাত ঘটে?
উত্তর : শিক্ষানবিস ও সেবাদান ব্যবস্থার মাধ্যমে ।
সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান?
উত্তর : অনুশীলনধর্মী বা প্রায়োগিক বিজ্ঞান ।
সমাজকর্ম পেশা হিসেবে পূর্ণতা লাভ করে কোথায়?
উত্তর : আমেরিকায় ।
ভারতীয় উপমহাদেশে সমাজকর্ম শিক্ষার প্রসার ঘটে কখন?
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ।
কত সালে ‘National Social Work Council’ গঠন করা হয়?
উত্তর : ১৯৫৫ সালে ‘National Social Work Council’ গঠন করা হয় ।
কত সালে প্রাদেশিক সমাজকর্ম পরিষদ গঠন করা হয়?
উত্তর : ১৯৫৬ সালে প্রাদেশিক সমাজকর্ম পরিষদ গঠন করা হয়।
কত সালে স্বাস্থ্য শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় স্থাপন করা হয়?
উত্তর : ১৯৫৯ সালে স্বাস্থ্য শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় স্থাপন করা হয়।
কত সালে ঢাকায় সমাজকল্যাণ পরিদপ্তর স্থাপন করা হয়?
উত্তর : ১৯৬১ সালে ঢাকায় সমাজকল্যাণ পরিদপ্তর স্থাপন করা হয় ।
কত সালে সমাজকল্যাণ পরিদপ্তরকে পূর্ব পাকিস্তান সরকারের হাতে ন্যস্তকরণ করা হয়?
উত্তর : ১৯৬২ সালে সমাজকল্যাণ পরিদপ্তরকে পূর্ব পাকিস্তান সরকারের হাতে ন্যস্তকরণ করা হয়।
কত সালে সমাজকল্যাণ পরিদপ্তরকে ‘সমাজসেবা অধিদপ্তরে’ উন্নীতকরণ করা হয়?
উত্তর : ১৯৭৪ সালে সমাজকল্যাণ পরিদপ্তরকে ‘সমাজসেবা অধিদপ্তরে’ উন্নীতকরণ করা হয়।
কত সালে ‘জাতীয় সমাজকর্মী সমিতি’ গঠিত হয়?
উত্তর : ১৯৭৬ সালে ‘জাতীয় সমাজকর্মী সমিতি গঠিত’ হয় ।
কত সালে ‘বাংলাদেশ সমাজকর্ম সমিতি, নামে পেশাগত সমিতি গঠিত হয়?
উত্তর : ১৯৮৬ সালে ‘বাংলাদেশ সমাজকর্ম সমিতি, নামে পেশাগত সমিতি’ গঠিত হয় ।
সমাজকর্মে সর্বপ্রথম পেশাগত শিক্ষার গুরুত্ব উত্থাপন করেন কে?
উত্তর : এনা এল. ডয়েস (Anna L. Dawes).
সমাজকর্ম পেশার রূপকার কে?
উত্তর : ম্যারি রিচমন্ড (Marry Richmond).
“Training School for Applied Philanthrophy”- এর উদ্যোক্তা কে?
উত্তর : ম্যারি রিচমন্ড ।
COS এর পূর্ণরূপ কী?
উত্তর : COS = Charity Organization Society.
NASW এর পূর্ণরূপ কী?
উত্তর : NASW = National Association of Social workers.
সমাজকর্মের ব্যবহারিক প্রশিক্ষণের উপর গুরুত্ব দেন প্রথম কখন?
উত্তর : ১৯১৫ সালে ।
মনোঃসমীক্ষণ তত্ত্ব আবিষ্কৃত হয় কখন?
উত্তর : বিংশ শতাব্দীর দিকে ।
কোন প্রতিষ্ঠান সমাজকর্মের শ্রেণিকক্ষের শিক্ষাকে প্রথম বাইরে ব্যবহারিক শিক্ষা হিসেবে পরিচিত করেন?
উত্তর : American Schools of Social Work.
বাংলাদেশে কখন কার নেতৃত্বে জাতিসংঘের বিশেষজ্ঞ দল পাঠান?
উত্তর : ১৯৫২ সালে ড. জেমস আর. ডাম্পসন।
সমাজকল্যাণ কলেজ ও গবেষণা কেন্দ্র কখন প্রতিষ্ঠা করা হয়?
উত্তর : ১৯৫৮ সালে ।
কার নেতৃত্বে এদেশে প্রথম স্নাতকোত্তর কোর্স চালু করা হয়?
উত্তর : জাতিসংঘের উপদেষ্টা ড. জে. ও. মুর।
বাংলাদেশে মাঠকর্মের ২টি সমস্যা লিখ।
উত্তর : সমাজকর্মের জ্ঞানের স্বল্পতা ও সংস্থার স্বল্পতা।
উত্তর : NASW = National Association of Social Workers.

খ-বিভাগ

প্রশ্ন।০১।মাঠকর্মের ধারণা দাও।
প্রশ্ন।০২।মাঠকর্মের ৫টি বৈশিষ্ট্য আলোচনা কর ।
প্রশ্ন।০৩।R. R. Singh তাঁর ‘Field Work in Social Work Education’ নামক গ্রন্থে মাঠকর্মের কী কী লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করেছেন?
প্রশ্ন।০৪।”The view committee on social work Education India” মাঠকর্মের কী কী লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করেছেন?
প্রশ্ন।০৫।মাঠকর্মের যে কোনো ৫ টি লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর ।
প্রশ্ন।০৬।“মাঠকর্মের প্রকারভেদগুলো উল্লেখ কর।
প্রশ্ন।০৭।সহগামী মাঠকর্ম / চলমান মাঠকর্ম বলতে কী বুঝ?
প্রশ্ন।০৮।আবদ্ধ মাঠকর্ম/ বিশেষ মাঠকর্ম কী?
প্রশ্ন।০৯।ব্যবহারিক প্রশিক্ষণের ক্ষেত্রগুলোর নাম লিখ।
প্রশ্ন।১০।চলমান মাঠকর্ম অনুশীলনের বিষয়বস্তু লিখ।
প্রশ্ন।১১।নির্দিষ্ট মাঠকর্ম ও সহগামী মাঠকর্মের পার্থক্যগুলো লিখ ।
প্রশ্ন।১২।মাঠকর্মের ৪টি পরিধি বা ক্ষেত্র বর্ণনা কর ।
প্রশ্ন।১৩।মাঠকর্মের ৫টি নীতি বর্ণনা কর ।
প্রশ্ন।১৪।মাঠকর্মের ৫টি গুরুত্ব সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন।১৫।বাংলাদেশে মাঠকর্মের ৫টি সমস্যা আলোচনা কর ।
প্রশ্ন।১৬।বাংলাদেশে মাঠকর্ম অনুশীলনে সমস্যা দূরীকরণের ৫টি উপায় আলোচনা কর।

গ-বিভাগ

প্রশ্ন॥০১ মাঠকর্মের ধারণা দাও । মাঠকর্মের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন৷৷০২৷৷ মাঠকর্মের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।
প্রশ্ন।০৩। মাঠকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য কী কী? বর্ণনা কর।
প্রশ্ন৷০৪৷ মাঠকর্মের প্রকারভেদ সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷০৫৷৷ নির্দিষ্ট মাঠকর্ম ও সহগামী মাঠকর্মের পার্থক্যসমূহ কী কী তা লিখ ।
প্রশ্ন ॥০৬৷ মাঠকর্মের পরিধি বা ক্ষেত্র সম্পর্কে আলোচনা কর ।
প্রশ্ন৷৷০৭৷মাঠকর্মের নীতিমালা সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন।০৮।মাঠকর্মের গুরুত্ব সম্পর্কে আলোচনা কর ।
প্রশ্ন।০৯। বাংলাদেশে মাঠকর্মের সমস্যা সম্পর্কে আলোচনা কর ।
প্রশ্ন৷৷১০৷৷ বাংলাদেশে মাঠকর্ম অনুশীলনে সমস্যা দূরীকরণের উপায় বর্ণনা কর ।
প্রশ্ন৷৷১১৷৷ বাংলাদেশে আধুনিক সমাজকর্মের বিবর্তন ইতিহাস বর্ণনা কর ।
প্ৰশ্ন৷॥১২৷ মাঠকর্ম বলতে কী বুঝ? মাঠকর্ম অনুশীলনে সংস্থাপনের নির্দেশিকা বর্ণনা কর ।
প্ৰশ্ন৷১৩ বাংলাদেশে মাঠকর্মের সমস্যা ও সম্ভাবনা আলোচনা কর ।