দ্বিতীয় অধ্যায়, জনসংখ্যা, জাতিকতা এবং স্বাস্থ্য

ক-বিভাগ

বাংলাদেশের আয়তন কত?
উত্তর : বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার।
বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত?
উত্তর : বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৪,২৩,১৯,০০০ জন।
বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর : বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৪%।
বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর : বর্তমানে বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ- কিলোমিটার ৯৬৪ জন।
বাংলাদেশে পুরুষ ও নারীর অনুপাত কত?
উত্তর : বাংলাদেশে পুরুষ ও নারীর অনুপাত ১০০.৩ : ১০০।
বাংলাদেশ জনসংখ্যায় পৃথিবীর কততম দেশ?
উত্তর : বাংলাদেশ জনসংখ্যায় পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ।
বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কোন বিভাগে সবচেয়ে বেশি?
উত্তর : সিলেট বিভাগে জনসংখ্যা হার সবচেয়ে বেশি।
জনসংখ্যা বৃদ্ধির হার কোন বিভাগে সবচেয়ে কম?
উত্তর : জনসংখ্যা বৃদ্ধির হার বরিশাল বিভাগে সবচেয়ে কম।
বাংলাদেশে ও নসংখ্যার ঘনত্ব বেশি কোন বিভাগে?
উত্তর : বাংলাদেশে ঢাকা বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি।
বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব কম কোন বিভাগে?
উত্তর : বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কম বরিশাল বিভাগে ।
জনসংখ্যার ঘনত্ব বেশি কোন জেলায়?
উত্তর : জনসংখ্যার ঘনত্ব বেশি ঢাকা জেলায় ।
বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব কম কোন জেলায়?
উত্তর : বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব কম বান্দরবান জেলায় ।
জনসংখ্যা সমস্যার স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধান কী?
উত্তর : জনসংখ্যা সমস্যার স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধান হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন।
একটি দেশের পরিবেশ ঠিক রাখার জন্য মোট আয়তনের কতভাগ জমি থাকা প্রয়োজন?
উত্তর : একটি দেশের পরিবেশ ঠিক রাখার জন্য মোট আয়তনের ২৫% বনাঞ্চল থাকা প্রয়োজন ।
বাংলাদেশে বনভূমির পরিমাণ কত?
উত্তর : বাংলাদেশে বনভূমির পরিমাণ মোট ভূমির ৮%।
বাংলাদেশে জনসংখ্যা মৃত্যুর হার কত?
উত্তর : বাংলাদেশে জনসংখ্যা মৃত্যুর হার প্রতি হাজারে ৫.৭৫ জন।
বাংলাদেশে শিশু মৃত্যুর হার কত?
উত্তর : বাংলাদেশে শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ৫০.৬১ জন।
বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল কত?
উত্তর : বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল ৬৯.৭৫ বছর।
উপজাতির সংজ্ঞা দাও ।
উত্তর : উপজাতি বলতে এমন জনগোষ্ঠীকে বুঝায় যারা তাদের জীবিকার জন্য খাদ্য সংগ্রহ, উদ্যান কৃষি ও পশুপালনের উপর নির্ভরশীল।
গারোরা নিজেদের কী বলে পরিচয় দেয়?
উত্তর : গারোরা নিজেদের মান্দি বলে পরিচয় দেয়।
গারোরা কোথায় বাস করে?
উত্তর : গারো সমাজের অধিকাংশই ভারতের আসাম (মেঘালয়) জেলায় এবং বাংলাদেশের ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় বসবাস করে।
গারো ভাষায় নাম কী?
উত্তর : গারো ভাষায় স্থানীয় নাম মান্দি ভাষা ।
গারোরা কোন ধর্মের অনুসারী?
উত্তর : বাংলাদেশের বর্তমান গারোদের ৯০% ধর্মান্তরিত খ্রিস্টান।
গারো সমাজ সংগঠন কিরূপ?
উত্তর : গারো সমাজ মূলত মাতৃসূত্ৰীয় ।
গারোদের সবচেয়ে বৃহৎ মাতৃসূত্রীয় দল বা গোত্রের নাম কী?
উত্তর : গারোদের সবচেয়ে বৃহৎ মাতৃসূত্রীয় দল বা গোত্রের নাম চাটচী যার অর্থ আত্মীয় বা জ্ঞাতি ।
গারোদের প্রধান পেশা কী?
উত্তর : গারোদের প্রধান পেশা জুম চাষ বা পালাক্রম চাষ ।
চাকমারা কোথায় বাস করে?
উত্তর : বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য অঞ্চল যথা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলা বসবাস করে।
বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এথনিক সম্প্রদায় কোনটি?
উত্তর : জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এথনিক সম্প্রদায় চাকমা
চাকমাদের নিজস্ব লিপিতে কোন অক্ষরের প্রাধান্য বেশি?
উত্তর : চাকমাদের নিজস্ব লিপিতে আরাকানি অক্ষরের প্রাধান্য বেশি।
চাকমারা প্রধানত কোন ধর্মের অনুসারী?
উত্তর : চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী।
চাকমা পরিবার কিরূপ?
উত্তর : চাকমা পরিবার প্রধানত পিতৃতান্ত্রিক ।
চাকমা সমাজের ক্ষুদ্র সংগঠনের নাম কী?
উত্তর : চাকমা সমাজের ক্ষুদ্রতম সংগঠনের নাম পরিবার।
চাকমা পাড়া বা আদাম কী?
উত্তর : চাকমা পারিবারিক সংগঠনের চেয়ে বৃহৎ সংগঠন হলো পাড়া বা আদাম।
আদামের প্রধানকে কী বলা হয়?
উত্তর : আদামের প্রধানকে কারবারী বলা হয়।
মৌজা গঠিত হয় কিভাবে?
উত্তর : কতকগুলো চাকমা আদাম মিলে গঠিত হয় চাকমা গ্রাম বা মৌজা।
মৌজার প্রধানকে কী বলে?
উত্তর : মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান।
চাকমা সার্কেল গঠিত হয় কিভাবে?
উত্তর : চাকমা সমাজের কয়েকশত মৌজা বা গ্রাম মিলে চাকমা সার্কেল গঠিত হয়।
সাঁওতাল সমাজ কোথায় বসবাস করে?
উত্তর : বাংলাদেশের উত্তরাঞ্চলে তথা রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল এথনিক সম্প্রদায় বসবাস করে।
সাঁওতালরা কোন ধর্মের অনুসারী?
উত্তর : সাঁওতালরা হিন্দু ও খ্রিস্টান ধর্মের অনুসারী।
সাঁওতালদের জীবিকার প্রধান উপায় কী?
উত্তর : সাঁওতালদের জীবিকার প্রধান উপায় কৃষি।
মণিপুরীরা এককালে কোন এলাকার অধিবাসী ছিল?
উত্তর : মণিপুরীরা এককালে ভারতের মণিপুর রাজ্যের অধিবাসী ছিল।
মণিপুরীদের নিজস্ব ভাষার নাম কী?
উত্তর : মণিপুরীদের নিজস্ব ভাষার নাম মৈথেরী।
মৈথুরীয় ভাষার বর্ণমালার সাথে কোন ভাষার বর্ণমালার সাদৃশ্য লক্ষ্য করা যায়?
উত্তর : মৈথুরী ভাষার বর্ণমালার সাথে আসামী বা অহমিয়া ভাষার বর্ণমালার বেশ সাদৃশ্য লক্ষ্য করা যায়।
মণিপুরীরা কোন ধর্মের মতবাদে বিশ্বাসী?
উত্তর : মণিপুরীরা হিন্দু ধর্মের বৈষ্ণবীয় মতবাদে বিশ্বাসী।
মণিপুরীদের প্রধান উপজীবিকা কী?
উত্তর : মণিপুরীদের প্রধান উপজীবিকা কৃষি।
স্থানান্তরের সংজ্ঞা দাও।
উত্তর : সহজ কথায় কোনো এলাকা ছেড়ে জনসমষ্টির অন্যত্র গমন বা ঐ এলাকায় অন্য কোথাও থেকে জনসমষ্টির আগমনকে স্থানান্তর বলা হয়।
স্থানান্তর কত প্রকার ও কী কী?
উত্তর : স্থানান্তর প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যেমন- ১. অভ্যন্তরীণ স্থানান্তর, ২. আন্তর্জাতিক স্থানান্তর।
মৃত্যুসংখ্যা বলতে কী বুঝায়?
উত্তর : মৃত্যুসংখ্যা বলতে কোনো জনসমষ্টিতে মৃত্যুর সংখ্যা বা হারকে বুঝায় ।
বাংলাদেশে মেয়েদের বিবাহের বয়স কত?
উত্তর : বাংলাদেশে মেয়েদের বিবাহের বয়স ১৮ বছর।
বাংলাদেশে ছেলেদের বিবাহের বয়স কত?
উত্তর : বাংলাদেশে ছেলেদের বিবাহের বয়স ২১ বছর।
বাংলাদেশে কতটি এথনিক সম্প্রদায় রয়েছে?
উত্তর : বাংলাদেশে ২০টিরও অধিক এথনিক সম্প্রদায় রয়েছে।
জুমচাষ কাকে বলে?
উত্তর : পাহাড়ের গাছপালা কেটে, শুকিয়ে ও পুড়িয়ে নিয়ে সেখানে ধান, তিল ও অন্যান্য ফসলের মিশ্রিত একত্রে বপন করে পরবর্তীতে যখন পাকে সেটা তখন ঘরে তোলার কৃষি পদ্ধতির নামই জুম চাষ।
AIDS এর পূর্ণ অভিব্যক্তি কী?
উত্তর : AIDS এর পূর্ণ অভিব্যক্তি হলো Acquired Immune Deficiency Syndrome.
বাংলাদেশের উত্তরাঞ্চলীয় একটি এথনিক গোষ্ঠীর নাম লিখ।
উত্তর : বাংলাদেশের উত্তরাঞ্চলীয় একটি এথনিক গোষ্ঠীর নাম হলো সাওতাল ।
প্রজননশীলতা কী?
উত্তর : কোনো নারী বা সামগ্রিকভাবে নারী জাতির সন্তানের জন্ম দেওয়ার কাজকে প্রজননশীলতা বলে।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥ জনসংখ্যা কাঠামো কী?
প্ৰশ্ন৷৷২৷৷ জনসংখ্যা সমস্যা বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৩৷৷বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির সামাজিক কারণসমূহ উল্লেখ কর।
প্রশ্ন॥৪॥ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক কারণসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷॥৫॥ অতিরিক্ত জনসংখ্যা সম্পর্কিত ম্যালথাসের তত্ত্ব সংক্ষেপে লিখ।
প্ৰশ্ন৷৷৬৷৷ জনসংখ্যা নিয়ন্ত্রণ বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷॥৭॥ জনসংখ্যার বয়স কাঠামোর সংজ্ঞা দাও।
প্ৰশ্ন৷৷৮৷৷ বয়স কাঠামোর বৈশিষ্ট্যসমূহ লিখ ।
প্ৰশ্ন॥৯॥ অর্থনৈতিক উন্নয়নের উপর বয়স কাঠামোর প্রভাব লিখ ।
প্ৰশ্ন৷১০৷৷ বিয়ের বয়স নির্ধারণকারী নিয়ামকগুলো লিখ।
প্ৰশ্ন৷১১৷৷ লিঙ্গ কাঠামোর সংজ্ঞা দাও।
প্ৰশ্ন৷৷১২৷৷ লিঙ্গ অনুপাত নির্ধারণে প্রভাব সৃষ্টিকারী উপাদানসমূহ লিখ ।
প্রশ্ন॥১৩৷৷ | বৈবাহিক অবস্থার উপর প্রভাব সৃষ্টিকারী উপাদানসমূহ আলোচনা কর ।
প্ৰশ্ন৷১৪৷৷ প্ৰজননশীলতা বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৷১৫৷ প্রজনন ও জনন ক্ষমতার মধ্যে পার্থক্য লিখ।
প্রশ্ন৷১৬৷ | বাংলাদেশে উচ্চ প্রজনন হারের কারণগুলো লিখ ।
প্ৰশ্ন৷১৭৷৷ পরিবার পরিকল্পনা সম্বন্ধে ধারণা দাও।
প্রশ্ন৷৷১৮৷৷ | মরণশীলতা কী?
প্ৰশ্ন৷৷ ১৯৷শিশু মৃত্যুহার কাকে বলে?
প্ৰশ্ন৷৷২০৷৷ বাংলাদেশে এইডস প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২১৷৷ বাংলাদেশের সমাজে অধিক মৃত্যুর কারণ কী?
প্ৰশ্ন৷২২৷ । আদিবাসী সম্প্রদায় বলতে কী বুঝ?
প্রশ্ন৷৷২৩৷৷এথনিক গোষ্ঠী কী?
প্রশ্ন৷৷২৪৷ | উপজাতি বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৷ ২৫৷৷চাকমা সমাজে অর্থনীতি সম্পর্কে আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷২৬৷৷ চাকমা পরিবার ও বিবাহের বর্ণনা দাও।
প্ৰশ্ন৷৷২৭৷৷৷চাকমা সমাজের ধর্মীয় সমাজের বিবরণ দাও।
প্ৰশ্ন৷৷২৮৷৷চাকমা সমাজের আদাম বা পাড়া বলতে কী বুঝায়?
প্ৰশ্ন৷৷২৯৷৷চাকমা গ্রাম বা মৌজার বর্ণনা দাও।
প্ৰশ্ন৷৷৩০৷৷চাকমা সার্কেলের বর্ণনা দাও।
প্ৰশ্ন৷৩১৷৷ চাকমা অর্থনীতর বর্ণনা দাও।
প্ৰশ্ন৷৷৩২৷৷চাকমা সমাজের পরিবর্তনের কারণগুলো আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷৩৩৷৷গারো সমাজের পরিবর্তনের কারণগুলো আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷৩৪৷৷ গারো সমাজের পরিবার ও বিবাহের বর্ণনা দাও।
প্ৰশ্ন৷৷৩৫৷৷ গারো সমাজের ধর্মের বিবরণ দাও।
প্ৰশ্ন৷৩৬৷ গারো অর্থনীতির বিবরণ দাও।
প্ৰশ্ন৷৷৩৭৷৷ গারো সমাজের অন্ত্যেষ্টিক্রিয়ার বিবরণ দাও।
প্ৰশ্ন৷৷৩৮৷৷ গারোদের মাতৃতান্ত্রিক বলা হয় কেন?
প্রশ্ন৷৷৩৯৷ | সাঁওতালদের ধর্ম বিশ্বাস ও বিবাহ প্রথা লিখ।
প্ৰশ্ন৷৪০৷৷ কেন বাঙালি জাতিকে শংকর জাতি বলা হয়।
প্ৰশ্ন৷৪১৷জাতীয় স্বাস্থ্য নীতির মূল লক্ষ্যসমূহ আলোচনা কর।

গ-বিভাগ

প্রশ্ন॥১॥ জনসংখ্যা বলতে কী বুঝায়? বাংলাদেশে অতিরিক্ত জনসংখ্যার প্রভাবগুলো চিহ্নিত কর।
প্ৰশ্ন৷৷২৷৷ বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
প্রশ্ন৷৩৷৷ বাংলাদেশের জনসংখ্যা সমস্যার প্রকৃতি ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৪॥ সমালোচনাসহ কাম্য জনসংখ্যা তত্ত্ব আলোচনা কর।
প্রশ্ন॥৫॥ বাংলাদেশে জনসংখ্যাস্ফীতির কারণগুলো আলোচনা কর।
প্ৰশ্ন৷৬৷বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির আর্থসামাজিক কারণগুলো আলোচনা কর।
প্রশ্ন॥৭॥ ‘জনসংখ্যা বৃদ্ধি বিশ্ব পরিবেশ অবনয়নের জন্য বহুলাংশে দায়ী’- উক্তিটি ব্যাখ্যা কর।
প্ৰশ্ন৷॥৮॥জনসংখ্যা বৃদ্ধি রোধ করার উপায়সমূহের বিবরণ দাও।
প্ৰশ॥৯॥ বাংলাদেশের জনসংখ্যা সমস্যা সমাধানে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন৷৷১০৷৷ | কিভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায়?
প্রশ্ন৷১১৷৷জনসংখ্যা নিয়ন্ত্রণের সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক আলোচনা কর।
প্ৰশ্ন৷১২৷৷বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কোন ধরনের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন আবশ্যক-ব্যাখ্যা কর।
প্রশ্ন৷১৩৷বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য আর্থসামাজিক অবস্থার কী ধরনের পরিবর্তন কাম্য বলে তুমি মন্তব্য কর।
প্রশ্ন৷৷১৪৷বাংলাদেশের জনসংখ্যা কী এ দেশের উন্নয়নের পথে একটি বাধা? আলোচনা কর।
প্ৰশ্ন৷১৫৷৷বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের উপর জনসংখ্যার প্রভাব আলোচনা কর।
প্ৰশ্ন৷ ১৬৷বাংলাদেশের সামাজিক পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১৭৷জাতীয় জনসংখ্যা নীতির প্রেক্ষাপট আলোচনা কর।
প্ৰশ্ন৷১৮৷জাতীয় জনসংখ্যা নীতির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১৯৷জাতীয় জনসংখ্যা নীতির মৌলিক কর্মকৌশলসমূহ আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷২০৷৷ বাংলাদেশের অর্থনীতিতে জনশক্তি রপ্তানির গুরুত্ব ও তাৎপর্য আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২১৷৷ প্রজনন ও প্রজনন ক্ষমতার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
প্ৰশ্ন৷৷২২৷৷ প্রজনন বলতে কি বুঝ? প্রজনন পরিমাপের পদ্ধতিসমূহ আলোচনা কর ।
প্রশ্ন৷৷২৩৷ | বাঙালি জাতির নরগোষ্ঠীগত বৈশিষ্ট্য আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৪৷৷ বাংলাদেশের উপজাতিসমূহের সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলোচনা কর ।
প্রশ্ন৷২৫৷৷ | পাবর্ত্য চট্টগ্রামের যে কোনো একটি এথনিক জনগোষ্ঠীর সামাজিক সাংস্কৃতিক জীবন আলোচনা কর।
প্ৰশ্ন৷২৬৷৷ চাকমা উপজাতির আর্থসামাজিক অবস্থা বর্ণনা কর?
প্ৰশ্ন৷৷২৭৷৷চাকমা উপজাতিদের জীবনধারণ প্রণালি সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৮৷৷৷ চাকমা অথবা সাঁওতাল এথনিক গোষ্ঠীর আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবন আলোচনা কর।
প্রশ্ন৷৷২৯৷৷ বাংলাদেশের গারো উপজাতিদের আর্থসামাজিক অবস্থা বর্ণনা কর।
প্রশ্ন৷৷৩০৷ বাংলাদেশের গারো অথবা রাখাইন এথনিক গোষ্ঠীর আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক জীবন আলোচনা কর।
প্রশ্ন৷৷৩১৷৷ রাখাইন উপজাতির জীবনযাপন প্রণালি সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৩২৷৷ | সাঁওতাল উপজাতির জীবনধারা সম্পর্কে আলোচনা কর ।

প্রশ্ন৷৩৩৷৷ মনিপুরী উপজাতির জীবনধারা সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৩৪৷৷ | জাতীয় স্বাস্থ্য নীতির মূলনীতিসমূহ আলোচনা কর।

প্ৰশ্ন৷৷৩৫৷ | জাতীয় স্বাস্থ্য নীতির কর্মকৌশলসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৩৬৷৷ বাংলাদেশে এইডস প্রতিরোধ গৃহীত ব্যবস্থাসমূহ উল্লেখ কর।