ক-বিভাগ
স্থানীয় শাসনের অর্থ কী?
উত্তর : স্থানীয় শাসন একটি জনসংগঠন যা কেন্দ্রীয় অথবা প্রাদেশিক সরকারের কোনো একটি ক্ষুদ্র এলাকায় সীমিত পরিসরে দায়িত্ব পালন করে।
স্থানীয় সরকার ব্যবস্থা কী?
উত্তর : স্থানীয় সরকার ব্যবস্থা বলতে একটি নির্দিষ্ট অপেক্ষাকৃত ক্ষুদ্র অঞ্চলের শাসন সংস্থাকে বুঝায়। কোনো নির্দিষ্ট অঞ্চলের জনগণের সুযোগ সুবিধা সৃষ্টি ও তাদের খবিভিন্ন সেবা প্রদানের জন্যই স্থানীয় সরকারের সৃষ্টি। স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বুঝায়?
উত্তর : স্থানীয় স্বায়ত্তশাসন বলতে স্থানীয় সমস্যা সমাধানকল্পে স্থানীয় জনগণের নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি নির্দিষ্ট ভূখণ্ড বা এলাকার শাসন পরিচালনাকে বুঝায়। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের কোন ধরনের ক্ষমতা রয়েছে?
উত্তর : স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের প্রশাসনিক, আইনানুগ ও নির্বাহী ক্ষমতা রয়েছে। তারাও জাতীয় আইনের সাথে সমন্বয় রেখে উপবিধি প্রণয়ন করতে পারে।৷ স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কোন ধরনের শাসনব্যবস্থা?
উত্তর : স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার হলো স্থানীয় এলাকার, স্থানীয় জনগণের প্রতিনিধি কর্তৃক পরিচালিত এক ধরনের শাসনব্যবস্থা।
স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের তিনটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : ১. স্থানীয় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি; ২. নির্দিষ্ট এলাকা ও জনসমষ্টি; ৩. বিধিবদ্ধ সংস্থা।
Little Republic কাকে বলা হতো?
উত্তর : প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকে।
স্থানীয় ভিত্তিতে জনগণের সেবা প্রদানের প্রাথমিক প্রতিষ্ঠান কোনটি?
উত্তর : স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার।
স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ও স্থানীয় সরকারের মূল পার্থক্য কী?
উত্তর : স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত অপরদিকে স্থানীয় সরকার সরকারি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত।
Deccntralization বলে অভিহিত করা হয় কোন প্রতিষ্ঠানকে?
উত্তর : স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারকে।
স্বায়ত্তশাসনের মূল কথা কোনটি?
উত্তর : স্ব-শাসন।
স্বায়ত্তশাসিত সরকারের অন্যতম প্রধান সমস্যা কোনটি?
উত্তর : আর্থিক সমস্যা।
স্বায়ত্তশাসিত সরকারের সাফল্য কিসের উপর নির্ভর করে?
উত্তর : স্বায়ত্তশাসিত সরকারের সাফল্য নির্ভর করে জনগণের অংশগ্রহণের উপর।
বর্তমানে বাংলাদেশে কয়, স্তরের স্থানীয় সরকার ব্যবস্থা কার্যরত আছে?
উত্তর : ৩ স্তরের।
বর্তমানে বাংলাদেশে ৩ স্তরের স্থানীয় সরকার ব্যবস্থাগুলো কী?
উত্তর : ক. ইউনিয়ন পরিষদ; খ. উপজেলা পরিষদ ও গ. জেলা পরিষদ।
বাংলাদেশের পূর্ণাঙ্গ স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কোনটি?
উত্তর : ইউনিয়ন পরিষদ।
ইউনিয়ন পরিষদ কীভাবে গঠিত হয়?
উত্তর : ইউনিয়ন পরিষদ ১ (এক) জন চেয়ারম্যান ও ১২ (বার) জন সদস্য নিয়ে গঠিত যাদের ৯ (নয়) জন
সাধারণ আসনের সদস্য ও ৩ (তিন) জন সংরক্ষিত আসনের সদস্য।
ইউনিয়ন পরিষদের ৩ (তিন) টি আসন কাদের জন্য সংরক্ষিত থাকবে?
উত্তর : শুধুমাত্র মহিলাদের জন্য।
কোন ব্যক্তির নামে ইউনিয়নের নামকরণ করা যাবে কী?
উত্তর : কোন ব্যক্তির নামে ইউনিয়নের নামকরণ করা যাবে না।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের কার্যকাল কত সময়ের?
উত্তর : ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের কার্যকাল সংশ্লিষ্ট পরিষদের প্রথম সভা অনুষ্ঠানের তারিখ
হতে ৫ (পাঁচ) বছর সময়ের জন্য।
কোন আইন অনুসারে গ্রাম আদালত প্রতিষ্ঠিত হয়?
উত্তর : গ্রাম আদালত আইন, ২০০৬ অনুসারে।
গ্রাম আদালত কিভাবে গঠিত হয়?
উত্তর : একজন চেয়ারম্যান এবং উভয়পক্ষ কর্তৃক মনোনীত দুইজন করে মোট চারজন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠিত হয়।
গ্রাম আদালতের চেয়ারম্যান কে হবেন?
উত্তর : ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
গ্রাম আদালতের ক্ষমতা উল্লেখ কর।
উত্তর : গ্রাম আদালত ফৌজদারি মামলাসমূহের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে কেবলমাত্র অনধিক পঁচিশ হাজার টাকা
ক্ষতিপূরণ প্রদানের আদেশ এবং দেওয়ানি মামলাসমূহের ক্ষেত্রে প্রাপ্য অর্থ প্রদানের আদেশ কিংবা সম্পত্তির প্রকৃত মালিককে সম্পত্তি বা তার দখল প্রত্যার্পণ করবার জন্য আদেশ প্রদান করতে পারবে।
গ্রাম আদালত আইনজীবী নিয়োগের কী বিধান রয়েছে?
উত্তর : গ্রাম আদালতে দায়েরকৃত কোন মামলা পরিচালনার জন্য কোন পক্ষ কোন আইনজীবী নিয়োগ করতে পারবেন না।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবার যোগ্যতা কী?
উত্তর : ক. তিনি বাংলাদেশের নাগরিক হবেন; খ. তাঁর বয়স পঁচিশ বছর পূর্ণ হবে; গ. সংশ্লিষ্ট এলাকার ভোটার তালিকাভুক্ত হতে হবে।
উপজেলা চেয়ারম্যানদের অপসারণের ক্ষেত্রে অসদাচরণ বলতে কী বুঝায়?
উত্তর : অসদাচরণ বলতে নির্দেশনা অনুযায়ী সম্পত্তি সম্পর্কিত ঘোষণা প্রদান না করা কিংবা অসত্য হলফনামা দাখিল করা, আইন ও বিধির পরিপন্থি কার্যকলাপ, দুর্নীতি, অসদুপায়ে ব্যক্তিগত সুবিধা গ্রহণ, পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি, ইচ্ছাকৃত অপশাসন ইত্যাদি বুঝাবে।
নৈতিক স্খলনজনিত অপরাধ বলতে কী বুঝায়?
উত্তর : দণ্ডবিধিতে সংজ্ঞায়িত চাঁদাবাজি, চুরি, দস্যুতা, ডাকাতি, ছিনতাই, সম্পত্তি আত্মসাৎ, বিশ্বাস ভঙ্গ, ধর্ষণ, হত্যা, খুন ইত্যাদি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্য বা মহিলা সদস্যদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কখন আনয়ন করা যাবে?
উত্তর : উপজেলা পরিষদ আইনের কোনো বিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে বা শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে অনাস্থা প্রস্তাব আনয়ন করা যাবে।
উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা কে? তাঁর কাজ কী?
উত্তর : উপজেলা নির্বাহী অফিসার পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হবেন এবং তিনি পরিষদকে সাচিবিক সহায়তা প্রদান করবেন।
উপজেলা পরিষদের উপদেষ্টা কে?
উত্তর : উপজেলা এলাকার সংশ্লিষ্ট সংসদ সদস্য উপজেলা পরিষদের উপদেষ্টা হবেন।
জেলা পরিষদ কাদের নিয়ে গঠিত হয়?
উত্তর : ক. একজন চেয়ারম্যান; খ. পনের জন সদস্য এবং গ. সংরক্ষিত আসনের পাঁচজন মহিলা সদস্য।
জেলা পরিষদের বাধ্যতামূলক কার্যাবলিসমূহ কী কী?
উত্তর : জেলার সকল উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা, জনপথ, কালভার্ট ও ব্রিজ এর নির্মাণ রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন, রাস্তার পার্শ্বে ও জনসাধারণের ব্যবহার্য স্থানে বৃক্ষরোপণ ও তার সংরক্ষণ।
জেলা পরিষদের ঐচ্ছিক কার্যাবলিসমূহ উল্লেখ কর।
উত্তর : শিক্ষা, সংস্কৃতি, সমাজকল্যাণ, অর্থনৈতিক কল্যাণ, জনস্বাস্থ্য এবং গণপূর্ত ইত্যাদি।
শহর এলাকার শাসনব্যবস্থা গঠনের লক্ষ্যে কোন প্রতিষ্ঠান কার্যরত?
উত্তর : পৌরসভা।
পৌরসভা কিভাবে গঠিত হয়?
উত্তর : একজন মেয়র, নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত আসনে নির্বাচিত মহিলা কাউন্সিলর।
পৌরসভা গঠনের উদ্দেশ্য কী?
উত্তর : শহর এলাকার সমস্যা স্থানীয় ভিত্তিতে সমাধানপূর্বক শহর জীবনের শ্রীবৃদ্ধি সাধন, গণ-সহায়তা বৃদ্ধি এবং শহরভিত্তিক দায়িত্বশীল নেতৃত্বের বিকাশ ঘটানো।
পৌরসভার সদস্যগণকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর : কাউন্সিলর ।
ইউনিয়ন পরিষদের মুখ্য উদ্দেশ্য কী?
উত্তর : পল্লি এলাকার সমস্যা সমাধানের মাধ্যমে পল্লির শ্রীবৃদ্ধি সাধন, গণসচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটানো ইউনিয়ন পরিষদের মুখ্য উদ্দেশ্য।
ইউনিয়ন পরিষদের জনকল্যাণমূলক কার্যাবলিসমূহ কী কী?
উত্তর : জনকল্যাণের নিমিত্ত রাস্তাঘাটের সংরক্ষণ ও আলোর ব্যবস্থা, খেলার মাঠ, উদ্যান, গোরস্তান এবং শ্মশান নির্মাণ ও তত্ত্বাবধান, সাধারণ সম্পত্তির তত্ত্বাবধান, কূপ, নলকূপ, পুকুর সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জন্ম মৃত্যু রেজিস্ট্রি-করণ ইত্যাদি।
ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কার্যাবলিসমূহ কী কী?
উত্তর : রাস্তাঘাট নির্মাণ, বৃক্ষরোপণ ও সংরক্ষণ, স্থানীয় শ্রম ও সম্পদের সুষম ব্যবহারের মাধ্যমে আর্থিক সুবিধা
বিতরণ ও বৃত্তি প্রদানের ব্যবস্থা করা ইত্যাদি ।
ইউনিয়ন পরিষদ গ্রামীণ এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য কী করে?
উত্তর : গ্রাম্য পুলিশ (চৌকিদার ও দফাদার) পরিচালনা করা।
বাংলাদেশে মোট কতটি সিটি কর্পোরেশন রয়েছে?
উত্তর : ১১টি।
বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোর নাম উল্লেখ কর।
উত্তর : ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, বরিশাল, রংপুর ও গাজীপুর ।
খ-বিভাগ
প্রশ্ন॥১॥স্থানীয় সরকার কী?
প্রশ্ন৷৷২৷৷৷স্থানীয় সরকারের সংজ্ঞা দাও।
প্রশ্ন৷৷৩৷৷স্থানীয় সরকার কাঠামোর লক্ষ্য ও উদ্দেশ্য লিখ।
প্রশ্ন॥৪॥স্থানীয় সরকার কাঠামোর প্রকৃতি ও বৈশিষ্ট্য উলেখ কর।
প্রশ্ন॥৫॥স্থানীয় সরকারের প্রয়োজনীয়তা উল্লেখ কর।
প্রশ্ন॥৬॥স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷॥৭॥স্থানীয় স্বায়ত্তশাসনের সংজ্ঞা দাও।
প্ৰশ্ন৷৮৷৷স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব লিখ।
প্রশ্ন॥৯॥স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের বৈশিষ্ট্যগুলো উলেখ কর।
প্ৰশ্ন৷৷১০৷৷স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের কার্যাবলি উলেখ কর।
প্রশ্ন৷৷১১৷৷স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সমস্যাসমূহ উলেখ কর।
প্রশ্ন৷ ১২৷৷স্থানীয় স্বায়ত্তশাসনের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ কীরূপ?
প্ৰশ্ন৷১৩৷৷স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য উলেখ কর।
প্ৰশ্ন৷৷ ১৪৷৷বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের স্তরগুলো উলেখ কর।
প্ৰশ্ন৷১৫৷৷ইউনিয়ন পরিষদের বৈশিষ্ট্য লিখ।
প্ৰশ্ন৷৷১৬৷৷ইউনিয়ন পরিষদ ব্যবস্থার লক্ষ্য ও উদ্দেশ্য উলেখ কর।
প্ৰশ্ন৷১৭৷৷৷ইউনিয়ন পরিষদের গঠন উলেখ কর।
প্ৰশ্ন৷৷১৮৷৷ইউনিয়ন পরিষদের কার্যাবলিসমূহ উল্লেখ কর।
প্ৰশ্ন৷১৯৷৷ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদের যোগ্যতা ও অযোগ্যতাসমূহ উল্লেখ কর।
প্ৰশ্ন৷৷২০৷৷ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগ সম্পর্কীয় কী বিধান রয়েছে?
প্ৰশ্ন৷৷২১৷৷ ইউনিয়ন পরিষদের আয়ের উৎসগুলো লিখ।
প্ৰশ্ন৷৷২২৷৷ইউনিয়ন পরিষদের জনগণের অংশগ্রহণের স্বরূপ নির্ণয় কর।
প্ৰশ্ন৷৷২৩৷৷উপজেলা পরিষদের গঠন উল্লেখ কর।
প্ৰশ্ন৷৷২৪৷৷উপজেলা পরিষদের কার্যাবলি কর।
প্ৰশ্ন৷২৫৷৷উপজেলা পরিষদের আয়ের উৎসসমূহ উলেখ কর।
প্ৰশ্ন৷৷২৬৷৷উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের যোগ্যতা উলেখ কর।
প্ৰশ্ন৷৷২৭৷৷৷উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব উলেখ কর।
প্ৰশ্ন৷৷২৮৷৷উপজেলা পরিষদের চেয়ারম্যানের নির্বাহী ক্ষমতা উলেখ কর।
প্ৰশ্ন৷৷২৯৷৷উপজেলা পরিষদের সাথে সরকারের সম্পর্ক ও নিয়ন্ত্রণের স্বরূপ উলেখ কর।
প্ৰশ্ন৷৷৩০৷৷জেলা পরিষদের স্থাপন, গঠন এবং মেয়াদ উলেখ কর।
প্ৰশ্ন৷৷৩১৷৷জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্যগণের যোগ্যতা ও অযোগ্যতাসমূহ উলেখ কর।
প্ৰশ্ন৷৷৩২৷৷জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের পদত্যাগ ও অপসারণের প্রক্রিয়া উলেখ কর।
প্ৰশ্ন৷৷৩৩৷৷জেলা পরিষদের তহবিল কিরূপে গঠিত হবে?
প্ৰশ্ন৷৷৩৪৷৷জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ এবং চাকরি বিধি উলেখ কর।
প্ৰশ্ন৷৩৫৷৷জেলা পরিষদের উপর সরকারের নিয়ন্ত্রণ ক্ষমতা উলেখ কর।
প্ৰশ্ন৷৷৩৬৷৷জেলা পরিষদের বিধি প্রণয়নের ক্ষমতা সম্পর্কে আলোকপাত কর।
প্ৰশ্ন৷৷৩৭৷৷ জেলা পরিষদের বাধ্যতামূলক কার্যাবলিসমূহ উলেখ কর।
প্ৰশ্ন৷৷৩৮৷৷ জেলা পরিষদের শিক্ষা সংক্রান্ত কার্যাবলিসমূহ উলেখ কর।
প্ৰশ্ন৷৷৩৯৷৷ জেলা পরিষদের সমাজকল্যাণমূলক কর্মসূচিসমূহ উলেখ কর।
প্রশ্ন॥৪০॥ অর্থনৈতিক কল্যাণে জেলা পরিষদের কার্যক্রম উল্লেখ কর।
প্রশ্ন॥৪১।জেলা পরিষদের জনস্বাস্থ্যমূলক কার্যক্রমগুলো উলেখ কর।
প্রশ্ন॥৪২৷৷পৌরসভার উদ্দেশ্য ও গঠন উলেখ কর।
প্রশ্ন॥৪৩৷৷ পৌরসভার কার্যাবলিসমূহ উলেখ কর।
প্রশ্ন।৪৪॥ পৌরসভার সদস্যদের যোগ্যতা উলেখ কর।
প্রশ্ন॥৪৫৷ পৌরসভার মেয়র ও কাউন্সিলারদের অপসারণ ও শূন্যপদ কিভাবে পূরণ করা হয়?
প্রশ্ন॥৪৬৷পৌরসভার সাথে জনগণের সম্পর্কের প্রকৃতি নিরূপণ কর।
প্রশ্ন॥৪৭৷৷ পৌরসভার আয়ের উৎস উল্লেখ কর।
প্রশ্ন৷৷৪৮৷৷পৌরসভা কীভাবে বাতিল হতে পারে?
প্রশ্ন॥৪৯৷৷সিটি কর্পোরেশনের গঠন উল্লেখ কর।
প্রশ্ন।৫০॥সিটি কর্পোরেশনসমূহের কার্যাবলিসমূহ উলেখ কর।
প্রশ্ন।৫১।সিটি কর্পোরেশনের সাথে জনগণের সম্পৃক্ততার স্বরূপ উলেখ কর।
প্রশ্ন৷৫২।পার্বত্য চট্টগ্রাম জেলা স্থানীয় সরকার পরিষদের গঠন উলেখ কর।
প্রশ্ন৷৫৩।পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যপদে নির্বাচিত হবার যোগ্যতা ও অযোগ্যতাসমূহ উলেখ কর।
প্রশ্ন॥৫৪৷৷ পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদের কার্যাবলিসমূহ উলেখ কর।।
প্রশ্ন॥৫৫৷ পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদের আয়ের উৎসগুলো লিখ।
প্রশ্ন॥৫৬৷৷ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের গঠন প্রক্রিয়া উলেখ কর।
প্রশ্ন॥৫৭৷ প্রাক ব্রিটিশ আমলে বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসনের প্রকৃতি উলেখ কর।
প্রশ্ন৷৫৮৷বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার ক্রমবিকাশ উলেখ কর।
প্ৰশ্ন৷৷৫৯৷ ব্রিটিশ শাসনে গ্রামীণ স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা ধ্বংস হয়ে যায় কেন?
প্ৰশ্ন৷৬০৷৷ স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রতিষ্ঠার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার কী ভূমিকা গ্রহণ করে?
প্ৰশ্ন৷৬১৷৷ ১৮৭০ সালের চৌকিদারি পঞ্চায়েত আইনের স্বরূপ উলেখ কর।
প্ৰশ্ন৷৬২৷৷ বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে লর্ড রিপনের প্রস্তাবনার গুরুত্ব আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৬৩৷৷ বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বঙ্গীয় স্থানীয় স্বায়ত্তশাসন আইন ১৮৮৫ এর
গুরুত্ব লিখ।
প্ৰশ্ন৷৷৬৪৷৷ বঙ্গীয় গ্রামীণ স্বায়ত্তশাসন আইন, ১৯১৯ এর প্রকৃতি উলেখ কর।
প্ৰশ্ন৷৷৬৫৷৷বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় ১৯৩৫ সালের ভারত শাসন আইনের গুরুত্ব উলেখ কর।
প্ৰশ্ন৷৷৬৬৷৷ পাকিস্তান আমলে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রকৃতি উল্লেখ কর।
প্ৰশ্ন৷৬৭৷মৌলিক গণতন্ত্র ব্যবস্থার প্রকৃতি উল্লেখ কর।
প্ৰশ্ন৷৷৬৮৷৷ স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে মৌলিক গণতন্ত্র কেন ব্যর্থ হয়েছিল?
প্ৰশ্ন৷৷৬৯৷৷ মৌলিক গণতন্ত্রে ইউনিয়ন কাউন্সিলের গঠন উলেখ কর।
প্ৰশ্ন৷৷ ৭০৷৷ মৌলিক গণতান্ত্রিক ব্যবস্থায় জেলা কাউন্সিল কীভাবে গঠিত হয়?
প্ৰশ্ন৷৷ ৭১৷৷ স্বাধীন বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার ক্রমবিবর্তন উলেখ কর।
প্ৰশ্ন৷৷৭২৷৷ ইউনিয়ন পরিষদের বিবর্তন ও বিকাশ উলেখ কর।
প্ৰশ্ন৷৭৩৷৷ পৌরসভার বিবর্তন ও বিকাশ উলেখ কর।
প্ৰশ্ন৷৷ ৭৪৷৷ উপজেলা পরিষদের বিবর্তন ও বিকাশ উলেখ কর।
প্ৰশ্ন৷৷ ৭৫৷৷ জেলা পরিষদের বিবর্তন ও বিকাশ উলেখ কর।
প্ৰশ্ন৷৷ ৭৬৷৷ পার্বত্য চট্টগ্রামে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থার বিবর্তন উলেখ কর।
গ-বিভাগ
প্রশ্ন॥১॥ স্থানীয় শাসন বা স্থানীয় সরকার বলতে কী বুঝ? বাংলাদেশের স্থানীয় শাসনব্যবস্থায় বিভাগীয় কমিশনারের কার্যক্রম আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৷৷স্থানীয় শাসন বলতে কী বুঝ? বাংলাদেশের স্থানীয় শাসনব্যবস্থায় জেলা প্রশাসনের কার্যক্রম আলোচনা কর।
প্ৰশ্ন৷॥৩॥স্থানীয় শাসন বলতে কী বুঝ? স্থানীয় সরকারের গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন॥৪॥বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর।
প্ৰশ্ন৷৫৷।বাংলাদেশে স্থানীয় সরকারের প্রধান সমস্যাগুলো চিহ্নিত কর এবং সমাধানের পরামর্শ দাও।
প্ৰশ্ন৷৬৷।স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বুঝ? সংজ্ঞা দাও।
প্ৰশ্ন৷৭৷৷স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের ক্ষেত্রে বিকেন্দ্রীকরণের যথার্থতা আলোচনা কর।
প্ৰশ্ন৷৮৷৷জাতীয় রাজনীতি বলতে কী বুঝ? বাংলাদেশের জাতীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতির প্রভাব আলোচনা কর।
প্রশ্ন॥৯॥স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের বৈশিষ্ট্যসমূহ উলেখ কর।
প্ৰশ্ন৷৷১০৷৷স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের গুরুত্ব আলোচনা কর ।
প্ৰশ্ন৷ ১১৷৷স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১২৷স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলতে কী বুঝ? স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১৩৷৷স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের তত্ত্বসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷১৪৷৷স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মূলনীতিসমূহ আলোচনা কর ।
প্ৰশ্ন৷১৫৷স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷১৬৷স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের প্রতিবন্ধকতা দূরীকরণের সুপারিশমালা আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১৭৷৷স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলতে কী বুঝ? এর বৈশিষ্ট্য কী? বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থার স্বরূপ তুলে ধর।
প্ৰশ্ন৷ ১৮৷৷ইউনিয়ন পরিষদের গঠন, বৈশিষ্ট্য, লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর।
প্ৰশ্ন৷১৯৷৷ ইউনিয়ন পরিষদের কার্যাবলিসমূহ কী কী? ইউনিয়ন পরিষদের সাথে জনগণের সম্পৃক্ততার স্বরূপ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২০৷৷ বাংলাদেশের ইউনিয়ন পরিষদের গঠন ও কার্যাবলি আলোচনা কর।।
প্ৰশ্ন৷২১৷ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যপদের যোগ্যতা ও অযোগ্যতা এবং পদত্যাগ, অপসারণ ও পদশূন্যতা সম্পর্কিত বিধান উলেখ কর ।
প্ৰশ্ন৷৷২২৷৷ ইউনিয়ন পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য, গঠন ও তহবিল গঠন সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৩৷৷ উপজেলা পরিষদের গঠন, কার্যাবলি ও আয়ের উৎস সম্পর্কে আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷২৪৷৷ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের যোগ্যতা, দায়িত্ব এবং নির্বাহী ক্ষমতা আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷২৫৷ জেলা পরিষদ স্থাপন, গঠন ও মেয়াদ, চেয়ারম্যান ও সদস্য ও মহিলা সদস্যগণের যোগ্যতা এবং পদত্যাগ ও অপসারণ প্রক্রিয়া লিখ ।
প্ৰশ্ন৷৷২৬৷৷জেলা পরিষদের তহবিল গঠন, সরকারের নিয়ন্ত্রণ ও বিধিপ্রণয়ন ক্ষমতা সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷২৭৷।বাংলাদেশের জেলা পরিষদের গঠন উদ্দেশ্য ও কার্যাবলি আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৮৷৷জেলা পরিষদের সমাজকল্যাণমূলক ও জনস্বাস্থ্যমূলক কার্যাবলি আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷২৯৷৷পৌরসভার উদ্দেশ্য ও গঠন এবং কার্যাবলিসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৩০৷৷পৌরসভার মেয়র বা কাউন্সিলরদের যোগ্যতা ও তাদের অপসারণ ও শূন্যপদ পূরণ এবং পৌরসভা বাতিল প্রক্রিয়া আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৩১৷৷পৌরসভার কার্যাবলি লিখ এবং পৌরসভার সাথে জনগণ কীভাবে সম্পৃক্ত থাকে?
প্ৰশ্ন৷৷৩২৷৷সিটি কর্পোরেশনের গঠন ও কার্যাবলি আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৩৩৷৷পার্বত্য চট্টগ্রাম জেলা স্থানীয় সরকার পরিষদের গঠন এবং চেয়ারম্যান ও সদস্যপদে নির্বাচিত হবার যোগ্যতা ও অযোগ্যতাসমূহ আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷৩৪৷৷পার্বত্য চট্টগ্রাম জেলা স্থানীয় পরিষদের গঠন, কার্যাবলি এবং আয়ের উৎসসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৩৫৷৷বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের ক্রমবিবর্তন ধারা বর্ণনা কর।
প্ৰশ্ন৷৩৬৷প্রাক ব্রিটিশ যুগে বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থার স্বরূপ আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷৩৭৷৷ব্রিটিশ শাসনের ফলে বাংলাদেশের স্বশাসিত গ্রামীণ ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল কেন? আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৮৷৷গ্রামীণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর গৌরব ফিরিয়ে আনার ক্ষেত্রে ব্রিটিশ সরকারের পদক্ষেপসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৯৷৷ঔপনিবেশিক আমলের স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার প্রতিষ্ঠায় লর্ড রিপনের প্রস্তাব আলোচনা কর।
প্ৰশ্ন৷৷ ৪০৷৷ বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ইংরেজ প্রবর্তিত বঙ্গীয় স্থানীয় স্বায়ত্তশাসন আইন ১৮৮৫ কী অবদান রাখে?
প্ৰশ্ন৷৷৪১৷৷১৮৮৫ সালের বঙ্গীয় স্থানীয় স্বায়ত্তশাসন আইনে গঠিত লোকাল বোর্ডের বর্ণনা দাও।
প্ৰশ্ন৷৷৪২৷৷১৯১৯ সালের বঙ্গীয় গ্রামীণ স্বায়ত্তশাসন আইনের প্রকৃতি আলোচনা কর।
প্ৰশ্ন৷৷ ৪৩৷৷পাকিস্তান শাসনামলে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার স্বরূপ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷ ৪৪৷৷মৌলিকগুণতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৪৫৷৷ মৌলিক গণতন্ত্র বলতে কী বুঝ? মৌলিক গণতন্ত্র ব্যবস্থার মূল্যায়ন কর।
প্ৰশ্ন৷৷৪৬৷৷ “মৌলিক গণতন্ত্র ছিল স্থানীয় স্বায়ত্তশাসনের অন্তরায়”-উক্তিটি আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৪৭৷৷ বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার ক্রমবিবর্তন আলোচনা কর।
প্ৰশ্ন৷৷ ৪৮৷৷ইউনিয়ন পরিষদের বিবর্তন ও বিকাশ আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷৪৯৷৷ পৌরসভার বিবর্তন ও বিকাশ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৫০৷৷ জেলা কাউন্সিলের ক্রমবিবর্তন ও বিকাশ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৫১৷৷ বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎসসমূহ ও ব্যয়ের খাতসমূহ বর্ণনা কর ।
প্ৰশ্ন৷৷৫২৷৷ গণতন্ত্র প্রতিষ্ঠায় স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা কর।