স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলতে কী বুঝ?

অথবা, স্থানীয় স্বায়ত্তশাসন কী?
অথবা, স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বুঝ?
অথবা, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কী?
ভূমিকা :
স্থানীয় স্বায়ত্তশাসন বলতে একটি দেশের ক্ষুদ্র ক্ষুদ্র এলাকার জনসাধারণের প্রতিনিধি দ্বারা পরিচালিত স্ব-স্ব এলাকার শাসনব্যবস্থাকে বুঝায়। স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব অত্যন্ত বেশি এবং দেশের শাসনব্যবস্থায় স্থানীয় হায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
স্থানীয় স্বায়ত্তশাসন/স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার : স্থানীয় স্বায়ত্তশাসন বলতে একটি দেশের ক্ষুদ্র ক্ষুদ্র এলাকার জনসাধারণের প্রতিনিধি দ্বারা পরিচালিত স্ব-স্ব এলাকার শাসনব্যবস্থাকে বুঝায়। কেন্দ্রীয় শাসনের নিম্নস্তরে গ্রাম ও শহর এলাকার নানাবিধ স্থানীয় সমস্যা থাকে। প্রত্যেক এলাকার জনপ্রতিনিধি দ্বারা গঠিত স্থানীয় সংস্থা সংশ্লিষ্ট এলাকার স্থানীয় সমস্যাবলি সমাধানকল্পে বহুবিধ কাজ সম্পাদন করে। এলাকাভিত্তিক এরূপ শাসনব্যবস্থা স্থানীয় স্বায়ত্তশাসন নামে পরিচিত স্থানীয় স্বায়ত্তশাসন বলতে স্থানীয় সমস্যা সমাধানকল্পে স্থানীয় জনগণের নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি নির্দিষ্ট ভূখণ্ড বা এলাকার শাসন পরিচালনাকে বুঝায়। এটা স্থানীয় সমস্যাসমূহের সমাধানের পথ প্রশস্ত করে অর্থাৎ স্থানীয় লােকেরা নিজেরাই যখন নিজেদের প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় বা আঞ্চলিক সমস্যার সমাধান করেন তখন এ শাসনব্যবস্থাকে স্থানীয় স্বায়ত্তশাসন বলা হয়। এই নির্দিষ্ট এলাকা বা ভূখণ্ডের আয়তন একটা জেলার সমান হতে পারে, উপজেলা হতে পারে, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড অথবা গ্রাম হতে পারে। এ অঞ্চলভিত্তিক প্রতিনিধিদের সামগ্রিকভাবে সরকার বলা যেতে পারে। তাদের প্রশাসনিক, আইনানুগ ও নির্বাহী ক্ষমতা রয়েছে। তারা জাতীয় আইনের সাথে সমন্বয় রেখে উপবিধি প্রণয়ন করতে পারে ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, স্থানীয় সমস্যা সমাধানের জন্য স্থানীয়ভাবে দায়িত্বশীল জনপ্রতিনিধি দ্বারা গঠিত সংস্থাগুলাে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে যে শাসন পরিচালনা করে তাকে স্থানীয় স্বায়ত্তশাসন বলা হয়।