স্থানীয় স্বায়ত্তশাসনের সংজ্ঞা দাও।

অথবা, স্থানীয় স্বায়ত্তশাসন কাকে বলে?
অথবা, স্থানীয় স্বায়ত্তশাসনের সংজ্ঞা কী?।
অথবা, স্থানীয় স্বায়ত্তশাসনে সংজ্ঞা লেখ।
অথবা, স্থানীয় স্বায়ত্তশাসনের প্রামান্য সংজ্ঞা উল্লেখ কর।
ভূমিকা :
স্থানীয় স্বায়ত্তশাসন বলতে একটি দেশের ক্ষুদ্র ক্ষুদ্র এলাকার জনসাধারণের প্রতিনিধি দ্বারা পরিচালিত স্ব স্ব এলাকার শাসনব্যবস্থাকে বুঝায়।
স্থানীয় স্বায়ত্তশাসনের সংজ্ঞা : স্থানীয় লােকেরা নিজেরাই যখন নিজেদের প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় বা আঞ্চলিক সমস্যার সমাধান করেন তখন এ শাসনব্যবস্থাকে স্থানীয় স্বায়ত্তশাসন বলা হয়।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ও প্রশাসনবিদ স্থানীয় স্বায়ত্তশাসনকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। সংজ্ঞাসমূহ নিম্নরূপ ই.এল.হ্যালজাক বলেন, “যদি কোন স্থানীয় সংস্থা অন্যান্য সংস্থা হতে ভিন্নভাবে শাসন পরিচালনা করার ক্ষমতা ভােগ করে, তাহলে সেই শাসনব্যবস্থাকে স্থানীয় স্বায়ত্তশাসন বলে।”Encyclopaedia Britannica এর বর্ণনা অনুসারে, “একটি বৃহৎ সমাজকে ছােট ছােট অংশে ভাগ করে পরিচালনার দায়িত্ব জনগণের হাতে তুলে দেয়ার নাম স্থানীয় স্বায়ত্তশাসন।” জি.এম.হ্যারিসের মতে, “স্থানীয় সরকার হচ্ছে স্থানীয় সংস্থা কর্তৃক স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচিত সরকার। নির্বাচিত হলেও জাতীয় সরকারের কর্তৃত্বধীন। কিছু বিষয় রয়েছে তাদের ক্ষমতা, দায়িত্ব ও স্ববিবেচনামূলক ক্ষমতা এবং এসব বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কোনরূপ হস্তক্ষেপ ছাড়াই তারা ক্ষমতা প্রয়ােগ করতে পারে।” মাইকেল কিটিং এর মতে, “স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার হলাে ব্যক্তিবর্গের সংঘ বা সমিতি এবং তারা নিজেদের বিষয়াদি নির্দিষ্ট এলাকার মধ্যে নিজেরাই শাসন বা পরিচালনা করে এবং কিভাবে তারা ক্ষমতা প্রয়ােগ করবে সে ব্যাপারে তারা নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করে।” ইন্ডিয়ান স্টেটুটরি কমিশনের ভাষ্য অনুসারে, “স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার একটি স্থানীয় প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা, যা স্থানীয় জনসাধারণের নিকট দায়ী, যে শাসনব্যবস্থা পরিচালনায় আইন প্রণয়ন, বিচার, শাসন এমনকি নিজস্ব তহবিল সৃষ্টির মানসে এলাকায় জনসাধারণের উপর করারােপ করতে পারে।”
উপসংহার : উপযুক্ত আলােচনার প্রেক্ষিতে বলা যায় যে, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার হলাে স্থানীয় এলাকার, স্থানীয় জনগণের প্রতিনিধি কর্তৃক পরিচালিত এক ধরনের শাসনব্যবস্থা। যেখানে সীমিত আকারে হলেও প্রতিনিধিরা আইন তৈরি, অর্থসংগ্রহ ও ব্যয়, পরিকল্পনা তৈরি ইত্যাদি বাস্তবায়ন করতে পারে।