ক-বিভাগ
মুতাজিলা সম্প্রদায়ের প্রতিক্রিয়া স্বরূপ কোন সম্প্রদায়ের উদ্ভব ঘটে?
উত্তর : মুতাজিলা সম্প্রদায়ের প্রতিক্রিয়া স্বরূপ আশারিয়া সম্প্রদায়ের উদ্ভব ঘটে।
মুতাজিলাবিরোধী চিন্তাবিদদের নিশ্চিহ্ন করার প্রয়াস কে পেয়েছিলেন?
উত্তর : মুতাজিলাবিরোধী চিন্তাবিদের নিশ্চিহ্ন করার প্রয়াস পেয়েছিলেন আল মামুন।
‘এখওয়ানুস সাফা’ অর্থ কী?
উত্তর : ‘এখওয়ানুস সাফা’ অর্থ হলো পবিত্র ভাতৃসংঘ।
আল আশারি কয় ভাই ছিলেন?
উত্তর : আল আশারি তিন ভাই ছিলেন।
আবুল হাসান আল-আশারি কার দল পরিত্যাগ করেন?
উত্তর : আবুল হাসান আল আশারি তদীয় আল জুবাইয়ের দল পরিত্যাগ করেন।
কোন সম্প্রদায়ের চিন্তাবিদরা মুতাজিলাদের সঙ্গে মোকাবিলা করার জন্য কালামের আশ্রয় গ্রহণ করেন?
উত্তর : আশারিয়া সম্প্রদায়ের চিন্তাবিদরা মুতাজিলাদের সঙ্গে মোকাবিলা করার কালামের আশ্রয় গ্রহণ করেন।
‘কালাম’ অর্থ কী?
উত্তর : ‘কালাম’ অর্থ যুক্তি।
আশারিয়া চিন্তাবিদরা কী নামে পরিচিত?
উত্তর : আশারিয়া চিন্তাবিদরা আবার ‘মোতাকালিমুন’ নামে পরিচিত।
ওলিয়ারীর মতে কালাম কাকে বলে?
উত্তর : ওলিয়ারীর মতে ধর্মের ব্যাখ্যা ও রক্ষার জন্য যে দার্শনিক পদ্ধতির ব্যবহার করা হয় তাকে ‘কালাম’ বলে।
আশারিয়াদের মতে কালামের উদ্দেশ্য কী ছিল?
উত্তর : আশারিয়াদের মতে কালামের একমাত্র উদ্দেশ্য ধর্মের নীতিসমূহ দৃঢ় ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত করা এবং অভ্রান্ত ও অকাট্য প্রমাণিত করা।
আশারিয়া চিন্তাবিদরা বিশ্বাস করতেন যে ধর্মকে ‘বেদাত’ থেকে রক্ষা করার জন্য একদল লোককে কি শিক্ষা করতে হবে?
উত্তর : আশারিয়া চিন্তাবিদরা বিশ্বাস করতেন যে ধর্মকে ‘বেদাত’ থেকে রক্ষা করার জন্য একদল লোককে কালাম’ শিক্ষা করতে হবে।
গোপনে প্রচার কাজ চালাতেন কারা?
উত্তর : গোপনে প্রচার কাজ চালাতেন আশারিয়া চিন্তাবিদরা।
আশারিয়া মতবাদের পৃষ্ঠপোষকতা দান করলেন কে কে?
উত্তর : আশারিয়া মতবাদের পৃষ্ঠপোষকতা দান করলেন সুলতান আলপ আরসালান ও তদীয় সুযোগ্য মন্ত্রী নিজামুল মূলক।
বহু বিচক্ষণ মুসলিম মনীষী কার পথ অনুসরণ করেন?
উত্তর : বহু বিচক্ষণ মুসলিম মনীষী আল আশারির পথ অনুসরণ করেন।
মেসোপটেমিয়া, সমরখন্দ ও মিশরে কে কে কার্যরত ছিলেন?
উত্তর : মেসোপটেমিয়া, সমরখন্দ ও মিশরে কার্যরত ছিলেন যথাক্রমে আল আশারি, আল-মাতরুদি ও আততাহারি।
মুতাজিলা ও আশারিয়া উভয় সম্প্রদায়কে কী বলা হয়?
উত্তর : মুতাজিলা ও আশারিয়া উভয় সম্প্রদায়কে ‘মুতাকালিমুন’ বলা হয়।
আশারিয়া চিন্তাবিদরা কোন নীতি বর্জন করেন?
উত্তর : মালেকি মাজহাবিদের আদর্শ ধর্মের ক্ষেত্রে ‘বিলা কায়ফা’ চলবে আশারিয়া চিন্তাবিদরা এই নীতি বর্জন করেন।
‘বিলা কায়ফা’ অর্থ কী?
উত্তর : ‘বিলা কায়ফা’ অর্থ হলো কেমন করে।
প্রজ্ঞাকে প্রত্যাদেশের উর্ধ্বে স্থান দিতেন কারা?
উত্তর : প্রজ্ঞাকে প্রত্যাদেশের উর্ধ্বে স্থান দিতেন মুতাজিলারা।
আলাহর সিফাত, কুরআনের নিত্যতা, আলাহর দর্শন, ইচ্ছার স্বাধীনতা, ইষ্ট-অনিষ্ট, জগতের সৃষ্টি, আলাহর বিচার ও
সুপারিশ এবং কারণতত্ত্ব ও জগৎ ইত্যাদি সম্পর্কে কারা আলোচনা করেছেন?
উত্তর : আলাহর সিফাত, কুরআনের নিত্যতা, আলাহর দর্শন, ইচ্ছার স্বাধীনতা, ইষ্ট-অনিষ্ট, জগতের সৃষ্টি, শালার বিচার ও সুপারিশ এবং কারণতত্ত্ব ও জগৎ ইত্যাদি সম্পর্কে আশারিয়া চিন্তাবিদরা আলোচনা করেছেন।
আলাহর সাতটি প্রজ্ঞানিত সিফাতের নাম লিখ।
উত্তর : আলাহর সাতটি প্রজ্ঞানিত সিফাতের নাম হলো (i) জীবন (ii) শক্তি (iii) জ্ঞান (iv) ইচ্ছা (v) শ্রবণ (vi) দর্শন ও (vii) কথন।
আল-আশারি আলাহর বিভিন্ন গুণ প্রমাণ করার চেষ্টা করেছেন কার সাহায্যে?
উত্তর : আল-আশারি আলাহর বিভিন্ন গুণ প্রমাণ করার চেষ্টা করেছেন কুরআনের আয়াতের সাহায্যে।
আলাহকে যে অর্থে মহান বলা হয় কাকে সেই অর্থে মহান বলা যায় না?
উত্তর : আলাহকে যে অর্থে মহান বলা হয় কোন নৃপতিকে সেই অর্থে মহান বলা যায় না।
‘বিলা কায়ফা’ ও ‘মুখালাফা’ নীতি দুটি কার?
উত্তর : ‘বিলা কায়ফা’ ও ‘মুখালাফা’ নীতি দুটি আল-আশারির।
মুতাজিলাদের মতে, কুরআন সৃষ্টির করার পূর্বে আলাহকে কী বলতে হয়েছে?
উত্তর : মুতাজিলাদের মতে, কুরআন সৃষ্টির করার পূর্বে আলাহকে’কুন’ বলতে হয়েছে।
কোন শব্দ সৃষ্টির জন্য অন্য একটি শব্দ উচ্চারণ করতে হয়েছে?
উত্তর : ‘কুন’ শব্দ সৃষ্টির জন্য অন্য একটি শব্দ উচ্চারণ করতে হয়েছে।
ওলিয়ারীর মতে কুরআনের ভাষা বিশেষণে কিছুসংখ্যক সিরীয়, ফরাসি ও গ্রিক শব্দ কার মধ্যে দেখতে পাওয়া যায়?
উত্তর : ওলিয়ারীর মতে কুরআনের ভাষা বিশেষণে কিছু সংখ্যক সিরীয়, ফরাসি ও গ্রিক শব্দ কুরআনের মধ্যে দেখতে পাওয়া যায়।
‘আলাহর দর্শনের’ সম্ভাব্যতা অস্বীকার করেন কারা?
উত্তর : ‘আলাহর দর্শনের সম্ভাব্যতা অস্বীকার করেন মুতাজিলা চিন্তাবিদরা।
মুতাজিলাদের যুক্তি খণ্ডনের জন্য কারা হাদিস থেকে প্রমাণ সংগ্রহ করেছেন?
উত্তর : মুতাজিলাদের যুক্তি খণ্ডনের জন্য আশারিয়ারা হাদিস থেকে প্রমাণ সংগ্রহ করেছেন।
যখন মানুষ লিখে তখন আলাহ তাকে কী দান করে?
উত্তর : যখন মানুষ লিখে তখন আলাহ তাকে লিখবার শক্তি দান করে।
কোন কোন পাশ্চাত্য পণ্ডিত কাকে মৌলিক চিন্তাবিদ বলে অভিহিত করেছেন?
উত্তর : কোন কোন পাশ্চাত্য পণ্ডিত আল-আশারিকে মৌলিক চিন্তাবিদ বলে অভিহিত করেছেন।
মুতাজিলা চিন্তাবিদরা প্রজ্ঞা সম্পর্কে কী বলেন?
উত্তর : মুতাজিলা চিন্তাবিদরা বলেন যে প্রজ্ঞা ইষ্ট অনিষ্ট বা ভালো মন্দের একমাত্র মাপকাঠি
মুতাজিলা চিন্তাবিদরা ইষ্ট-অনিষ্ট কথাটিকে কয়টি অর্থে গ্রহণ করেন?
উত্তর : মুতাজিলা চিন্তাবিদরা ইষ্ট অনিষ্ট কথাটিকে তিনটি অর্থে গ্রহণ করেন।
আশারিয়া চিন্তাবিদরা মুতাজিলা মতের বিরুদ্ধে এক নতুন মতবাদ উপস্থাপিত করেন এই মতবাদ কী নামে পরিচিত?
উত্তর : আশারিয়া চিন্তাবিদরা মুতাজিলা মতের বিরুদ্ধে এক নতুন মতবাদ উপস্থাপিত করেন এই মতবাদ পরমাণুবাদ নামে পরিচিত।
পরমাণুবাদ কার ধারণার বিরুদ্ধে এক মস্ত বড় চ্যালেঞ্জ?
উত্তর : পরমাণুবাদ অ্যারিস্টটলীয় নিশ্চল জগতের ধারণার বিরুদ্ধে এক মস্ত বড় চ্যালেঞ্জ।
পরমাণু কাকে বলা হয়?
উত্তর : পরিবর্তনশীল বস্তুর অন্তর্নিহিত সত্তাকে পরমাণু বলা হয়।
পরমাণুতত্ত্ব কাদের এক বিরাট অবদান?
উত্তর : পরমাণুতত্ত্ব আশারিয়া চিন্তাবিদদের এক বিরাট অবদান।
আলাহর ন্যায় বিচারের সঙ্গে হযরতের সুপারিশ বেমানান নয়’ এটি কাদের মত?
উত্তর : আলাহর ন্যায় বিচারের সঙ্গে হযরতের সুপারিশ বেনানান নয় এটি আশারিয়াদের মত।
আল-আশরীর পূর্ণ নাম কী?
উত্তর : আল-আশরীর পূর্ণ নাম আবুল হাসান আলী বিন ইসমাইল আল-আশারি।
আল-আশারি কত খ্রিস্টাব্দে বসরায় জন্মগ্রহণ করেন?
উত্তর : আল-আশারি ৮৭৩ খ্রিস্টাব্দে বসরায় জন্মগ্রহণ করেন।
আল-আশারি কত খ্রিস্টাব্দে বাগদাদে মৃত্যুবরণ করেন?
উত্তর : আল-আশারি ৯৫৩ খ্রিস্টাব্দে বাগদাদে মৃত্যুবরণ করেন।
আল-আশারি কার শিষ্য ছিলেন?
উত্তর : আল-আশারি মুতাজিলা চিন্তাবিদ আল-জুবাইয়ের শিষ্য ছিলেন।
আল-আশারি কত বছর পর্যন্ত মুতাজিলা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন?
উত্তর : আল-আশারি চলিশ বছর পর্যন্ত মুতাজিলা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন।
কত খ্রিস্টাব্দে এক শত্রুবার দিনে বসরার মসজিদে জনসমক্ষে আল-আশারি মুতাজিলা মতবাদের পরিবর্জনের কথা ঘোষণা করেন?
উত্তর : ৯১২ খ্রিস্টাব্দে এক শুক্রবার দিনে বসরার মসজিদে জনসমক্ষে আল-আশারি মুতাজিলা মতবাদের
পরিবর্তনের কথা ঘোষণা করেন।
মুতাজিলাদের বিরুদ্ধে আল-আশারি যে গ্রন্থ প্রণয়ন করেন তার নাম কী?
উত্তর : মুতাজিলাদের বিরুদ্ধে আল-আশারি যে গ্রন্থ প্রণয়ন করে তার নাম হলো কিতাবুশ শারহ ওয়াত তাফসিল।
আল-আশারি ধর্মতত্ত্ব সম্পর্কে কী কী গ্রন্থ প্রণয়ন করেছেন?
উত্তর : আল-আশারি ধর্মতত্ত্ব সম্পর্কে ‘লুম’ ‘মুজাজ’ ‘ইদাহ আল বুরহান ‘তাবিয়িন’ প্রভৃতি গ্রন্থ প্রণয়ন করেছেন।
আল-আশারি, মুতাজিলা ও সেফাতি সম্প্রদায়ের মধ্যে সমন্বয় সাধন করেন কারা?
উত্তর : আল-আশারি, মুতাজিলা ও সেফাতি সম্প্রদায়ের মধ্যে সমন্বয় সাধন করেন গোঁড়াপন্থিরা।
আলাহর গুণাবলি চিরন্তন এই মতবাদ আশারিয়াদের কোন মতবাদ নামে পরিচিত?
উত্তর : আলাহর গুণাবলি চিরন্তন এই মতবাদ আশারিয়াদের ‘মুখালাফা’ মতবাদ নামে পরিচিত
ওয়াদা ভঙ্গ কে করেন না?
উত্তর : ওয়াদা ভঙ্গ করেন না আলাহ।
আল-বাকিলানির পূর্ণ নাম কী?
উত্তর : আল-বাকিলানির পূর্ণ নাম আবুবকর মুহম্মদ বিন আলতিব্ব আল-বাকিলানি।
আল-বাকিলানি কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : আল-বাকিলানি ১১০৩ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
একজন প্রসিদ্ধ আশারিয়া চিন্তাবিদ এর নাম লিখ ।
উত্তর : একজন প্রসিদ্ধ আশারিয়া চিন্তাবিদ হলেন আল-বাকিলানি।
‘কিতাবুত তামহিদ’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘কিতাবুত তামহিদ’ গ্রন্থের রচয়িতা হলেন আল বাকিলানী।
খ-বিভাগ
প্রশ্ন॥১॥আশারিয়া সম্প্রদায় বলতে কী বুঝ?
প্রশ্ন॥২॥নির্বাচন বলতে কী বুঝ?
প্রশ্ন।৩।কুরআনের নিত্যতা সম্পর্কে আশারিয়াদের মতবাদ সংক্ষেপে লেখ।
প্রশ্ন॥৪॥আশারিয়াদের প্রধান মতবাদসমূহ সংক্ষেপে লেখ ।
প্রশ্ন।৫।আশারিয়াদের পরমাণুতত্ত্ব বলতে কী বুঝ?
প্রশ্ন।৬।আল্লাহ্র গুণাবলি সম্পর্কে আশারিয়াদের মতবাদ লেখ।
প্রশ্ন॥৭॥স্বাধীনতা সম্পর্কে আশারিয়াদের মতবাদ উল্লেখ কর।
প্রশ্ন॥৮॥মুতাজিলা ও আশারিয়াদের মধ্যে পার্থক্য লেখ।
গ-বিভাগ
প্রশ্ন।১।মুসলিম দর্শনের ইতিহাসে কারা আশারিয়া নামে পরিচিত? আশারিয়া সম্প্রদায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
প্রশ্ন।২।আশারিয়াদের অবদানসমূহ আলোচনা কর।
প্রশ্ন।৩।আশারিয়া কারা? ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে আশারিয়াদের মত ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৪॥আশারিয়া কারা? তাদের প্রধান প্রধান মতবাদগুলো আলোচনা কর।
প্রশ্ন।৫।আল্লাহর গুণাবলি সম্পর্কে আশারিয়াদের মতবাদ আলোচনা কর।
প্রশ্ন।৬।কুরআনের নিত্যতা সম্পর্কে আশারিয়াদের মতবাদ আলোচনা কর।
প্রশ্ন॥৭॥আল্লাহর গুণাবলি ও কুরআনের নিত্যতা সম্পর্কে আশারিয়াদের মত আলোচনা কর।
প্রশ্ন॥৮॥আশারিয়াদের পরমাণু তত্ত্ব ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৯॥ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে মুতাজিলা ও আশারিয়াদের মতবাদ ব্যাখ্যা ও বিশ্লেষণ কর।
প্রশ্ন।১০।আল্লাহর গুণাবলি সম্পর্কে মুতাজিলা ও আশারিয়াদের মতামত আলোচনা কর।
প্রশ্ন।১১।মুতাজিলা ও আশারিয়া মতবাদের মধ্যে পার্থক্য আলোচনা কর।