সপ্তম অধ্যায়, সুফি

ক-বিভাগ

সুফি শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
উত্তর : সুফি শব্দটি আহলুস সাফফা শব্দ থেকে উদ্ভূত হয়েছে।
কোন শব্দটির উৎপত্তির সম্পর্কে চিন্তাবিদদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়?
উত্তর : ‘সুফি’ শব্দটির উৎপত্তির সম্পর্কে চিন্তাবিদদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়।
শরিয়ত কাকে বলা হয়?
উত্তর : ইসলামি জীবন বিধানকে শরিয়ত বলা হয়।
শরিয়ত শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
উত্তর : শরিয়ত শব্দটি ‘শরা’ শব্দ থেকে উদ্ভূত হয়েছে।
মানুষের অধিকার ও কর্তব্যের নির্দেশনামা কী?
উত্তর : মানুষের অধিকার ও কর্তব্যের নির্দেশনামা শরিয়ত।
শরিয়তের বিধান বা কানুন মান্য করে চলা কিশের শর্ত?
উত্তর : শরিয়তের বিধান বা কানুন মান্য করে চলা ঈমানের অন্যতম শর্ত।
মুসলমান জাতির ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, গার্হস্থ্য ও ব্যক্তিগত জীবনের সকল প্রয়োজনীয় নির্দেশ কোথায় রয়েছে?
উত্তর : মুসলমান জাতির ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, গার্হস্থ্য ও ব্যক্তিগত জীবনের সকল প্রয়োজনীয় নির্দেশ শরিয়তে রয়েছে।
মানুষর জীবনের ক্রিয়াগুলোকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে?
উত্তর : মানুষের জীবনের ক্রিয়াগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে।
মানুষের জীবনের দুইটি ক্রিয়ার নাম লিখ?
উত্তর : মানুষের জীবনের দুইটি ক্রিয়ার নাম হলো ১. বাহ্যক্রিয়া ও ২. অভ্যন্তরীণ ক্রিয়া।
কথা বলা, দেখা, স্পর্শ করা, আঘাত করা, ঘ্রাণ লওয়া, হাত পায়ের ব্যবহার করা ইত্যাদি কার উদাহরণ?
. উত্তর : কথা বলা, দেখা, স্পর্শ করা, আঘাত করা, ঘ্রাণ লওয়া, হাত পায়ের ব্যবহার করা ইত্যাদি বাহ্যক্রিয়ার উদাহরণ।
অভ্যন্তরীণ ক্রিয়ার উদাহরণ দাও।
উত্তর : অভ্যন্তরীণ ক্রিয়ার উদাহরণ হলো, চিন্তা করা, ইচ্ছা করা, অনুভব করা, বিশ্বাস করা ইত্যাদি ।
কাকে ছাড়া মারেফত অসম্ভব?
উত্তর : শরিয়ত ছাড়া মারেফত অসম্ভব।
মানুষের ধর্মীয় ও আধ্যাত্মিক অধিকার ও কর্তব্যসমূহের চার ভাগের নাম লিখ।
উত্তর : মানুষের ধর্মীয় ও আধ্যাত্মিক অধিকার ও কর্তব্যসমূহের চার ভাগের নাম হলো ১. আলাহর অধিকার ২. মানুষের ব্যক্তিগত অধিকার ৩. মানুষের সামাজিক অধিকার এবং ৪. জগতের অন্যান্য জীবের অধিকার।
শরিয়তে আলাহর অধিকারকে কী বলে?
উত্তর : শরিয়তে আলাহর অধিকারকে ‘হককুলাহ’ অর্থাৎ আলাহর হক বলা হয়।
শরিয়ত মানবজাতির কিসের দিশারি?
উত্তর : শরিয়ত মানবজাতির কল্যাণের দিশারি।
সমাজের প্রথম স্তরের নাম কী?
উত্তর : সমাজের প্রথম স্তরের নাম হলো পরিবার।
শরিয়তের বিধান অনুযায়ী প্রত্যেক মানুষের কাছে প্রত্যেক মানুষের কিছু পাওনা আছে। এ পাওনাকে কোন পাওনা বলে?
উত্তর : শরিদ্যুতের বিধান অনুযায়ী প্রত্যেক মানুষের কাছে প্রত্যেক মানুষের কিছু পাওনা আছে। এ পাওনাকে মনুষ্যত্বের পাওনা বলে।
শরিয়ত প্রতিষ্ঠা করতে চায় কী ধরনের সমাজ?
উত্তর : শরিয়ত প্রতিষ্ঠা করতে চায় আদর্শ সমাজ।
মানুষের পূর্ণাঙ্গ বিকাশ সাধন করাই কার লক্ষ্য?
উত্তর : মানুষের পূর্ণাঙ্গ বিকাশ সাধন করাই শরিয়তের লক্ষ্য।
ইসলামি জীবনব্যবস্থার, ইসলামি তাহজিব তমুদ্দুনের প্রাণশক্তির নাম কী?
উত্তর : ইসলামি জীবনব্যবস্থার, ইসলামি তাহজিব তমুদ্দুনের প্রাণশক্তির নাম হলো শরিয়ত।
শরিয়ত মানবীয় কার্যাবলির দুটি নাম লিখ।
উত্তর : শরিয়ত মানবীয় কার্যাবলির দুটি নাম হলো : ১. আইনসঙ্গত এবং ২. আইন বিরোধী।
আইনসঙ্গত কার্যাবলি কয়টি শ্রেণীতে বিভক্ত?
উত্তর : আইনসঙ্গত কার্যাবলি ছয়টি শ্রেণীতে বিভক্ত।
আইনসঙ্গত কার্যাবলির ছয়টি শ্রেণীর নাম লিখ।
উত্তর : আইনসঙ্গত কার্যাবলির ছয়টি শ্রেণীর নাম হলো ১. ফরজ ২, ওয়াজিব ৩. সুন্নত ৪. মুস্তাহাব ৫. নফল ও ৬. মুবাহ।
আইন বিরোধী কাজের দুটি নাম লিখ।
উত্তর : আইন বিরোধী কাজের দুটি নাম হলো ১. মাকরুহ এবং ২. হারাম।
ফরজ কয়টি শ্রেণীতে বিভক্ত?
উত্তর : ফরজ দুটি শ্রেণীতে বিভক্ত।
দুই শ্রেণীর ফরজের নাম লিখ।
উত্তর : দুই শ্রেণীর ফরজের নাম হলো ১. ফরজে আইন এবং ২. ফরজে কেফায়া।
ধর্ম যুদ্ধ, জানাজার নামাজ ইত্যাদি কোন শ্রেণীর ফরজ।
উত্তর : ধর্মযুদ্ধ, জানাজার নামাজ ইত্যাদি ফরজে কেফায়া।
ফরজের পরে কোনটির স্থান?
উত্তর : ফরজের পরে ওয়াজিব এর স্থান।
ওয়াজিব পরিত্যাগ করা কোন ধরনের গোনাহ?
উত্তর : ওয়াজিব পরিত্যাগ করা কবিরা গোনাহ।
হযরত মুহাম্মদ (স) নিজের জীবনে যা পালন করেন, যা বিধান দিয়েছেন এবং অনুমোদন করেছেন তা কী নামে পরিচিত?
উত্তর : হযরত মুহাম্মদ (স) নিজের জীবনে যা পালন করেন, যা বিধান দিয়েছেন এবং অনুমোদন করেছেন ত সুন্নাতে রাসূল’ নামে পরিচিত।
সুন্নাত কয় প্রকার?
উত্তর : সুন্নাত দুই প্রকার।
দুই প্রকার সুন্নাতের নাম লিখ।
উত্তর : দুই প্রকার সুন্নাতের নাম হলো ১. সুন্নাতে মুয়াক্কাদা এবং ২. সুন্নাতে গায়ের মুযাক্কাদা।
যে সমস্ত কাজ রাসূলুলাহ নিয়মিতভাবে করে গেছেন তা কী নামে পরিচিত?
উত্তর : যে সমস্ত কাজ রাসূলুলাহ নিয়মিতভাবে করে গেছেন তা সুন্নাতে মুয়াক্কাদা নামে পরিচিত?
যে কাজ হযরত নিয়মিতভাবে করেন নি, মাঝে মাঝে করেছেন তা কী নামে পরিচিত?
উত্তর : যে কাজ হযরত নিয়মিতভাবে করেন নি, মাঝে মাঝে করেছেন তা সুন্নাতে গায়ের মুয়াক্কাদা নামে পরিচিত।
আছরের ওয়াক্তে চার রাকাত সুন্নত নামাজ কার অন্যতম দৃষ্টান্ত?
উত্তর : আছরের ওয়াক্তে চার রাকাত সুন্নত নামাজ মুস্তাহাবের অন্যতম দৃষ্টান্ত।
শরিয়ত যে সমস্ত কাজ অনুমোদন করেন নি কিংবা নিষেধও করেন নি তাদেরকে কী বলা হয়?
উত্তর : শরিয়ত যে সমস্ত কাজ অনুমোদন করেন নি কিংবা নিষেধও করেন নি তাদেরকে মুবাহ বলা হয়।
শরিয়তের নিষিদ্ধ কাজসমূহ কয় শ্রেণীতে পড়ে?
উত্তর : শরিয়তের নিষিদ্ধ কাজসমূহ দুই শ্রেণীতে পড়ে।
শরিয়তের দুই শ্রেণীর নিষিদ্ধ কাজের নাম কী?
উত্তর : শরিয়তের দুই শ্রেণীর নিষিদ্ধ কাজের নাম হলো ১. মাকরুহ এবং ২. হারাম।
যে কাজ শরিয়ত মতে সুস্পষ্টভাবে নিষিদ্ধ এবং যা সম্পাদন করলে গুরুতর পাপ তাকে কী বলে?
উত্তর : যে কাজ শরিয়ত মতে সুস্পষ্টভাবে নিষিদ্ধ এবং যা সম্পাদন করলে গুরুতর পাপ হয় তাকে হারাম বলে।
‘রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখেরাতে হাসনাতাও এর অর্থ কী?
উত্তর : ‘রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখেরাতে হাসনাঁতাও অর্থ হলো হে আমাদের প্রভু ইহজগৎ ও পরজগতে আমাদেরকে সুন্দর করো।
ফকিহরা আলোচনার সুবিধার জন্য সমস্ত কাজকে কয় শ্রেণীতে বিভক্ত করেছেন?
উত্তর : ফকিহরা আলোচনার সুবিধার জন্য সমস্ত কাজকে তিন শ্রেণীতে বিভক্ত করেছেন।
ফকিহরা আলোচনার সুবিধার জন্য তিনটি কাজের নাম লিখ।
উত্তর : ফকিহরা আলোচনার সুবিধার জন্য তিনটি কাজের নাম হলো ১. এবাদত ২. মুয়ামালাত এবং ৩. উকুবাত ।
জাগতিক কাজকে কী বলা হয়?
উত্তর : জাগতিক কাজকে মুয়ামালাত বলা হয়।
কুরআন শরীফের কোন আয়াতে সম্পত্তি বণ্টনের নির্দেশ রয়েছে?
উত্তর : কুরআন শরিফের একাদশ ও দ্বাদশ আয়াতে সম্পত্তি বণ্টনের নির্দেশ রয়েছে।
শরিয়তে উকুবাত বলতে কী বুঝায়?
উত্তর : শরিয়তে উকুবাত বলতে বুঝায় অন্যের ক্ষতি করার জন্য প্রদত্ত প্রতিফল বা শাস্তি ।
শরিয়ত কোথা থেকে উদ্ভূত?
উত্তর : শরিয়ত কুরআন শরিফ ও হযরত মুহাম্মদ (সা) এর হাদিস থেকে উদ্ভূত।
ফিকাহ শাস্ত্রের উৎস কী?
উত্তর : ফিকাহ শাস্ত্রের উৎস হলো কুরআন, হাদিস, ইজমা ও কিয়াস।
ইসলামি জীবন ব্যবস্থার মৌল প্রেরণা ও মূল উৎস?
উত্তর : কুরআন শরিফ ইসলামি জীবন ব্যবস্থার মৌল প্রেরণা ও মূল উৎস।
মুসলিম কানুনের প্রধান উৎস কোনটি?
উত্তর : মুসলিম কানুনের প্রধান উৎস হচ্ছে কুরআন শরিফ।
কাকে কুরআনের ভাষ্য বলা হয়ে থাকে?
উত্তর : হাদিস শরিফকে কুরআনের ভাষ্য বলা হয়ে থাকে।
হাদিস শরিফ কার জীবনী, বাণী ও কার্যাবলির লিখিত রূপ?
উত্তর : হাদিস শরিফ হলো হযরত রাসূলুলাহর জীবনী, বাণী ও কার্যাবলির লিখিত রূপ।
যে সকল অবস্থা এমনি ব্যাখ্যার আওতাধীন নয় সেখানে কিসের প্রয়োজন হয়?
উত্তর : যে সকল অবস্থা এমনি ব্যাখ্যার আওতাধীন নয় সেখানে ইজমার প্রয়োজন হয়।
ইজমার সাধারণ অর্থ কী?
উত্তর : ইজমার সাধারণ অর্থ হলো কোন বিষয়ে মতৈক্যে উপনীত হওয়া।

খ-বিভাগ

প্রশ্ন।১।সুফিবাদ বলতে কী বুঝ?
প্রশ্ন।২।সুফিবাদের বৈশিষ্ট্যসমূহ লেখ।
প্রশ্ন।৩।সুফিবাদের স্তরসমূহ লেখ।
প্রশ্ন।৪।সুফিবাদের উৎসসমূহ লেখ।
প্রশ্ন।৫।সুফিবাদের মূলনীতিসমূহ লেখ।
প্রশ্ন।৬।সুফিবাদের গুরুত্ব লেখ।
প্রশ্ন॥৭॥সুফিবাদের শরীয়ত বলতে কী বুঝ?
প্রশ্ন৷৮।সুফিবাদে তরিকত বলতে কী বুঝ?
প্রশ্ন।৯।হকিকত বলতে কী বুঝ?
প্রশ্ন।১০।মারেফত বলতে কী বুঝ?
প্রশ্ন।১১৷ সুফি তরিতাসমূহ লেখ।
প্রশ্ন॥১২।সুফিবাদ কী ধর্মের চেয়ে অতিরিক্ত কিছু?
প্রশ্ন।১৩॥সুফিবাদে ভারতীয় প্রভাব কতটুকু?
প্রশ্ন৷১৪৷ তরিকত ও হকিকত বলতে কী বুঝ?
প্রশ্ন।১৫।শরীয়ত ও মারেফত বলতে কী বুঝ?
প্রশ্ন॥১৬৷তওবা বলতে কী বুঝ?
প্রশ্ন॥১৭৷ নির্ভরশীলতা বলতে কী বুঝ?
প্রশ্ন।১৮।সবর ও আনুগত্য বলতে কী বুঝ?
প্রশ্ন।১৯। ফানাফিল্লাহ বলতে কী বুঝ?
প্রশ্ন।২০৷ফানা ও বাকা বলতে কী বুঝ?
প্রশ্ন।২১।সুফিবাদ ও রক্ষণশীল ইসলামের মধ্যে পার্থক্য লেখ।
প্রশ্ন৷২২৷ সুফিবাদ ও গোঁড়া মুসলমানদের মধ্যে পার্থক্য লেখ।

গ-বিভাগ

প্রশ্ন॥১॥ সুফিবাদ কী? সুফিবাদের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
প্রশ্ন॥২॥সুফিবাদের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদ পর্যালোচনা কর।
প্রশ্ন॥৩॥সুফিবাদ কী? সুফিবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৪॥সুফিবাদ কী? সুফিবাদের উৎসসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৫॥সুফিবাদ কী? সুফিবাদের মনস্তাত্ত্বিক ভিত্তি আলোচনা কর।
প্রশ্ন৷৬৷সুফিবাদের মূলনীতিগুলো আলোচনা ও মূল্যায়ন কর?
প্রশ্ন॥৭॥সুফিবাদের চারটি স্তর আলোচনা কর।
প্রশ্ন॥৮॥সুফি তরিকা কাকে বলে? প্রধান প্রধান সুফি তরিকাসমূহ আলোচনা কর।
প্রশ্ন।৯। বাংলাদেশে ইসলাম প্রচারে সুফিগণের অবদান আলোচনা কর।
প্রশ্ন।১০॥ সুফিবাদ কী? বাংলাদেশে সুফিবাদের বিকাশ সম্বন্ধে আলোচনা কর।
প্রশ্ন।১১৷ সুফিবাদ কী? বাংলাদেশে সুফিবাদের প্রভাব আলোচনা কর।
প্রশ্ন।১২।সুফিবাদ কী? সুফিবাদ ও রক্ষণশীল ইসলামের মধ্যে পার্থক্য লেখ।
প্রশ্ন।১৩৷৷ সুফিবাদ ও গোঁড়া মুসলমানদের মধ্যে পার্থক্য লেখ।
প্রশ্ন॥১৪৷সুফিবাদ ও শরিয়ত সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
প্রশ্ন।১৫।মরমিবাদ’ হিসেবে সুফিবাদের স্বরূপ ব্যাখ্যা কর।
প্রশ্ন।১৬৷ সুফিবাদ ও অন্যান্য মরমিবাদের মধ্যে বৈসাদৃশ্য আলোচনা কর ।
প্রশ্ন।১৭।ফানা ও বাকা বলতে কী বুঝায়? সুফিবাদে এর তাৎপর্য কী?
প্রশ্ন॥১৮।সুফিবাদ বলতে কী বুঝায়? সুফিবাদে ভারতীয় প্রভাব কতটুকু? এ প্রসঙ্গে সুফিবাদ ও মরমিবাদের মধ্যে তুলনামূলক আলোচনা কর।
প্রশ্ন৷১৯।একজন সুফির সামাজিক জীবন কেমন হবে? সমাজে বাস করা ও সুফি হওয়ার মধ্যে কোন বিরোধ আছে কী?