ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১.অর্থনীতি কি?
উত্তরঃ অর্থনীতি এমন একটি সামাজিক বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনের কার্যাবলি নিয়ে আলোচনা করে।
২. অর্থনীতির জনক কে?
উত্তর: ক্ল্যাসিক্যাল অর্থনীতিবিদ এ্যাডাম স্মিথ।
৩. কে বলেছেন, “অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান এবং ইহা জাতিসমূহের সম্পদের কারণ ও প্রকৃতি অনুসন্ধান করে।
উত্তর : এডাম স্মিথ (Adam Smith).
৪. আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তর: অধ্যাপক লায়নেল রবিন্স।
৫.MICRO কোন গ্রিক শব্দ থেকে এসেছে?
উত্তর: MICRO ‘mikross’ গ্রিক শব্দ থেকে এসেছে?
৬. Micro এবং Macro শব্দ দুটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তরঃ অধ্যাপক রাগনার ফ্রিশ।
৭. ব্যষ্টিক অর্থনীতি কি?
উত্তর: অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।
৮. সামষ্টিক অর্থনীতি কাকে বলে?
উত্তরঃ অর্থনীতির যে শাখা অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক কার্যাবলিকে ব্যক্তিগত বা খণ্ডিত দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে, তাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি।
৯. অর্থনীতির আভিধানিক অর্থ কি?
উত্তর: গৃহ পরিচালনা।
১০.অর্থনীতিতে দ্বৈত ধারণা কি?
উত্তর ও সম্পদের স্বল্পতা এবং সেই সীমিত সম্পদের দক্ষতাপূর্ণ ব্যবহার হচ্ছে অর্থনীতির আলোচনার মূল বিষয়বস্তু। স্বল্পতা এবং দক্ষতা অর্জন এই ধারণাকে আধুনিক অর্থনীতিতে দ্বৈত ধারণা বলা হয়।
১১. অর্থনীতির ইংরেজী Economics শব্দটি কোথা থেকে এসেছে?
উত্তর: প্রাচীন গ্রীক শব্দ Oikonomia থেকে।
১২. অর্থনীতিতে অদৃশ্য হাত কি?
উত্তরঃ অর্থ ব্যবস্থায় বাজারে চাহিদা যোগান অপেক্ষা বেশি হলে দাম বৃদ্ধি পাবে এবং চাহিদা যোগান অপেক্ষা কম হলে দাম হ্রাস পাবে। দামের এই উঠানামাকে Adam Smith অদৃশ্য হাত বলেছেন।
১৩. অর্থনীতি কোন বিজ্ঞানের একটি অন্যতম শাখা?
উত্তরঃ সমাজ বিজ্ঞানের।
১৪. প্রথম বাঙ্গালী হিসেবে অর্থনীতিতে ১ম নোবেল পুরস্কার কে পান?
উত্তর: অমর্ত্য সেন।
১৫. সামষ্টিক অর্থনীতির আলোচনার বিষয় কি কি?
উত্তরঃ জাতীয় আয়, মুদ্রাস্ফীতি, দামস্তর, নিয়োগস্তর ইত্যাদি।
১৬. অর্থনীতি সম্পর্কে মার্শালের সংজ্ঞা দাও।
উত্তরঃ “অর্থনীতি এমন একটি বিষয় যা মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে।”
১৭. “অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলি আলোচনা করে।”-উক্তিটি কার?
উত্তর: অধ্যাপক মার্শাল।
১৮. ‘Principles of Economics” গ্রন্থটি কার রচনা?
উত্তর: অধ্যাপক মার্শাল।
১৯. ইনপুট কি?
উত্তর: উৎপাদন প্রক্রিয়ার শুরুতে যে বন্ধু বা সেবা ব্যবহার করা হয় তাদেরকে ইনপুট বলে।
২০. বর্তমান বিশ্বে বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থাসমূহ প্রধানত, কত প্রকার ও কি কি? ‘অথবা, বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা তুলে ধর।
উত্তর: প্রধানত তিন প্রকার। যথা-
১। ধনতান্ত্রিক ব্যবস্থা,
২। সমাজতান্ত্রিক ব্যবস্থা,
৩। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা।
২১. উৎপাদনের উপাদান কয়টি ও কি কি?
উত্তর: উৎপাদনের উপাদান চারটি। যথা- (ক) ভূমি, (খ) শ্রম, (গ) মূলধন এবং (ঘ) সংগঠন।
২২. উৎপাদন সম্ভাবনা রেখা কি?
উত্তরঃ উৎপাদন সম্ভাবনা রেখা হল এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে।
২৩. প্রযুক্তিগত সম্ভাবনা কি?
উত্তরঃ কি পদ্ধতিতে বা কোন প্রযুক্তির সীমিত সম্পদ থেকে উৎপাদন সর্বাধিকরণ করতে সহায়তা করবে, তাকেই প্রযুক্তিগত সম্ভাবনা বলা হয়।
২৪. এডাম স্মিথের রচিত বিখ্যাত গ্রন্থখানির নাম কি?
উত্তর: “An Inquiry into the nature and causes of the Wealth of Nations.”
২৫. কত সালে অধ্যাপক আলফ্রেড মার্শালের “Principles of Economics” গ্রন্থখানি প্রকাশিত হয়?
উত্তর: ১৮৯০ সালে।
২৬. রবিন্সের বইটির নাম লিখ।
উত্তর: “Nature and significance of Economics science
২৭. অর্থনীতির মতবাদ কয়টি ও কি কি?
উত্তরঃ অর্থনীতির মতবাদ তিনটি যথা-
১। ক্লাসিক্যাল মতবাদ,
২। নিউ ক্যাসিক্যাল মতবাদ ও
৩। আধুনিক মতবাদ।
২৮. অর্থনীতির আধুনিক মতবাদের প্রবক্তা কে?
উত্তরঃ অধ্যাপক লায়নেল রবিন্স।
২৯. অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি ও কি কি? অথবা, মানুষের মৌলিক অর্থনেতিক সমস্যা কয়টি ও কি কি?
উত্তরঃ ৩টি। যথা- কি কি উৎপাদন করতে হবে; কিভাবে উৎপাদন করতে হবে: কার জন্যে উৎপাদন করতে হবে।
৩০. “অর্থনীতি একটি বিজ্ঞান যা বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদ এবং অসীম অভাবের মধ্যে সমন্বয় সাধনে মানুষের আচরণ আলোচনা করে” উক্তিটি কার।
উত্তর: অধ্যাপক লায়নেল রবিন্স।
৩১. অধ্যাপক লায়নেল রবিন্স কর্তত্ব প্রদত্ত সংজ্ঞাটি লিখ।।
উত্তর: অর্থনীতি একটি বিজ্ঞান যা বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদ এবং অসীম অভাবের মধ্যে সমন্বয় সাধনে মানুষের আচরণ আলোচনা করে।
৩২. রবিন্সের সংজ্ঞার প্রধান বৈশিষ্ট্য কি?
উত্তরঃ অসীম অভাব, সীমিত সম্পদ এবং সম্পদের বিকল্প ব্যবহার।
৩৩. সম্পদ কি?
উত্তরঃ যে সমস্ত দ্রব্যের যোগান সীমাবদ্ধ এবং যা মানুষের প্রয়োজন মেটাতে সক্ষম তাকে সম্পদ বলে।
৩৪. সম্পদের দুষ্প্রাপ্যতা কাকে বলে?
উত্তর : সীমাহীন অভাবের তুলনায় সীমিত সম্পদকে বলা হয় সম্পদের দুষ্প্রাপ্যতা।
৩৫. স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা কি?
উত্তরঃ দুষ্প্রাপ্যতা বা স্বল্পতা ধারণাটি অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। দুষ্প্রাপ্যতা বলতে সম্পদের স্বল্পতা বা অপ্রতুলতাকে বুঝায়।
৩৬. অর্থনীতির যমজ ধারণায় কি?
উত্তরঃ অর্থনীতির যমজ ধারণান্বয় হচ্ছে দুষ্প্রাপ্যতা এবং দক্ষতা।
৩৭.অভাব কি?
অথবা, অর্থনীতিতে অভাব বলতে কি বুঝ?
উত্তর: কোন দ্রব্য পাওয়ার আকাক্সখাকে অভাব বলে।
৩৮. ব্যষ্টিক অর্থনীতির কয়েকটি চলকের নাম লিখ।
অথবা, দক্ষতা কি?
উত্তরঃ ব্যক্তিগত চাহিদা, যোগানের আয়।
৩৯. সামষ্টিক চলক কি?
উত্তর : সামষ্টিক অর্থনীতিতে যে সকল চলক একক হিসেবে কাজ করে, তাকে সামষ্টিক চলক বলে।
৪০. সামষ্টিক অর্থনীতির কয়েকটি চলকের নাম লিখ?
উত্তর: জাতীয় আর, দাম স্তর, মুদ্রাস্ফীতি, নিয়োগঞ্জর ইত্যাদি।
৪১. মিশ্র অর্থনীতি কি?
উত্তরঃ যে অর্থ ব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় ও ব্যাক্তি মালিকানা এবং সরকারি বেসরকারি উদ্যোগ পাশাপাশি বিরাজ করে তাকে মিশ্র অর্থনীতি বলে।
৪২. ইসলামী অর্থ ব্যবস্থা কি?
উত্তরঃ ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত অর্থনৈতিক ব্যবস্থাকে ইসলামী অর্থ ব্যবস্থা বলে।
৪৩. ইসলামী অর্থব্যবস্থায় সুদকে কি বলে?
উত্তর: হারাম।
৪৪. দ্রব্য কি?
উত্তর: মানুষের অভাব বা প্রয়োজন মেটাতে সক্ষম এমন বস্তুগত ও অবস্তুত যে কোন জিনিসকে দ্রব্য বলে।
৪৫. কয়েকটি দ্রব্যের নাম লিখ।
উত্তরঃ আলো, খাদ্য, বস্ত্র, আসবাবপত্র ইত্যাদি বস্তুগত দ্রব্য।
৪৬. দাম কি?
উত্তরঃ কোন দ্রব্যের মূল্যকে অর্থের মাধ্যমে প্রকাশ করলে তাকে দাম বলে।
৪৭. PPC এর পূর্ণরূপ কি?
উত্তর : Production Possibility Curve.
৪৮. উৎপাদন দক্ষতা কাকে বলে?
উত্তর: অপচয় রোধ করে উপকরণসমূহের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সর্বনিম্ন ব্যয়ে সর্বাধিক উৎপাদন করার কৌশলকে উৎপাদন দক্ষতা বলে।
৪৯. বণ্টন দক্ষতা কাকে বলে?
‘উত্তর: সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সকলের প্রত্যাশিত কল্যাণ সাধন করার পদ্ধতিকে বণ্টন দক্ষতা বলে।
উত্তর: জনগণের অসীম অভাব ও প্রয়োজন মেটানোর জন্য সীমিত সম্পদকে কতটা সর্বোত্তমভাবে ব্যবহার করা যায় তাকে অর্থনৈতিক দক্ষতা বলে।
৫১. সুযোগ ব্যয় কি? রেখাচিত্রের সাহায্যে সুযোগ ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর: একটি দ্রব্যের অতিরিক্ত উপাদান পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যা অবশ্যই ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণ হল সুযোগ ব্যয়।
৫২.সম্পদ বলতে কি বুঝ?
উত্তরঃ যে সকল দ্রব্যের যোগান সীমাবদ্ধ এবং যা মানুষের প্রয়োজন মিটাতে সক্ষম তাকেই ‘সম্পদ’ (Wealth) বলা হয়। অবাধলভ্য সামগ্রিকে সম্পদ হিসেবে গণ্য করা হয় না।
৫৩. সম্পদের বৈশিষ্ট্যসমূহ কি?
উত্তরঃ সম্পদের বৈশিষ্ট্যঃ সম্পদের চারটি বৈশিষ্ট্য আছে। কোনো দ্রব্য সম্পদ হতে নিম্নলিখিত চারটি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। যথা-
১। উপযোগ (Utility)
২। অপ্রাচুর্য (Scarcity)
৩। হস্তান্তর যোগ্যতা (Transferability)
৪। বাহ্যিকতা (Externality)
৫৪. দ্রব্য বলতে কি বুঝ?
উত্তরঃ মানুষের অভাব মিটানোর ক্ষমতা সম্পন্ন বস্তুগত ও অবস্তুগত সকল জিনিসকেই অর্থনীতিতে দ্রব্য (Goods) বলা হয়। মানুষের অভাব মিটানোর এই ক্ষমতাকে ‘উপযোগ’ বলা হয়।
৫৫. পণ্য বলতে কি বুঝ?
উত্তরঃ কোন দ্রব্য বা সেবা বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করা হলে তাকে পণ্য বলে। অন্যকথায় মুনাফার উদ্দেশ্যে উৎপাদিত দ্রব্য বা সেবাকে পণ্য বলে। পণ্য উৎপাদনের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা।
৫৫. দাম বলতে কি বুঝ?
উত্তর: কোন দ্রব্যের মূল্য যখন টাকার হিসেবে পরিমাপ করা হয়। তখন তাকে দাম (Price) বলা হয়।
৫৭. ব্যবহারিক মূল্য বলতে কি বুঝায়?
উত্তর: কোন দ্রব্যের অভাব মিটানোর ক্ষমতাকে ব্যবহারিক মূল্য বলা হয়।
৫৮. আয় কাকে বলে?
উত্তরঃ মানুষ তার অভাব পূরণের জন্য বিভিন্ন কাজে লিপ্ত থাকে। এ সকল কাজের বিনিময়ে যে অর্থ উপার্জন করে তাকে আয় বলা হয়।
খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন
ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও।
ব্যষ্টিক অর্থনীতির প্রয়োজনীয়তা/ গুরুত্ব/ তাৎপর্য ব্যাখ্যা কর।
ব্যষ্টিক অর্থনীতির সীমাবদ্ধতা আলোচনা কর।
সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও।
ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির বিকল্প? ব্যাখ্যা কর।
ইতিবাচক ও নীতিবাচক অর্থনীতি বলতে কি বুঝ?
ইতিবাচক ও নীতিবাচক অর্থনীতির মধ্যে পার্থক্য নির্দেশ কর।
অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে? অথবা, অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বুঝ?
ধর্ণতান্ত্রিক বা পুঁজিবাদ অর্থব্যবস্থা কি?
সমাজতান্ত্রিক বা নিয়ন্ত্রিত অর্থব্যবস্থা বলতে কি বুঝ?
সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা কি?
গ বিভাগ রচনামূলক প্রশ্ন
ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য দেখাও।
অর্থনীতি পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।
ব্যবসায় শিক্ষার ছাত্র হিসেবে কেন তুমি অর্থনীতি পড়বে?
অর্থনীতির আওতা ও পরিধি আলোচনা কর।
এ্যাডাম স্মিথ প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা ও সমালোচনা ব্যাখ্যা কর।
অধ্যাপক মার্শাল প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা পর্যালোচনা কর।
অধ্যাপক এল, রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি আলোচনা কর।
অধ্যাপক মার্শাল ও অধ্যাপক এল, রবিন্স-এর অর্থনীতির সংজ্ঞার বৈশিষ্ট্যগত পার্থক্য কি?
অর্থনীতির বিভিন্ন মতবাদ সম্পর্কে আলোচনা কর।
ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির বিকল্প?-ব্যাখ্যা কর।
ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
সমাজতান্ত্রিক অর্থব্যব্যস্থার মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
অর্থনৈতিক মৌলিক সমস্যাসমূহ সমাধানের দিক নির্দেশনা আলোচনা কর।
বাজার অর্থনীতিতে দাম কিভাবে নির্ধারিত হয়?
উৎপাদন সম্ভাবনা রেখা কি? রেখা চিত্রের সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখাটি ব্যাখ্যা কর।