বাজার কি?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, বাজার বলতে কি বুঝ?
অথবা, বাজারের সংজ্ঞা দাও। অথবা, বাজার কাকে বলে?

উত্তর: বাজারের সংজ্ঞাঃ সাধারণত বাজার বলতে আমরা কোন স্থানকে বুঝি যেখানে ক্রেতা-বিক্রেতার সমাগমে দ্রব্য সামগ্রি ক্রয়-বিক্রয় হয়। কিন্তু অর্থনীতিতে ‘বাজার’ শব্দটি বিশেষ অর্থে ব্যবহার করা হয়।

অর্থনীতিতে বাজার বলতে কোন নির্দিষ্ট স্থানকে বোঝায় না বরং কোন দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্ধারিত দামে ক্রয়-বিক্রয় হয়। যেমন-পাটের বাজার, শেয়ার বাজার, স্বর্ণের বাজার ইত্যাদি। বাজার সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন।

অধ্যাপক চ্যাপম্যান বলেন, “বাজার বলতে কোন নির্দিষ্ট স্থানকে বোঝায় না বরং এক বা একাধিক দ্রব্যকে বোঝায়, ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি দামে ক্রয়-বিক্রয় হয়।”

যা ফরাসি অর্থনীতিবিদ কুর্নট এর মতে, “অর্থনীতিবিদগণ বাজার শব্দ দ্বারা দ্রব্য সামগ্রি ক্রয় বিক্রয়ের নির্দিষ্ট স্থানকে বোঝায় না বরং যে কোন অঞ্চলের সামগ্রটিকে বোঝায়, যেখানে ক্রেতা ও বিক্রেতার অবাধ সংস্রবে দ্রব্যের দাম সহজে ও দ্রুততার সাথে সমান হওয়ার প্রবণতা দেখায়।”

উপরের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে বাজারের নিম্নোক্ত প্রয়োজনীয় বৈশিষ্ট্য পাওয়া যায়।

১.ক্রয়-বিক্রয়ের জন্য এক বা একাধিক দ্রব্য বা সেবা

২. দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা।

৩. ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ এবং

৪. দ্রব্যটি ক্রয়-বিক্রয়ের জন্য এক বা একাধিক অঞ্চল।

উপরিউক্ত বৈশিষ্ট্যগুলোর প্রেক্ষিতে বলা যায়, একটি নির্দিষ্ট দামে এবং সময়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে কোন স্থানে, কোন দ্রব্যের ক্রয়-বিক্রয়কে অর্থনীতিতে বাজার বলা হয়।