অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে? অথবা, অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বুঝ?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞা দাও।
অথবা, অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও।

উত্তর : অর্থনৈতিক ব্যবস্থাঃ মানুষ যে সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের মধ্যে বসবাস করে তার দ্বারাই মানুষের সব অর্থনৈতিক কার্যাবলি অর্থাৎ উৎপাদন, ভোগ, বিনিময় ও বন্টন প্রভৃতির প্রকৃতি ও পদ্ধতি নির্ধারিত এবং নিয়ন্ত্রিত হয়। অর্থনৈতিক কার্যাবলির নিয়ন্ত্রক এসব প্রাতিষ্ঠানিক কাঠামো ও পরিবেশকেই ‘অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। মানুষ যে
প্রতিষ্ঠানগত কাঠামো ও বিধি-ব্যবস্থার মধ্যে অর্থনৈতিক কার্যাবলি পরিচালনা করে, তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে।

অর্থনীতিবিদ G. Grossman বলেন, “মানুষ যে সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের মধ্যে বসবাস করে তার দ্বারাই মানুষের সকল অর্থনৈতিক তথা উৎপাদন, ভোগ, বিনিময় ও বণ্টন প্রভৃতির প্রকৃতি ও পদ্ধতি নির্ধারিত এবং নিয়ন্ত্রিত হয়।” “The set of institutions that characterise a given economy comprises its economic system.” সংক্ষেপে বলা যায়, মানুষ যে প্রতিষ্ঠানের কাঠামো ও বিধি-ব্যবস্থার মধ্যে অর্থনৈতিক কার্যাবলি সম্পাদন করে, তাকেই অর্থনৈতিক ব্যবস্থা বলে। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে কয়েক প্রকার অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। যেমন-

১। পুঁজিবাদ বা ধনতান্ত্রিক ব্যবস্থা,
২। সমাজতান্ত্রিক ব্যবস্থা,
৩. মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা।