ইসলামী অর্থব্যবস্থা কি?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, ইসলামী অর্থব্যবস্থা কাকে বলে?
অথবা, ইসলামী অর্থব্যবস্থার সংজ্ঞা দাও।
অথবা, ইসলামী অর্থব্যবস্থা বলতে কি বুঝ?

উত্তর : ইসলামী অর্থব্যবস্থা: যে অর্থনৈতিক ব্যবস্থায় আল্লাহ তা’য়ালার দেওয়া বিধান অনুযায়ী মানুষের জীবিকা অর্জন ও যাবতীয় অর্থনৈতিক কার্যাবলি সম্পাদন করা হয়, তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে।

নিম্নে ইসলামী অর্থব্যবস্থার কতিপয় জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো:

অর্থনীতিবিদ ড. সাবাহ্ ইলদিন জাইয়ের মতে, “ইসলামী অর্থনীতি বলতে ইসলামী শরিয়তের দৃষ্টিতে মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার আচরণের সুসংবদ্ধ বিশ্লেষণ ও অধ্যায়নকে বুঝায়।”

অর্থনীতিবিদ ডঃ এম. এম মান্নান বলেন, “ইসলামী অর্থনীতি হল এমন একটি সামাজিক বিজ্ঞান যা ইসলামের আলোকে জনগণের অর্থনৈতিক সমস্যাবলী আলোচনা করে।

প্রখ্যাত ইসলামী অর্থনীতিবিদ ডঃ মনজের কাফ এর মতে, ইসলামী অর্থনীতি বলতে ঐ অর্থনীতিকে বোঝার যেখানে ইসলামী আইন ও প্রতিষ্ঠানসমূহ উপস্থিত থাকে এবং যেখানে অধিকাংশ মানুষ ইসলামী আদর্শে বিশ্বাসী এবং এ বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করে।”

উপরিউক্ত আলোচনার প্রেক্ষাপটে, ইসলামী অর্থনীতি বলতে মানুষের প্রয়োজন অনুসারে উপার্জন, উৎপাদন, কর্মসংস্থান, মানবিক কল্যাণসাধন এবং ন্যায়বিচারপূর্ণ সঠিক বণ্টন প্রণালীকে বুঝায়।।