ক-বিভাগ
সংস্কৃতি শব্দটির ব্যুৎপত্তি অর্থ কী?nism juoiyeded to humbnate hoil-ildio T
উত্তর : সংস্কৃতির ইংরেজি Culture শব্দটির উৎপত্তি হয়েছে Latin শব্দ Colere থেকে, এর অর্থ হলো কর্ষণ বা চাষ ।
সংস্কৃতি শব্দটি কোন শতকে সর্বপ্রথম ব্যবহার করা হয়?
উত্তর : সংস্কৃতি শব্দটি ষোড়শ শতকের শেষদিকে সর্বপ্রথম ব্যবহার করা হয়।
সংস্কৃতি শব্দটি সর্বপ্রথম কোন মনীষী ব্যবহার করেন?
উত্তর : সংস্কৃতি শব্দটি ইংরেজ মনীষী ফ্রান্সিস বেকন সর্বপ্রথম ব্যবহার করেন।
সংস্কৃতি শব্দটি সর্বপ্রথম কোথায় ব্যবহার করা হয়?
উত্তর : সংস্কৃতি শব্দটি সর্বপ্রথম ইংরেজি সাহিত্যে ব্যবহার করা হয়।
সংস্কৃতির সংজ্ঞা দাও ?
উত্তর : সমাজে আকাঙ্ক্ষিত ধারায় জীবনযাপন করতে গিয়ে মানুষ যা সৃষ্টি করে বা আয়ত্ত করে সেসবের সামগ্রিকতাই সংস্কৃতি।
মানুষের আচরণের সমষ্টি কী?
উত্তর : মানুষের আচরণের সমষ্টি হলো সংস্কৃতি।
E.B.Tylor সংস্কৃতির কী সংজ্ঞা প্রদান করেছেন?
উত্তর : E.B. Tylor বলেন, “Culture is that complex whole, which includes knowledge, belief,
art, morals, law, custom and any other capabilities and habits acquired by man as a member of society”.
“Culture is super structure” এ কথাটি কে বলেছেন?
উত্তর : “Culture is super structure” এ কথাটি বলেছেন কার্ল মাকর্স।
কার্ল মাকর্স সমাজকে কী কী ভাগে ভাগ করেছেন?
উত্তর : কার্ল মার্কস সমাজকে Basic structure এবং Super structure এই দুই ভাগে ভাগ করেছেন।
Basic structure বা মৌল কাঠামো কী?
উত্তর : Basic structure বা মৌল কাঠামো সমাজের অর্থনৈতিক প্রক্রিয়া তথা Base বা Foundation কে চিহ্নিত করে।
Super structure বা উপরিকাঠামো কী?
উত্তর : Super structure বা উপরিকাঠামো হচ্ছে Base এর উপর ক্রিয়াশীল অর্থনৈতিক উপাদান ব্যতীত ব্যক্তিক ও নৈর্ব্যক্তিক সকল উপাদান, আইন-কানুন দর্শন, রাজনীতি, চিন্তাচেতনা, আদর্শ ও মূল্যবোধ এবং শিল্পকলা ইত্যাদি ।
H. M Johnson এর মতানুযায়ী সংস্কৃতির উপাদান কী?
উত্তর : H. M Johnson এর মতানুযায়ী সংস্কৃতির উপাদান হলো Cognitive elements বা জ্ঞানগত উপাদান,
Beliefs বা বিশ্বাস, Norms and values বা আদর্শ ও মূল্যবোধ, Sign বা সংকেত Non-normative ways of behaving বা আচরণের অ-আদর্শিক উপায় ।
Richard T. Schaefer এর মতে, সংস্কৃতির উপাদান কী কী?
উত্তর : Richard T. Schaefer এর মতে, সংস্কৃতির উপাদান হচ্ছে- Language, Norms, Sanctions and ues.
Beliefs বা বিশ্বাস কী?
উত্তর : বিশ্বাস বলতে পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে ব্যক্তির স্থায়ী প্রত্যক্ষণ ধারণা ও জ্ঞানকে বুঝায়।
Norms and values বা আদর্শ ও মূল্যবোধ কী?
উত্তর : বিশেষ কোন অবস্থায় মানুষ কিভাবে কাজ করে। চিন্তা বা অনুভব করে সে সম্পর্কিত সমাজের যে আকাঙ্ক্ষা তারই নাম আদর্শ।
“Norms are established standards of behaviour maintained by a society or a culture”
এ কথাটি কোন সমাজবিজ্ঞানী বলেছেন?
উত্তর : “Norms are established standards of behaviour maintained by a society or a culture”
এ কথাটি R. T. Schaefer তাঁর ‘Sociology’ গ্রন্থে উল্লেখ করেন।
সংস্কৃতির ভিত্তি কী?
উত্তর : প্রত্যেক সংস্কৃতির ভিত্তি হচ্ছে ভাষা।
ভাষা কী?
উত্তর : ভাষা হচ্ছে সমাজকাঠামোর অত্যন্ত প্রয়োজনীয় দিক বা সামাজিক অস্তিত্বের ভিত্তিস্বরূপ এবং চেতনার বাহন স্বরূপ।
Sanction বা অনুমোদন কী?
উত্তর : Sanction বা অনুমোদন হলো আইন অমান্য করার শাস্তি বা এটি পালন করার পুরস্কার এবং তা সামাজিক আদের্শের সাথে সম্পর্কিত।
লোকাচার কী?
উত্তর : সমাজের স্বাভাবিক গতিধারায় যেসব আচার আচরণ, প্রথা, রীতিনীতি ও জীবনধারা গড়ে উঠে তাই Folkways বা লোকাচার।
ম্যাকাইভার কর্তৃক প্রদত্ত লোকাচারের সংজ্ঞা দাও?
উত্তর : ম্যাকাইভার লোকাচারের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, “Folkways are the recognized or accepted ways of behaving in society.”
সমাজের সংস্কৃতির অনুশাসনের দিক কোনটি?
উত্তর : অবশ্য পালনীয় লোকরীতি সমাজের সংস্কৃতির অনুশাসনের একটি দিক অবশ্য পালনীয় লোকরীতি কী?
উত্তর : সমাজের সদস্যদের সমাজে নির্ধারিত নিয়ম ও আচরণবিধি এবং আদর্শ যা অবশ্য পালনীয় তাকে Mores বা অবশ্য পালনীয় লোকরীতি বলে।
Signals এবং Symbols কিসের অন্তর্ভুক্ত?
উত্তর : Signals এবং Symbols উভয়ই Signs এর অন্তর্ভুক্ত।
Way of life কী?
উত্তর : Way of life হচ্ছে সংস্কৃতি।
সাংস্কৃতিক ঐক্য কী?
উত্তর : মানবগোষ্ঠীর কোন অংশ যখন তাদের চিন্তাচেতনা, আদর্শ ও মূল্যবোধ, বিশ্বাস এবং ভাবধারাকে সঠিকভাবে প্রবাহিত করার জন্য একত্রিত হয় তাই সাংস্কৃতিক ঐক্য।
gmytilad Weber এর মতে পুঁজিবাদের বিকাশ ঘটেছে কেন?
উত্তর : Weber এর মতে প্রোটোস্ট্যান্ট মূল্যবোধের কারণে পুঁজিবাদের বিকাশ ঘটেছে এবং এতে করে
সমাজব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হয়েছে।
সমাজবিজ্ঞানী William F. Ogburn সংস্কৃতিকে কী কী ভাগে ভাগ করেছেন?
উত্তর : সমাজবিজ্ঞানী William F. Ogburn তাঁর ‘Social Change’ গ্রন্থে সংস্কৃতিকে বস্তুগত ও অবস্তুগত এই দু’ভাগে ভাগ করেছেন।
বস্তুগত সংস্কৃতি কী?
উত্তর : মানুষের অর্জিত কিংবা তৈরিকৃত দ্রব্যের সমষ্টিই হলো বস্তুগত সংস্কৃতি।
অবস্তুগত সংস্কৃতি কী?
উত্তর : মানুষের মনস্তাত্ত্বিক তথা ভাবগত সৃষ্টি হলো অবস্তুগত সংস্কৃতি ।
Cultural lag বা সংস্কৃতির অসম অগ্রগতি কী?
উত্তর : বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি সমান গতিতে পরিবর্তন হয় না। একটি অপেক্ষা অপরটি এগিয়ে চলার কারণে একটি ব্যবধানের সৃষ্টি হয় যাকে Cultural lag বা সংস্কৃতির অসম অগ্রগতি বলে।
কোন সমাজবিজ্ঞানী সর্বপ্রথম Cultural lag শব্দটি প্রবর্তন করেন?
উত্তর : William F. Ogburn ১৯২২ সালে তাঁর ‘Social Change’ গ্রন্থে সর্বপ্রথম Cultural lag এর সংজ্ঞা
প্রদান করেন ।
William F. Ogburn প্রদত্ত Cultural lag এর সংজ্ঞাটি লিখ?
উত্তর : William F. Ogburn প্রদত্ত সংজ্ঞাটি হলো “The situation in which one complex moves
ahead, leaving a dependent and related complex unchanged or hanging but slowly is called a cultural lag.”
সভ্যতা কী?
উত্তর : সভ্যতা হলো সংস্কৃতির অধিকতর জটিল এবং অগ্রগতির ফল যা বংশপরম্পরায় লাভ করা যায় ।
উপসংস্কৃতি কী?
উত্তর : সামাজিক স্তরবিন্যাসের পরিপ্রেক্ষিতে সামাজিক মানুষের জীবনধারার মধ্যে যে স্বাতন্ত্র্য পরিলক্ষিত হয়, হলো উপসংস্কৃতি ।
বিপরীত সংস্কৃতি কী?
উত্তর : বৃহত্তর সমাজের মূল সংস্কৃতির সাথে যখন উপসংস্কৃতির দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টি হয় তখন তাকে বিপরীত সংস্কৃতি বলে।
Hegemony বা কর্তৃত্ব কাকে বলে?
উত্তর : যখন কোন একটি দেশ অন্য কোন দেশের উপর নিয়ন্ত্রণ আরোপ করে, প্রভাব বিস্তার করে এবং নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয় তখন তাকে কর্তৃত্ব Hegemony বলা হয়ে থাকে ।
মূল্যবোধ কী?
উত্তর : সত্যমিথ্যা ঠিকবেঠিক, ভালোমন্দ, কাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত ইত্যাদি বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের ধারণার নামই মূল্যবোধ।
খ-বিভাগ
প্রশ্ন।১।সংস্কৃতি কী?
প্রশ্ন॥২॥সাংস্কৃতিক দ্বন্দ্ব কী?
প্রশ্ন॥৩॥সামাজিক মূল্যবোধের সংজ্ঞা দাও।
প্রশ্ন॥৪॥উপসংস্কৃতি বলতে কী বুঝ?
প্রশ্ন॥৫॥ক্ষমতা ও কর্তৃত্ব কী?
প্রশ্ন॥৬॥ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক আলোচনা কর।
প্রশ্ন॥৭॥নেতৃত্বের সংজ্ঞা দাও।
প্রশ্ন॥৮॥সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ কী কী?
প্রশ্ন॥৯॥সংস্কৃতির বস্তুগত বা ইন্দ্রিয়গ্রাহ্য উপাদান কী?
প্রশ্ন॥১০৷৷গোষ্ঠীগত জীবনে সংস্কৃতির ভূমিকা কী?
প্রশ্ন॥১১৷ সংস্কৃতি বিন্যাসের ক্ষেত্রে সাধারণ পালনীয় রীতির (Folkways) গুরুত্ব কী?
প্ৰশ্ন৷১২।Sumner অবশ্য পালনীয় রীতি বলতে কি বুঝিয়েছেন?
প্রশ্ন॥১৩৷ক্ষমতা কাকে বলে?
প্ৰশ্ন৷১৪৷ কৰ্তৃত্ব কাকে বলে?
গ-বিভাগ
প্রশ্ন॥১॥সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর?
প্রশ্ন॥২॥সংস্কৃতির উপাদানগুলো কী কী? আলোচনা কর।
প্রশ্ন॥৩॥কিভাবে সংস্কৃতির পরিবর্তন ঘটে? আলোচনা কর।
প্রশ্ন॥৪॥একটি সমাজের নৈতিক মূল্যবোধের আলোকে সংস্কৃতির বিন্যাস ব্যাখ্যা কর।
প্ৰশ্ন॥৫॥বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির মধ্যে পার্থক্য আলোচনা কর।
প্রশ্ন॥৬॥সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য আলোচনা কর।
প্রশ্ন॥৭॥সাংস্কৃতিক দ্বন্দ্বের কারণসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৮॥বাংলাদেশে কী কী সংস্কৃতির সংঘাত লক্ষ্য করা যায় আলোচনা কর ।
প্রশ্ন॥৯॥সংস্কৃতির আদর্শ ও মূল্যবোধ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন।১০।বাংলাদেশের প্রেক্ষিতে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণসমূহ উল্লেখ কর।
প্রশ্ন॥১১৷৷সমাজজীবনে মূল্যবোধের ভূমিকা ব্যাখ্যা কর।
প্রশ্ন৷১২।সাংস্কৃতিক বৈচিত্র্যপূর্ণ দিক হিসেবে উপসংস্কৃতিকে ব্যাখ্যা কর।
প্রশ্ন॥১৩৷কর্তৃত্বের প্রকারভেদ আলোচনা কর।
প্রশ্ন।১৪।নেতৃত্বের প্রকারভেদ উল্লেখ কর।
প্রশ্ন৷১৫৷নেতৃত্বের কার্যাবলি আলোচনা কর।
প্রশ্ন॥১৬৷নেতৃত্বের প্রলক্ষণসমূহ উল্লেখ কর।
প্রশ্ন॥১৭৷৷নেতৃত্বমূলত বিশেষ পরিস্থিতিতে নেতা ও তার অনুগামীদের সম্পর্কের ফলাফল”- ব্যাখ্যা কর।
প্রশ্ন।১৮।সফল নেতার বৈশিষ্ট্য উল্লেখ কর।
প্রশ্ন॥১৯৷ব্যক্তিজীবনে সংস্কৃতির ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন৷২০৷মানবজীবনে সংস্কৃতির প্রভাব কতটুকু বলে তুমি মনে কর? আলোচনা কর।
প্রশ্ন৷২১৷সাংস্কৃতিক ব্যবধানের সংজ্ঞা দাও।
প্রশ্ন॥২২৷ সংস্কৃতির ব্যবধান সৃষ্টির কারণ উল্লেখ কর।
প্ৰশ্ন৷২৩৷৷সাংস্কৃতিক দ্বন্দ্ব বলতে কী বুঝ?
প্রশ্ন৷২৪।সামাজিক মূল্যবোধের সংজ্ঞা দাও।
প্রশ্ন॥২৫।ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য লিখ।
প্ৰশ্ন৷২৬৷নেতৃত্ব প্রক্রিয়ার উপাদান লিখ ।
প্ৰশ্ন৷২৭৷নেতা অপসারণের ফলাফল লিখ ।