ক-বিভাগ
রাজনীতি কাকে বলে?
উত্তর : সরকারের ক্রিয়াকলাপ ও জনগণের মধ্যে সরকারি শাসন ক্ষমতা গ্রহণের বা তদসংক্রান্ত কাজের সাথে
সম্পৃক্ততাকে রাজনীতি বলা হয় ।
স্থানীয় রাজনীতি কাকে বলে?
উত্তর : স্থানীয় রাজনীতি সমগ্র রাজনীতির একটা অংশ যার উৎপত্তি ঘটেছে স্থানীয় বিষয়কে ঘিরে। আর স্থানীয় জনসাধারণের আশা-আকাঙ্ক্ষার চাহিদাকে ভিত্তি করে যে
রাজনীতির সৃষ্টি হয়, তাকেই স্থানীয় রাজনীতি বলা হয়।
স্থানীয় রাজনীতির প্রকৃতি ও বৈশিষ্ট্য কোন বিষয়াদিকে ভিত্তি করে গড়ে উঠে?
উত্তর : স্থানীয় বিষয়াদিকে ভিত্তি করে গড়ে উঠে।
বাংলাদেশের স্থানীয় রাজনীতির উৎসসমূহ কয়ভাগে বিভক্ত?
উত্তর : দু’ভাগে বিভক্ত।
স্থানীয় রাজনীতির উৎসসমূহের ভাগ দুটি কী কী?
উত্তর : ক. প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক উৎস এবং খ. অপ্রাতিষ্ঠানিক বা অনানুষ্ঠানিক উৎস ।
বাংলাদেশের স্থানীয় রাজনীতির প্রাতিষ্ঠানিক উৎসসমূহ কী কী?
উত্তর : ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ইত্যাদি।
বাংলাদেশের স্থানীয় রাজনীতির অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহ কী কী?
উত্তর : গ্রামের মাতব্বর, মোড়ল, সরকার, প্রধান, প্রামাণিক, বয়স্ক কিংবা মুরুব্বি ইত্যাদি
স্থানের ভিন্নতার কারণে রাজনীতিকে কী কী ভাগে ভাগ করা যায়?
উত্তর : ১ । গ্রামীণ বা স্থানীয় রাজনীতি, ২। জাতীয় বা কেন্দ্রীয় বা সরকারি রাজনীতি।
Leadership শব্দের বাংলা প্রতিশব্দ কী?
উত্তর : নেতৃত্ব।
স্থানীয় নেতৃত্ব বলতে কী বুঝায়?
উত্তর : স্থানীয় নেতৃত্ব বলতে স্থানীয় ব্যক্তিদের আচরণগত গুণাবলিকে বুঝায় যার মাধ্যমে ব্যক্তিগতভাবে স্থানীয় লোকজনের লক্ষ্যে কাজ করে যান এবং স্থানীয় এলাকাকে ভিত্তি করে কর্মপদ্ধতি নির্ধারণ করেন।
Elite in India গ্রন্থের লেখক কে?
উত্তর : ভারতীয় সমাজবিজ্ঞানী ড. শৰ্মা।
গ্রাম সমাজের ক্ষমতা কাঠামো কী?
উত্তর : গ্রামে সমাজের ক্ষমতার কাঠামো বলতে আমরা গ্রাম সমাজের এমন একটা ব্যবস্থাকে বুঝি যার মাধ্যমে গ্রামের মানুষ তার অধিকার প্রতিষ্ঠার ক্ষমতা ও শক্তি প্রয়োগের প্রাতিষ্ঠনিক ও অপ্রাতিষ্ঠানিক রূপ পায়।
‘Rural Society Power Structure and Class Practice’ গ্রন্থটির লেখককে?
উত্তর : Jahangir.
শালিস কী?
উত্তর : গ্রামীণ ক্ষমতা কাঠামো থেকে রেরিয়ে আসা একটি বিচারিক ব্যবস্থা হলো শালিস।
শালিস কোন দেশীয় শব্দ?
উত্তর : শালিস আরবি শব্দ যার অর্থ হচ্ছে মধ্যস্থতা করা।
পঞ্চায়েত ব্যবস্থা কোথাকার অবিচ্ছেদ্য সাংস্কৃতিক ঐতিহ্য?
উত্তর : প্রাচীন উত্তর ভারতের।
গ্রামীণ রাজনীতি কী?
উত্তর : গ্রামীণ মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানকে সাধারণভাবে গ্রামীণ রাজনীতি বলে অভিহিত করা হয়।
স্বাধীন বাংলাদেশে প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭৪ সালে।
গ্রামের এলিটদের ক্ষমতা চর্চার ক্ষেত্র কী?
উত্তর : গ্রামের শালিস ও বিচারব্যবস্থা।
গ্রামের এলিট কারা?
উত্তর : যারা ক্ষমতা, মর্যাদা ও কর্তৃত্বের অধিকারী ।
ক্ষমতা কী?
উত্তর : ক্ষমতা হলো বিশেষ ধরনের প্রভাব বিস্তার করে সমাজে কর্তৃত্ব অর্জন।
‘Six Villages of Bengal গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : রামকৃষ্ণ মু’খার্জী।
Ellusive Village’ গ্রন্থটি রচয়িতা কে?
উত্তর : পি.জে. বার্টোসি।
কারা কুষ্টিয়া জেলার ঝগড়াপুর গ্রাম নিয়ে গবেষণা করেছেন?
উত্তর : ওলন্দাজ দম্পতি ইয়েনেকা আরেন্স এবং ইওসফান ব্যুরদেন।
গ্রামীণ সমাজে ক্ষমতা কাঠামোর তত্ত্ব কয়টি?
উত্তর : ২টি।
একরৈখিক তত্ত্ব কী?
উত্তর : গ্রামীণ ক্ষমতা কিছু সংখ্যক ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়।
বহুরৈখিক তত্ত্ব কী?
উত্তর : গ্রামীণ ক্ষমতা বহুসংখ্যক ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয় এবং এর কেন্দ্র অনেক।
‘Community Power Structure’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ফ্লয়েড হান্টার।
গ্রামীণ সমাজে ক্ষমতা কাঠামোর নেতৃত্ব কত প্রকার?
উত্তর : দুই প্রকার।
গ্রামীণ সমাজে ক্ষমতা কাঠামোর চলক কত প্রকার?
উত্তর : দুই প্রকার ।
গ্রামীণ সমাজে ক্ষমতা কাঠামোর নির্ধারকগুলো কী কী?
উত্তর : ভূমির মালিকানা, অর্থনৈতিক অবস্থা, বংশমর্যাদা ও ব্যক্তিগত গুণাবলি ।
পিটার কে বাটোস্কির মতে গ্রামীণ ক্ষমতা কাঠমোর প্রধান উপাদান কী?
উত্তর : বংশমর্যাদা।
গ্রামীণ ক্ষমতা কাঠামোর আনুষ্ঠানিক নেতৃত্বে কারা?
উত্তর : ভূমির মালিক, অর্থনৈতিক অবস্থা সম্পন্ন মোড়ল, মাতব্বর, মসজিদের ইমাম ও উচ্চ বংশমর্যাদা সম্পন্ন ব
গ্রামীণ ক্ষমতা কাঠামোর আনুষ্ঠানিক নেতৃত্বে কারা?
উত্তর : ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার ও চেয়ারম্যান।
‘A Bangladesh Village : Conflict Cohesion an Anthropological Study of Politics’ গ্রন্থটির
রচয়িতা কে?
উত্তর : A.K.M. Aminul Islam
‘A Quiet Violence : View from a Bangladesh Village’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : Hatman and Boyce.
‘বাংলাদেশের উন্নয়নের সংগ্রাম’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ড. আতিউর রহমান।
গ্রামীণ ক্ষমতা কাঠমোর চলক মোট কয়টি?
উত্তর : ১৯টি।
গ্রামীণ ক্ষমতা কাঠোমোর স্বাধীন চলকগুলো কী কী?
উত্তর : ভূমির মালিকানা, অর্থনৈতিক শক্তি, সমাজে নেতৃত্ব, বংশমর্যাদা ও নেতৃত্ব, বৃহৎ জ্ঞাতি গোষ্ঠীর নেতৃত্ব এবং ব্যক্তিগত গুণাবলি।
গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসে এ.কে নাজমুল করিম কোন দুটি শ্রেণির উল্লেখ করেছেন?
উত্তর : ক. আশ্রাফ খ. আতরাফ।
গ্রামীণ এলিট (Rural Elite) প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : ভারতীয় সমাজবিজ্ঞানী Dube ।
Dube এর মতে গ্রামীণ এলিট কারা?
উত্তর : গ্রামীণ এলিট হচ্ছে ঐ সব লোক যারা উঁচু মর্যাদাসম্পন্ন অর্থসম্পদের অধিকারী, শিক্ষিত এবং শহরের সাথে যাদের যোগাযোগ আছে।
অবস্থানিক এলিট (Positional Elite) কারা?
উত্তর : ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, স্কুল কলেজের পরিচালানায় যুক্ত ব্যক্তিবর্গ প্রমুখ প্রামীণ উন্নয়নে প্রত্যক্ষভাবে যুক্ত।
যশস্বী এলিট (Reputational Elite) কারা?
উত্তর : শিক্ষক, ডাক্তার, ইমাম, হাজি, মওলানা, পুরোহিত, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, প্রবীণ মোড়ল বা শহরেরর সাথে
যাদের যোগাযোগ আছে, যাদের সন্তান বা আত্মীয়স্বজন শিক্ষিত, প্রতিষ্ঠিত এবং প্রভাবশালী ব্যক্তিবর্গই যশস্বী বা অপ্রাতিষ্ঠানিক এলিট ।
শালিস বিচারে কারা প্রধান ভূমিকা পালন করেন?
উত্তর : স্থানীয় মাতব্বর এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রাম আদালত কবে গঠন করা হয়?
উত্তর : ১৯৭৬ সালে।
গ্রামীণ বাংলাদেশে দলাদলি বা দ্বন্দ্ব সৃষ্টির সাথে মূলত কোন দুটি প্রত্যয় জড়িত?
উত্তর : ক । Kin ties খ । Patronage (Patron client relationship)।
ভূমি মালিকানার ক্ষেত্রে Patron client Relationship এর স্বরূপ কী?
উত্তর : ভূমি মালিকানার ক্ষেত্রে Patron এবং অন্যরা হলো client।
শালিস শব্দটি আরবি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর : ছালাছা।
আরবি ‘ছালাছা’শব্দের অর্থ কী? শালিসে এটা কী অর্থে ব্যবহৃত হয়?
উত্তর : ‘ছালাছা’ অর্থ তিন । শালিসে এটা মধ্যস্থতাকারী তৃতীয়পক্ষ হিসেবে ব্যবহৃত হয়?
‘শালিস’ শব্দের ইংরেজি প্রতিরূপ কী?
উত্তর : An umpire বা An arbitrator অর্থাৎ মধ্যস্থকারী ।
মাতব্বর বলতে কী বুঝ?
উত্তর : মাতব্বর হচ্ছেন গ্রামীণ বিচারক গোষ্ঠীর প্রধান যার নির্দেশনায় গ্রাম পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে।
Charismatic leader কারা?
উত্তর : যেসব নেতাদের এমন ক্ষমতা থাকে যে এদের পরামর্শ অন্যেরা সহজেই মেনে নেয় এবং এক্ষেত্রে অনুগামীরা নেতার সাথে একাত্মতা অনুভব করেন, সে সব নেতাদের Charismatic leader বলে।
প্রবর্তক নেতার (Introducing Leader) বৈশিষ্ট্য কী?
উত্তর : প্রবর্তক নেতা লোকের সাথে অবাধে মেলামেশা করে তাদের সমস্যা, চাহিদা, তাদের৷ অনুভূতি ইত্যাদি হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন ।
একজন প্রবর্তক নেতার (Introducing leader) এর উদাহরণ দাও।
উত্তর : মহাত্মা গান্ধী।
বাংলাদেশের গ্রামীণ রাজনীতির সাথে সম্পৃক্ত দুটি প্রতিষ্ঠান কী কী?
উত্তর : ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ।
শালিসনামা কী?
উত্তর : শালিস করার পূর্বে বাদী ও বিবাদীকে ডেকে উদ্ভূত পরিস্থিতির আলোকে একটি আঙ্গীকার পত্র প্রণয়ন করা
হয়। এ পত্রকেই বলা হয় শালিসনামা। শালিসনামাতে বাদী ও বিবাদী উভয়েরই স্বাক্ষর বা টিপসই থাকে। তাছাড়াও
গ্রামের প্রধান ব্যক্তিদের স্বাক্ষর নেয়া হয়। শালিসনামায় দিন, তারিখ ও স্থান ধার্য করা থাকে।
বাংলাদেশের গ্রামীণ ব্যবস্থায় সমাজ বলতে কী বুঝ?
উত্তর : বাংলাদেশের গ্রামীণ ব্যবস্থায় ‘সমাজ’ বলতে নির্দিষ্ট পরিসরে একটি রীতি-নীতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধশীল কিছু মানুষের সমষ্টিকে নির্দেশ করে। গ্রামীণ সমাজে প্রশাসনিক ও বিচার সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডও পরিচালিত হয়।
সমাজের নেতৃবৃন্দ সাধারণগত কী কাজ করেন?
উত্তর : (ক) ধর্মীয় প্রথা প্রতিষ্ঠান, গ্রামীণ আচার-আচরণকে পরিচালনা করেন। সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি
পরিচালনা করেন। (খ) সামাজিক কোন্দলের নিরসন করেন।
গ্রামীণ ক্ষমতা কাঠামো কীভাবে গড়ে ওঠে?
উত্তর : গ্রামীণ সমাজে ক্ষমতার চর্চা ও প্রয়োগকে কেন্দ্র করেই গ্রামীণ ক্ষমতা কাঠামো গড়ে ওঠে।
খ-বিভাগ
প্রশ্ন॥১॥রাজনীতি বলতে কী বুঝ?
প্রশ্ন৷৷২৷৷স্থানীয় রাজনীতি কী?
প্রশ্ন৷৩৷৷স্থানীয় রাজনীতির প্রকৃতি ও বৈশিষ্ট্য উলেখ কর।
প্রশ্ন॥৪॥বাংলাদেশের স্থানীয় রাজনীতির প্রাতিষ্ঠানিক উৎসমূহ উলেখ কর ।
প্ৰশ্ন৷৷৫৷৷স্থানীয় রাজনীতির অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহ কী কী?
প্ৰশ্ন৷৬৷৷জাতীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতির প্রভাব আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷ ৭৷৷গ্রামীণ রাজনীতিতে অংশগ্রহণের প্রধান কয়েকটি সমস্যার উল্লেখ কর।
প্ৰশ্ন৷৮৷৷নেতৃত্বের সংজ্ঞা দাও।
প্রশ্ন॥৯॥গ্রামীণ নেতৃত্বের বৈশিষ্ট্যসমূহ লিখ।
প্ৰশ্ন৷৷১০৷৷শালিস কী?
প্রশ্ন৷৷১১৷৷গ্রামীণ ক্ষমতা কাঠামো বলতে কী বুঝ??
প্ৰশ্ন৷৷১২৷৷বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠমোতে দলাদলির (Factions) প্রেক্ষিত আলোচনা কর।
প্ৰশ্ন৷১৩৷৷গ্রামীণ ক্ষমতা কাঠামোতে দাতা-গ্রহীতা বা মাতব্বর মক্কেল (Patron client) সম্পর্কের প্রভাব উলেখ কর।
প্ৰশ্ন৷৷১৪৷৷গ্রাম সমাজের ক্ষমতা কাঠামোর উৎস কী কী?
প্ৰশ্ন৷ ১৫৷স্থানীয় রাজনীতিতে সনাতনী নেতৃত্বের অবসান ঘটছে কীভাবে?
প্ৰশ্ন৷৷১৬৷পোষক-পোষ্য সম্পর্ক বলতে কী বুঝ?
গ-বিভাগ
প্রশ্ন॥১॥নেতৃত্বের সংজ্ঞা দাও । গ্রামীণ সমাজে স্থানীয় নেতৃত্বের ভূমিকা আলোচনা কর ।
প্রশ্ন॥২॥নেতৃত্ব বলতে কী বুঝ? গ্রামীণ নেতৃত্বের পরিবর্তনশীলতা সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥৩॥নেতৃত্বের সংজ্ঞা দাও। নেতৃত্বের ধরনসমূহ উলেখ কর।
প্রশ্ন॥৪॥নেতৃত্বের সংজ্ঞা দাও । গ্রামীণ নেতৃত্বের মৌলিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৫॥রাজনীতি বলতে কী বুঝ? গ্রামীণ রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির সম্পৃক্ততা ব্যাখ্যা কর ।
প্রশ্ন॥৬॥রাজনীতি বলতে কী বুঝ? গ্রামীণ রাজনীতিতে অংশগ্রহণের সমস্যাসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৭॥শালিস কী? গ্রামীণ ক্ষমতা কাঠামোয় শালিসের স্বরূপ বা প্রকৃতি সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৮৷৷শালিস বলতে কী বুঝ? গ্রামীণ শালিসে নেতৃত্বের ধরন সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥৯॥গ্রামীণ ক্ষমতা কাঠামো বলতে কী বুঝ? গ্রামীণ ক্ষমতা কাঠামোর উৎসসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১০৷“গ্রামীণ উন্নয়নে গ্রামীণ ক্ষমতা কাঠামোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ”- উক্তিটি ব্যাখ্যা কর।
প্রশ্ন ১১৷প্রাতিষ্ঠানিক ক্ষমতা কাঠামো ও অপ্রাতিষ্ঠানিক ক্ষমতা কাঠামোর মধ্যে তুলনামূলক আলোচনা কর।
প্ৰশ্ন৷৷ ১২৷৷স্থানীয় রাজনীতি কী? বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক রাজনীতির প্রকৃতি নির্ণয় কর।
প্ৰশ্ন৷৷১৩৷৷নেতৃত্ব বলতে কী বুঝ? সামাজিক ঐক্য ও সংহতিতে নেতৃত্বের ভূমিকা আলোচনা কর।
প্ৰশ্ন৷১৪৷বাংলাদেশি সমাজব্যাবস্থায় গ্রামীণ নেতৃত্ব সম্পর্কে আলোকপাত কর।
প্রশ্ন৷ ১৫৷বর্তমান সময় গ্রামীণ নেতৃত্বের পরিবর্তনশীলতা পর্যালোচনা কর।
প্ৰশ্ন৷১৬৷৷বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রকৃতি বা স্বরূপ বিশেষণ কর।
প্ৰশ্ন৷১৭৷গ্রামীণ কোন্দল কী? বাংলাদেশের গ্রামীণ কোন্দলের কারণ আলোচনা কর।
প্রশ্ন৷ ১৮৷৷পোষক-পোষ্য সম্পর্ক বলতে কী বুঝ? বাংলাদেশে পোষক-পোষ্য সম্পর্কের কারণ বর্ণনা কর।
প্রশ্ন৷১৯৷৷বাংলাদেশের পোষক-পোষ্য সম্পর্কের ধরনগুলো আলোচনা কর।
প্ৰশ্ন৷২০৷৷সমন্বয়ের সংজ্ঞা দাও । সমন্বয়সাধনের প্রয়োজনীয়তা আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২১৷৷নেতৃত্বের মূল উপাদানসমূহ আলোচনা কর ।