সপ্তম অধ্যায়, কাজী নজরুল ইসলাম

ক-বিভাগ

কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন কত সালে?
উত্তর : কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪ মে।
বাংলা কত বঙ্গাব্দে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন?
উত্তর : বাংলা ১৩০৬ বঙ্গাব্দের, ১১ জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন।
কাজী নজরুল ইসলামের জন্ম কোথায়?
উত্তর : কাজী নজরুল ইসলামের জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকের অন্তর্গত চুরুলিয়া গ্রামে ।
কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?
উত্তর : কাজী নজরুল ইসলামের মাতার না জাহেদা খাতুন কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?
উত্তর : কাজী নজরুল ইসলামের পিতার নাম কাজী ফকির আহমদ।
কাজী নজরুল ইসলামের ডাক নাম কী?
উত্তর : কাজী নজরুল ইসলামের ডাক নাম দুখু মিঞা।
কত সালে কাজী নজরুল ইসলাম মক্তবে লেখাপড়া শুরু করেন?
উত্তর : ১৯০৩ সালে কাজী নজরুল ইসলাম মক্তবে লেখাপড়া শুরু করেন।
কাজী নজরুল ইসলামের পিতার মৃত্যু হয় কত সালে?
উত্তর : ১৯০৮ সালে তাঁর পিতার মৃত্যু হয়।
কাজী নজরুল ইসলাম নিম্ন্যমিক পরীক্ষায় পাস করেন কত সালে?
উত্তর : কাজী নজরুল ইসলাম ১৯০৯ সালে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় পাস করেন।
কাজী নজরুল ইসলাম কোন তিনটি নাটক লেটোনাচের দলের জন্য রচনা করেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম যে তিনটি নাটক লেটোনাচের দলের জন্য রচনা করেন নাটকগুলো হলো : ১. নিমস্যা; ২. চুরুলিয়া এবং ৩. রাখাখুড়া।
কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে লেটোনাচের দলের নাটক রচনা করেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম ১২/১৩ বছর বয়সে লেটোনাচের দলের নাটক রচনা করেন।
নজরুল গ্রাম ত্যাগ করেন কত সালে?
উত্তর : নজরুল গ্রাম ত্যাগ করেন ১৯০৯-১৯১১ সালের মধ্যবর্তী সময়ে।
কত সালে কাজী নজরুল ইসলাম ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন?
উত্তর : ১৯১১ সালে কাজী নজরুল ইসলাম ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন।
কোন স্কুলে কাজী নজরুল ইসলাম ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন?
উত্তর : নবীনচন্দ্র ইনস্টিটিশনে নজরুল ইসলাম ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন।
নবীনচন্দ্র ইনস্টিটিশনের প্রধান শিক্ষক কে ছিলেন?
উত্তর : নবীনচন্দ্র ইনস্টিটিশনের প্রধান শিক্ষক ছিলেন কুমুদরঞ্জন মল্লিক।
নজরুল কার বাসায় বাবুর্চির কাজ করেন?
উত্তর : নজরুল ঘোষ সাহেবের বাসায় বাবুর্চির কাজ করেন।
তিনি কার রুটির দোকানে কাজ করেন?
উত্তর : নজরুল আবদুল ওয়াহেদের রুটির দোকানে কাজ করেন।
কে কত সালে নজরুলকে সপ্তম শ্রেণিতে ভর্তি করিয়ে দেন?
উত্তর : দারোগা কাজী রফিক উদ্দিন আহমেদ ১৯১৪ সালে নজরুলকে সপ্তম শ্রেণিতে ভর্তি করিয়ে দেন।
নজরুল কোথায় এবং কত সালে অষ্টম শ্রেণিতে ভর্তি হন?
উত্তর : নজরুল রানীগঞ্জের শিয়ারসোল রাজস্কুলে ১৯১৫ সালে অষ্টম শ্রেণিতে ভর্তি হন।
নজরুল অষ্টম শ্রেণিতে কার ইচ্ছায় ভর্তি হন?
উত্তর : নজরুল অষ্টম শ্রেণিতে নিজের ইচ্ছায় ভর্তি হন।
কার সহায়তায় নজরুল ফারসি ভাষা ও সাহিত্য সম্পর্কে জ্ঞান লাভ করেন?
উত্তর : হাফিজ নুরনবী সাহেবের সহায়তায় নজরুল ফারসি ভাষা ও সাহিত্য সম্পর্কে জ্ঞান লাভ করেন।
রাজস্কুলের কোন শিক্ষক নজরুলের উপর গভীর প্রভাব ফেলেন?
উত্তর : রাজস্কুলের শিক্ষক যুগান্তর কর্মী শ্রীনিবারণচন্দ্র ঘটক নজরুলের উপর গভীর প্রভাব ফেলেন।
রাজস্কুলে অধ্যয়নকালীন সময়ে কোন সাহিত্যিকের সাথে নজরুলের বন্ধুত্ব হয়?
উত্তর : রাজস্কুলে অধ্যয়নকালীন সময়ে সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সাথে নজরুলের বন্ধুত্ব হয়।
নজরুল কত সালে সেনাবাহিনীতে যোগ দেন?
উত্তর : নজরুল ১৯১৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন।
নজরুল ১৯১৭ সালে কত নং বাঙালি পল্টনে যোগ দেন?
উত্তর : নজরুল ১৯১৭ সালে ৪৯ নং বাঙালি পল্টনে যোগ দেন।
নজরুলের সৈনিক জীবনকাল কত?
উত্তর : নজরুলের সৈনিক জীবনকাল ১৯১৭-১৯১৯ সাল পর্যন্ত।
সৈয়দা খাতুন বা নার্গিসের সাথে নজরুলের বিয়ে ঠিক হয় কত সালে?
উত্তর : সৈয়দা খাতুন বা নার্গিসের সাথে নজরুলের বিয়ে ঠিক হয় ১৭ জুন, ১৯২১ সালে।
সৈয়দা খাতুনের অপর নাম কী?
উত্তর : সৈয়দা খাতুনের অপর নাম নার্গিস
‘আনন্দময়ীর আগমনে’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর : ‘আনন্দময়ীর আগমনে’ কবি এটি ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়।
কোন কবিতার জন্য নজরুলকে জেল খাটতে হয়?
উত্তর : আনন্দময়ীর আগমনে কবিতার জন্য নজরুলকে জেল খাটতে হয়।
‘রাজবন্দীর জবানবন্দী’ কোথায় বসে এবং কত সালে লেখেন?
উত্তর : ‘রাজবন্দীর জবানবন্দী’ জেলে বসে এবং ১৯২৩ সালে লেখেন।
“Give up hunger strike, our literature claims you” এটি কার উক্তি?
উত্তর : “Give up hunger strike, our literature claims you” এটি রবীন্দ্রনাথের উক্তি।
কাকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ এ উক্তিটি করেন?
উত্তর : নজরুলকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ এ উক্তিটি করেন।
রবীন্দ্রনাথের “Give up hunger strike, our literature claims you” এ টেলিগ্রামের প্রেক্ষিতে কী লেখা
অবস্থায় টেলিগ্রামটি ফেরত যায়?
উত্তর : রবীন্দ্রনাথের “Give up hunger strike, our literature claims you” এ টেলিগ্রামের প্রেক্ষিতে ‘Address not found’ লেখা অবস্থায় টেলিগ্রামটি ফেরত যায়।
রবীন্দ্রনাথ কোন গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করেন?
উত্তর : রবীন্দ্রনাথ ‘বসন্ত’ গীতিনাট্যটি নজরুলকে উৎসর্গ করেন।
কার হস্তক্ষেপে নজরুল অনশন ভঙ্গ করেন?
উত্তর : বিরাজদেবীর হস্তক্ষেপে নজরুল অনশন ভঙ্গ করেন।
নজরুলের সংগীত সংকলন কী ও কত সালে প্রকাশিত হয়?
উত্তর : নজরুলের গীত সংকলন বনগীতি ১৯৩২ সালে প্রকাশিত হয়।
নজরুলের ইসলামি সংগীত সংকলনের নাম কী?
উত্তর : নজরুলের ইসলামি সংগীত সংকলনের নাম ‘জুলফিকার’ ।
নজরুলের তিনটি সংগীত সংকলনের নাম লেখ।
উত্তর : নজরুলের তিনটি সংগীত সংকলনের নাম হলো :
১. বনগীতি; ২. জুলফিকার এবং ৩. গুলবাগিচা।
নজরুলের তিনটি কবিতা গ্রন্থের নাম লেখ।
উত্তর : নজরুলের তিনটি কবিতা গ্রন্থের নাম হলো -১. অগ্নিবীণা; ২. দোলনচাঁপা এবং ৩. বিষের বাঁশী।
নজরুলের তিনটি উপন্যাসের নাম লেখ।
উত্তর : নজরুলের তিনটি উপন্যাসের নাম হলো : ১. বাঁধনহারা; ২. মৃত্যুক্ষুধা এবং ৩. কুহেলিকা।
নজরুলের তিনটি গল্পগ্রন্থের নাম লেখ।
উত্তর : নজরুলের তিনটি গল্পগ্রন্থের নাম হলো : ১. ব্যাথার দান; ২. রিক্তের বেদন এবং ৩. শিউলিমালা।
নজরুলের তিনটি নাটকের নাম লেখ।
উত্তর : নজরুলের তিনটি নাটকের নাম হলো : ১. ঝিলমিল; ২. আলেয়া এবং ৩. মধুমালা।
নজরুল সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখ।
উত্তর : নজরুল সম্পাদিত দুটি পত্রিকার নাম হলো : ১. নবযুগ ও ২. ধূমকেতু।
নজরুল পরিচালিত পত্রিকার নাম কী?
উত্তর : নজরুল পরিচালিত পত্রিকার নাম লাঙল।
নজরুল মূলত কী?
উত্তর : নজরুল মূলত একজন কবি।
কোথায় নজরুলের দর্শনতত্ত্বের প্রকাশ ঘটেছে?
উত্তর : সাহিত্যে নজরুলের দর্শনতত্ত্বের প্রকাশ ঘটেছে।
নজরুলের দর্শন কী?
উত্তর : নজরুলের চিন্তাভাবনা, জগৎ ও জীবন ভাবনার সমষ্টিই তাঁর দর্শন।
‘বিদ্রোহী’ কবিতা কত সালে রচিত?
উত্তর : ‘বিদ্রোহী’ কবিতা ১৯২১ সালের দিকে রচিত।
“আমি দুর্বার আমি ভেঙ্গে করি সব চুরমার- কোন কবিতার লাইন।
উত্তর : এটি বিদ্রোহী কবিতার লাইন।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥জগৎ ও জীবন সম্পর্কে কাজী নজরুল ইসলামের দর্শনচিন্তা সংক্ষেপে তুলে ধর।
প্রশ্ন॥২॥কাজী নজরুল ইসলামের মানবতাবাদী দর্শন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥৩॥কাজী নজরুল ইসলামের আত্মশক্তি, দ্রোহচেতনা ও সেবাধর্ম সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥৪॥কাজী নজরুল ইসলামের নারীবাদী চিন্তাচেতনা সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৫॥নজরুলের বিদ্রোহী চেতনা সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্ৰশ্ন৷৬৷বাঙালি দর্শনে কাজী নজরুল ইসলামের অবদান কী?
প্রশ্ন॥৭॥কাজী নজরুল ইসলামকে সাম্যবাদী দার্শনিক বলা যায় কি না?
প্রশ্ন॥৮॥কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চিন্তাচেতনা সংক্ষেপে ব্যাখ্যা কর।

গ-বিভাগ

প্রশ্ন॥১॥কাজী নজরুল ইসলামের জীবনদর্শন ব্যাখ্যা কর।
প্ৰশ্ন৷২।।বাংলাদেশের মানবতাবাদের উদ্ভব ও বিকাশ আলোচনা কর। এ প্রসঙ্গে কাজী নজরুল ইসলামের মানবতাবাদ আলোচনা কর।
প্রশ্ন॥৩॥কাজী নজরুল ইসলামের আত্মশক্তি, দ্রোহচেতনা ও সেবাধর্ম ব্যাখ্যা কর ।
প্রশ্ন॥৪॥কাজী নজরুল ইসলামের নারীবাদী চিন্তাচেতনা ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৫॥বিদ্রোহী ও মানবতাবাদী হিসেবে নজরুলের মূল্যায়ন কর।
প্রশ্ন॥৬॥বাংলাদেশ দর্শনে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা কর।
প্ৰশ্ন॥৭॥কাজী নজরুল ইসলামের মানবতাবাদের ব্যাখ্যা দাও। তুমি কি তাঁকে সাম্যবাদী মনে কর?
প্রশ্ন॥৮॥সাম্য ও মানবতার কবি হিসেবে কাজী নজরুল ইসলামের অভিমত ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৯॥ কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চিন্তাচেতনার একটি রূপরেখা দাও।