ক-বিভাগ
বাঙালির দর্শন কী?
উত্তর : বিভিন্ন যুগে বাঙালির চিন্তা-চেতনা মননে জগৎ,
জীবন, ধর্ম, সাহিত্য, সংস্কৃতি, সমাজ ও অর্থনীতিকে কেন্দ্র
করে যে দার্শনিক মতবাদ গড়ে উঠেছে তাই বাঙালির দর্শন।
বাঙালি দর্শনের ইতিহাস কয়টি যুগে বিভক্ত?
উত্তর : বাঙালি দর্শনের ইতিহাস তিনটি যুগে বিভক্ত। যথা :
(ক) প্রাচীনযুগ, (খ) মধ্যযুগ ও (গ) আধুনিক যুগ ।
বাঙালি দর্শনের প্রাচীন যুগের ব্যাপ্তিকাল কত?
উত্তর : খ্রিস্টপূর্ব যুগ থেকে দ্বাদশ শতক পর্যন্ত।
বাঙালি দর্শনের মধ্যযুগের ব্যাপ্তিকাল কত?
উত্তর : দ্বাদশ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত 1
বাঙালি দর্শনের আধুনিক যুগের বিস্তৃতি কাল কত?
উত্তর : অষ্টাদশ শতক থেকে বর্তমান পর্যন্ত।
বাঙালি দর্শন চর্চার সূত্রপাত করেন কারা?
উত্তর : প্রাচীন বাঙালিরা অর্থাৎ অনার্যরা এদেশে দর্শন চর্চার সূত্রপাত করেন।
প্রাচীন বাঙালিদের (অনার্যদের) দর্শনের নাম কী?
উত্তর : লোকায়ত দর্শন বা চার্বাক দর্শন।
লোকায়ত দৰ্শন বলতে কী বুঝায়?
উত্তর : লোকায়ত দর্শন বলতে বুঝায় জনসাধারণের দর্শন বা জনসাধারণের মধ্যে পরিব্যাপ্তি দর্শন ।
লোকায়ত দৰ্শন কোন ধরনের দর্শন।
উত্তর : বস্তুবাদী দর্শন বা জড়বাদী দর্শন
লোকায়ত দর্শন অনুসারে জ্ঞানের উৎস কী?
উত্তর : লোকায়ত দর্শন অনুসারে জ্ঞানের উৎস প্রত্যক্ষণ ।
জ্ঞানতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে লোকায়ত দর্শন কোন ধরনের দর্শন?
উত্তর : প্রত্যক্ষণবাদী দর্শন।
আত্মা ও পরকাল সম্পর্কে লোকায়িতদের মত কী?
উত্তর : দেহাতিরিক্ত কোনো আত্মা নেই। পরলোকের ধারণা অবান্তর।
জগৎ স্রষ্টা সম্পর্কে লোকায়িতদের অভিমত কী?
উত্তর : জগৎ স্রষ্টা বা ঈশ্বর অলীক।
“ঋণ করে হলেও ঘি খাও” “যতদিন বাঁচ সুখে বাঁচ” প্রভৃতি নীতিবাক্যসমূহের প্রবক্তা কারা।
উত্তর : লোকায়ত বা চার্বাকরা।
লোকায়ত মতে জীবনের পরম লক্ষ্য বা কাম্য বস্তু কী?
উত্তর : ইহজাগতিক সুখ ভোগই জীবনের পরম লক্ষ্য বা কাম্য বস্তু ।
বাঙালির দর্শনের প্রাচীন যুগে বস্তুবাদের পরিবর্তে ভাববাদ বা আধ্যাত্মবাদের বিকাশ ঘটে কখন?
উত্তর : আর্যদের আগমনের পর।
আর্যদের প্রবর্তিত এই দর্শনের নাম কী?
উত্তর : বৈদিক দর্শন।
বৈদিক দর্শনের উৎস কী?
উত্তর : বৈদিক দর্শনের উৎস হলো বেদ ও উপনিষদ।
‘বেদ’ অর্থ কী?
উত্তর : বেদ অর্থ জ্ঞান বা পবিত্র ও পরম জ্ঞান।
‘বেদ’ কত প্রকার ও কী কী?
উত্তর : বেদ চার প্রকার। যথাঃ ঋক্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ
বেদের দুটি ভাগের নাম কী?
উত্তর : মন্ত্র ও ব্রাহ্মণ।
বৈদিক সাহিত্য অর্থে বেদকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়?
উত্তর : চার ভাগে । যথাঃ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ।
সংহিতার বিষয়বস্তু কী?
উত্তর : গান, স্তোত্র, মন্ত্র প্রভৃতি।
ব্রাহ্মণ গ্রন্থগুলোর আলোচ্যবিষয় কী?
উত্তর : ব্রাহ্মণ নামে পরিচিত গ্রন্থসমূহের আলোচ্যবিষয় যাগযজ্ঞ।
কয়েকটি ব্রাহ্মণ গ্রন্থের নাম লিখ।
উত্তর : ঐতরেয় ব্রাহ্মণ, তৈত্তিরীয় ব্রাহ্মণ, কৌষীতকি ব্রাহ্মণ ইত্যাদি ।
আরণ্যক সাহিত্যের বিষয়বস্তু কী?
উত্তর : বিশ্ব রহস্যের সমাধান অন্বেষণ ।
উপনিষদ কী?
উত্তর : উপনিষদ অর্থ কারো নিকটে বসা অর্থাৎ গুরুর নিকট বসে যে বিদ্যা গ্রহণ করা হয় তার নাম উপনিষদ।
উপনিষদের বিষয়বস্তু কী?
উত্তর : উপনিষদের বিষয়বস্তু হচ্ছে বিশুদ্ধ জ্ঞানের সন্ধান বা দার্শনিক আলোচনা।
পাঁচটি প্রসিদ্ধ উপনিষদের নাম লিখ।
উত্তর : ঐতরেয়, বৃহদারণ্যক, ছান্দোগ্য, তৈত্তিরীয়, শ্বেতাশ্বতর।
উপনিষদকে বেদান্ত বলা হয় কেন?
উত্তর : বেদের সর্বশেষ অংশ উপনিষদ বলেই একে বেদান্ত বলা হয়।
প্রাচীন বাংলার বৈদিক চিন্তার সর্বোচ্চ বিকাশ ঘটে বেদের কোন অংশে?
উত্তর : বৈদিক চিন্তার সর্বোচ্চ ও পূর্ণবিকাশ ঘটে উপনিষদে।
উপনিষদকে কেন্দ্র করে গড়ে উঠা বেদান্ত দর্শনের মুখ্য আলোচ্যবিষয় কী?
উত্তর : বেদান্ত দর্শনের মুখ্য আলোচ্যবিষয় ব্রহ্ম।
খ-বিভাগ
প্রশ্ন॥১॥বাঙালির দর্শন কী?
প্রশ্ন।২।প্রাচীন যুগের বাঙালি দর্শন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন।৩।মধ্যযুগের বাঙালি দর্শন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥৪॥প্রাচীন ও মধ্যযুগের বাঙালি দর্শনের মূল বৈশিষ্ট্য বিবৃত কর।
প্রশ্ন॥৫॥বাঙালি দর্শনের ক্রমবিকাশ সংক্ষেপে বর্ণনা কর।
প্ৰশ্ন৷৬৷বাঙালি দর্শনের গতিপ্রকৃতি সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥৭॥বাঙালি দর্শনকে প্রকৃত দর্শন বলা হয় কেন?
প্রশ্ন॥৮॥বাঙালি দর্শনের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর ।
প্রশ্ন॥৯॥বাঙালি দর্শনের দার্শনিক ঐতিহ্য সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥১০৷৷ বাঙালির ধর্ম ও সংস্কৃতি দার্শনিক দৃষ্টিকোণ থেকে সংক্ষেপে আলোচনা কর ।
প্রশ্ন॥১১৷ বাঙালি দর্শনকে কী সমন্বয়ধর্মী বলা যায়?
প্রশ্ন৷১২৷ বাঙালি দর্শনের স্বরূপ সংক্ষেপে বর্ণনা কর।
প্রশ্ন৷১৩৷৷ বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় সংক্ষেপে বর্ণনা কর।
প্ৰশ্ন৷১৪৷৷ বাঙালি দর্শনের উপর ধর্মের প্রভাব কতটুকু?
প্ৰশ্ন৷১৫৷ বাঙালি দর্শনে প্রভাব বিস্তারকারী তন্ত্রবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন॥১৬৷ বাঙালি দর্শনে প্রভাব বিস্তারকারী শৈব মতবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷১৭৷ বাঙালি দর্শনে প্রভাব বিস্তারকারী অবৈদিক শাক্ত মতবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥১৮৷৷ বাঙালি দর্শনের বিকাশে পুরাণের ভূমিকা সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥১৯৷ প্রাচীন যুগের বাঙালি দার্শনিকদের দর্শনতত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷২০৷৷ আধুনিক যুগের বাঙালি দর্শন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷২১৷৷ বাঙালি দর্শনে বেদের প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷২২৷ বাঙালি দর্শনে মহাভারতের প্রভাব কীরূপ?
প্ৰশ্ন৷২৩৷৷ বাঙালি দর্শনে গীতার ভূমিকা কী?
প্ৰশ্ন৷২৪৷৷ বাঙালি দর্শনে কৌটিল্যের অর্থশাস্ত্রের প্রভাব সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷২৫৷ বাঙালি দর্শনে মনুসংহিতার অবদান/প্রভাব সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন।২৬৷৷ বাঙালি দর্শনে উপনিষদের প্রভাব সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷২৭৷ “বাংলা ও বাঙালি” প্রত্যয় দুটি ব্যাখ্যা কর।
প্রশ্ন॥২৮৷ বৌদ্ধদর্শনের প্রভাবশালী ধারা কয়টি ও কী কী?
প্রশ্ন৷২৯৷ বাঙালি দর্শনের উপর বৌদ্ধদর্শনের প্রভাব সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷৩০৷৷ বাঙালি দর্শনের প্রয়োজনীয়তা সংক্ষেপে বর্ণনা কর।
প্রশ্ন৷৩১৷ বাঙালি দর্শনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ কী কী?
প্রশ্ন৷৩২৷ বাঙালি দর্শনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ খণ্ডন করা যায় কী?
প্রশ্ন॥৩৩৷৷ বাঙালি দর্শনের উপর হিন্দুধর্মের প্রভাব আলোচনা কর।
প্রশ্ন৷৩৪৷৷ বাঙালি দর্শনের উপর জৈনধর্মের প্রভাব সংক্ষেপে লিখ ।
প্রশ্ন॥৩৫৷ বাঙালি দর্শনের উপর বৌদ্ধধর্মের প্রভাব সংক্ষেপে লিখ।
প্রশ্ন৷৩৬৷৷ বাঙালি দর্শনের উপর ইসলাম ধর্মের প্রভাব সংক্ষেপে লিখ ।
গ-বিভাগ
প্রশ্ন॥১॥বাঙালি দর্শনের সংজ্ঞা দাও। বাঙালি দর্শনের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
প্রশ্ন।২।বাঙালি দর্শন কী? বাঙালি দর্শনের স্বরূপ আলোচনা কর। এটা কি প্রকৃত অর্থে দর্শন?
প্রশ্ন॥৩॥বাঙালি দর্শনের বিষয়বস্তু আলোচনা কর।
প্রশ্ন॥৪॥বাঙালি দর্শন কাকে বলে? এর বৈশিষ্ট্য আলোচনা কর।
প্রশ্ন॥৫॥বাঙালি দর্শন বলতে কী বুঝায়? বাঙালি দর্শনের প্রয়োজনীয়তা বর্ণনা কর।
প্রশ্ন।৬।বাঙালি দর্শনের বিভিন্ন ধারা আলোচনা কর।
প্ৰশ্ন॥৭॥বাঙালি দর্শন বলতে কী বুঝায়? বাঙালি দর্শনের ঐতিহ্যের বিবরণ দাও।
প্ৰশ্ন৷৮৷বাঙালি দর্শনের সংজ্ঞা দাও। এ দর্শন কী সমন্বয়বাদী?
প্রশ্ন॥৯॥বাঙালি দর্শনের গতিপ্রকৃতি আলোচনা কর।
প্রশ্ন॥১০৷ বাঙালির মনন সাধনার বৈশিষ্ট্যের বিস্তারিত বিবরণ দাও।
প্রশ্ন।১১।বাঙালি দর্শনের আলোকে ‘বাংলা ও বাঙালি’ প্রত্যয়গুলো বিশ্লেষণ কর।
প্রশ্ন॥১২৷ বাঙালির ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে যা জান লিখ ।
প্রশ্ন॥১৩৷৷ বাঙালি দর্শনে বেদের প্রভাব আলোচনা কর।
প্রশ্ন॥১৪৷৷ বাঙালি দর্শনে উপনিষদের প্রভাব আলোচনা কর।
প্রশ্ন॥১৫৷ বাঙালি দর্শনে রামায়ণের প্রভাব আলোচনা কর।
প্রশ্ন॥১৬৷৷ বাঙালি দর্শনে মহাভারতের প্রভাব আলোচনা কর ।
প্ৰশ্ন৷১৭৷ বাঙালি দর্শনে শ্রীমদ্ভগবদ্গীতার প্রভাব আলোচনা কর ।
প্রশ্ন॥১৮৷ বাঙালি দর্শনে মনুসংহিতার প্রভাব মূল্যায়ন কর।
প্ৰশ্ন৷১৯৷ বাঙালি দর্শনের বিকাশে পুরাণের ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন৷২০৷ বাঙালি দর্শনে কৌটিল্যের অর্থশাস্ত্রের প্রভাব আলোচনা কর ।
প্রশ্ন৷২১৷ বাঙালি জাতির উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা কর ।
প্রশ্ন৷২২৷ বাঙালি দর্শন বলতে কী বুঝ? মধ্যযুগীয় বাঙালি দর্শনের প্রকৃতি আলোচনা কর।
প্রশ্ন ২৩৷৷বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় দাও।
প্ৰশ্ন৷২৪৷৷ বাঙালি দর্শনের উপর ধর্মের প্রভাব কতটুকু? আলোচনা কর ।
প্ৰশ্ন৷২৫৷ বাঙালি দর্শনে যেসব অবৈদিক উপাদান প্রভাব বিস্তার করে রয়েছে সে সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷২৬৷ বাঙালি দর্শন কী? প্রাচীন যুগের বাঙালি দার্শনিকদের দর্শনতত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
প্রশ্ন৷৷২৭৷৷ বৌদ্ধদর্শনের প্রভাবশালী ধারা কয়টি ও কী কী? বাঙালি দর্শনে বৌদ্ধদর্শনের প্রভাব আলোচনা কর।
প্রশ্ন৷২৮৷ বাঙালি দর্শনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ আলোচনা কর। এগুলো খণ্ডন করা যায় কী?
প্ৰশ্ন৷২৯৷ বাঙালি দর্শন কী? বাঙালি দর্শন কী প্রকৃত দর্শন? আলোচনা কর ।
প্ৰশ্ন৷৩০৷ বাঙালি দর্শন কী? সনাতন ধর্মের কোন কোন গ্রন্থ বাঙালি দর্শন বিকাশে প্রভাব বিস্তার করেছে এবং কিভাবে? আলোচনা কর।
প্ৰশ্ন৷৩১৷ বিভিন্ন ধর্ম কিভাবে বাঙালি দর্শনকে প্রভাবিত করেছে? আলোচনা কর।