ষষ্ঠ অধ্যায়, সামাজিক স্তরবিন্যাস ও গতিশীলতা

ক-বিভাগ

সামাজিক স্তরবিন্যাস কাকে বলে?
উত্তর : সামাজিক স্তরবিন্যাস বলতে সমাজে ব্যক্তি, গোষ্ঠী এবং শ্রেণির অসম অবস্থান বা অসম মর্যাদার বিন্যাস বুঝায় ।
স্তরবিন্যাসের ভিত্তি কী?
উত্তর : সমাজস্থ মানুষের মনোভাব, অনুমোদন বা মূল্যায়নই সামাজিক স্তরবিন্যাসের ভিত্তি
সর্বজনীন সামাজিক কাঠামোর স্বাভাবিক রূপ কী?
উত্তর : সর্বজনীন সামাজিক কাঠামোর স্বাভাবিক রূপ হচ্ছে সামাজিক স্তরবিন্যাস।
সামাজিক স্তরবিন্যাসের চারটি প্রধান ধরন কী কী?
উত্তর : সামাজিক স্তরবিন্যাসের চারটি প্রধান ধরন হচ্ছে দাসপ্রথা, এস্টেট প্রথা, জাত বা জাতিবর্ণ, শ্রেণি ও মর্যাদাগোষ্ঠী।
পৃথিবীর প্রাচীন সভ্যতা কিসের উপর প্রতিষ্ঠিত ছিল?
উত্তর : পৃথিবীর প্রাচীন সভ্যতা দাসপ্রথার উপর প্রতিষ্ঠিত ছিল।
দাসের সংজ্ঞা দাও?
উত্তর : দাস হচ্ছে এমন এক ব্যক্তি যাকে সমাজের আইন এবং প্রথা অন্যের সম্পত্তি হিসেবে বিবেচনা করে।
মধ্যযুগে ইউরোপে ব্যক্তির মর্যাদা কিভাবে নিরূপণ করা হতো?
উত্তর : মধ্যযুগে ইউরোপে জন্মগতভাবেই ব্যক্তির মর্যাদা নিরূপণ করা হতো।
মধ্যযুগের ইউরোপীয় সমাজের তিনটি এস্টেটের নাম কী?
উত্তর : মধ্যযুগের ইউরোপীয় সমাজ অভিজাত শ্রেণি, যাজক শ্রেণি ও সাধারণ শ্রেণি এ তিনভাগে বিভক্ত ছিল।
মধ্যযুগের ইউরোপীয় সমাজে সম্পদের উৎস কী ছিল?
উত্তর : ভূমিই ইউরোপীয় মধ্যযুগের সম্পদের উৎস।
জাতিবর্ণ কেমন গোষ্ঠী?
উত্তর : জাত বা জাতিবর্ণ একটি বদ্ধগোষ্ঠী।
জাতিবর্ণ বলতে কী বুঝায়?
উত্তর : জাতিবর্ণ বলতে বুঝায় অন্তর্গোত্র বিবাহভিত্তিক এমন একটি গোষ্ঠী, যার একটি সাধারণ নাম থাকে। যার সদস্যতা জন্মসূত্রে লাভ করতে হয়। যার সদস্যদের সামাজিক মেলামেশার ক্ষেত্রে কতিপয় নিয়ম-বিধি মেনে চলতে হয়।
হিন্দুসমাজ মর্যাদার ভিত্তিতে কী কী ভাগে বিভক্ত?
উত্তর : হিন্দুসমাজ মর্যাদার ভিত্তিতে চার ভাগে বিভক্ত। যথা: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য,
“A caste is doubtlessly a Closed status group” এ কথাটি কে বলেছেন?
উত্তর : A Caste is doubtlessly a closed status group একথাটি Max Weber বলেছেন ।
শ্রেণি কী?
উত্তর : শ্রেণি বলতে বুঝায় কোন এক মূল্যবোধের উপর নির্ভরশীল একটি জনগোষ্ঠী যারা অন্যান্য জনগোষ্ঠী থেকে আলাদা।
কার্ল মার্কস সামাজিক শ্রেণি বলতে কাদের বুঝিয়েছেন?)
উত্তর : সামাজিক শ্রেণি বলতে সম্পত্তির মালিকানা, ভূমিদাস, কৃষককুল ও শ্রমিকদের বুঝিয়েছেন।
মার্কস বুর্জোয়া ও পলেটারিয়েট বলতে কাদের বুঝিয়েছেন?
উত্তর : মার্কস বুর্জোয়া বলতে মালিক বা পুঁজিপতিকে এবং পলেটারিয়েট বলতে শ্রমিক গোষ্ঠীকে বুঝিয়েছেন।
ম্যাক্স ওয়েবারের মতে স্তরবিন্যাসের কারণ কী?
উত্তর : ম্যাক্স ওয়েবার মনে করেন যে, শ্রেণি বা দলের ক্ষমতা এবং ক্ষমতার ব্যবহার হলো সমাজের মধ্যে স্তরবিন্যাসের কারণ।
সামাজিক গতিশীলতা কী?
উত্তর : সামাজিক পদমর্যাদার এক অবস্থান থেকে অন্য অবস্থানে পরিবর্তনকে সামাজিক গতিশীলতা বলা হয়।
অনুভূমিক গতিশীলতা কাকে বলে?
উত্তর : একই সামাজিক স্তরের মধ্যে সমমর্যাদাসম্পন্ন একটি পদ পরিবর্তন করে আর একটি পদে যাওয়াকে
অনুভূমিক গতিশীলতা বলে ।
উলম্বী গতিশীলতা কাকে বলে?
উত্তর : কোন ব্যক্তির একটি সামাজিক স্তর থেকে অন্য সামাজিক স্তরে পরিবর্তন হওয়াকে উলম্বী গতিশীলতা বলে ।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥সামাজিক স্তরবিন্যাস কী?
প্রশ্ন॥২॥দাসপ্রথা বলতে কী বুঝ?
প্রশ্ন॥৩॥জাতিবর্ণ ব্যবস্থা বলতে কী বুঝ?
প্রশ্ন॥৪॥সামাজিক গতিশীলতার সংজ্ঞা দাও।
প্রশ্ন॥৫॥সামাজিক অসমতা কাকে বলে?
প্রশ্ন৷৬৷।জাতিবর্ণ ব্যবস্থা বলতে কী বুঝ?
প্রশ্ন॥৭॥শ্রেণি বলতে কী বুঝায়?
প্রশ্ন॥৮॥জাতিবর্ণ ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর
প্রশ্ন॥৯॥শ্রেণি বা শ্রেণি ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ কর।
প্ৰশ্ন৷।১০৷জাতিবর্ণ ব্যবস্থার সুবিধাসমূহ লিখ ।
প্ৰশ্ন৷১১৷৷জাতিবর্ণ প্রথার অসুবিধাসমূহ লিখ।
প্রশ্ন॥১২৷জাতিবর্ণ ব্যবস্থা কী? সামাজিক অসমতার কারণ ব্যাখ্যা কর।
প্রশ্ন॥১৩৷ লিঙ্গভেদে সামাজিক অসমতা সংক্ষেপে আলোকপাত কর।
প্রশ্ন৷১৪৷সামাজিক অসমতার ক্ষেত্রে ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গির ভূমিকা উল্লেখ কর।
প্রশ্ন৷১৫৷ভারতীয় সমাজে সামাজিক অসমতায় জাতিবর্ণ প্রথা কতটুকু দায়ী? ব্যাখ্যা কর।
প্রশ্ন॥১৬৷সিডো কাকে বলে?
প্রশ্ন॥১৭৷নারী উন্নয়নে ‘উন্নয়নে নারী’ নীতিমালার সীমাবদ্ধতা কী কী?
প্রশ্ন৷১৮৷জেন্ডার বলতে কী বুঝ?
প্রশ্ন৷১৯৷জেন্ডার চাহিদা সম্পর্কে যা জান লেখ।
প্ৰশ্ন৷২০৷৷উন্নয়নে নারী’ নীতিমালার কর্মকৌশলগুলো কী কী?
প্ৰশ্ন৷২১৷৷লিঙ্গ অসমতা কী?
প্ৰশ্ন৷২২৷সামাজিক অসমতা বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷২৩৷বিভিন্ন ধরনের জেন্ডারের ভূমিকা সংক্ষেপে লিখ ।
প্ৰশ্ন৷২৪৷বাংলাদেশের গৃহস্থালি পর্যায়ে লিঙ্গভিত্তিক অসমতার ধরনগুলো কী কী?
প্রশ্ন৷২৫৷লিঙ্গভিত্তিক অসমতার মনস্তাত্ত্বিক কারণ কি? ব্যাখ্যা কর।
প্ৰশ্ন৷২৬।লিঙ্গভিত্তিক অসমতার জৈবিক বা প্রাকৃতিক কারণ কী?
প্ৰশ্ন৷২৭৷নারী ও পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক নীতিমালাসমূহ উল্লেখ কর।

গ-বিভাগ

প্রশ্ন॥১॥ সামাজিক স্তরবিন্যাসের ধরনসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥২॥সামাজিক স্তরবিন্যাসের উপাদানসমূহ আলোচনা কর।
প্রশ্ন।৩।সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যাবলি আলোচনা কর।
প্রশ্ন॥৪॥সামাজিক স্তরবিন্যাস ও সামাজিক কাঠামোর মধ্যে পার্থক্য নির্ণয় কর।
প্রশ্ন।৫।সামাজিক স্তরবিন্যাসের সাথে সামাজিক গতিশীলতার সম্পর্ক আলোচনা কর।
প্রশ্ন।৬।স্তরবিহীন সমাজ অলীক কল্পনা যা মানবসমাজের ইতিহাসে কোন সময়ই ছিল না।”- (সরোকিন) উক্তিটি উদাহরণসহ আলোচনা কর ।
প্ৰশ্ন৷॥৭॥দাসপ্রথা সম্পর্কে যা জান লেখ।
প্রশ্ন॥৮॥এস্টেট সম্পর্কে বিশদ বর্ণনা দাও।
প্রশ্ন॥৯॥দাসপ্রথার বৈশিষ্ট্যাবলি উল্লেখ কর।
প্ৰশ্ন৷১০৷পাশ্চাত্য ও প্রাচ্যের দাসপ্রথার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
প্রশ্ন৷১১৷৷জাতিবর্ণ ও শ্রেণির সংজ্ঞা দাও।
প্রশ্ন৷১২৷জাতিবর্ণ ও শ্রেণির মধ্যে পার্থক্য নির্ণয় কর।
প্রশ্ন॥১৩৷৷জাতীয় সমাজের জাতিবর্ণ ব্যবস্থা আলোচনা কর।
প্রশ্ন৷১৪৷ভারতীয় সমাজের বাইরে জাতিবর্ণ প্রথা সম্পর্কে সংক্ষেপে লিখ।
প্রশ্ন৷১৫৷৷ভারতীয় সমাজের প্রেক্ষাপটে জাতিবর্ণের পরিবর্তনসমূহ আলোচনা কর ।
প্রশ্ন॥১৬৷সামাজিক স্তরবিন্যাসের ধরন হিসেবে জাতিবর্ণ প্রথা বিশ্লেষণ কর।
প্রশ্ন॥১৭৷৷সামাজিক স্তরবিন্যাসের ধরন হিসেবে এস্টেট প্রথা বিশ্লেষণ কর।
প্ৰশ্ন৷৷১৮৷৷সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে মার্কসীয় তত্ত্ব আলোচনা কর।
প্রশ্ন॥১৯।মার্কসীয় শ্রেণির ধারণা লিখ।
প্ৰশ্ন৷৷২০৷৷সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে ম্যাক্স ওয়েবারের তত্ত্ব আলোচনা কর।
প্রশ্ন৷।২১৷শ্রেণি সম্পর্কে ওয়েবারের ব্যাখ্যা দাও।
প্ৰশ্ন৷২২৷৷সামাজিক স্তরবিন্যাসে মার্কসীয় ও ওয়েবারীয় তত্ত্বের তুলনামূলক আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৩৷৷সামাজিক স্তরবিন্যাসের ক্রিয়াবাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন৷২৪৷সামাজিক স্তরবিন্যাস কী অবশ্যম্ভাবী? আলোচনা কর ।
প্রশ্ন৷২৫।সামাজিক গতিশীলতার প্রকারভেদ লিখ।
প্ৰশ্ন৷২৬৷সামাজিক গতিশীলতার কারণসমূহ আলোচনা কর ।
প্ৰশ্ন৷২৭৷সামাজিক গতিশীলতার কাঠামোগত নির্ধারকসমূহ কী কী? লিখ।
প্রশ্ন৷২৮।সামাজিক গতিশীলতার সাংগঠনিক দৃঢ়তা ব্যাখ্যা কর।
প্রশ্ন৷২৯৷সামাজিক অসমতা দূরীকরণে সামাজিক গতিশীলতার গুরুত্ব বিশ্লেষণ কর।