দ্বাদশ অধ্যায়, বেগম রোকেয়া

ক-বিভাগ

বেগম রোকেয়ার জন্ম কোথায়?
উত্তর : বেগম রোকেয়ার জন্ম রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তগর্ত পায়রাবন্দ গ্রামে ।
বেগম রোকেয়ার জন্ম সাল লেখ।
উত্তর : বেগম রোকেয়ার জন্ম সাল ১৮৮০।
বেগম রোকেয়ার পিতৃপ্রদত্ত বা পৈতৃক নাম কী?
উত্তর : বেগম রোকেয়ার পিতৃপ্রদত্ত নাম রোকেয়া খাতুন।
বিবাহের পর বেগম রোকেয়ার নাম কী হয়?
উত্তর : বিবাহের পর বেগম রোকেয়ার নাম হয় মিসেস রোকেয়া সাখাওয়াত হোসেন।
বেগম রোকেয়ার লেখক নাম কী?
উত্তর : বেগম রোকেয়ার লেখক নাম মিসেস আর. এস. হোসেন।
বেগম রোকেয়ার পিতা-মাতার নাম কী?
উত্তর : বেগম রোকেয়ার পিতা-মাতার নাম জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের এবং রাহাতুন্নেছা সাবেরা চৌধুরাণী।
বেগম রোকেয়ার কয় ভাই বোন ছিলেন?
উত্তর : বেগম রোকেয়ার দুই ভাই ও তিন বোন ছিলেন।
বেগম রোকেয়ার জন্ম কোন শতকে?
উত্তর : বেগম রোকেয়ার জন্ম উনিশ শতকে।
কত বছর বয়স থেকে বেগম রোকেয়াকে পর্দা করতে হয়?
উত্তর : পাঁচ বছর বয়স থেকে।
বেগম রোকেয়ার স্বামীর নাম কী?
উত্তর : বেগম রোকেয়ার স্বামীর নাম সৈয়দ সাখাওয়াত হোসেন।
বিবাহের সময় বেগম রোকেয়ার বয়স কত ছিল?
উত্তর : বিবাহের সময় বেগম রোকেয়ার বয়স ছিল ষোল বছর।
বেগম রোকেয়া বাংলার পাশাপাশি আর কোন কোন ভাষা জানতেন?
উত্তর : বেগম রোকেয়ার বাংলার পাশাপাশি আরবি ও ফারসি ভাষা জানতেন।
বেগম রোকেয়া কার কাছে লেখা পড়া শেখেন?
উত্তর : বেগম রোকেয়া বড় বোন করিমুন্নেসা এবং বড় ভাই আবুল আসাদ ইব্রাহিম সাবেরের কাছে লেখা পড়া শেখেন।
সৈয়দ সাখাওয়াত হোসেন কোন প েচাকরি করতেন?
উত্তর : সৈয়দ সাখাওয়াত হোসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে চাকরি করতেন।
বেগম রোকেয়ার জীবনে কার প্রভাব সর্বাধিক?
উত্তর : বেগম রোকেয়ার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের প্রভাব সর্বাধিক।
সৈয়দ সাখাওয়াত হোসেন মারা যান কবে?
উত্তর : সৈয়দ সাখাওয়াত হোসেন ১৯০৯ সালের ৩ মে মারা যান।
‘সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল’ প্রতিষ্ঠা করেন কে?
উত্তর : ‘সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল’ প্রতিষ্ঠা করেন বেগম রোকেয়া।
বেগম রোকেয়া “সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল” প্রতিষ্ঠা করেন কত সালে?
উত্তর : বেগম রোকেয়া “সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল” প্রতিষ্ঠা করেন ১৯০৯ মালের ১ অক্টোবর মাসে।
বেগম রোকেয়ার “সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল” প্রতিষ্ঠা করেন কোথায়?
উত্তর : বেগম রোকেয়া “সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল” প্রতিষ্ঠা করেন ভাগলপুরে।
“সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে”র শুরুতে কয়জন ছাত্রী ছিল?
উত্তর : “সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে”র শুরুতে পাঁচজন ছাত্রী ছিল ।
বেগম রোকেয়া কলকাতায় চলে আসেন কখন?
উত্তর : বেগম রোকেয়া কলকাতায় চলে আসেন ১৯১০ সালের শেষ ভাগে।
বেগম রোকেয়া কখন “সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল” স্থাপন করেন?
উত্তর : বেগম রোকেয়া ১৯১১ সালের ১৬ মার্চ “সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল” স্থাপন করেন।
বেগম রোকেয়া “সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল” স্থাপন করেন কোথায়?
উত্তর : বেগম রোকেয়া “সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল” কলকাতার ১৩ নং ওয়ালিউল্লাহ লেনের একটি বাড়িতে।
বেগম রোকেয়ার প্রচেষ্টায় “সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল” উচ্চ, ইংরেজি গার্লস স্কুলে পরিণত হয় কখন?
উত্তর : বেগম রোকেয়ার প্রচেষ্টায় “সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল” উচ্চ ইংরেজি গার্লস স্কুলে পরিণত ১৯৩১ সালে।
বেগম রোকেয়া মারা যান কবে?
উত্তর : বেগম রোকেয়া ১৯৩১ সালের ৯ ডিসেম্বর মারা যান।
বাংলাদেশে ব্যাপকভাবে বেগম রোকেয়া শতক পালন করা হয় কবে?
উত্তর : বাংলাদেশে ব্যাপকভাবে বেগম রোকেয়া শতক পালন করা হয় ১৯৮০ সালে।
বেগম রোকেয়ার প্রথম লেখা প্রকাশিত হয় কোন পত্রিকায়?
উত্তর : বেগম রোকেয়ার প্রথম লেখা প্রকাশিত হয় “নবন্দর পত্রিকা” [মতান্তরে নব প্রভা, মহিলা Indian Ladis
Magazine ও The Mussaleman’s পত্রিকা থেকেও কয়েকটি লুপ্ত প্রবন্ধ, কবিতা ও ইংরেজি লেখা উদ্ধার করেছেন গবেষক মুহাম্মদ শামসুল আলম।
বেগম রোকেয়ার প্রথম গদ্য রচনা কোনটি?
উত্তর : বেগম রোকেয়ার প্রথম গদ্য রচনা হলো “পিপাসা”।
বেগম রোকেয়ার প্রথম গদ্য রচনা “পিপাসা” কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর : বেগম রোকেয়ার প্রথম গদ্য রচনা “পিপাসা” “নব প্রভা” পত্রিকায় প্রকাশিত হয়।
“পিপাসা” প্রবন্ধ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ফাল্গুন ১৩০৮ সালে প্রকাশিত হয়।
বেগম রোকেয়া মোট কয়টি গ্রন্থ রচনা করেন?
উত্তর : ৫টি গ্রন্থ রচনা করেন।
বেগম রোকেয়া রচিত গ্রন্থ পাঁচটি কী কী?
উত্তর : বেগম রোকেয়া রচিত গ্রন্থ পাঁচটি হলো : মতিচুর (১ম খণ্ড ১৯০৪), পদ্মরাগ (১৯২৪), Sultana’s Dream (1908), মতিচুর, (২ খণ্ড ১৯২২) অবরোধ বাসিনী (১৯৩১)।
বেগম রোকেয়া কার উৎসাহ ইংরেজি ভাষা শেখেন?
উত্তর : সৈয়দ সাখাওয়াত হোসেনের উৎসাহে ইংরেজি ভাষা শেখেন।
বেগম রোকেয়া স্কুল পরিচালনার অভিজ্ঞতা অর্জনে কোন প্রতিষ্ঠানে যেতেন?
উত্তর : বেগম রোকেয়া স্কুল পরিচালনার অভিজ্ঞতা অর্জনে ব্রাহ্ম গার্লস স্কুলে যেতেন।
বেগম রোকেয়া স্কুলের নিয়ম-কানুন, ব্যবস্থা ও শৃঙ্খলা সম্পর্কে জানতে কাদের সাথে মিশতেন?
উত্তর : বেগম রোকেয়া স্কুলের নিয়ম-কানুন, ব্যবস্থা ও শৃঙ্খলা সম্পর্কে জানতে কলকাতার ইংরেজ, বাঙালি, ব্রাহ্ম, খ্রিস্টান অভিজ্ঞ মহিলাদের সাথে মিশতেন।
বেগম রোকেয়া স্কুল পরিচালনায় সহানুভূতি পেয়েছেন এমন দুজন মহিলার নাম লিখ।
উত্তর : বেগম রোকেয়া স্কুল পরিচালনায় সহানুভূতি পেয়েছেন এমন দুজন মহিলার নাম হলো: মিসেস পি. কে. রায় এবং মিসেস রাজকুমারী দাস প্রমুখ।
১৯১৭ সালে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল পরিদর্শন করেন কে?
উত্তর : ১৯১৭ সালে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল পরিদর্শন করেন তদানীন্তন বড়লাটের স্ত্রী লেডি চেমস ফোর্ড।
মুসলমান মেয়েদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি লাভের পথ সুগম করেন কে?
উত্তর : মুসলমান মেয়েদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি লাভের পথ সুগম করেন বেগম রোকেয়া সাখাওয়াত।
সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের মেয়েরা কিসে আসা যাওয়া করতো?
উত্তর : প্রথমে ঘোড়ার গাড়িতে এবং পরবর্তীতে মোটরে করে আসা-যাওয়া করতো।
বেগম রোকেয়ার মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য কী?
উত্তর : বেগম রোকেয়ার মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য মানুষকে মানুষ করে গড়ে তোলা।
বেগম রোকেয়ার মতে লেখাপড়া কিসের জন্য হওয়া উচিত?
উত্তর : বেগম রোকেয়ার মতে লেখাপড়া জ্ঞান লাভের জন্য হওয়া উচিত।
সাখাওয়াতে মেমোরিয়াল স্কুলের উদ্দেশ্য কী ছিল?
উত্তর : সাখাওয়াতে মেমোরিয়াল স্কুলের উদ্দেশ্য সম্পর্কে বেগম রোকেয়া বলেন, মেয়েদের এমন শিক্ষায় শিক্ষিত করিয়া তুলিতে হইবে, যাহাতে তাহারা ভবিষ্যৎ জীবনে আদর্শ গৃহিণী, আদর্শ জননী এবং আদর্শ নারীরূপে পরিচিত হইতে পারে।”
বেগম রোকেয়ার মতে শিক্ষার অধিকার কোন ধরনের অধিকার?
উত্তর : বেগম রোকেয়ার মতে শিক্ষার অধিকার জন্মগত অধিকার।
বেগম রোকেয়ার সমস্ত রচনার পেছনে কী রয়েছে?
উত্তর : বেগম রোকেয়ার সমস্ত রচনার পেছনে রয়েছে সমাজসংস্কার বা সমাজহিতের নির্দেশ
বেগম রোকেয়ার লেখনী কিসের জন্য?
উত্তর : বেগম রোখেয়ার লেখনী দেশ ও সমাজের কল্যাণের জন্য।
বেগম রোকেয়া ধর্ম ও সম্পর্কে কী বলেন?
উত্তর : বেগম রোকেয়া ধর্ম ও সমাজ সম্পর্কে “আমি ভগিনীদের কল্যাণ কামনা করি, তাহাদের ধর্ম বা সমাজবন্ধন ছিন্ন করিয়া তাঁহাদিগকে একটা উন্মুক্ত প্রান্তরে বাহির করিতে চাহি না।”
বেগম রোকেয়ার সমাজ চিন্তার প্রধান লক্ষ্য কী ছিল?
উত্তর : বেগম রোকেয়ার সমাজ চিন্তার প্রধান লক্ষ্য ছিল নারী জাগরণ ও বাঙালি মুসলমানের জাগরণ।
নারী মুক্তির লক্ষ্যে বেগম রোকেয়ার কয়টি লক্ষ্য ছিল?
উত্তর : নারী মুক্তির লক্ষ্যে বেগম রোকেয়ার দুইটি লক্ষ্য ছিল।
নারী মুক্তির লক্ষ্যে বেগম রোকেয়ার লক্ষ্য দুটি কী কী?
উত্তর : নারী মুক্তির লক্ষ্যে বেগম রোকেয়ার লক্ষ্য দুটি নারী মুক্তির লক্ষ্যে বেগম রোকেয়ার লক্ষ্য দুটি হলো : ১. নারী শিক্ষার ব্যাপক বিস্তার সাধন এবং ২. অবরোধ প্রথার অবসান ঘটানো।
তৎকালীন মুসলমানদের যাবতীয় দৈন্য দুর্দশার একমাত্র কারণ কী?
উত্তর : স্ত্রী শিক্ষায় উদাসীনতা।
“আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম” প্রতিষ্ঠা করেন কে?
উত্তর : বেগম রোকেয়া।

খ-বিভাগ

১.বেগম রোকেয়ার কর্মজীবন সম্পর্কে লিখ ।
২.নারীমুক্তি আন্দোলন ও শিক্ষা বিস্তারে বেগম রোকেয়ার ভূমিকা কী?
৩.বেগম রোকেয়ার সময়ের সামাজিক অবস্থা কিরূপ ছিল?
৪.বেগম রোকেয়ার সময়ে বাংলার হিন্দু সমাজের অবস্থা কিরূপ ছিল?
৫.বেগম রোকেয়ার সময় বাংলার হিন্দু ও মুসলমানদের সামাজিক অবস্থা সম্পর্কে লেখ।
৬.বেগম রোকেয়ার সময় নারী সমাজের অবস্থা কিরূপ ছিল?
৭.নারী জাগরণে বেগম রোকেয়ার অবদান কী?
৮.বেগম রোকেয়ার শিক্ষা ক্ষেত্রে আলীগড় আন্দোলন কী প্রভাব ফেলে?
৯.শিক্ষা ক্ষেত্রে রোকেয়ার আলীগড় আন্দোলন কী?
১০.সাখাওয়াত মেমোরিয়াল স্কুল স্থাপনের পিছনে কী উদ্দেশ্য ছিল?
১১.সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল স্থাপনে বেগম রোকেয়া কতটুকু সার্থক?
১২.বেগম রোকেয়ার শিক্ষা বিস্তার কার্যক্রম তুলে ধর।
১৩.নারী জাগরণে শিক্ষার ভূমিকা সম্পর্কে বেগম রোকেয়ার অভিমত কী?
১৪.নারী শিক্ষার বিস্তারে বেগম রোকেয়ার গৃহীত পদক্ষেপগুলো কী কী?
১৫.বেগম রোকেয়ার সময় তৎকালীন সমাজে নারী শিক্ষার কী কী অন্তরায় ছিল?
১৬.বেগম রোকেয়ার শিক্ষা বিস্তারের উদ্দেশ্য ও সফলতা সংক্ষেপে লেখ ।
১৭.বেগম রোকেয়ার সময়ে মুসলিম নারীসমাজের শিক্ষার অবস্থা কিরূপ ছিল?
১৮.বেগম রোকেয়া কোন ধরনের পারিবারিক পরিবেশ শিক্ষার্জন করেন?
১৯.বিদেশে শিক্ষা আন্দোলনের প্রতি বেগম রোকেয়ার মনোভাব কিরূপ ছিল?
২০.নারী শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বেগম রোকেয়ার অভিমত লেখ।
২১.মুসলিম নারী সমিতি গঠনের পটভূমি কী?
২২.আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম গঠনের পটভূমি ও উদ্দেশ্য সম্পর্কে লেখ ।
২৩.বেগম রোকেয়ার মুসলিম মহিলা সমিতির কার্যাবলি সম্পর্কে সংক্ষেপে লেখ ।
২৪.আঞ্জুমানে খাওয়াতীনে ইসলামের কার্যাবলি পর্যালোচনা কর।
২৫.নারী জাগরণে বেগম রোকেয়ার সাহিত্যের ভূমিকা কিরূপ?
২৬.বেগম রোকেয়ার নারী শিক্ষা আন্দোলন সম্পর্কে আলোচনা কর।

গ-বিভাগ

১.বেগম রোকেয়ার মুক্তির দর্শন আলোচনা করো। তাঁর নারী মুক্তি দর্শন কী নারীবাদ?
২.সমাজসংস্কারে বেগম রোকেয়ার অবদান কী? আলোচনা কর।
৩.বেগম রোকেয়ার উপর একটি প্রবন্ধ রচনা কর।
৪.বেগম রোকেয়ার কর্মজীবনের বর্ণনা দাও।
৫.বেগম রোকেয়ার আবির্ভাবের সময়ে তৎকালীন যুগ ও সামাজিক পরিবেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
৬.“নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া”- এ উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
৭.বেগম রোকেয়ার আলীগড় আন্দোলন শিক্ষাক্ষেত্রে কি ভূমিকা রাখে?
৮.সাখাওয়াত মেমোরিয়াল স্কুল স্থাপনের পিছনে বেগম রোকেয়ার উদ্দেশ্য কি ছিল? তিনি এ উদ্দেশ্য অর্জনে কতটুকু সার্থক?
৯.বেগম রোকেয়ার শিক্ষাবিস্তার কার্যক্রম আলোচনা কর ।
১০.নারী জাগরণে শিক্ষার ভূমিকা সম্পর্কে বেগম রোকেয়ার অভিমত ব্যক্ত কর।
১১.বেগম রোকেয়ার তৎকালীন নারী শিক্ষার অবস্থা কেমন ছিল? এক্ষেত্রে তাঁর পদক্ষেপগুলো আলোচনা কর।
১২.বেগম রোকেয়ার সময়ে সমাজে নারী শিক্ষার প্রধান অন্তরায়গুলো আলোচনা কর।
১৩.বেগম রোকেয়া শিক্ষাবিস্তার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত বাধাবিপত্তির সম্মুখীন হয়েছিল তা বর্ণনা কর।
১৪.বেগম রোকেয়ার শিক্ষাবিস্তার কার্যক্রমের উদ্দেশ্য ও সফলতা বা বিফলতা সম্পর্কে আলোচনা কর।
১৫.বেগম রোকেয়ার সময়ে মুসলিম নারীসমাজে শিক্ষার অবস্থা বর্ণনা কর ।
১৬.বেগম রোকেয়ার পরিবারে নারী শিক্ষার মনোভাব আলোচনা কর। তাঁর পারিবারিক পরিবেশে তিনি কিভাবে শিক্ষা অর্জন করেন?
১৭.বিদেশে শিক্ষা আন্দোলনের প্রতি বেগম রোকেয়ার মনোভাব ব্যক্ত কর।
১৮.সমাজে নারী শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বেগম রোকেয়ার ধারণা ব্যক্ত কর।
১৯.বেগম রোকেয়ার ‘মুসলিম নারী সমিতি’ বা ‘আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম’ গঠনের উদ্দেশ্য এবং কার্যাবলি আলোচনা কর।
২০.নারী জাগরণে বেগম রোকেয়ার সাহিত্য কতটুকু ভূমিকা রাখে?
২১.বেগম রোকেয়ার ‘মুসলিম মহিলা সমিতি’ গঠনের উদ্দেশ্য এবং এর কার্যাবলি উল্লেখ কর।