একাদশ অধ্যায়, ড. জি. সি. দেব

ক-বিভাগ

গোবিন্দচন্দ্ৰ দেব কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : গোবিন্দচন্দ্র দেব ১৯০৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন।
গোবিন্দচন্দ্র দেব কী নামে পরিচিত?
উত্তর : গোবিন্দচন্দ্র দেব জি.সি. দেব নামে পরিচিত।
জি.সি. দেব জন্মগ্রহণ করেন কোথায়?
উত্তর : জি.সি. দেব জন্মগ্রহণ করেন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার লাউতা গ্রামে।
জি.সি. দেবের মাতা-পিতার নাম কী?
উত্তর : জি.সি. দেবের পিতা ঈশ্বরচন্দ্র দেব এবং মাতা শরৎ কুমারী দেবী।
জি.সি. দেবের পূর্বপুরুষ কী ছিলেন?
উত্তর : জি.সি. দেবের পূর্বপুরুষ কুলিন ব্রাহ্মণ ছিলেন।
জি.সি. দেবের পারিবারিক উপাধি কী ছিল?
উত্তর : জি.সি. দেবের পারিবারিক উপাধি ছিল ‘পুরকায়স্থ’।
জি.সি. দেব কত বছর বয়সে পিতাকে হারান?
উত্তর : জি.সি. দেব ১৮ বছর বয়সে পিতাকে হারান।
জি.সি. দেব প্রাথমিক শিক্ষা শুরু করেন কোথায়?
উত্তর : জি.সি. দেব প্রাথমিক শিক্ষা শুরু করেন লাউতা বালক বিদ্যালয়ে
জি.সি. দেব কত সালে ম্যাট্রিক পাস করেন?
উত্তর : জি.সি. দেব ১৯২৫ সালে ম্যাট্রিক পাস করেন।
জি.সি. দেব সালে তিনি আইএ পাস করেন?
উত্তর : ১৯২৭ সালে আইএ পাস করেন।
জি.সি. দেব কোন কলেজ থেকে আইএ পাস করেন?
উত্তর : জি.সি. দেব কলকাতার রিপন কলেজ থেকে আইএ পাস করেন।
কত সালে জি.সি. দেব বিএ পাস করেন?
উত্তর : ১৯২৯ সালে জি.সি. দেব বিএ পাস করেন।
জি.সি. দেব তিনি কোন বিষয়ে বিএ পাস করেন?
উত্তর : জি.সি. দেব তিনি দর্শন বিষয়ে বিএ পাস করেন।
জি.সি. দেব কত সালে এমএ পাস করেন?
উত্তর : জি.সি. দেব ১৯৩১ সালে এমএ পাস করেন।
জি.সি. দেব কোথা হতে এমএ পাস করেন?
উত্তর : জি.সি. দেব কলকাতা বিশ্ববিদ্যালয় হতে এমএ পাস করেন।
জি.সি. দেব কত সালে রিপন কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন?
উত্তর : ১৯৩১ সালে রিপন কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন।
কোন বিশ্ববিদ্যালয় জি.সি দেবকে পিএইচডি ডিগ্রি প্রদান করে?
উত্তর : কলকাতা বিশ্ববিদ্যালয় জি.সি দেবকে পিএইচডি ডিগ্রি প্রদান করে।
জি.সি. দেবের পিএইচডি’র গবেষণার বিষয় কী ছিল?
উত্তর : জি.সি, দেবের পিএইচ ডি’র গবেষণার বিষয় ছিল ‘Intuition and Reality
জি.সি. দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সালে যোগ দেন?
উত্তর : জি.সি. দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৫৩ সালের ২২ জুলাই যোগ দেন।
জি.সি দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলের হাউজ টিউটর ছিলেন?
উত্তর : জি.সি, দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা হল ও জগন্নাথ হলের হাউজ টিউটর ছিলেন।
জি.সি. দেব কোন হলে প্রভোস্টের দায়িত্ব পালন করেন?
উত্তর : জি.সি. দেব জগন্নাথ হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেন।
কত সালে জি.সি. দেব মারা যান?
উত্তর : ১৯৭১ সালে জি.সি. দেব মারা যান।
জি.সি. দেব কয়টি গ্রন্থ রচনা করেছেন?
উত্তর : জি.সি. দেব মোট ৮টি গ্রন্থ রচনা করেছেন।
জি.সি. দেব বাংলায় কয়টি গ্রন্থ রচনা করেন?
উত্তর : জি.সি. দেব বাংলায় দুটি গ্রন্থ রচনা করেন।
জি.সি. দেব ইংরেজিতে গ্রন্থ রচনা করেন কয়টি?
উত্তর : জি.সি. দেব ইংরেজিতে গ্রন্থ রচনা করেন ৬টি।
জি.সি. দেবের তিনটি ইংরেজি গ্রন্থের নাম লিখ।
উত্তর : জি.সি. দেবের তিনটি ইংরেজি গ্রন্থের নাম হলো : (১) Idealism and Progress (2) Buddha the Humanist, () Parables of the East 1
জি.সি. দেবের দুটি বাংলা গ্রন্থের নাম লিখ।
উত্তর : জি.সি. দেবের দুটি বাংলা গ্রন্থের নাম হলো : (১) আমার জীবনদর্শন, (২) তত্ত্ববিদ্যা সার।
জীবনদর্শন কী?
উত্তর : জীবনদর্শন হলো সেই জিজ্ঞাসা যেখানে আমরা ‘আদর্শ বা সত্যিকার’ মানবজীবন সম্পর্কে কতকগুলো
প্রশ্নের উত্তর খুঁজি (জি. সি. দেব)।
আদর্শ জীবন সম্পর্কে উত্থিত প্রশ্ন দুটি কী?
উত্তর : আদর্শ জীবন সম্পর্কে উত্থিত প্রশ্ন দুটি হলো: (১) আদর্শ জীবন কোনটি? (২) আদর্শ জীবন প্রতিষ্ঠিত হয় কীভাবে?
জি.সি. দেবের কাছে কোন প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ?
উত্তর : জি.সি. দেবের কাছে আদর্শ জীবন প্রতিষ্ঠিত হয় কীভাবে প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ।
‘Basic Human Values’ প্রবন্ধটি কার?
উত্তর : ‘Basic Human Values’ প্রবন্ধটি জি.সি. দেবের।
জি. সি. দেবের দর্শন কিরূপ?
উত্তর : জি. সি. দেবের দর্শন কল্যাণধর্মী।
জি. সি. দেব কল্যাণ বলতে কী বুঝিয়েছেন?
উত্তর : জি.সি. দেব কল্যাণ বলতে সাধারণ মানুষের সুখকে বুঝিয়েছেন।
জি. সি. দেবের মতে দর্শনের লক্ষ্য কী?
উত্তর : জি. সি. দেবের মতে দর্শনের লক্ষ্য হলো মানুষকে সার্বজনীন কল্যাণে উদ্বুদ্ধ করা।
জি. সি. দেবের দর্শন কোন ধরনের?
উত্তর : জি. সি. দেবের দর্শন জীবনবাদী, প্রয়োগবাদী, সুখবাদী ও মানবতাবাদী।
জি. সি. দেব জীবন দর্শনের ধারণা কোথা হতে পেয়েছেন?
উত্তর : জি.সি. দেব জীবন দর্শনের ধারণা উপমহাদেশীয় চিন্তার প্রবাহ থেকে পেয়েছেন।
‘The Life of Diviné’ গ্রন্থটি কার?
উত্তর : ‘The Life of Divine’ গ্রন্থটি অরবিন্দ ঘোষের।
‘The Religion of Man’ গ্রন্থটি কার?
উত্তর : ‘The Religion of Man’ গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের।
‘Aspirations of the Common Man’ গ্রন্থটি কার?
উত্তর : ‘Aspirations of the Common Man’ গ্রন্থটি জি.সি. দেবের।
জি. সি. দেবের দর্শনের গুরুত্বপূর্ণ দিক কী?
উত্তর : জি.সি. দেবের দর্শনের গুরুত্বপূর্ণ দিক হলো তার দর্শন সমন্বয়ধর্মী।
জি. সি. দেবের মতে সার্থক দর্শন মানে কী?
জি. সি. দেব কোন দুটি মতবাদ দ্বারা প্রভাবিত হয়েছেন?
উত্তর : জি.সি. দেব বাস্তববাদ ও ভাববাদ দ্বারা প্রভাবিত হয়েছেন।
জি. সি. দেবের মতবাদ কী নামে পরিচিত?
উত্তর : সমন্বয়ী ভাববাদ (Synthetic Idealism)।
বস্তুবাদ কী?
উত্তর : চলমান জগৎ সত্তার নিরপেক্ষ অস্তিত্বে বিশ্বাসই বস্তুবাদ।
ভাববাদের মূল বৈশিষ্ট্য কী?
উত্তর : ভাববাদের মূল বৈশিষ্ট্য হলো বস্তু এবং প্রত্যক্ষকে অস্বীকার করা।
ভাববাদ ও বস্তুবাদের সমন্বয়ে যে দর্শন তাকে কী বলে?
উত্তর : জি. সি. দেবের মতে সার্থক দর্শন মানে জীবনদর্শন।
জীবন দর্শনে জি. সি. দেব কিসের সমন্বয় ঘটিয়েছেন?
উত্তর : জীবন দর্শনে জি. সি. দেব জৈবিক ও আধ্যাত্মিক প্রয়োজনের সমন্বয় ঘটিয়েছেন।
জি. সি. দেব যে জীবনদর্শন গড়ে তুলেছেন তা কোন ধরনের পথ?
উত্তর : জি. সি. দেব যে জীবনদর্শন গড়ে তুলেছেন তা মধ্যপথ।
জি. সি. দেব ধর্মকে কী হিসেবে গ্রহণ করেছেন?
উত্তর : জি. সি. দেব ধর্মকে মানবকল্যাণের প্রেরণা হিসেবে গ্রহণ করেছেন।
কল্যাণ প্রতিষ্ঠার অর্থনৈতিক উপায় হিসেবে জি. সি. দেব কোন মতবাদে বিশ্বাসী ছিলেন?
উত্তর : কল্যাণ প্রতিষ্ঠার অর্থনৈতিক উপায় হিসেবে জি. সি. দেব সমাজবাদে বিশ্বাসী ছিলেন।
তিনি জি. সি. দেব রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন?
উত্তর : জি. সি. দেব বিশ্ব রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন।
রাষ্ট্রনীতি হিসেবে জি. সি. দেব কিসের উপর জোর দিয়েছেন?
উত্তর : রাষ্ট্রনীতি হিসেবে জি. সি. দেব আন্তর্জাতিকতাবাদের উপর জোর দিয়েছেন।
জি. সি. দেবের জীবনদর্শন ও জীবনদর্শন লাভের উপায় কিরূপ ছিল?
উত্তর : জি.সি. দেবের জীবনদর্শন ও জীবনদর্শন লাভের উপায় সমন্বয়ধর্মী ছিল।
জি. সি. দেবের জীবন দর্শনের উদ্দেশ্য কী ছিল?
উত্তর : জি.সি. দেবের জীবন দর্শনের উদ্দেশ্য ছিল জগতের সকলের জন্য কল্যাণের অফুরন্ত প্রেরণার যোগান দেয়া।
উত্তর : ভাববাদ ও বস্তুবাদের সম্বয়ে যে দর্শন তাকে সমন্বয়ী দর্শন বলে।
মানুষের কয়টি দিক রয়েছে ও কী কী?
উত্তর : মানুষের দুটি দিক রয়েছে। যথা : (১) জাগতিক ও (২) আধ্যাত্মিক ।
ভাববাদ ও বস্তুবাদের সমন্বয়ে যে ভাববাদের সৃষ্টি তার নাম কী?
উত্তর : ভাববাদ ও বস্তুবাদের সমন্বয়ে যে ভাববাদের সৃষ্টি তার নাম সমন্বয়ী ভাববাদ।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥ড গোবিন্দ চন্দ্র দেবের পরিচয় দাও।
প্রশ্ন॥২॥ড গোবিন্দ চন্দ্র দেবের দার্শনিক চিন্তাধারা ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৩॥ড জি সি দেবের সমন্বয়ী ভাববাদ ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৪॥ড জি সি দেবের মানবতাবাদ ব্যাখ্যা কর।

গ-বিভাগ

প্রশ্ন॥১॥ড গোবিন্দ চন্দ্র দেবের জীবনদর্শন আলোচনা কর।
প্রশ্ন॥২॥বাঙালি দার্শনিক ড গোবিন্দ চন্দ্র দেবের সমন্বয়ী দর্শন সম্পর্কে বিস্তারিত লিখ।
প্রশ্ন॥৩॥ড গোবিন্দ চন্দ্র দেবের সমন্বয়ী ভাববাদ আলোচনা ও মূল্যায়ন কর।
প্রশ্ন॥৪॥গোবিন্দ চন্দ্র দেব কে ছিলেন? তাঁর সমন্বয়ী ভাববাদ আলোচনা কর।
প্রশ্ন॥৫॥ড গোবিন্দ চন্দ্র দেবের মানবতাবাদী মতবাদ ব্যাখ্যা কর।