দশম অধ্যায়, কাজী আব্দুল ওদুদ

ক-বিভাগ

কাজী আবদুল ওদুদের জন্ম তারিখ লেখ।
উত্তর : কাজী আবদুল ওদুদ ১৮৯৪ সালের ২৬ এপ্রিল জন্মগ্রহণ করেন।
কাজী আবদুল ওদুদ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : কাজী আবদুল ওদুদ বর্তমান কুষ্টিয়া জেলার জগৎপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
কাজী আবদুল ওদুদের পৈতৃক নিবাস কোথায়?
উত্তর : কাজী আবদুল ওদুদের পৈতৃক নিবাস ফরিদপুর জেলার পাংশা থানার বাগমারা গ্রামে ‘সাহিত্যিকের সাধনা’ প্রবন্ধটি কার?
উত্তর : সাহিত্যিকের সাধনা’ প্রবন্ধটি কাজী আবদুল ওদুদের।
‘সাহিত্যিকের সাধনা’ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর : ‘সাহিত্যিকের সাধনা’ প্রবন্ধটি মোসলেম ভারত পত্রিকায় প্রকাশিত।
আবদুল ওদুদ ‘শিখা’ পত্রিকায় সম্পাদক ছিলেন কত সালে?
উত্তর : আবদুল ওদুদ ‘শিখা’ পত্রিকার সম্পাদক ছিলেন ১৯২৭ সালে।
ওদুদের সাহিত্যকর্ম কোন পত্রিকায় প্রকাশিত হতো?
উত্তর : ওদুদের সাহিত্যকর্ম শিখা পত্রিকায় প্রকাশিত হতো।
আবদুল ওদুদ বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের কোন শাখার সভাপতিত্ব করেন এবং কত সালে ?
উত্তর : আবদুল ওদুদ বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের সাহিত্য শাখার সভাপতিত্ব করেন ১৯৩২ সালে।
ওদুদ শান্তিনিকেতনে কোন বক্তৃতা দেন?
উত্তর : ওদুদ শান্তিনিকেতনে ‘নিযাম বক্তৃতা’ দেন।
আবদুল ওদুদের তিনটি গ্রন্থের নাম লেখ।
উত্তর : আবদুল ওদুদের তিনটি গ্রন্থের নাম হলো- ১. মীর পরিবার; ২. নদীবক্ষে এবং ৩. নবপর্যায়।
আবদুল ওদুদের অপ্রকাশিত গ্রন্থ কী কী?
উত্তর : আবদুল ওদুদের অপ্রকাশিত গ্রন্থ হলো- ১. অসমাপ্ত আত্মকথা এবং ২. নানা কথা
ওদুদের ভাবাদর্শের প্রেরণার উৎস কী?
উত্তর : ওদুদের ভাবাদর্শের প্রেরণার উৎস রামমোহন রায়।
ওদুদ কোন ধরনের মানবতাবাদের সমর্থক?
উত্তর : ওদুদ অধ্যাত্মবাদী মানবতাবাদের সমর্থক।
ওদুদ স্বদেশী আন্দোলনকে কী হিসেবে অভিহিত করেন?
উত্তর : ওদুদ স্বদেশী আন্দোলনকে ‘বোমা বিভ্রাট’ বলে অভিহিত করেছেন
বুদ্ধির মুক্তি আন্দোলনের ভাবযোগী ছিলেন কে?
উত্তর : বুদ্ধির মুক্তি আন্দোলনের ভাবযোগী ছিলেন কাজী আবদুল ওদুদ।
কাজী আবদুল ওদুদের সমস্ত চিন্তাধারার বীজ নিহিত কিসে?
উত্তর : কাজী আবদুল ওদুদের সমস্ত চিন্তাধারার বীজ নিহিত ‘বুদ্ধির মুক্তি’ কথাটির মধ্যে।
“কাজী একজন যোদ্ধা”- কে বলেছেন?
উত্তর : “কাজী একজন যোদ্ধা” এ কথা অন্নদাশঙ্কর রায় বলেছেন।
“শুভ বুদ্ধির সাথে মুক্তি-নির্ভরতাই কাজী আবদুল ওদুদের রচনার মূল বৈশিষ্ট্য”- এ কথা কে বলেছেন?
উত্তর : “শুভ বুদ্ধির সাথে মুক্তি-নির্ভরতাই কাজী আবদুল ওদুদের রচনার মূল বৈশিষ্ট্য”- এ কথা আবুল ফজল বলেছেন।
কাজী আবদুল ওদুদ কোন ধরনের দার্শনিক ছিলেন?
উত্তর : কাজী আবদুল ওদুদ অসাম্প্রদায়িক, বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন, তাঁর মতবাদে ভাববাদী বৈশিষ্ট্যও রয়েছে।
কাজী আবদুল ওদুদ বস্তুবাদ সম্পর্কে কোন গ্রন্থে আলোচনা করেন?
উত্তর : কাজী আবদুল ওদুদ বস্তুবাদ সম্পর্কে বাংলার জাগরণ গ্রন্থে আলোচনা করেন।
কাজী আবদুল ওদুদ কি সমাজতন্ত্র সমর্থন করেছেন?
উত্তর : কাজী আবদুল ওদুদ সমাজতন্ত্র সমর্থন করেননি।
ওদুদ কী দিয়ে বিশ্বাসকে দৃঢ় করতে চেয়েছেন?
উত্তর : ওদুদ যুক্তি দিয়ে বিশ্বাসকে দৃঢ় করতে চেয়েছেন।
বিশ্বাসের জন্ম কোথায়?
উত্তর : যেখানে জ্ঞান, বুদ্ধি ও মুক্তি অচল বিশ্বাসের জন্ম সেখানেই ৷
কাজী আবদুল ওদুদ জ্ঞানের কোন দিক দ্বারা আসক্ত ছিলেন?
উত্তর : কাজী আবদুল ওদুদ যুক্তিবাদ দ্বারা আসক্ত ছিলেন।
কাজী আবদুল ওদুদকে কি রাজনীতিবিদ বলা যায়?
উত্তর : কাজী আবদুল ওদুদকে রাজনীতিবিদ বলা যায় না, তিনি একজন দার্শনিক ও সাহিত্যিক।
আবদুল ওদুদের জাতীয়তাবাদ কী ছিল?
উত্তর : আবদুল ওদুদের জাতীয়তাবাদ হলো ভারতীয় জাতীয়তাবাদ ।
ওদুদ তাঁর রাষ্ট্রচিন্তাকে কিসে রূপদান করেন?
উত্তর : ওদুদ তাঁর রাষ্ট্রচিন্তাকে সাহিত্যে রূপদান করেন।
ওদুদ রাষ্ট্রচিন্তায় কার আদর্শ আজীবন সমর্থন করে গেছেন?
উত্তর : ওদুদ রাষ্ট্রচিন্তায় মহাত্মা গান্ধীর আদর্শ আজীবন সমর্থন করে গেছেন।
‘গান্ধী ও রবীন্দ্রনাথ’ প্রবন্ধটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯২১ সালে ‘গান্ধী ও রবীন্দ্রনাথ’ প্রবন্ধটি প্রকাশিত হয়।
গান্ধীর কোন তিনটি নীতির প্রতি ওদুদের সমর্থন ছিল?
উত্তর : গান্ধীর তিনটি নীতির প্রতি ওদুদের সমর্থন ছিল। যথা : ১. সত্যাগ্রহ; ২. অহিংসা এবং ৩. চরকা।
আবদুল ওদুদ গান্ধীর সমালোচনা করেন কোন প্রবন্ধে?
উত্তর : আবদুল ওদুদ গান্ধীর সমালোচনা করেন ‘মহাত্মা গান্ধীর নেতৃত্ব’ শীর্ষক প্রবন্ধে।
আবদুল ওদুদের মতে শরিয়তের পুনঃপ্রবর্তন সম্ভব কি?
উত্তর : আবদুল ওদুদের মতে শরিয়তের পুনঃপ্রবর্তন সম্ভব নয়।
আবদুল ওদুদ প্যান-ইসলামবাদ সমর্থন করেন কি?
উত্তর : আবদুল ওদুদ প্যান-ইসলামবাদ সমর্থন করেন না।
কাজী আবদুল ওদুদ বার্নার্ড শ’র কোন উক্তিটি প্রায়ই উল্লেখ করতেন?
উত্তর : কাজী আবদুল ওদুদ বার্নার্ড শ’র “Let us live rationally and nationally” উক্তিটি প্রায়ই উল্লেখ করতেন।
কাজী আবদুল ওদুদ কি আন্তর্জাতিকতা অর্জনের কথা স্বীকার করেছেন?
উত্তর : কাজী আবদুল ওদুদ আন্তর্জাতিকতা অর্জনের কথা স্বীকার করেছেন।
‘গৃহযুদ্ধের প্রাক্কালে’ প্রবন্ধটি কার?
উত্তর : ‘গৃহযুদ্ধের প্রাক্কালে’ প্রবন্ধটি কাজী আবদুল ওদুদের।
কাজী আবদুল ওদুদ কি ভাষাভিত্তিক জাতীয়তার সমর্থন করেন?
উত্তর : কাজী আবদুল ওদুদ ভাষাভিত্তিক জাতীয়তার সমর্থক ছিলেন।
কাজী আবদুল ওদুদ পাকিস্তান রাষ্ট্রকে কখন স্বীকার করেন?
উত্তর : কাজী আবদুল ওদুদ কংগ্রেস-মুসলিম লীগ সমঝোতার ভিত্তিতে সৃষ্ট পাকিস্তান রাষ্ট্রকে স্বীকার করেন।
‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থটি কার?
উত্তর : ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থটি কাজী আবদুল ওদুদের।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥বাঙালি দর্শনে কাজী আবদুল ওদুদের অবদান কী?
প্রশ্ন॥২॥আবদুল ওদুদের রাষ্ট্রদর্শন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥৩॥কাজী আবদুল ওদুদের রাষ্ট্র দর্শনের বৈশিষ্ট্য কী?
প্রশ্ন॥৪॥বুদ্ধির মুক্তি আন্দোলনে কাজী আবদুল ওদুদের ভূমিকা কিরূপ?
প্ৰশ্ন॥৫॥কাজী আব্দুল ওদুদের প্রগতিশীল ধারণাগুলো কী ইসলামী ভাবধারার সাথে সঙ্গতিপূর্ণ?

গ-বিভাগ

প্রশ্ন॥১॥বাংলাদেশ দর্শনে কাজী আব্দুল ওদুদের অবদান বর্ণনা কর।
প্রশ্ন৷২।।কাজী আব্দুল ওদুদের রাষ্ট্রদর্শন ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৩॥বুদ্ধির মুক্তি আন্দোলন বলতে কী বুঝ? বুদ্ধির মুক্তি আন্দোলনের একজন সদস্য হিসেবে কাজী আব্দুল ওদুদের দর্শন ব্যাখ্যা কর।