ক বিভাগ
কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন কত সালে?
উত্তর : কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪ মে।
বাংলা কত বঙ্গাব্দে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন?
উত্তর : বাংলা ১৩০৬ বঙ্গাব্দের, ১১ জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন।
কাজী নজরুল ইসলামের জন্ম কোথায়?
উত্তর : কাজী নজরুল ইসলামের জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকের অন্তর্গত চুরুলিয়া গ্রামে।
কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?
উত্তর : কাজী নজরুল ইসলামের মাতার নাম জাহেদা খাতুন।
কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?
উত্তর : কাজী নজরুল ইসলামের পিতার নাম কাজী ফকির আহমদ।
কাজী নজরুল ইসলামের ডাক নাম কী?
উত্তর : কাজী নজরুল ইসলামের ডাক নাম দুখু মিঞা।
কত সালে কাজী নজরুল ইসলাম মক্তবে লেখাপড়া শুরু করেন?
উত্তর : ১৯০৩ সালে কাজী নজরুল ইসলাম মক্তবে লেখাপড়া শুরু করেন।
কাজী নজরুল ইসলামের পিতার মৃত্যু হয় কত সালে?
উত্তর : ১৯০৮ সালে তাঁর পিতার মৃত্যু হয়।
কাজী নজরুল ইসলাম নিম্ন মাধ্যমিক পরীক্ষায় পাস করেন কত সালে?
উত্তর : কাজী নজরুল ইসলাম ১৯০৯ সালে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় পাস করেন।
কাজী নজরুল ইসলাম কোন তিনটি নাটক লেটোনাচের দলের জন্য রচনা করেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম যে তিনটি নাটক লেটোনাচের দলের জন্য রচনা করেন নাটকগুলো হলো: ১. নিমস্যা;
২. চুরুলিয়া এবং ৩. রাখাখুড়া।
কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে লেটোনাচের দলের নাটক রচনা করেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম ১২/১৩ বছর বয়সে লেটোনাচের দলের নাটক রচনা করেন।
নজরুল গ্রাম ত্যাগ করেন কত সালে?
উত্তর : নজরুল গ্রাম ত্যাগ করেন ১৯০৯-১৯১১ সালের মধ্যবর্তী সময়ে।
কত সালে কাজী নজরুল ইসলাম ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন?
উত্তর : ১৯১১ সালে কাজী নজরুল ইসলাম ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন।
কোন স্কুলে কাজী নজরুল ইসলাম বন্ঠ শ্রেণিতে ভর্তি হন।
উত্তর : নবীনচন্দ্র ইনস্টিটিশনে নজরুল ইসলাম ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন।
নবীনচন্দ্র ইনস্টিটিলনের প্রধান শিক্ষক কে ছিলেন?
উত্তর : নবীনচন্দ্র ইনস্টিটিশনের প্রধান শিক্ষক ছিলেন কুমুদরঞ্জন মল্লিক।
নজরুল কার বাসায় বাবুর্চির কাজ করেন?
উত্তর : নজরুল ঘোষ সাহেবের বাসায় বাবুর্চির কাজ করেন।
তিনি কার রুটির দোকানে কাজ করেন।
উত্তর : নজরুল আবদুল ওয়াহেদের রুটির দোকানে কাজ করেন।
কে কত সালে নজরুলকে সপ্তম শ্রেণিতে ভর্তি করিয়ে দেন?
উত্তর : দারোগা কাজী রফিক উদ্দিন আহমেদ ১৯১৪ সালে নজরুলকে সপ্তম শ্রেণিতে ভর্তি করিয়ে দেন
নজরুল কোথায় এবং কত সালে অষ্টম শ্রেণিতে ভর্তি হন।
উত্তর : নজরুল রানীগঞ্জের শিয়ারসোল রাজস্কুলে ১৯১৫ সালে অষ্টম শ্রেণিতে ভর্তি হন।
নজরুল অষ্টম শ্রেণিতে কার ইচ্ছায় ভর্তি হন।
উত্তর : নজরুল অষ্টম শ্রেণিতে নিজের ইচ্ছায় ভর্তি হন।
কার সহায়তায় নজরুল ফারসি ভাষা ও সাহিত্য সম্পর্কে জ্ঞান লাভ করেন?
উত্তর : হাফিজ নুরনবী সাহেবের সহায়তায় নজরুল ফারসি ভাষা ও সাহিত্য সম্পর্কে জ্ঞান লাভ করেন।
রাজস্কুলের কোন শিক্ষক নজরুলের উপর গভীর প্রভাব ফেলেন।
উত্তর : রাজস্কুলের শিক্ষক যুগান্তর কর্মী শ্রীনিবারণচন্দ্র ঘটক নজরুলের উপর গভীর প্রভাব ফেলেন।
রাজস্কুলে অধ্যয়নকালীন সময়ে কোন সাহিত্যিকের সাথে নজরুলের বন্ধুত্ব হয়।
উত্তর : রাজস্কুলে অধ্যয়নকালীন সময়ে সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সাথে নজরুলের বন্ধুত্ব হয়
নজরুল কত সালে সেনাবাহিনীতে যোগ দেন।
উত্তর : নজরুল ১৯১৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন।
নজরুল ১৯১৭ সালে কত নং বাঙালি পল্টনে যোগ দেন।
উত্তর : নজরুল ১৯১৭ সালে ৪৯ নং বাঙালি পল্টনে যোগ দেন।
নজরুলের সৈনিক জীবনকাল কত?
উত্তর। নজরুলের সৈনিক জীবনকাল ১৯১৭-১৯১৯ সাল পর্যন্ত।
সৈয়দা খাতুন বা নার্গিসের সাথে নজরুলের বিয়ে ঠি
ক হয় কত সালে?
উত্তর। সৈয়দা খাতুন বা নার্গিসের সাথে নজরুলের বিয়ে ঠিক হয় ১৭ জুন, ১৯২১ সালে।
সৈয়দা খাতুনের অপর নাম কী?
উত্তর : সৈয়দা খাতুনের অপর নাম নার্গিস।
‘আনন্দময়ীর আগমনে’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়।
উত্তর: ‘আনন্দময়ীর আগমনে’ কবিতাটি ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়।
কোন কবিতার জন্য নজরুলকে জেল খাটতে হয়।
উত্তর : আনন্দময়ীর আগমনে কবিতার জন্য নজরুলকে জেল খাটতে হয়।
‘রাজবন্দীর জবানবন্দী’ কোথায় বসে এবং কত সালে লেখেন?
উত্তর : ‘রাজবন্দীর জবানবন্দী’ জেলে বলে এবং ১৯২৩ সালে লেখেন।
“Give up hunger strike, our literature claims you” এটি কার উক্তি?
উত্তর: “Give up hunger strike, our literature claims you” এটি রবীন্দ্রনাথের উক্তি।
কাকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ এ উক্তিটি করেন?
উত্তর : নজরুলকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ এ উক্তিটি করেন।
রবীন্দ্রনাথের “Give up hunger strike, our literature claims you” এ টেলিগ্রামের প্রেক্ষিতে কী লেখা অবস্থায় টেলিগ্রামটি ফেরত যায়?
উত্তর : রবীন্দ্রনাথের “Give up hunger strike, our literature claims you” এ টেলিগ্রামের প্রেক্ষিতে ‘Address not found’ লেখা অবস্থায় টেলিগ্রামটি ফেরত যায়।
রবীন্দ্রনাথ কোন গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করেন?
উত্তর : রবীন্দ্রনাথ ‘বসন্ত’ গীতিনাট্যটি নজরুলকে উৎসর্গ করেন।
কার হস্তক্ষেপে নজরুল অনশন ভঙ্গ করেন?
উত্তর : বিরাজদেবীর হস্তক্ষেপে নজরুল অনশন ভঙ্গ করেন।
নজরুলের সংগীত সংকলন কী ও কত সালে প্রকাশিত হয়?
উত্তর : নজরুলের গীত সংকলন বনগীতি ১৯৩২ সালে প্রকাশিত হয়।
নজরুলের ইসলামি সংগীত সংকলনের নাম কী?
উত্তর : নজরুলের ইসলামি সংগীত সংকলনের নাম ‘জুলফিকার’।
নজরুলের তিনটি সংগীত সংকলনের নাম লেখ।
উত্তর : নজরুলের তিনটি সংগীত সংকলনের নাম হলো : ১. বনগীতি; ২. জুলফিকার এবং ৩. গুলবাগিচা।
নজরুলের তিনটি কবিতা গ্রন্থের নাম লেখ।
উত্তর : নজরুলের তিনটি কবিতা গ্রন্থের নাম হলো -১. অগ্নিবীণা; ২. দোলনচাঁপা এবং ৩. বিষের বাঁশী।
নজরুলের তিনটি উপন্যাসের নাম লেখ।
উত্তর : নজরুলের তিনটি উপন্যাসের নাম হলো : ১. বাঁধনহারা; ২. মৃত্যুক্ষুধা এবং ৩. কুহেলিকা।
নজরুলের তিনটি গল্পগ্রন্থের নাম লেখ।
উত্তর : নজরুলের তিনটি গল্পগ্রন্থের নাম হলো : ১. ব্যাথার দান; ২. রিক্তের বেদন এবং ৩. শিউলিমালা।
নজরুলের তিনটি নাটকের নাম লেখ।
উত্তর : নজরুলের তিনটি নাটকের নাম হলো : ১. ঝিলমিল; ২. আলেয়া এবং ৩. মধুমালা।
নজরুল সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখ।
উত্তর : নজরুল সম্পাদিত দুটি পত্রিকার নাম হলো : ১. নবযুগ ও ২. ধূমকেতু।
নজরুল পরিচালিত পত্রিকার নাম কী?
উত্তর : নজরুল পরিচালিত পত্রিকার নাম লাঙল।
নজরুল মূলত কী?
উত্তর : নজরুল মূলত একজন কবি।
কোথায় নজরুলের দর্শনতত্ত্বের প্রকাশ ঘটেছে?
উত্তর : সাহিত্যে নজরুলের দর্শনতত্ত্বের প্রকাশ ঘটেছে।
নজরুলের দর্শন কী?
উত্তর : নজরুলের চিন্তাভাবনা, জগৎ ও জীবন ভাবনার সমষ্টিই তাঁর দর্শন।
‘বিদ্রোহী’ কবিতা ১৯২১ সালের দিকে রচিত।
“আমি দুর্বার আমি ভেঙ্গে করি সব চুরমার- কোন কবিতার লাইন।
উত্তর : এটি বিদ্রোহী কবিতার লাইন।
নজরুলের জীবন দর্শনের পরিচয় পাওয়া যায় কোথায়?
উত্তর : নজরুলের জীবন দর্শনের পরিচয় পাওয়া যায় বিদ্রোহী কবিতায়।
কোন কবিতার মধ্যে নজরুলের কবিসত্তার স্বরূপ প্রতিবিস্থিত?
উত্তর : বিদ্রোহী কবিতার মধ্যে নজরুলের কবি সত্তার স্বরূপ প্রতিবিম্বিত
নজরুলের প্রবল ‘অহন’ এর প্রকাশ ঘটেছে কোথায়?
উত্তর : নজরুলের প্রবল ‘অহম’ এর প্রকাশ ঘটেছে বিদ্রোহী কবিতায়।
নজরুলের দর্শনে প্রেম কী?
উত্তর : নজরুলের দর্শনে প্রেম হলো মানবপ্রেম।
নজরুলের ধর্ম কী?
উত্তর : নজরুলের দর্শনে ধর্ম মানেই মানবধর্ম।
নজরুল কি অসাম্প্রদায়িক?
উত্তর : নজরুল অসাম্প্রদায়িক দার্শনিক।
কবি কাদের জয়গান গেয়েছেন?
উত্তর : কবি মানুষের জয়গান গেয়েছেন।
নজরুল কি মানবতাবাদী?
উত্ত
র : নজরুল মানবতাবাদী অসাম্প্রদায়িক কবি।
নজরুলের কবি ধর্মের মূল বৈশিষ্ট্য কী?
উত্তর : নজরুলের কবি ধর্মের মূল বৈশিষ্ট্য মানবকল্যাণ ও স্বদেশপ্রেম।
নজরুল মানবতাবাদী আন্দোলন শুরু করেন কিসের মাধ্যমে?
উত্তর : নজরুল মানবতাবাদী আন্দোলন শুরু করেন আত্মসত্তাকে মহিমান্বিত করার এবং স্বদেশ ও স্বজাতির কল্যাণের আত্মনিয়োগের মাধ্যমে।
নজরুল জাতীয় নাকি আন্তর্জাতিক কবি?
উত্তর : নজরুল জাতীয় ও আর্ন্তজাতিক কবি।
নজরুলের সর্বহারা কাব্য কত সালে প্রকাশিত হয়?
উত্তর : নজরুলের সর্বহারা কাব্য ১৯২৬ সালে প্রকাশিত হয়।
‘সর্বহারা’ কাব্যটি স্বতন্ত্র গুরুত্ব বহন করে কেন?
উত্তর : ‘সর্বহারা’ কাব্যটি স্বতন্ত্র গুরুত্ব বহন করে কারণ এ কাব্যে কবির সাম্যবাদী চিন্তা প্রকাশিত হয়েছে।
নজরুলের সাম্যবাদের ভিত্তি কী ছিল?
উত্তর : নজরুলের সাম্যবাদের ভিত্তি ছিল গভীর ও ঘনিষ্ঠ মানবতাবোধ।
নজরুলের মধ্যে কিসের প্রাধান্য বেশি?
উত্তর : নজরুলের মধ্যে প্রজ্ঞার চেয়ে আবেগের প্রাধান্য বেশি।
নজরুলের ‘সর্বহারা’ শব্দটি মার্কসীয় দর্শনের কোন শব্দের সমার্থক?
উত্তর : নজরুলের ‘সর্বহারা’ শব্দটি মার্কসীয় দর্শনের Proletariat বা Have Not শদ্বের সমার্থক।
নজরুল সাম্রাজ্যবাদকে কী নামে ভৎসনা করেছেন?
উত্তর : নজরুল সাম্রাজ্যবাদকে ‘জলদস্যু ও ডাকাত’ নামে ভর্ৎসনা করেছেন।
নজরুল কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন?
উত্তর : নজরুল ‘Labour Swaray Party of the Indian National Consgress’- ১৯২৫।
খ বিভাগ
প্রশ্ন।।১।। জগৎ ও জীবন সম্পর্কে কাজী নজরুল ইসলামের দর্শনচিন্তা সংক্ষেপে তুলে ধর।
প্রশ্ন।।২।। কাজী নজরুল ইসলামের মানবতাবাদী দর্শন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্না।।৩।। কাজী নজরুল ইসলামের আত্মশক্তি, দ্রোহচেতনা ও সেবাধর্ম সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন।।৪।। কাজী নজরুল ইসলামের নারীবাদী চিন্তাচেতনা সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রশ্না।।৫।। নজরুলের বিদ্রোহী চেতনা সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রশ্ন।।৬।। বাঙালি দর্শনে কাজী নজরুল ইসলামের অবদান কী?
প্রশ্ন।।৭।। কাজী নজরুল ইসলামকে সাম্যবাদী দার্শনিক বলা যায় কি না?
প্রশ্ন।।৮।। কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চিন্তাচেতনা সংক্ষেপে ব্যাখ্যা কর।
গ বিভাগ
প্রশ্না।।১।। কাজী নজরুল ইসলামের জীবনদর্শন ব্যাখ্যা কর।
প্রশ্না॥২॥ বাংলাদেশের মানবতাবাদের উদ্ভব ও বিকাশ আলোচনা কর। এ প্রসঙ্গে কাজী নজরুল ইসলামের মানবতাবাস আলোচনা কর।
প্রশ্না।।৩।। কাজী নজরুল ইসলামের আত্মশক্তি, দ্রোহচেতনা ও সেবাধর্ম ব্যাখ্যা কর।
প্রশ্না।।৪।। কাজী নজরুল ইসলামের নারীবাদী চিন্তাচেতনা ব্যাখ্যা কর।
প্রশ্না।।৫।। বিদ্রোহী ও মানবতাবাদী হিসেবে নজরুলের মূল্যায়ন কর।
প্রশ্না।।৬।। বাংলাদেশ দর্শনে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা কর।
প্রশ্না॥৭॥ কাজী নজরুল ইসলামের মানবতাবাদের ব্যাখ্যা দাও। তুমি কি তাঁকে সাম্যবাদী মনে কর?
প্রশ্ন।।৮।। সাম্য ও মানবতার কবি হিসেবে কাজী নজরুল ইসলামের অভিমত ব্যাখ্যা কর।
প্রশ্ন।।৯।। কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চিন্তাচেতনার একটি রূপরেখা দাও।