ক-বিভাগ
কার মতে, “সামাজিক ভূমিকা নির্ণয়ের মধ্য দিয়েই Subject Object -কে নিয়ন্ত্রণ করে।”
উত্তর : বোভোয়ার এর মতে, “সামাজিক ভূমিকা নির্ণয়ের
মধ্য দিয়েই Subject Object -কে নিয়ন্ত্রণ করে।”
কিসের মধ্য দিয়ে নারী ‘নারী’ হিসেবে গড়ে উঠে?
উত্তর : সামাজিকীকরণের মধ্য দিয়ে নারী ‘নারী’ হিসেবে গড়ে উঠে।
বুভেয়ার নারীর কয়টি ভূমিকার বর্ণনা করেন?
উত্তর : বুর্ভেয়ার নারীর তিনটি ভূমিকার বর্ণনা করেন।
বুভেয়ারের মতে কারা নারীত্বের খাঁচায় আরো বন্দী হয়ে পড়েন?
উত্তর : বুভেয়ারের মতে চাকরিজীবী নারীরা নারীত্বের খাঁচায় আরো বন্দী হয়ে পড়েন।
বুভেয়ারের মতে নারীর অপর সত্তার কারণে হতাশা থেকে কী তৈরি হয়?
উত্তর : বুভেয়ারের মতে নারীর অপর সত্তার কারণে হতাশা থেকে আত্মপ্রেম তৈরি হয়।
বুভেয়ার নারীদের মুক্তির কয়টি কৌশলের কথা বলেছেন?
উত্তর : বুভেয়ার নারীদের মুক্তির লক্ষ্যে তিনটি বিশেষ কৌশলের কথা বলেছেন।
মানবজাতির চারটি প্রধান ধর্মের নাম লিখ।
উত্তর : মানবজাতির চারটি প্রধান ধর্মের নাম হলো : ক. ইসলাম ধর্ম; খ. হিন্দুধর্ম; গ. বৌদ্ধধর্ম এবং ঘ. খ্রিস্টান ধর্ম।
প্রাচীন ও মধ্যযুগে শাসনের অস্ত্র কী ছিল?
উত্তর : প্রাচীন ও মধ্যযুগে শাসনের অস্ত্র ছিল ধর্মীয় অনুশাসন।
কোনটির দ্বারা প্রাচীন ও মধ্যযুগে সমাজ, সভ্যতা এবং সংস্কৃতি নির্ধারিত হতো?
উত্তর : ধর্মীয় আইনের দ্বারা প্রাচীন ও মধ্যযুগে সমাজ, সভ্যতা এবং সংস্কৃতি নির্ধারিত হতো
প্রতিটি ধর্মের মূল উদ্দেশ্য কী?
উত্তর : প্রতিটি ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ সাধন ।
কোন ধর্মে নারীদের চূড়ান্ত মর্যাদা দেয়া হয়েছে?
উত্তর : ইসলাম ধর্মে নারীদের চূড়ান্ত মর্যাদা দেয়া হয়েছে।
নারী-পুরুষের সামাজিক সম্পর্ক বুঝতে কোন প্রত্যয়টি ব্যবহৃত হয়?
উত্তর : নারী-পুরুষের সামাজিক সম্পর্ক বুঝতে জেন্ডার (Gender) প্রত্যয়টি ব্যবহৃত হয়।
কোন ধর্ম নারীকে অমানবিক ও প্রহসনমূলক অবস্থা থেকে মুক্তি দিয়েছে?
উত্তর : ইসলাম ধর্ম নারীকে অমানবিক ও প্রহসনমূলক অবস্থা থেকে মুক্তি দিয়েছে।
“তাকওয়াই হচ্ছে পার্থক্যের সত্যিকার ভিত্তি, অন্য কিছু নয়” -আল্লাহ কোন সূরায় একথা বলেছেন?
উত্তর : “তাকওয়াই হচ্ছে পার্থক্যের সত্যিকার ভিত্তি, অন্য কিছু নয়” -আল্লাহ সূরা হুজরাত এ একথা বলেছেন।
সব পরিবারের উপরে কোন পরিবার?
উত্তর : সব পরিবারের উপরে মানবজাতির পরিবার।
মায়ের পায়ের নিচে সন্তানের কী?
উত্তর : মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত
কে স্বামীর অর্ধাঙ্গিনী, জীবনসঙ্গিনী এবং সহধর্মিনী?
উত্তর : স্ত্রী স্বামীর অর্ধাঙ্গিনী, জীবনসঙ্গিনী এবং সহধর্মিনী।
বিবাহের ক্ষেত্রে অভিভাবক অপেক্ষা কার মতামতের গুরুত্ব বেশি?
উত্তর : বিবাহের ক্ষেত্রে অভিভাবক অপেক্ষা প্রাপ্তবয়স্ক মেয়ের মতামতের গুরুত্ব বেশি।
স্বামীর মৃত্যুর পর বিধবা নারীকে দ্বিতীয় বিবাহের জন্য কত দিন অপেক্ষা করতে হয়?
উত্তর : স্বামীর মৃত্যুর পর বিধবা নারীকে দ্বিতীয় বিবাহের জন্য ৪ মাস ১০ দিন অপেক্ষা করতে হয়।
তালাকপ্রাপ্ত নারীকে দ্বিতীয় বিবাহের জন্য কত দিন অপেক্ষা করতে হয়?
উত্তর : তালাকপ্রাপ্ত নারীকে দ্বিতীয় বিবাহের জন্য ৩ মাস (৯০ দিন) অপেক্ষা করতে হয়।
ইসলামে কেন স্বামীর উপর মোহরানা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে?
উত্তর : ইসলামে স্ত্রীর প্রতি সম্মান ও মর্যাদার চিহ্নস্বরূপ স্বামীর উপর মোহরানা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।
মোহরানা কী?
উত্তর : মোহরানা হচ্ছে বিবাহের সময় স্বামী কর্তৃক প্রদত্ত অর্থ বা সম্পত্তি।
বিদ্যা অর্জন করা প্রত্যেক নর ও নারীর উপর কী?
উত্তর : বিদ্যা অর্জন করা প্রত্যেক নর ও নারীর উপর ফরজ।
সন্তানের শিক্ষার ভিত্তিমূল স্থাপনের দায়িত্ব কার?
উত্তর : সন্তানের শিক্ষার ভিত্তিমূল স্থাপনের দায়িত্ব মাতার।
যারা কন্যা সন্তানের জন্মে মন খারাপ করে কুরআনে তাদের কী করা হয়েছে?
উত্তর : যারা কন্যা সন্তানের জন্মে মন খারাপ করে কুরআনে তাদের নিন্দা করা হয়েছে।
কোনটি মুসলিম নারীকে অন্যান্য ধর্মাবলম্বী নারী থেকে পৃথক করেছে?
উত্তর : পর্দা মুসলিম নারীকে অন্যান্য ধর্মাবলম্বী নারী থেকে পৃথক করেছে।
ইসলামি আইনে যে কাজ পুরুষের জন্য বৈধ সে কাজ নারীর জন্য কী?
উত্তর : ইসলামি আইনে যে কাজ পুরুষের জন্য বৈধ সে কাজ নারীর জন্যও বৈধ।
আধ্যাত্মিক দিক দিয়ে নারী-পুরুষ কী?
উত্তর : আধ্যাত্মিক দিক দিয়ে নারী-পুরুষ সমান।
হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী?
উত্তর : হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থের নাম বেদ।
“নারী অশুভ সকল অমঙ্গলের কারণ, কন্যা দুঃখের হেতু ”-এটি কোথায় বলা হয়েছে?
উত্তর : “নারী অশুভ সকল অমঙ্গলের কারণ, কন্যা দুঃখের হেতু ”-এটি মহাভারতে বলা হয়েছে।
মনুর মতে নারী সন্তান কী?
উত্তর : মনুর মতে নারী সন্তান জন্মদানের হাতিয়ার মাত্র।
তৈত্তীরীয় সংহিতায় নারীর মর্যাদাকে কী করা হয়েছে?
উত্তর : তৈত্তীরীয় সংহিতায় নারীর মর্যাদাকে আরো নিম্নগামী করা হয়েছে।
কোথায় বলা হয়েছে স্ত্রী স্বামীর পরে খাবে?
উত্তর : শতপথ ব্রাহ্মণে বলা হয়েছে স্ত্রী স্বামীর পরে খাবে।
“নারীর জন্য পতিসেবাই বেদ অধ্যয়ন”-এটি কোথায় বলা হয়েছে?
উত্তর : “নারীর জন্য পতিসেবাই বেদ অধ্যয়ন”-এটি মনু সংহিতায় বলা হয়েছে।
হিন্দুধর্মে কে পিতার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী?
উত্তর : হিন্দুধর্মে পুত্র পিতার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী ।
বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী?
উত্তর : বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক।
বৌদ্ধ ধর্মে স্ত্রীর একান্ত করণীয় কী?
উত্তর : বৌদ্ধ ধর্মে স্ত্রীর একান্ত করণীয় হলো স্বামী ও তার পরিবারের অন্যান্যদের তুষ্ট করা।
বৌদ্ধ ধর্মে স্ত্রীর দায়িত্ব কী?
উত্তর : বৌদ্ধ ধর্মে স্ত্রীর দায়িত্ব হলো গৃহস্থালির সকল কার্যাদি সম্পাদন করা।
বৌদ্ধ ধর্মের লক্ষ্য কী?
উত্তর : বৌদ্ধ ধর্মের লক্ষ্য হলো সকল কামনা বাসনার বিলোপসাধন করা।
খ্রিস্টান ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী?
উত্তর : খ্রিস্টান ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম হলো বাইবেল।
খ্রিস্টানধর্মে বিবাহের ক্ষেত্রে কোনটি স্বীকৃত?
উত্তর : খ্রিস্টান ধর্মে বিবাহের ক্ষেত্রে বিবাহবিচ্ছেদ, পুনঃবিবাহ এবং বিধবা বিবাহ স্বীকৃত
খ্রিস্টধর্মে মৃতের কারা সম্পত্তি পায় না?
উত্তর : খ্রিস্ট ধর্মে মৃতের স্ত্রী, মাতা, বোন এবং অন্যান্য নারী আত্মীয়স্বজন সম্পত্তি পায় না।
সকল কার্যকলাপ কিসের উপর প্রতিষ্ঠিত?
উত্তর : সকল কার্যকলাপ কিছুসংখ্যক বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত।
বিশ্বাস কার সাথে জড়িত থাকে?
উত্তর : বিশ্বাস মতাদর্শের সাথে জড়িত থাকে।
নারীবাদী মতাদর্শ কী?
উত্তর : নারীবাদী মতাদর্শ হচ্ছে জ্ঞান, চিন্তা ও মতবাদের সমষ্টি, যা নারী পণ্ডিত, চিন্তাবিদ ও লেখকের দ্বারা তৈরি।
নারীবাদী মতাদর্শের উদ্দেশ্য কী?
উত্তর : নারীবাদী মতাদর্শের উদ্দেশ্য হচ্ছে পুরুষতান্ত্রিক জ্ঞান ও মতাদর্শকে চ্যালেঞ্জ করা।
নারী প্রশ্নে দার্শনিকদের মধ্যে সৃষ্ট বিতর্কে কয় ধরনের বিশ্লেষণ স্পষ্ট হয়ে উঠে?
উত্তর : নারী প্রশ্নে দার্শনিকদের মধ্যে সৃষ্ট বিতর্কে দুই ধরনের বিশ্লেষণ স্পষ্ট হয়ে উঠে। যথা : ক. মতাদর্শিক ও
খ. বস্তুবাদী।
পুরুষতান্ত্রিক মতাদর্শ নারীকে কী বলে চিহ্নিত করে?
উত্তর : পুরুষতান্ত্রিক মতাদর্শ নারীকে প্রাকৃতিক দুর্বল ও নিম্নমানের বলে চিহ্নিত করে।
কী পুরুষের বস্তুগত ক্ষমতার ভিত্তি তৈরি করে?
উত্তর : অর্থনৈতিক ও সামাজিক অবস্থা পুরুষের বস্তুগত ক্ষমতার ভিত্তি তৈরি করে।
কেন নারীকে অবলা হিসেবে চিহ্নিত করা হয়?
উত্তর : নারী বলহীন ও বচনহীন বলে নারীকে অবলা হিসেবে চিহ্নিত করা হয়।
নারী-পুরুষের অসমতা কয়টি মতাদর্শ দ্বারা প্রভাবিত?
উত্তর : নারী -পুরুষের অসমতা দুইটি মতাদর্শ দ্বারা প্রভাবিত।
নারী-পুরুষের অসমতার প্রভাব বিস্তারকারী মতাদর্শ দুইটি উল্লেখ কর।
উত্তর : নারী -পুরুষের অসমতার প্রভাব বিস্তারকারী মতাদর্শ দুইটি হলো : ক. পবিত্র-অপবিত্র এবং খ. মানসম্মান ও লজ্জা।
নারীর শরীরকে অপবিত্র বলা হয় কেন?
উত্তর : মূলত বার বার সন্তান জন্মদান ও নিয়মিত ঋতুস্রাবের কারণে নারীর শরীরকে অপবিত্র বলা হয় ।
বিশেষ ক্ষেত্রে কার আধিপত্য প্রতিষ্ঠিত?
উত্তর : বিশেষ ক্ষেত্রে নারীর আধিপত্য প্রতিষ্ঠিত।
বেশিরভাগ ক্ষেত্রে কার আধিপত্য প্রতিষ্ঠিত?
উত্তর : বেশিরভাগ ক্ষেত্রে পুরুষের আধিপত্য প্রতিষ্ঠিত।
পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় নারীর মূল্য নির্ধারিত হয় কী দিয়ে?
উত্তর : পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় নারীর মূল্য নির্ধারিত হয় তার মেধা দিয়ে।
পুঁজিবাদী ব্যবস্থায় কাজের ক্ষেত্রে নারীর অবস্থান কী?
উত্তর : পুঁজিবাদী ব্যবস্থায় কাজের ক্ষেত্রে নারীর অবস্থান প্রান্তিক ও পুরুষের অধস্তন।
খ-বিভাগ
প্রশ্ন॥১॥ ‘জেন্ডার প্রেক্ষিতে অর্থনেতিক ব্যবস্থায় নারীর অবস্থান কেমন?
প্রশ্ন॥২॥ লিঙ্গভিত্তিক শ্রম বিভাজন কী?
প্রশ্ন॥৩॥পিতৃতান্ত্রিক সমাজ কী?
প্রশ্ন॥৪॥ পিতৃতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য কী?
প্রশ্ন॥৫॥নারীর অধস্তনতার কারণ পিতৃতন্ত্র- সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥৬॥পিতৃতন্ত্র উদ্ভবের কারণ কী?
প্রশ্ন॥৭॥পিতৃতান্ত্রিক মূল্যবোধ নারীর ক্ষমতায়নের অন্তরায়- সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷।৮।পুরুষতন্ত্র বলতে কী বুঝ?
প্রশ্ন॥৯॥পুরুষতন্ত্র উদ্ভবের কারণসমূহ কী কী?
প্রশ্ন৷১০৷নারীর ক্ষমতায়নের স্তরগুলো কী কী?
প্রশ্ন৷ ১১৷৷কিভাবে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা যায়?
প্রশ্ন৷১২৷নারীর ক্ষমতায়নে নেতিবাচক সামাজিকীকরণ প্রক্রিয়া দায়ী- সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥১৩৷৷নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷১৪৷৷নারীর ক্ষমতায়নে ধর্মীয় বাধাসমূহ কী?
প্রশ্ন৷১৫৷নারীর ক্ষমতায়নে রাজনৈতিক বাধাসমূহ কী কী?
প্রশ্ন৷১৬৷৷নারীর ক্ষমতায়নে সামাজিক বাধাসমূহ কী কী?
প্ৰশ্ন৷১৭৷৷বাংলাদেশের প্রেক্ষিতে নারীর রাজনীতির নিহিতার্থ সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷ ১৮৷নারী ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা কী?
প্রশ্ন৷ ১৯৷বাংলাদেশের নারীদের সামাজিক অবস্থা কেমন?
প্ৰশ্ন৷৷২০৷৷বাংলাদেশের সমাজব্যবস্থায় নারীর অধস্তনের বিভিন্ন দিকগুলো কী কী?
প্রশ্ন৷২১৷৷ নারীর ক্ষমতায়নে অর্থনৈতিক বাধাসমূহ কী কী?
প্ৰশ্ন৷৷২২৷৷প্রাইভেট ও পাবলিক কী?
প্ৰশ্ন৷৷২৩৷৷নারীর দ্বৈত ভূমিকা বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷২৪৷৷স্ত্রীধন বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৷২৫৷দেনমোহর কী?
প্রশ্ন৷২৬৷৷ অভিন্ন পারিবারিক আইনের মূল বিষয়গুলো লিখ ।
প্ৰশ্ন৷৷২৭৷৷রাজনৈতিক অংশগ্রহণ কী?
প্ৰশ্ন৷২৮৷৷ ইতিবাচক সামাজিকীকরণ কী?
প্রশ্ন৷২৯৷৷ নারীর নেতিবাচক সামাজিকীকরণ বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৩০৷৷নারীর অধস্তনতার সামাজিক কারণসমূহ আলোচনা কর।
প্রশ্ন৷৩১৷পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীর অবস্থান কী?
প্ৰশ্ন৷৩২৷৷নারীর মর্যাদা কী?
প্ৰশ্ন৷৩৩৷৷ আইন ও রাজনীতিতে নারীর অবস্থান নির্ণয় কর।
প্ৰশ্ন৷৩৪৷৷ ইসলামি শিক্ষা ব্যবস্থায় নারীর মর্যাদা সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৫৷৷ ইসলামে স্ত্রী হিসেবে নারীর মর্যাদা কেমন?
প্ৰশ্ন৷৩৬৷ ইসলামে ‘মা’ হিসেবে নারীর মর্যাদা সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৭৷৷ ইসলাম ধর্মে নারীর অধিকার ও মর্যাদা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷৩৮৷৷ ইসলামে বিবাহের ক্ষেত্রে নারীর অধিকার সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৯৷ ইসলামি আইনে নারীর দেনমোহর সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৪০৷৷ ইসলাম ধর্মে নারী নেতৃত্ব সম্পর্কে কী কী বলা হয়েছে?
প্ৰশ্ন৷৪১৷৷ খ্রিস্টান ধর্মে নারীর অবস্থা সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৪২৷৷বৌদ্ধ ধর্মে নারীর অবস্থান সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷ ৪৩৷৷ হিন্দু ধর্মে নারীর অবস্থান সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷৪৪৷৷ হিন্দু নারীদের সম্পত্তিতে কী অধিকার প্রদান করা হয়েছে?
প্রশ্ন৷৪৫৷৷ হিন্দু ও খ্রিস্টান আইনে নারীর কী কী অধিকার রয়েছে?
প্ৰশ্ন৷৪৬৷ নারীর অদৃশ্য অবদান কী?
প্ৰশ্ন৷৪৭৷ বাংলাদেশের শ্রমশক্তিতে নারীর অংশ কেমন?
প্ৰশ্ন৷৪৮৷৷ নারীর প্রতি সহিংসতার স্বরূপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥৪৯৷নির্যাতন কী?
প্ৰশ্ন৷৫০৷নারীনির্যাতনের প্রকারভেদ সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন।৫১।নারীনির্যাতন বন্ধের উপায়সমূহ কী কী?
প্রশ্ন॥৫২৷নারীনির্যাতন রোধ কল্পে বিভিন্ন বাধাসমূহ সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৫৩৷৷নারী নির্যাতনে বাল্যবিবাহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৫৪৷৷ইভ টিজিং নারী নির্যাতনের একটি অন্যতম ধরন’ সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৫৫৷নারীর শারীরিক নির্যাতন সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷৫৬৷বর্তমানে বাংলাদেশে নারীদের প্রতি যে ভয়াবহ নির্যাতন চলছে তা সংক্ষেপে বর্ণনা কর।
প্ৰশ্ন৷৫৭৷৷বাংলাদেশে নারী নির্যাতন বৃদ্ধির কারণসমূহ বর্ণনা কর।
প্ৰশ্ন৷৫৮৷৷নারী নির্যাতন রোধে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৫৯৷যৌতুক প্রথা বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৬০৷৷আমাদের সমাজে যৌতুকের কারণ আলোচনা কর।
প্ৰশ্ন৷৬১৷৷ নারী নির্যাতনে যৌতুক প্রথা সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷৬২৷ নারী নির্যাতনে এসিড নিক্ষেপের বর্ণনা দাও।
প্রশ্ন৷৬৩৷৷ নারী নির্যাতন প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৬৪৷৷যৌন হয়রানি কী?
প্ৰশ্ন৷৬৫৷পতিতাবৃত্তি বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৬৬৷গৃহশ্রমিক কাকে বলে?
প্ৰশ্ন৷৷৬৭৷৷ – পর্ণোগ্রাফী কী?
গ-বিভাগ
প্রশ্ন॥১॥পিতৃতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য আলোচনা কর।
প্রশ্ন॥২॥ নারীর অধস্তনতার কারণ হিসেবে পিতৃতন্ত্রের দায়বদ্ধতা আলোচনা কর ।
প্ৰশ্ন৷৩৷ বাংলাদেশের সমাজব্যবস্থায় নারীদের অধীনতার কারণ আলোচনা কর।
প্রশ্ন॥৪॥পিতৃতন্ত্র উদ্ভবের কারণসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৫॥ নারীর প্রতি সহিংসতার স্বরূপ সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥৬॥বাংলাদেশে ইসলাম ধর্ম মতে নারীদের আইনগত অধিকার সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥৭॥হিন্দু ধর্ম মতে নারীর আইনগত অধিকার আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৮৷৷বাংলাদেশের প্রেক্ষিতে নারীর রাজনীতির নিহিতার্থ বা বাস্তবতা আলোচনা কর।
প্রশ্ন॥৯॥ইসলাম ধর্মে নারীর অধিকার ও মর্যাদা সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷১০৷৷বাংলাদেশে প্রচলিত মুসলিম আইন অনুসারে নারীদের আইনগত অধিকার সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥১১৷৷নারীর সামাজিক মর্যাদা ব্যাখ্যা কর।
প্ৰশ্ন৷৷১২৷৷সামাজিকীকরণ কী? সামাজিকীকরণ প্রক্রিয়ায় নারীকে কিভাবে অধস্তন করে রেখেছে?
প্রশ্ন৷৷১৩৷৷ পিতৃতান্ত্রিক সমাজ কি? ইহার বৈশিষ্ট্য আলোচনা কর।
প্রশ্ন৷১৪৷৷ পিতৃতন্ত্র বলতে কি বুঝ? নারীর অধস্তনতার কারণ হিসেবে পিতৃতন্ত্রের দায়বদ্ধতা বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা কর।
প্রশ্ন৷৷১৫৷ পিতৃতন্ত্রের উদ্ভবের কারণসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১৬৷৷বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীর অবস্থান বর্ণনা কর।
প্ৰশ্ন৷১৭৷৷বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের অবস্থান উন্নয়নের জন্য কী কী নীতি গ্রহণ করা প্রয়োজন? আলোচনা কর।
প্রশ্ন॥১৮৷৷বাংলাদেশে মুসলিম ও হিন্দুধর্ম মতে নারীদের আইনগত অধিকার সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥১৯৷৷বাংলাদেশের প্রেক্ষিতে নারীর ধর্মভিত্তিক রাজনীতির নিহিতার্থ আলোচনা কর।
প্ৰশ্ন৷২০৷৷ বিভিন্ন ধর্মে নারীর অবস্থা বর্ণনা কর। ইসলাম ধর্মে নারীর অধিকার ও মর্যাদা সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন।২১।বাংলাদেশে নারীর ক্ষমতায়নে প্রধান সীমাবদ্ধতা ও প্রতিকারসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২২৷ সাম্প্রতিক নারী মুক্তি আন্দোলন এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ মূল্যায়ন কর।
প্ৰশ্ন৷২৩৷৷ নির্যাতন কী? নারী নির্যাতন সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন৷২৪৷৷ নারী নির্যাতন বলতে কি বুঝ? নারী নির্যাতনের প্রকারভেদ আলোচনা কর। বাংলাদেশে নারী নির্যাতন বৃদ্ধির কারণসমূহ বর্ণনা কর।
প্ৰশ্ন৷৷২৫৷৷নারী নির্যাতনের ব্যাপক রূপ কি? নারী নির্যাতনের প্রক্রিয়াসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৬৷৷নারী নির্যাতনের প্রক্রিয়া ও বিশেষত্ব সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৭৷৷নারী নির্যাতনের উপর একটি প্রবন্ধ লিখ ।
প্ৰশ্ন৷৷২৮৷৷বর্তমানে বাংলাদেশে নারীদের প্রতি যে ভয়াবহ নির্যাতন চলছে তা বর্ণনা কর ।
প্রশ্ন৷২৯৷৷নারী নির্যাতন বন্ধের উপায়সমূহ কী কী? বাংলাদেশ সরকার নারী নির্যাতন রোধে কী কী পদক্ষেপ গ্রহণ করেছে? নারী নির্যাতন বন্ধে প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৩০৷৷ যৌন হয়রানি কী? যৌন হয়রানি সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৩১৷ বিভিন্ন উৎপাদন ব্যবস্থায় বিভিন্ন যুগে নারীদের অবস্থান আলোচনা কর ।
প্ৰশ্ন৷৩২৷৷ বাংলাদেশের নারীদের সামাজিক অবস্থা আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷৩৩৷৷ বাংলাদেশের নারীর আইনগত অধিকার সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৩৪৷৷শিক্ষাক্ষেত্রে নারীর অবস্থান বর্ণনা কর।
প্রশ্ন৷৩৫৷ আইন ও সালিশি কেন্দ্রের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর।