ক-বিভাগ
সমগ্র মানবসমাজ কয় ভাগে বিভক্ত?
উত্তর : সমগ্র মানবসমাজ দুই ভাগে বিভক্ত। যথা : নারী ও পুরুষ সমাজ।
নারী ও রাজনীতি কোন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা?
উত্তর : নারী ও রাজনীতি সামাজিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা।
বিনা আগরওয়াল নারী ও রাজনীতির বিষয়বস্তু হিসেবে কোন বিষয়গুলোকে চিহ্নিত করেছেন?
উত্তর : বিনা আগরওয়াল নারী ও রাজনীতির বিষয়বস্তু হিসেবে যে বিষয়গুলোকে চিহ্নিত করেছেন সেগুলো নিম্নরূপ :
ক. চাকরি, শিক্ষা ও প্রশিক্ষণে নারীর অংশগ্রহণের সুযোগ; খ. নারী এবং কৃষি ও শিল্পে পরিবর্তনশীল প্রযুক্তির প্রয়োগ;
গ. নারী এবং কৃষি ও শিল্পে উন্নয়নের সার্বিক কৌশল; ঘ. নারী ও দারিদ্র্য; ঙ. নারী ও অভিপ্রয়ান (Migration);
চ. নারী এবং ব্যষ্টি ও সামষ্টিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণ; ছ. নারী সংগ্রাম ও সংগঠন; জ. নারী ও পরিবার; ঝ. রাষ্ট্রনীতি ও আর্থসামাজিক পরিকল্পনায় নারী এবং ঞ. আন্তর্জাতিক অর্থনীতিতে নারী।
নারীবাদ সম্পর্কে নারীবাদী তাত্ত্বিকগণ যেসব তত্ত্ব দিয়েছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কোনগুলো?
উত্তর : নারীবাদ সম্পর্কে নারীবাদী তাত্ত্বিকগণ যেসব তত্ত্ব দিয়েছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো : উদারপন্থি নারীবাদ, র্যাডিক্যাল নারীবাদ, মার্কসীয় নারীবাদ ও সমাজতান্ত্রিক নারীবাদ।
জাতিসংঘ নারীর প্রতি বৈষম্য দূর করার লক্ষ্যে কত সালকে “বিশ্ব নারী বর্ষ” হিসেবে পালন করেন?
উত্তর : জাতিসংঘ নারীর প্রতি বৈষম্য দূর করার লক্ষ্যে ১৯৭৫ সালকে “বিশ্ব নারী বর্ষ” হিসেবে পালন করেন।
১৯৭৬ – ৮৫ সালকে কী দশক হিসেবে পালন করা হয়?
উত্তর : ১৯৭৬ – ৮৫ সালকে বিশ্ব নারী দশক হিসেবে পালন করা হয়।
নারীর অধিকার রক্ষার জন্য ১৯৭৯ সালে কোন সনদ প্রণয়ন করা হয়?
উত্তর : নারীর অধিকার রক্ষার জন্য ১৯৭৯ সালে সিডও সনদ প্রণয়ন করা হয়।
কোন সময়কালকে আন্তর্জাতিক নারীদশক বলা হয়?
উত্তর : ১৯৭৬-১৯৮৫ সালকে।
কত তারিখে সিডও সনদ গৃহীত হয়?
উত্তর : ৮ ডিসেম্বর, ১৯৭৯ সাল।
সিডও সনদকে সামনে রেখে বিভিন্ন দেশ নারীর জন্য কী তৈরি করেছে?
উত্তর : সিডও সনদকে সামনে রেখে বিভিন্ন দেশ নারীর জন্য তৈরি করেছে আইন ও নীতি।
রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর অবস্থান কেমন?
উত্তর : রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর অবস্থান প্রান্তিক।
Women’s Liberation Movement কোথায় ও কখন শুরু হয়?
উত্তর : ১৯৬০ ও ৭০ এর দশকে আমেরিকা ও ইউরোপে।
“আমাদের অবস্থান আমরা চিন্তা না করিলে, আর কেউ আমাদের জন্য ভাবিবে না।” কোন নারীবাদী চিন্তাবিদ এই উক্তিটি করেছেন?
উত্তর : “আমাদের অবস্থান আমরা চিন্তা না করিলে, আর কেউ আমাদের জন্য ভাবিবে না।” নারীবাদী চিন্তাবিদ বেগম রোকেয়া এই উক্তিটি করেছেন।
নারীর ক্ষমতায়নের জন্য যা সবচেয়ে বেশি জরুরি তা কী?
উত্তর : নারীর ক্ষমতায়নের জন্য যা সবচেয়ে বেশি জরুরি তা হলো শিক্ষা, অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক ক্ষমতা।
নারীর প্রতি বৈষম্য ও শোষণের বাস্তবতা সম্পর্কে সচেতনতাকে কী বলা হয়?
উত্তর : নারীর প্রতি বৈষম্য ও শোষণের বাস্তবতা সম্পর্কে সচেতনতাকে নারীবাদ বলা হয়।
নারীবাদ কী?
উত্তর : নারীবাদ হচ্ছে জ্ঞান, চিন্তা ও মতবাদের একটি সমষ্টি, যা নারীবাদী পণ্ডিত, চিন্তাবিদ ও লেখকদের দ্বারা তৈরি।
নারীবাদ কিসের উপর প্রতিষ্ঠিত?
উত্তর : ঐতিহাসিক এবং সংস্কৃতিগতভাবে মূর্ত বাস্তবতা, সচেতনতা, উপলব্ধি ও কার্যকলাপের উপর নারীবাদ
প্রতিষ্ঠিত।
নারীবাদ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : নারীবাদ শব্দটির ইংরেজি প্রতিশব্দ ‘Feminism’.
ইংরেজি ‘Feminism’ শব্দটি কোন শব্দ হতে এসেছে?
উত্তর : ফরাসি শব্দ ‘Femme’ থেকে ইংরেজি ‘Feminism’ শব্দটি এসেছে।
‘Femme’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘Femme’ শব্দের অর্থ নারী (Women).
‘Femme’ শব্দের সাথে ‘Ism’ বা বাদ কথাটি সংযুক্ত হয়ে কী রূপলাভ করেছে?
উত্তর : ‘Femme’ শব্দের সাথে ‘Ism’ বা বাদ কথাটি সংযুক্ত হয়ে ‘Feminism’ নারীবাদ রূপ লাভ করেছে।
কিসের অনুকরণে ‘Feminism’ এর অনুবাদ না হয় ‘নারীবাদ’?
উত্তর : সাম্যবাদ, সমাজবাদ, পুঁজিবাদ, বর্ণবাদ, জাতীয়তাবাদ, ফ্যাসিবাদ ইত্যাদির অনুকরণে ‘Feminism’ এর অনুবাদ করা হয় ‘নারীবাদ’।
কোন শতাব্দীতে সর্বপ্রথম ‘Feminism’ শব্দটির আবিষ্কার হয়?
উত্তর : ঊনবিংশ শতাব্দীতে সর্বপ্রথম ‘Feminism’ শব্দটির আবিষ্কার হয়।
সর্বপ্রথম কে ‘Feminism’ শব্দটি আবিষ্কার করে?
উত্তর : সর্বপ্রথম ‘Feminism’ শব্দটি আবিষ্কার করেন ফরাসি সমাজতন্ত্রী চার্লস ফুরিয়ের (Charles Fourier)..
কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সর্বপ্রথম ‘Feminism’ শব্দটি ব্যবহার করেন?
উত্তর : ‘French Women’s Suffrage Society’-এর প্রতিষ্ঠাতা (হুবারটিন স্কলার্ট) সর্বপ্রথম ‘Feminism’ শব্দটি ব্যবহার করেন।
হুবারটিন অকলার্টের (Hubartin Auclert) প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর : হুবারটিন অকলার্টের (Hubartin Auclert) প্রতিষ্ঠানের নাম হলো ‘French Women’s Suffrage- Society’.
ঊনবিংশ শতাব্দীর শেষদিকে কোন দেশে নারীবাদ কথাটির চর্চা বা ব্যবহার শুরু হয়?
উত্তর : ঊনবিংশ শতাব্দীর শেষদিকে আমেরিকায় নারীবাদ কথাটির চর্চা বা ব্যবহার শুরু হয়।
কোন দশকে ফ্রান্সে নারীবাদ শব্দটির ব্যবহার শুরু হয়?
উত্তর : ১৮৮০-এর দশকে ফ্রান্সে নারীবাদ শব্দটির ব্যবহার শুরু হয়।
কত সালে ‘নারীবাদ’ এর ইংরেজি শব্দটি গৃহীত হয়?
উত্তর : ১৮৯৪ সালে ‘নারীবাদ’ এর ইংরেজি শব্দটি গৃহীত হয়।
নারীবাদের প্রধান ধারাগুলো কী কী?
উত্তর : উদার নারীবাদ, অস্তিত্ববাদী নারীবাদ, মার্কসীয় নারীবাদ, প্রগতিশীল বা র্যাডিকেল নারীবাদ উত্তর আধুনিক নারীবাদ পরিবেশ নারীবাদ।
১৯৩৩ সালে কোন অভিধানের পরিশিষ্টতে ‘Feminism’ এর প্রথম উল্লেখ পাওয়া যায়?
উত্তর : ১৯৩৩ সালে অক্সফোর্ড অভিধানের পরিশিষ্টতে ‘Feminism’ এর প্রথম উল্লেখ পাওয়া যায়।
নারীবাদ শব্দটির অর্থ কী?
উত্তর : নারীবাদ শব্দটির অর্থ হচ্ছে নারী সম্বন্ধীয় মতবাদ।
আভিধানিক অর্থে নারীবাদ কী?
উত্তর : আভিধানিক অর্থে নারীবাদ হচ্ছে একটি আন্দোলন, যা কিনা পুরুষের মতো একজন মানুষ হিসেবে নারীর পূর্ণ অধিকার দাবি করে।
বর্তমানে নারীবাদ বলতে কী বুঝায়?
উত্তর : বর্তমান যুগে নারীবাদ হচ্ছে সমতা, মর্যাদা এবং নারীদের স্বাধীনতা অর্জনের সংগ্রাম, ঘরে ও বাইরে নিজেদের জীবন ও দেহের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সংগ্রাম।
মূলত নারীবাদ কী ধরনের ধারণা?
উত্তর : মূলত নারীবাদ বহুমাত্রিক একটি ধারণা।
নারীবাদের মূলকথা কী?
উত্তর : নারীবাদের মূলকথা হচ্ছে একজন মানুষ হিসেবে নারীর পুরুষের ন্যায় পূর্ণ অধিকার দাবি।
এস্টেল বি. ফ্রিডম্যান (Estelle B. Freedman) কোন গ্রন্থে নারীবাদের সংজ্ঞা প্রদান করেন?
উত্তর : এস্টেল বি. ফ্রিডম্যান (Estelle B. Freedman) তার ‘No Thinking Back’ নামক গ্রন্থে নারীবাদের সংজ্ঞা প্রদান করেন।
এস্টেল বি. ফ্রিডম্যান (Estelle B. Freedman) নারীবাদের কোন সংজ্ঞাটি প্রদান করেন?
উত্তর : এস্টেল বি. ফ্রিডম্যান (Estelle B. Freedman) নারীবাদের সংজ্ঞা প্রদান করেন এভাবে, “নারীবাদ একটি বিশ্বাস যে, নারী ও পুরুষের অন্তর্নিহিত মূল্যমান সমান। যেহেতু অধিকাংশ সমাজব্যবস্থা পুরুষকে গোষ্ঠী
হিসেবে অধিকতর সুযোগ সুবিধা প্রদান করে, কাজেই নারী ও পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠার জন্য সামাজিক আন্দোলন অত্যাবশ্যক।”
সাসকিয়া উইরিঙ্গা (Saskia Wieringa) নারীবাদের কোন সংজ্ঞাটি প্রদান করেন?
উত্তর : সাসকিয়া উইরিঙ্গা নারীবাদের যে সংজ্ঞা প্রদান করেন তা হলো, “নারীবাদ হচ্ছে একটি বিধ্বংসী প্রক্রিয়া, যা নারী সম্বন্ধে প্রচলিত ধারণা পাল্টে দিয়ে এর নতুন অর্থ খুঁজে বের করে; জেন্ডার সম্পর্কে প্রচলিত ধারণাকে বর্জন করে ব্যক্তিগত এবং সামগ্রিকভাবে নারীত্ব সম্পর্কে নতুন ধারণা প্রদান করে।”
নারীবাদের ইতিহাসের সূচনা কোন শতাব্দীতে?
উত্তর : নারীবাদের ইতিহাসের সূচনা পঞ্চদশ শতাব্দীতে।
ফরাসি গবেষক, লেখক ও বুদ্ধিজীবী সিমন দ্যা বুভোয়ার মতে, কোন নারী প্রথম নারীর সপক্ষে কলম তুলে ধরেছেন?
উত্তর : ফরাসি গবেষক, লেখক ও বুদ্ধিজীবী সিমন দ্যা বুড়োয়ার মতে খ্রিস্টিন ডি. পিজান প্রথম নারীর স্বপক্ষে কলম তুলে ধরেছেন।
১৪০৫ সালে প্রকাশিত ‘The Book of the City of Ladies’ গ্রন্থে খ্রিস্টিন ডি. পিজান কী দাবি করেন?
উত্তর : ১৪০৫ সালে প্রকাশিত ‘The Book of the City of Ladies’ গ্রন্থে খ্রিস্টিন ডি. পিজান দাবি করেন যে, “বিন্দুমাত্র সন্দেহ নেই যে, পুরুষ ও নারী উভয়ে ঈশ্বরের প্রজা এবং মানবজাতির অন্তর্ভুক্ত, নারী ভিন্ন প্রজাতি বা
পুরুষের থেকে ভিন্ন নরগোষ্ঠী নয়; কাজেই নৈতিক শিক্ষা থেকে বাদ দেয়ার পক্ষে যুক্তি নেই।”
নারী সম্পর্কে পৃথিবীর ইতিহাসে প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি?
উত্তর : নারী সম্পর্কে পৃথিবীর ইতিহাসে প্রথম ঐতিহাসিক গ্রন্থ হচ্ছে, ‘Book of the City of Ladies’.
খ্রিস্টিন ডি. পিজান কোন গ্রন্থ সাহিত্যে নারীর চরিত্রায়ন সম্পর্কে তুমুল বিতর্কের অবতারণা করেন?
উত্তর : খ্রিস্টিন ডি. পিজান ‘Letter of the God of Love’ গ্রন্থ সাহিত্যে নারীর চরিত্রায়ন সম্পর্কে তুমুল বিতর্কের অবতারণা করেন।
খ-বিভাগ
প্রশ্ন॥১॥নারী ও রাজনীতি বলতে কী বুঝ?
প্রশ্ন॥২॥নারী ও রাজনীতি অধ্যয়নের গুরুত্ব কী?
প্রশ্ন॥৩॥নারী রাজনীতির বিষয়বস্তু কী?
প্রশ্ন॥৪॥উইমেন্স স্টাডিজ/নারী শিক্ষা কী?
প্রশ্ন॥৫॥নারী শিক্ষার পরিধি সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥৬॥উইমেন্স স্টাডিজের আলোচ্যবিষয়গুলো কী কী?
প্ৰশ্ন৷॥৭॥উইমেন্স স্টাডিজের গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর ।
প্ৰশ্ন৷॥৮॥উইমেন্স স্টাডিজের গবেষণায় ব্যবহৃত কয়েকটি পদ্ধতি উল্লেখ কর।
প্রশ্ন॥৯॥নারী শিক্ষা ও অর্থনীতির সম্পর্ক সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷১০৷৷নারী শিক্ষা ও সমাজবিজ্ঞানের সম্পর্ক সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১১৷৷নারীবাদ বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৷ ১২৷৷নারীবাদী তত্ত্বগুলো কী কী?
প্রশ্ন৷৷১৩৷৷নারীবাদের বিভিন্ন দিকগুলো কী?
প্ৰশ্ন৷ ১৪৷৷নারীবাদের বিভিন্ন ধারা বা প্রত্যয়গুলো কী কী?
প্রশ্ন৷৷ ১৫৷নারীর উদারনীতিবাদ কী?
প্রশ্ন৷১৬৷উদারপন্থি নারীবাদ কী?
প্ৰশ্ন৷১৭৷৷র্যাডিক্যাল নারীবাদ কী?
প্রশ্ন॥১৮৷৷র্যাডিক্যাল নারীবাদ প্রসঙ্গে মেরি ডেলির (উধষু) অভিমত কী?
প্রশ্ন৷১৯৷ – র্যাডিক্যাল নারীবাদ প্রসঙ্গে মেরিলিন ফ্রেন্স এর অভিমত কী?
প্ৰশ্ন৷২০৷৷মার্কসীয় নারীবাদ কী?
প্ৰশ্ন৷২১৷৷মার্কসের রাজনৈতিক নারীবাদ কী?
প্ৰশ্ন৷৷২২৷৷মার্কসের অর্থনৈতিক নারীবাদ কী?
প্ৰশ্ন৷৷২৩৷৷গৃহকর্ম সম্পর্কে মার্কসীয় নারীবাদ কী?
প্রশ্ন৷২৪৷ নারীমুক্তির বিষয়ে মার্কসের ধারণা কী?
প্ৰশ্ন৷৷২৫৷শ্রমিকের স্বাধীনতা বিষয়ে মার্কসীয় নারীবাদ কী?
প্ৰশ্ন৷৷২৬৷৷ শ্রেণি সচেতনতা সম্পর্কে মার্কসীয় নারীবাদ কী?
প্ৰশ্ন৷২৭৷৷ সমাজতান্ত্রিক নারীবাদ প্রসঙ্গে Alison Jaggar এর অভিমত কী?
প্ৰশ্ন৷৷২৮৷৷সমাজতান্ত্রিক নারীবাদ প্রসঙ্গে Juliet Mitchell এর অভিমত কী?
প্ৰশ্ন৷২৯৷সমাজতান্ত্রিক নারীবাদ কী?
প্ৰশ্ন৷৷৩০৷৷ সমাজতন্ত্রে মহিলাদের অবস্থান সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৩১৷৷ অস্তিত্ববাদী নারীবাদ কী?
প্ৰশ্ন৷৷৩২৷৷ অস্তিত্ববাদ ও নারীবাদের সম্পর্ক কী?
প্ৰশ্ন৷৩৩৷৷ তৃতীয় বিশ্বে নারীবাদের স্বরূপ কী?
প্ৰশ্ন৷৷৩৪৷৷মেরি ওলস্টোনক্রাফটের নারীবাদী দর্শন ব্যাখ্যা কর।
প্ৰশ্ন৷৩৫৷আধুনিক নারীবাদ কী?
প্ৰশ্ন৷৩৬৷৷ উত্তর-আধুনিক নারীবাদ কী?
প্ৰশ্ন৷৷৩৭৷৷ সাংস্কৃতিক নারীবাদ কী?
প্ৰশ্ন৷৷৩৮৷৷পরিবেশ নারীবাদ বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৩৯৷৷পরিবেশ নারীবাদের মূল সূত্রগুলো কী কী?
প্ৰশ্ন৷৪০৷৷প্রকৃতি ও নারীর মধ্যে সম্পর্ক কী?
প্ৰশ্ন৷৷৪১৷৷আদর্শ নারী সম্পর্কিত ধারণা ব্যাখ্যা কর।
প্ৰশ্ন৷৷৪২৷৷পুঁজিবাদে নারীর অবস্থান নির্ণয় কর।
প্ৰশ্ন৷৷ ৪৩৷৷সুযোগ্য নারী নেতৃত্বের অভাব নারীমুক্তির অন্তরায়-সংক্ষেপে আলোচনা কর ।
প্রশ্ন৷৷ ৪৪৷নারীমুক্তির ক্ষেত্রে নারী শিক্ষার গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৪৫৷৷সুসম সমাজ প্রতিষ্ঠায় নারী শিক্ষার গুরুত্ব আলোচনা কর।
প্ৰশ্ন৷৷ ৪৬৷৷নারীবাদী আন্দোলনের কয়েকটি কারণ উল্লেখ কর।
প্ৰশ্ন৷৷ ৪৭৷৷অশিক্ষা নারীবাদী আন্দোলনের অন্যতম নেতিবাচক কারণ” সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৪৮৷৷জেন্ডার চাহিদা কী?
প্ৰশ্ন৷৪৯৷৷বাস্তবমুখী জেন্ডার চাহিদা কী?
প্ৰশ্ন৷৷৫০৷৷কৌশলগত জেন্ডার চাহিদা কী?
প্ৰশ্ন৷৷৫১৷৷আদিম সাম্যবাদী যুগে নারীর অবস্থান কেমন ছিল?
প্ৰশ্ন৷৫২৷৷কৃষ্ণাঙ্গ নারীবাদ কী?
গ-বিভাগ
প্রশ্ন॥১॥জ্ঞানতত্ত্বীয় ভিত্তিতে জেন্ডার অধ্যয়ন ব্যাখ্যা কর।
প্রশ্ন॥২॥জেন্ডার পরিপ্রেক্ষিতে সুশাসন ব্যবস্থা আলোচনা কর ।
প্রশ্ন॥৩॥বাস্তবমুখী ও কৌশলগত জেন্ডার চাহিদার তুলনামূলক আলোচনা কর।
প্রশ্ন॥৪॥জেন্ডার বা লিঙ্গ বলতে কী বুঝ? জেন্ডার ও সেক্সের মধ্যে পার্থক্য কী?
প্রশ্ন।৫।।বিভিন্ন ধরনের জেন্ডার ভূমিকা সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৬৷।উইমেন্স স্টাডিসের পরিধি আলোচনা কর।
প্রশ্ন॥৭॥উইমেন্স স্টাডিসের আলোচ্যবিষয়গুলো কী কী? আলোচনা কর।
প্ৰশ্ন৷৮৷৷উইমেন্স স্টাডিসের গবেষণায় ব্যবহৃত বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা কর।
প্রশ্ন॥৯॥উইমেন্স স্টাডিসের গুরুত্ব ও আবশ্যকতা/উপযোগিতা আলোচনা কর।
প্ৰশ্ন৷১০৷উইমেন্স স্টাডিস/নারী শিক্ষা ও বিভিন্ন সামাজিক বিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর।
প্রশ্ন৷১১৷৷নারীবাদ আন্দোলনের কারণগুলো চিহ্নিত কর।
প্ৰশ্ন৷৷১২৷৷নারীবাদের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন৷১৩৷৷মার্কসীয় নারীবাদ সম্পর্কে নিবন্ধ লিখ।
প্ৰশ্ন৷৷১৪৷৷অর্থনৈতিক মতবাদের আলোকে মার্কসীয় নারীবাদ আলোচনা কর।
প্ৰশ্ন৷১৫৷৷মার্কসের নারীবাদী রাজনৈতিক মতবাদ আলোচনা কর।
প্রশ্ন৷১৬৷গৃহকর্ম সম্পর্কে মার্কসীয় নারীবাদ আলোচনা কর।
প্ৰশ্ন৷১৭৷৷মার্কসীয় ও সমাজতান্ত্রিক নারীবাদের মধ্যে পার্থক্য আলোচনা কর।
প্রশ্ন॥১৮৷৷নারীবাদ ও মার্কসবাদের মধ্যে সম্পর্ক দেখাও।
প্রশ্ন॥১৯।উদারনীতিবাদ সম্পর্কে মেরি ওলস্টোন ক্রাফটের মতবাদ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২০৷৷সমাজতান্ত্রিক নারীবাদ প্রসঙ্গে Juliet Mitchell এর অভিমত ব্যক্ত কর।
প্রশ্ন৷৷২১৷র্যাডিক্যাল নারীবাদ সম্পর্কে বিভিন্ন তাত্ত্বিকের অভিমত ব্যাখ্যা কর।
প্ৰশ্ন৷২২৷মেরীলিন ফ্রেন্স এর র্যাডিক্যাল নারীবাদ আলোচনা কর।
প্ৰশ্ন৷২৩৷৷অস্তিত্ববাদ ও নারীবাদের সম্পর্ক আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৪৷৷নারীবাদী চিন্তাচেতনার বিভিন্ন ধারা বিশ্লেষণ কর।
প্রশ্ন৷৷২৫৷৷মৌলিক নারীবাদ বেশি গ্রহণযোগ্য হওয়ার কারণ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৬৷৷নারীবাদের উদ্ভব ও বিকাশ আলোকপাত কর।
প্ৰশ্ন৷৷২৭৷৷বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটি বিষয় হিসেবে নারী ও রাজনীতি অধ্যয়নের গুরুত্ব আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৮৷৷নারী ও রাজনীতি অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা কর ।