সপ্তম অধ্যায়, সামাজিক গবেষণা

ক-বিভাগ

গবেষণা বলতে কী বুঝায়?
উত্তর : গবেষণা হচ্ছে কোন বিষয় বা ঘটনা সম্পর্কে জ্ঞান অন্বেষণের প্রণালিবদ্ধ অনুসন্ধান।
গবেষণা কত প্রকার ও কী কী?
উত্তর : দুই প্রকার; যথা : ১. মৌলিক গবেষণা, ২. ফলিত গবেষণা।
সামাজিক গবেষণা কী?
উত্তর : সামাজিক গবেষণা হচ্ছে একটি সুশৃঙ্খল অনুসন্ধান পদ্ধতি যা নুতন নতুন ঘটনা আবিষ্কার বা পুরাতন ঘটনা যাচাই করে ফলাফল উপস্থাপন করা।
সামাজিক গবেষণা কোন পদ্ধতি অনুসরণ করে?
উত্তর : সামাজিক গবেষণা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে।
সামাজিক গবেষণার ২টি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : ১. প্রণালিবদ্ধ অনুসন্ধান প্রক্রিয়া, ২. উদ্দেশ্যমুখী অনুসন্ধান প্রক্রিয়া I
সমাজকর্ম গবেষণা কী?
উত্তর : সমাজকর্ম ক্ষেত্রে সৃষ্ট বিভিন্ন প্রশ্ন এবং সমস্যাবলির সুশৃঙ্খল সূক্ষ্ম অনুসন্ধান পদ্ধতি। যার লক্ষ্য সমাজকর্ম সমস্যার সমাধান নির্ণয়, সমাজকর্মের জ্ঞান ও ধারণার প্রসার সাধন।
সমাজকর্ম গবেষণার একটি প্রামাণ্য সংজ্ঞা দাও।
উত্তর : Friedlander এর মতে, “সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, প্রত্যয় এবং তত্ত্বের যাচাই, সাধারণীকরণ ও প্রসারের লক্ষ্যে সমাজকর্ম সংগঠন কার্যাবলি ও পদ্ধতির যথার্থতা নিরূপণের জন্য বৈজ্ঞানিক অভীক্ষণ ও পর্যালোচনামূলক অনুসন্ধানই হচ্ছে সমাজকর্ম গবেষণা।
সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য কী?
উত্তর : সমাজকর্ম কার্যক্রম পরিকল্পনা ও পরিচালনায় ব্যবহার উপযোগী জ্ঞান সৃষ্টি।
সামাজিক গবেষণা কোন পদ্ধতি অনুসরণ করে?
উত্তর : বৈজ্ঞানিক পদ্ধতি ।
সামাজিক গবেষণা কত প্রকার?
উত্তর : ২ প্রকার ।
লক্ষ্য ও উদ্দেশ্যের ভিত্তিতে গবেষণা কয় ধরনের?
উত্তর : ৩ ধরনের।
সামাজিক গবেষণায় বা সমাজকর্ম গবেষণায় তত্ত্বের উপাদানগুলো কী কী?
উত্তর : প্রত্যয় বা বিভিন্নক, চলক, প্রস্তাবনা, আঙ্গিক, ভাষা ।
লক্ষ্য ও উদ্দেশ্যের ভিত্তিতে গবেষণার ধরনগুলো কী কী?
উত্তর : ১. বর্ণনামূলক গবেষণা, ২. ব্যাখ্যামূলক গবেষণা ও ৩. উদ্ঘাটন বা বিবরণমূলক বা গঠনমূলক গবেষণা।
পদ্ধতির ভিত্তিতে গবেষণা কত প্রকার?
উত্তর : ১০ প্রকার।
পদ্ধতির ভিত্তিতে যে কোন ২টি সামাজিক গবেষণার ধরন লেখ।
উত্তর : সামাজিক জরিপ, কেস স্টাডি পদ্ধতি।
সামাজিক গবেষণার উপাদানগুলো কী কী?
উত্তর : তত্ত্ব, ঘটনা, প্রত্যয়, চলক, অনুমান, প্রাথমিক ও মাধ্যমিক তথ্য।
সামাজিক গবেষণার ধাপ বা স্তর কী?
উত্তর : সামাজিক বা সমাজকর্ম গবেষণা পরিচালনা করার সময় যে সমস্ত ধাপ বা স্তর অনুসরণ করা হয় তাই সামাজিক গবেষণার ধাপ।
সামাজিক গবেষণা বা সমাজকর্ম গবেষণার ধাপগুলো কী কী?
উত্তর : সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা নির্বাচন, প্রাসঙ্গিক সাহিত্য পর্যালোচনা, কার্যকরী সংজ্ঞা প্রদান, নকশা প্রস্তুত,
তথ্য সংগ্রহ, অনুমতি সিদ্ধান্ত গ্রহণ, তথ্য বিশ্লেষণ, তথ্যের মূল্যায়ন, গবেষণা প্রতিবেদন প্রকাশ।
সামাজিক গবেষণা ধাপের মধ্যে প্রথম ধাপ কোনটি?
উত্তর : সমস্যা চিহ্নিতকরণ।
সামাজিক গবেষণায় সাহিত্য পর্যালোচনা কী?
উত্তর : গবেষণা বিষয় সংশ্লিষ্ট গবেষণার প্রতিবেদন, বই পুস্তক, বিভিন্ন রচনা, লেখা, প্রবন্ধ ইত্যাদি খুজে বের করে
সেগুলোর সাথে সম্যক পরিচিতি লাভের চেষ্টা করা।
সামাজিক গবেষণায় উপাত্ত প্রক্রিয়াজাতকরণের ধাপগুলো কী কী?
উত্তর : ১. প্রশ্নমালা সম্পাদনা, ২. সংকেতায়ন ও ৩. শ্রেণীকরণ।
সামাজিক গবেষণায় পূর্বানুমান কী?
উত্তর : কোন গবেষক গবেষণায় অবতীর্ণ হওয়ার পূর্বে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তার গবেষণাধীন বিষয়ে যে
সাময়িক সিদ্ধান্তে উপনীত হন তাই পূর্বানুমান।
সামাজিক গবেষণায় উপাত্ত কী?
উত্তর : কোন বিষয়ে গবেষণা কাজের জন্য সংগৃহীত সঠিক বিশ্বাসযোগ্য এবং পরিমাপযোগ্য প্রয়োজনীয় তথ্যই হলো
উপাত্ত।
সামাজিক গবেষণার মূল ভিত্তি কী?
উত্তর : উপাত্ত বা Data.
উপাত্ত কত প্রকার?
উত্তর : উপাত্ত দুই প্রকার।
দুই প্রকার উপাত্ত কী কী?
উত্তর : ১. গুণবাচক উপাত্ত, ২. পরিমাণবাচক উপাত্ত।
উৎস অনুযায়ী উপাত্তকে কয়ভাগে ভাগ করা হয়?
উত্তর : ২ ভাগে।
উৎস অনুযায়ী উপাত্তের ভাগগুলো কী কী?
উত্তর : প্রাথমিক উপাত্ত, মাধ্যমিক উপাত্ত।
উপাত্তের উৎস কয়টি ও কী কী?
উত্তর : ২টি; যথা : প্রাথমিক, মাধ্যমিক।
সামাজিক গবেষণায় উপাত্ত সংগ্রহের কৌশলগুলো কী কী?
উত্তর : ১. পর্যবেক্ষণ, ২. সাক্ষাৎকার, ৩. প্রশ্নমালা, ৪. হোম ভিসিট ও ৫. দলগত আলোচনা।
মৌলিক গবেষণা কাকে বলে?
উত্তর : পৃথিবী ও তার বিভিন্ন ঘটনাবলি সম্পর্কে শুধু জ্ঞান অর্জনের জন্য যে গবেষণা কর্ম পরিচালনা করা হয় তাকে মৌলিক গবেষণা বলে।
ফলিত গবেষণা কী?
উত্তর : যে গবেষণা বাস্তব কোন সমস্যার সমাধান বা কোন কর্মসূচি প্রণয়ন বা বাস্তবায়নের জন্য পরিচালিত হয় তাকে
ফলিত গবেষণা বলে।
মৌলিক ও ফলিত গবেষণার পার্থক্য কী?
উত্তর : মৌলিক গবেষণা ফলিত গবেষণার ভিত্তি হিসেবে কাজ করে। আর ফলিত গবেষণা অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন
তত্ত্বের পরীক্ষা নিরীক্ষা করে থাকে।
কোন গবেষণা সৃষ্টিশীল, মুক্তমনের ও নমনীয় বলে বিবেচিত?
উত্তর : উদ্ঘাটন গবেষণা বা অনুসন্ধান গবেষণা।
পরীক্ষামূলক গবেষণা কী?
উত্তর : যখন কতিপয় উপাদান যত্নসহকারে নিয়ন্ত্রিত পরিবেশে যথার্থতা যাচাই বা অনুসন্ধান করা হয় তাকে
পরীক্ষামূলক গবেষণা বলে।
পরীক্ষামূলক গবেষণা কয়ভাবে হয়?
উত্তর : দুইভাবে।
পরীক্ষামূলক গবেষণা যে দুইভাবে হয় তা কী কী?
উত্তর : ১. গবেষণাগারে পরীক্ষণ, ২. কর্মক্ষেত্রে পরীক্ষণ।
সামাজিক গবেষণায় মাঠ পর্যায়ে গবেষণা কী?
উত্তর : মাঠ পর্যায়ে পরিচালিত গবেষণাকে মাঠ গবেষণা বলে ।
ঘটনা বলতে কী বুঝায়?
উত্তর : ঘটনা হলো প্রত্যয় বা ধারণার যৌক্তিক সংগঠন এবং অভিজ্ঞতা ভিত্তিক যাচাইকৃত পর্যবেক্ষণ।
প্রত্যয় কী?
উত্তর : সাধারণত প্রত্যয় বলতে কোন ধারণা বা বিশ্বাসকে বুঝায়।
চলক কী?
উত্তর : চলক হলো পরিবর্তনশীল রাশি। অর্থাৎ যা পরিবর্তন হয় তাই চলক।
চলক কত প্রকার?
উত্তর : চলক ২ প্রকার।
সামাজিক গবেষণায় পূর্বানুমান (Hypothesis) বা অনুকল্প বলতে কী বুঝায়?
উত্তর : যে কোন বিষয়ে গবেষণা পরিচালনার জন্য দুই বা ততোধিক চলকের মধ্যে কার্যকারণ সম্পর্ক প্রমাণের জন্য
প্রাথমিকভাবে যে যৌক্তিক ও সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে পূর্বানুমান বলে।
সামাজিক গবেষণায় সাক্ষাৎকার কী?
উত্তর : সামাজিক গবেষণায় উপাত্ত সংগ্রহের উদ্দেশ্যে মুখোমুখি পরিবেশে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যকার
মিথিস্ক্রিয়ারত কথোপকথনই হলো সাক্ষাৎকার।
সাক্ষাৎকারের শর্তগুলো কী কী?
উত্তর : সুগমতা, সমঝোতাপূর্ণ পরিবেশ, প্রেষণা, অভ্যন্তরীণ ও কৌশলগত প্রেষণা ।
কার্যাবলির ভিত্তিতে সাক্ষাৎকার কত প্রকার?
উত্তর : ৪ প্রকার।
কার্যাবলির ভিত্তিতে সাক্ষাৎকারগুলো কী কী?
উত্তর : ডায়াগনিষ্টিক, বিচারকমূলক, গবেষণামূলক, নমুনা সাক্ষাৎকার ।

খ-বিভাগ

প্রশ্ন।১।সামাজিক গবেষণা বলতে কি বুঝায়?
প্রশ্ন।২।সামাজিক গবেষণার বৈশিষ্ট্যাবলি আলোচনা কর।
প্রশ্ন।৩।সামাজিক গবেষণার শ্রেণীবিভাগ আলোচনা কর।
প্রশ্ন॥৪॥মৌলিক ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য দেখাও।
প্রশ্ন॥৫॥সামাজিক গবেষণার উপাদানগুলো আলোচনা কর।
প্রশ্ন॥৬॥সামাজিক গবেষণার ধাপসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন॥৭॥বাংলাদেশের গ্রামীণ সমাজ গবেষণায় কোন পদ্ধতি সবচেয়ে বেশি উপযোগী? ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৮॥তথ্য সংগ্ৰহ (Data Collection) বলতে কি বুঝ?
প্রশ্ন।৯।মাধ্যমিক তথ্য সংগ্রহের উৎসগুলো কী কী? মাধ্যমিক তথ্য সংগ্রহের সীমাবদ্ধতা ও সতর্কতাগুলো তুলে ধর।
প্রশ্ন।১০।পর্যবেক্ষণ পদ্ধতি (Observation method) বলতে কী বুঝ?
প্রশ্ন।১১।সামাজিক জরিপ পদ্ধতি কাকে বলে?
প্রশ্ন।১২।সামাজিক জরিপ পদ্ধতির বিভিন্ন ধাপসমূহ উদাহরণসহ ব্যাখ্যা কর।
প্রশ্ন।১৩।প্রশ্নমালা (Questionnaire) বলতে কী বুঝ?
প্রশ্ন৷১৪৷ প্রশ্নপত্র পদ্ধতির সুবিধাগুলো (Advantages of questionnaire method) বিশ্লেষণ কর।
প্রশ্ন।১৫।একটি আদর্শ প্রশ্নমালার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।
প্রশ্ন॥১৬৷ নমুনায়ন কি?
প্ৰশ্ন৷১৭৷৷ সামাজিক গবেষণায় নমুনায়ন এত গুরুত্বপূর্ণ কেন আলোচনা কর।
প্রশ্ন৷১৮॥ ডকুমেন্ট স্টাডি (Document study) বলতে কি বুঝ?
প্রশ্ন৷১৯৷ পরীক্ষণ পদ্ধতি কী?
প্ৰশ্ন৷২০।চলক কী?
প্ৰশ্ন৷২১।চলক কত প্রকার ও কি কি? আলোচনা কর।
প্ৰশ্ন৷২২৷গণসংখ্যা (Frequency distribution) নিবেশন বলতে কি বুঝ?
প্রশ্ন৷২৩৷গণসংখ্যা নিবেশন গুরুত্বপূর্ণ কেন?

গ-বিভাগ

প্রশ্ন॥১॥ সামাজিক গবেষণা বলতে কি বুঝায়? সামাজিক গবেষণার উদ্দেশ্য আলোচনা কর।
প্রশ্ন॥২।সামাজিক গবেষণা কাকে বলে? সামাজিক গবেষণার বৈশিষ্ট্যাবলি আলোচনা কর।
প্রশ্ন।৩।সামাজিক গবেষণা কাকে বলে? সামাজিক গবেষণার শ্রেণীবিভাগ আলোচনা কর। এ প্রসঙ্গে মৌলিক ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য দেখাও।
প্রশ্ন॥৪॥সামাজিক গবেষণা কাকে বলে? সামাজিক গবেষণার উপাদানগুলো আলোচনা কর।
প্রশ্ন।৫।সামাজিক গবেষণার সংজ্ঞা দাও। বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে সামাজিক গবেষণা মূল্যায়ন কর।
প্রশ্ন॥৬॥সামাজিক গবেষণা কী? সামাজিক গবেষণাকে সামাজিক সমস্যা বিশ্লেষণের হাতিয়ার বলা হয় কেন?
প্রশ্ন॥৭॥সামাজিক গবেষণা কাকে বলে? সামাজিক গবেষণার ধাপসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৮॥গবেষণা পদ্ধতি বলতে কি বুঝ? বাংলাদেশের গ্রামীণ সমাজ গবেষণায় কোন পদ্ধতি সবচেয়ে বেশি উপযোগী? ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৯॥তথ্য সংগ্ৰহ (Data Collection) বলতে কি বুঝ? প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতিসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥১০৷তথ্য সংগ্রহ বলতে কী বুঝ? মাধ্যমিক তথ্য সংগ্রহের উৎসগুলো কি কি? মাধ্যমিক তথ্য সংগ্রহের সীমাবদ্ধতা ও সতর্কতাগুলো তুলে ধর।
প্ৰশ্ন৷১১৷৷তথ্য সংগ্রহ বলতে কী বুঝ? প্রাথমিক তথ্য সংগ্রহ পদ্ধতিগুলোর সুবিধা অসুবিধাগুলো উল্লেখ কর।
প্রশ্ন॥১২৷ সামাজিক গবেষণার উপাত্ত সংগ্রহে কী কী কৌশল অবলম্বন করা হয়? উপাত্ত সংগ্রহের কৌশল হিসেবে কেস স্টাডি ও ফোকাস দল আলোচনা পদ্ধতির ব্যাখ্যা দাও।
প্রশ্ন॥১৩।পর্যবেক্ষণ পদ্ধতি (Observation method) বলতে কি বুঝ? পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো বিশ্লেষণ কর।
প্রশ্ন।১৪৷সামাজিক জরিপ পদ্ধতি কাকে বলে? জরিপ পদ্ধতির বৈশিষ্ট্য, প্রকারভেদ ও সীমাবদ্ধতা আলোচনা কর।
প্রশ্ন॥১৫৷সামাজিক জরিপ পদ্ধতি কী? সামাজিক জরিপ পদ্ধতির বিভিন্ন ধাপসমূহ উদাহরণসহ ব্যাখ্যা কর।
প্ৰশ্ন৷১৬।সামাজিক জরিপ কি? সামাজিক জরিপের প্রয়োজনীয়তা এবং সীমাবদ্ধতা আলোচনা কর।
প্রশ্ন।১৭।প্রশ্নমালা (Questionnaire) বলতে কী বুঝ? ডাক প্রশ্নপত্রের সুবিধা অসুবিধাগুলো আলোচনা কর।
প্রশ্ন।১৮৷প্রশ্নমালা কি? একটি আদর্শ প্রশ্নমালার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
প্রশ্ন।১৯।আদমশুমারি বলতে কি বুঝ? জনবৈজ্ঞানিক উপাত্তের উৎস হিসেবে আদমশুমারির গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন॥২০।নমুনায়ন কি? নমুনায়নের সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
প্রশ্ন৷২১৷নমুনায়ন (Sampling) কি? সামাজিক গবেষণায় ব্যবহৃত নমুনায়নের বিভিন্ন পদ্ধতি আলোচনা কর।
প্রশ্ন।২২।নমুনায়নের শ্রেণীবিভাগগুলো আলোচনা কর।
প্রশ্ন॥২৩।নমুনায়ন কাকে বলে? সামাজিক গবেষণায় নমুনায়ন এত গুরুত্বপূর্ণ কেন আলোচনা কর।

প্রশ্ন৷২৪॥আদর্শ নমুনায়নের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। স্তরিত নমুনায়ন ও গুচ্ছ নমুনায়নের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য ব্যাখ্যা কর।
প্রশ্ন॥২৫।ডকুমেন্ট স্টাডি (Document study) বলতে কি বুঝ? ডকুমেন্ট স্টাডির ধরন ও সুবিধা অসুবিধাগুলো বিশ্লেষণ কর।
প্রশ্ন।২৬।পরীক্ষণ পদ্ধতি কি? পরীক্ষণের মুখ্য উপাদানসমূহের বর্ণনা দাও। পরীক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷২৭৷ চলক কি? চলক কত প্রকার ও কি কি? আলোচনা কর।
প্রশ্ন৷২৮৷ গণসংখ্যা (Frequency distribution) নিবেশন বলতে কি বুঝ? গণসংখ্যা নিবেশনের গুরুত্ব আলোচনা কর। গণসংখ্যা নিবেশনের শ্রেণীগুলো আলোচনা কর।
প্রশ্ন৷২৯৷গণসংখ্যা নিবেশনের সংজ্ঞা দাও। গণসংখ্যা নিবেশন গুরুত্বপূর্ণ কেন? গণসংখ্যা নিবেশনের প্রস্তুত প্রণালী আলোচনা কর।
প্ৰশ্ন৷৩০৷গণসংখ্যা সারণি কি? গণসংখ্যা সারণির প্রকারভেদ ও প্রস্তুতকরণ প্রক্রিয়ার বিবরণ দাও।
প্ৰশ্ন৷৩১৷৷নমুনায়ন কেন করা হয়? উদাহরণসহ বিভিন্ন প্রকার নমুনায়ন কৌশল আলোচনা কর।
প্ৰশ্ন৷৩২৷সাক্ষাৎকার পদ্ধতি কী? সাক্ষাৎকার পদ্ধতির সুবিধা অসুবিধা লিখ ।