অথবা, বাংলাদেশের রাজনৈতিক দলের ত্রুটিগুলো লিখ।
অথবা, বাংলাদেশের রাজনৈতিক দলের অসুবিধা উল্লেখ কর।
অথবা, বাংলাদেশের রাজনৈতিক দলের বাধাসমূহ সম্পর্কে লিখ।
অথবা, বাংলাদেশের রাজনৈতিক দলের সমস্যাগুলো উল্লেখ কর।
উত্তর৷ ভূমিকা : সুষ্ঠু রাজনীতির অনুশীলন এবং জনমতের ধারক ও বাহক হিসেবে কাজ করার মধ্যে রাজনৈতিক দলের সার্থকতা, যথার্থতা নির্ভর করে। আর গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল সে কাজেই নিয়োজিত ও সদা সচেষ্ট থাকে। কিন্তু বাংলাদেশে দেখা যায় এর ব্যতিক্রম।
বাংলাদেশের রাজনৈতিক দলের সমস্যাবলি : বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর গতিপ্রকৃতি ও কার্যাবলি পর্যবেক্ষণ করে দেখা যায় যে, দলগুলো প্রকৃতপক্ষে বহুবিধ সমস্যার বেড়াজালে আবদ্ধ। নিম্নে সমস্যাগুলো চিহ্নিত করা হলো :
১. সাংগঠনিক কাঠামো দুর্বল : বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক কাঠামো সুদৃঢ় নয়। গ্রামগঞ্জে দলগুলোর ভিত্তি আজও মজবুত হয়ে গড়ে ওঠেনি। তাছাড়া দলগুলোর ভেতর গণতন্ত্রের চর্চা নেই বললেই চলে। দলীয় নেতা-নেত্রীদের প্রাধান্য থাকায় দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ কোন্দল দলগুলোকে সংগঠিত হতে দেয় না।
২. নেতৃত্ব ও কর্তৃত্বের দ্বন্দ্ব : বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শগত বিরোধের থেকে নেতৃত্ব ও কর্তৃত্বের কোন্দল বেশি সমস্যার সৃষ্টি করে। এ কারণে দলগুলো ভেঙে ছোট ছোট দলের জন্ম দেয়।
৩. প্রতিক্রিয়াশীল মনোভাব : বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আদর্শগত বিভিন্নতা অনেক সময় সমস্যার জন্ম দেয়। ডান-বাম, মৌলবাদী দলগুলোর আদর্শের সংঘাত অনেক সময় জাতিসত্তাকে নাড়া দেয়ার মতো হুমকি সৃষ্টি করে। ফলে প্রগতিশীল চিন্তাভাবনার স্থলে প্রতিক্রিয়াশীল চিন্তাভাবনার সৃষ্টি হয়।
৪. দলীয় স্বার্থপরতা : রাজনৈতিক দলগুলোর অন্যতম সমস্যা হলো দলগুলো তাদের ক্রিয়াকলাপ জাতীয় স্বার্থকে প্রাধান্য না দিয়ে দলীয় স্বার্থকে প্রাধান্য দেয় বেশি।
৫. ক্ষমতা লিপ্সু : রাজনৈতিক ক্ষমতা দখলকে রাজনৈতিক দলগুলো মুখ্য জ্ঞান করে। ফলে রাজনৈতিক অঙ্গনে কৃত্রিম সংকট সৃষ্টি করে তারা রাজনৈতিক জীবনব্যবস্থাকে অসহনীয় করে তোলে ।
৬. পারস্পরিক অবিশ্বাস : রাজনৈতিক দলগুলোর আন্তঃদলীয় অবিশ্বাস রাজনীতিতে সমস্যার সৃষ্টি করে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার অভাব রয়েছে। রাজনৈতিক দলের সদস্যগণ পরস্পর হিংসা বিদ্বেষে লিপ্ত হয়। ফলে দেশে উন্নয়ন কার্য ব্যাহত হয়।